৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

মোট প্রশ্ন: ১০০

পৃষ্ঠা এর পরবর্তী

অনিষ্ট করতে গিয়ে ভাল করা কে কী বলে ?

.
ভিজে বিড়াল
.
শাপে বর
✓ সঠিক উত্তর
.
কপাল ফেরা
.
অদৃষ্টের পরিহাস

ব্যাখ্যা

ভিজে বেড়াল(বাইরে নীরিহ ভেতরে ধূত): ভিজে বেড়ালদের অনেক সময় চেনা যায় না
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?

.
নির্জন
.
পঞ্চবটী
.
দেশান্তর
.
অনুতাপ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে এবং যে সমাসের সমস্তপদ উপসর্গ দ্বারা শুরু হয় তাকে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস বলে অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয় যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় '') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ, অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ
বিষয়: বাংলাটপিক: অব্যয় পদরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

সারাংশের মূল উদ্দেশ্য কী ?

.
অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
✓ সঠিক উত্তর
.
ভাবের অংশ প্রকাশ করা
.
বাইরের ভাব বিশ্লেষণ করা
.
অন্যভাবে ফুটিয়ে তোলা
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

কোন জোড়াটি ভিন্নার্থক ?

.
বকধার্মিক- বিড়াল তপস্বী
.
মনিকাঞ্চন যোগ- সোনায় সোহাগা
.
ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি
.
অন্ধের যষ্টি- অক্কা পাওয়া
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বকধার্মিক ও বিড়াল তপস্বী অর্থ অসাধু বা ভন্ড লােক। মণিকাঞ্চন যােগ ও সােনায় সােহাগা অর্থ উপযুক্ত মিলন। ব্যাঙের আধুলি সামান্য ধনে অহংকার এবং ব্যাঙের সর্দি হলাে অসম্ভব ঘটনা। অন্যদিকে অন্ধের যষ্ঠি অর্থ একমাত্র সম্বল এবং অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- মূলত কোন বিষয়ে আলোচিত হয় ?

.
সারমর্ম
.
প্রবন্ধ
.
ভাব-সম্প্রসারণ
✓ সঠিক উত্তর
.
আবেদনপত্রে

ব্যাখ্যা

দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। মূলত ভাব - সম্প্রসারণে আলােচনা করা হয়। এ লাইনটিকে মূলভাব ধরে এর সম্প্রসারণ হলো খুঁটিনাটি দিক উপস্থাপন করা যায়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ ?

.
পঞ্চমী তৎপুরুষ
.
উপপদ তৎপুরুষ
✓ সঠিক উত্তর
.
প্রাদি সমাস
.
বহুব্রীহি সমাস

ব্যাখ্যা

উপপদ তৎপুরুষ সমাস: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ - প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা - জলচর, পকেট মারে যে - পকেটমার।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

নিচের কোনটি সাধুরীতির উদারহরণ ?

.
তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র
.
তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে
✓ সঠিক উত্তর
.
তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র
.
তখন গভীর ছায়ায় সর্বত্র ঢেকে গিয়েছে

ব্যাখ্যা

সাধু ভাষার ব্যাকরণের নিয়ম অনেকটা সুনির্ধারিত এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট অনুকরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয়, তাকে সাধু ভাষা বলে ‌। প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলঃ তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে ।
বিষয়: বাংলাটপিক: সাধু রীতিরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

কোনটি শুদ্ধ বাক্য ?

.
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
✓ সঠিক উত্তর
.
তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
.
মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
.
আজকাল বিদ্বান মহিলার অভাব নেই

ব্যাখ্যা

'বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে' - বাক্যটি শুদ্ধ। অন্য বাক্যগুলােকে শুদ্ধ করলে হবে তােমার সঙ্গে গােপন কথা আছে। মেয়েটি দারুশ বুদ্ধিমতী, আজকাল বিদূষী মহিলার অভাব নেই।
বিষয়: বাংলাটপিক: বাক্য শুদ্ধিকরণরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ?

