৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

মোট প্রশ্ন: ১০০

৪১

২০১০ সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হজ্ব ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে ?

.
৯ - ১০ - ১০
.
৮ - ১০ - ১০
✓ সঠিক উত্তর
.
৭ - ১০ - ১০
.
৬ - ১০ - ১০
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঢাকা জেলারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৪২

OIC -এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ?

.
বাংলাদেশ
.
তুরস্ক
.
মালয়েশিয়া
.
সৌদি আরব
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ইসলামিক সহযোগিতা সংস্থার (OIC) পরবর্তী সেক্রেটারি জেনারেল বা মহাসচিব নির্বাচিত হয়েছেন হুসেইন ইব্রাহিম তাহা । তিনি আফ্রিকার দেশ চাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি বর্তমান মহাসচিব ইউসেফ আহমেদ আল - ওথাইমিনের স্থলাভিষিক্ত হবেন। ২০২১ সালের নভেম্বর মাসে ওথাইমিনের মেয়াদ শেষে ওআইসির ১২তম মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন তাহা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: OIC- ওআইসিরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৪৩

ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

.
জাকার্তায়
.
ম‍্যানিলায়
✓ সঠিক উত্তর
.
ইন্দোনেশিয়ায়
.
শ্রীলঙ্কায়

ব্যাখ্যা

১৯ ডিসেম্বর ১৯৬৬ সালে এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। এর বর্তমান সদস্য সংখ্যা ৬৮।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আন্তর্জাতিক সংস্থারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৪৪

তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত ?

.
কুমিল্লা
✓ সঠিক উত্তর
.
রংপুর
.
সিলেট
.
যশোর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কুমিল্লা জেলারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৪৫

প্রাচীন 'চন্দদ্বীপ' এর বর্তমান নাম কি ?

.
নোয়াখালী
.
বগুড়া
.
খুলনা
.
বরিশাল
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সুপ্রাচীনকালে বর্তমান বৃহত্তর বরিশাল অঞ্চল চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। ইতিহাসবিদদের মতে, প্রাকৃতিক কারণে এ অঞ্চলের চন্দ্রকলার মতাে হ্রাস - বৃদ্ধি ঘটতাে বলে অথবা চাঁদের আকৃতির ছিল বলে নাম হয় চন্দ্রদ্বীপ। স্থানীয় কিংবদন্তি অনুসারে, চন্দ্রদ্বীপের কায়স্থ বসুবংশীয় জমিদারগণের দনুজমর্দন দেব, চন্দ্রশেখর চক্রবর্তীর কৃপায় রাজ্য লাভ করে এবং ব্রাহ্মণের নামেই স্থানের নামকরণ করেন চন্দ্রদ্বীপ । ঐতিহাসিক মতে, রাজা চন্দ্রবর্মার নামানুসারে নামকরণ হয় চন্দ্রদ্বীপ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের দ্বীপসমূহরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৪৬

গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?

.
উওর আফ্রিকা
.
এশিয়া
.
চীন
✓ সঠিক উত্তর
.
দক্ষিণ আফ্রিকা

ব্যাখ্যা

গােবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত। এ মরুভূমির অংশবিশেষ চীনের উত্তর এবং উত্তর - পশ্চিম অংশে এবং বাকি অংশ মঙ্গোলিয়ার দক্ষিণে। গােবি মরুভূমি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: গোবি মরুভূমিরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৪৭

পল্লী উন্নয়ন একাডেমী (RDA) কোথায় অবস্থিত ?

.
কুমিল্লা
.
বগুড়া
✓ সঠিক উত্তর
.
যশোর
.
রাজশাহী

ব্যাখ্যা

পল্লী উন্নয়ন একাডেমী (RDA) ১৯ জুন ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বগুড়ায় অবস্থিত। এ প্রতিষ্ঠানটি প্রশিক্ষণপ্রদান, গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালার আয়ােজন করে থাকে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: গুরুত্বপূর্ণ সংস্থা বা প্রতিষ্ঠানরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৪৮

ইতিহাস - বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?

.
ইতালি
.
স্পেন
.
তুরস্ক
✓ সঠিক উত্তর
.
গ্রিস

ব্যাখ্যা

ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে হেক্টর পরাস্ত হয়। গ্রিকরা ট্রয় নগরী দখল করে আগুন ধরিয়ে দেয়। | ইতিহাস - বিখ্যাত এ ট্রয় নগরীটি বর্তমান তুরস্কে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইতিহাসরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৪৯

বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ?

.
খনিজ তৈল
.
খরস্রোতা নদী
.
প্রাকৃতিক গ্যাস
✓ সঠিক উত্তর
.
উপরের সবগুলো

ব্যাখ্যা

বিদ্যুৎ শক্তির প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বিদ্যুৎ শক্তিরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৫০

বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ?

.
হাতিয়া
.
সন্দ্বীপ
.
ভোলা
✓ সঠিক উত্তর
.
সেন্টমার্টিন

ব্যাখ্যা

বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভােলা। এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। ভােলা দ্বীপের আয়তন ৩৪০৩ বর্গ কিমি। ভােলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান শাহবাজপুর গ্যাস উত্তোলন কেন্দ্র, মনপুরা দ্বীপ ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের দ্বীপরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৫১

বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?

.
১৯৭২ সালে
.
১৯৭৩ সালে
.
১৯৭৪ সালে
✓ সঠিক উত্তর
.
১৯৭৬ সালে

ব্যাখ্যা

১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৩৬তম সদস্য পদ লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৫২

কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ?