.
সমানাধিকরণ
✓ সঠিক উত্তর
.
প্রত্যয়ান্ত
.
ব্যাধিকরণ
.
ব্যতিহার

ব্যাখ্যা

পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন: হত হয়েছে শ্রী যার = হতশ্রী, খোশ মেজাজ যার = খােশ মেজাজ প্রভৃতি ।
বিষয়: বাংলাটপিক: বিশেষ্যরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১০

সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-

.
আবেদনপত্র
✓ সঠিক উত্তর
.
চুক্তিপত্র
.
মানপত্র
.
স্মারকলিপি

ব্যাখ্যা

সরকারি বা বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে অভাব - অভিযােগ, সমস্যা নিরসনে অথবা সুযােগ - সুবিধা প্রার্থনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম আবেদনপত্র।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১১

কোনটি দেশী শব্দ ?

.
গিন্নি
.
কৃপণ
.
টোপর
✓ সঠিক উত্তর
.
মাথা
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১২

বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-

.
প্রমথ চৌধুরী
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✓ সঠিক উত্তর
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
মাইকেল মধুসূদন দত্ত

ব্যাখ্যা

বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । তিনি সর্বপ্রথম বাংলা গদ্যে যতি চিহ্নের সংযােজন করে ভাষার শৃঙ্খলা আনেন । এছাড়াও বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা অনন্য ।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৩

নিচের কোনটি তৎসম শব্দ ?

.
চাঁদ
.
ভবন
✓ সঠিক উত্তর
.
বাল্তি
.
হরতাল
বিষয়: বাংলাটপিক: তৎসম শব্দরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৪

সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কী করতে হবে ?

.
গ্রহণ করতে হবে
.
পরিবর্তন করতে হবে
.
অবিকল লিখতে হবে
.
বর্জন করতে হবে
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: প্রত্যক্ষ উক্তিরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৫

বাংলা ভাষা ও সাহ্যিতের প্রাচীন নিদর্শন কোনটি ?

.
বৈষ্ণবপদাবলী
.
শ্রীকৃষ্ণকীর্তন
.
চর্যাপদ
✓ সঠিক উত্তর
.
রামায়ণ

ব্যাখ্যা

বাংলা ভাষা ও সাহ্যিতের প্রাচীন নিদর্শন চর্যাপদ।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৬

ব্যাসবাক্যের অপর নাম কী ?

.
বিগ্রহ বাক্য
✓ সঠিক উত্তর
.
উত্তরপদ
.
পূর্বপদ
.
সমস্ত পদ

ব্যাখ্যা

ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৭

যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশিথে ভাতি- এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক ?

.
দিনের বেলায় আলোর উৎস সূর্য
.
দিনের বেলায় প্রদীপ জ্বালানো আবশ্যক
.
দিনের বেলায় প্রদীপ জ্বালানো অপচয়ের নামান্তর
.
অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশিথে ভাতি - এই অংশের সম্প্রসারণে ভাষাটি সঠিক হচ্ছে - -
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৮

বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয় ?

.
১ বলার যে সময় লাগে
.
এক সেকেন্ডে
.
১ বলার দ্বিগুণ সময়
✓ সঠিক উত্তর
.
থামার প্রয়োজন নাই

ব্যাখ্যা

বাক্যে সেমিকোলন (;) থাকলে থামতে হয় ১ বলার দ্বিগুণ সময়।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৯

হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে ?

.
বিস্ময়
✓ সঠিক উত্তর
.
দাঁড়ি
.
কমা
.
হাইফেন

ব্যাখ্যা

বিস্ময় সম্বোধন চিহ্ন (!): হৃদয়াবেগ প্রকাশ করতে চিহ্নটি বসে সম্বোধন পদের পর বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হতো; কিন্তু আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কমা বসে
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
২০

‘মহাকীর্তি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

.
মহতী যে কীর্তি
✓ সঠিক উত্তর
.
মহা যে কীর্তি
.
মহান যে কীর্তি
.
মহান কীর্তি যার

ব্যাখ্যা

মহাকীর্তি সমাসটি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান হয়। পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। যেমন: মহতী যে কীর্তি - মহাকীর্তি।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)