.
সিপিইউ (CPU)
✓ সঠিক উত্তর
.
মনিটর
.
কীবোর্ড
.
মাউস

ব্যাখ্যা

CPU - এর পূর্ণরূপ হলাে Central Processing unit. কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা সিপিইউএর উপর নির্ভরশীল। সিপিইউ কম্পিউটারের সকল অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করে, মেমােরি থেকে ডেটা ও ইন্সট্রাকশন প্রদান করে এবং ইন্সট্রাকশন ডিকোড করে, গাণিতিক বা যুক্তিমূলক কাজ বা সিদ্ধান্তমূলক কাজ করে। এ সকল কারণে সিপিইউকে কম্পিউটারের মস্তিক বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৫৩

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি ?

.
জন হাওয়ার্ড
.
কেভিন বার্ড
.
ম‍্যালকম টার্নবুল
✓ সঠিক উত্তর
.
কেভিন হ‍্যারিসন

ব্যাখ্যা

অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত দক্ষিণ গোলার্ধের একটি দেশ । 'অস্ট্রেলিয়া' একটি ল্যাটিন শব্দ - যার অর্থ দক্ষিণাঞ্চল । অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন স্কট মরিসন । তিনি অস্ট্রেলিয়ার ৩০ তম প্রেসিডেন্ট ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অস্ট্রেলিয়ারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৫৪

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ?

.
১০ টি
.
১২ টি
.
০৯ টি
.
১১ টি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। জেনারেল এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে এ সময় নিয়ােগ দেয়া হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সেক্টর ও সেক্টর কমান্ডারগণরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৫৫

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ?

.
হামিদুর রহমান
.
মৃনাল হক
.
সৈয়দ মাইনুল হোসেন
✓ সঠিক উত্তর
.
শামীম সিকদার

ব্যাখ্যা

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হােসেন। ৭টি মিনারসহ এ স্তম্ভটির উচ্চতা ১৫০ ফুট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর তকালীন রাষ্ট্রপতি লে. জে. হােসাইন মুহাম্মদ এরশাদ এর উদ্বোধন করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় স্মৃতিসৌধরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৫৬

প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ?

.
ড. নিলীমা ইব্রাহীম
.
ড. সুফিয়া কামাল
✓ সঠিক উত্তর
.
ড. শায়লা সুলতানা
.
ড. তাহমিনা খানম

ব্যাখ্যা

ড. সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম মহিলা অধ্যাপক। ১৯৩২ সালের ২০ নভেম্বর, ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন । ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অধ্যাপনার পাশাপাশি নারী জাগরণ ও সমাজ সেবায় অবদান রাখেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অন্যান্য জাতীয় বিষয়রেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৫৭

বিশ্ব শিক্ষক দিবস কোনটি ?

.
৪ অক্টোবর
.
৫ অক্টোবর
✓ সঠিক উত্তর
.
৪ এপ্রিল
.
৫ এপ্রিল

ব্যাখ্যা

বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর। ১৯৯৪ সালে প্রথম বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। তারপর থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হচ্ছে। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় ও আন্তর্জাতিক দিবসরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৫৮

নেদারল্যান্ডের মুদ্রার নাম-

.
কিয়াট
.
ইউরো
✓ সঠিক উত্তর
.
রিংগিট
.
ক্রোনা

ব্যাখ্যা

Euro (ইউরাে) হল ইউরােপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রা। ১ জানুয়ারি, ১৯৯৯ সালে ইউরাে মুদ্রা চালু হয়। ১ জানুয়ারি, ২০০২ ইউরাে নােট চালু হয় এবং একই সাথে ইউরাের দেশগুলাে পুরাতন মুদ্রা বাতিল করে দেয়। ফলে একক মুদ্রা হিসাবে। “ইউরাে’ চালু হয়। বর্তমানে ইউরােপীয় ইউনিয়নভুক্ত ১৯টি দেশে ইউরাে মুদ্রা চালু আছে। যথা - বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ইতালি, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, পতুর্গাল, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, গ্রিস, স্লোভেনিয়া, সাইপ্রাস, মাল্টা, স্লোভাকিয়া, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। ১ জানুয়ারি, ২০১৫ লিথুয়ানিয়া ১৯তম দেশ হিসেবে ইউরাে মুদ্রা গ্রহণ করে। ইউরােপীয় ইউনিয়নের বাহিরে কসােভাে, মন্টিনিগ্রো, এন্ডােরা, মােনাকো, ভ্যাটিকান সিটি, স্যানমেরিনাে ‘ইউরাে’ কে একক মুদ্রা হিসাবে ব্যবহার করে। ইউরােপীয় ইউনিয়নভুক্ত দেশ যুক্তরাজ্য এখনাে 'ইউরাে' গ্রহণ করেনি। রবার্ট মুন্ডেলকে ইউরো মুদ্রার জনক বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুদ্রারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৫৯

অনিষ্ট করতে গিয়ে ভাল করা কে কী বলে ?

.
ভিজে বিড়াল
.
শাপে বর
✓ সঠিক উত্তর
.
কপাল ফেরা
.
অদৃষ্টের পরিহাস

ব্যাখ্যা

ভিজে বেড়াল(বাইরে নীরিহ ভেতরে ধূত): ভিজে বেড়ালদের অনেক সময় চেনা যায় না
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
৬০

নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?

.
নির্জন
.
পঞ্চবটী
.
দেশান্তর
.
অনুতাপ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে এবং যে সমাসের সমস্তপদ উপসর্গ দ্বারা শুরু হয় তাকে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস বলে অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয় যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় '') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ, অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ
বিষয়: বাংলাটপিক: অব্যয় পদরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)