৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

মোট প্রশ্ন: ৭৬

পৃষ্ঠা এর পরবর্তী

নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?

.
ড্যাস
.
হাইফেন
✓ সঠিক উত্তর
.
কোলন
.
সেমিকোলন

ব্যাখ্যা

হাইফেন কে সংযোগ চিহ্ন বলা হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করা হয়। যেমন: এ আমাদের শ্রদ্ধা - অভিনন্দন, আমাদের প্রীতি - উপহার।
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

'নদের চাঁদ' বাগধারাটি যে অর্থ প্রকাশ করে ----

.
কুৎসিত ব্যক্তি অথচ কর্মপটু
.
দুর্বল ও ব্যক্তিত্বহীন
.
সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
✓ সঠিক উত্তর
.
গম্ভীর অথচ কর্মপটু

ব্যাখ্যা

নদের চাঁদ - একটি বাগধারা যার মানে অহমিকা পূর্ণ নির্গুণ ব্যক্তি অথবা সুন্দর অথচ অপদার্থ।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

'সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র'। --কোন বাক্য?

.
নির্দেশাত্মক বাক্য
.
বিস্ময়বোধক বাক্য
.
যৌগিক বাক্য
.
জটিল বাক্য
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

কোন সমাসে উভয়পদই বিশেষ্য?

.
দ্বন্দ্ব সমাস
✓ সঠিক উত্তর
.
কর্মধারয় সমাস
.
তৎপুরুষ সমাস
.
প্রাদি সমাস

ব্যাখ্যা

দ্বন্দ্ব সমাস :যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এই দুটি উদাহরন এ প্রতিটি পদের অর্থের ই প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে।
বিষয়: বাংলাটপিক: বিশেষ্যরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

ভাব-সম্প্রসারণে ভাবের ----

.
পরিবর্তন ঘটে
.
অলঙ্করণ ঘটে
.
সম্প্রসারণ ঘটে
✓ সঠিক উত্তর
.
সংকোচন ঘটে

ব্যাখ্যা

ভাব সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ বা প্রসারণ ঘটে। এক্ষেত্রে একটি নির্দিষ্ট বিষয় কোন টপিক নিয়ে বিশদভাবেঅলোচনা করা হয়। যার ফলে ভাবের সম্প্রসারণ ঘটে। ফলে যে কোন বিষয় বুঝতে সুবিধা হয়
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

'বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে'। --এ মতের প্রবক্তা কে?

.
স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
.
ড. মুহম্মদ শহীদুল্লাহ
.
ড. সুকুমার সেন
.
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

সমার্থক শব্দ ব্যবহার করলে ---

.
শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়
✓ সঠিক উত্তর
.
শব্দার্থ পরিবর্তিত হয়
.
শব্দার্থের অবনতি ঘটে
.
শব্দ ভাণ্ডার হ্রাস পায়

ব্যাখ্যা

সমার্থক শব্দ ব্যবহার করলে নতুন শব্দের সৃষ্টি হয়, নতুন নতুন শব্দ সম্পর্কে ধারণা পাওয়া যায়। ফলে বাংলা শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

অব্যয়ীভাব সমাসে 'অব্যয়' পদের অর্থ ---

.
পরিবর্তিত হয়
.
প্রধান থাকে
✓ সঠিক উত্তর
.
সংকুচিত হয়
.
বৃদ্ধি ঘটে

ব্যাখ্যা

অব্যয়ীভাব সমাস: পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন:
বিষয়: বাংলাটপিক: অব্যয় পদরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?

.
অনুসর্গ
✓ সঠিক উত্তর
.
বিশেষ্য
.
অব্যয়
.
উপসর্গ

ব্যাখ্যা

চলিত ভাষাতে অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। অনুসর্গগুলো প্রাতিপদিক এর পরে ব্যবহার হয়। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত রূপে ব্যবহার হয়। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সহজতর রূপ লাভ করে।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১০

চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় ----

.
সাধু ভাষা
.
প্রমিত ভাষা
✓ সঠিক উত্তর
.
আঞ্চলিক ভাষা
.
উপভাষা

ব্যাখ্যা

চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে প্রমিত ভাষা বলে। প্রমিত ভাষা বলা ও লেখার উপযোগী। এটি বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্যসংলাপের উপযোগী। প্রমিত ভাষা কালের প্রবাহে অনেক পরিবর্তিত হয়।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১১

'এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে' ---এর চলিতরূপ লিখুন।

.
এইরূপ সাদৃশ্য অনেকগুলো চোখে পড়বে
.
এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে
✓ সঠিক উত্তর
.
এরকম সাদৃশ্য অনেকগুলি চোখে পড়বে
.
এ রকম সাদৃশ্য অনেকগুলো চক্ষে পড়বে

ব্যাখ্যা

এইরুপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে। (সাধু ভাষা)
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১২

চলিত ভাষার বৈশিষ্ট্য নয় ---

.
সহজবোধ্যতা
.
ধ্বন্যাত্মক শব্দের প্রাধান্য
.
ভদ্র সমাজে ব্যবহারোপযোগিতা
.
সংস্কৃত শব্দের বহুল ব্যবহার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

চলিত ভাষায় সংস্কৃত শব্দ নয় তদ্ভব শব্দ বহুল ব্যবহার হয়।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৩

'কিয়ৎক্ষণ' শব্দের সঠিক চলিতরূপ কোনটি?

.
কিছুক্ষণ
✓ সঠিক উত্তর
.
কিছু সময়ে
.
কয়েকক্ষণে
.
কয়েক মুহূর্ত

ব্যাখ্যা

সাধু - চলিত
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৪

কোন বাক্যটি গুরুচণ্ডলী দোষমুক্ত?

.
তার বাহিরে যাবার সময় হয়েছে
.
সে এখন স্কুলে যাবে
✓ সঠিক উত্তর
.
তার বিবাহ হয় নাই
.
তাহারা রওয়ানা হলো

ব্যাখ্যা

তার বাহিরে যাবার সময় হয়েছে।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৫

ব্যক্তিগত পত্রের ওপরের ডান কোণে কী লেখা হয়?

.
সম্ভাষণ
.
প্রাপকের ঠিকানা
.
মঙ্গলসূচক শব্দ
.
পত্র লেখকের স্থান ও তারিখ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ব্যক্তিগত পত্রের উপরে ডান কোণে পত্র লেখকের স্থান ও তারিখ লিখতে হয়। যে স্থান এ প্রেরক অবস্থান করছে সেই স্থানের নাম এবং প্রেরকের চিঠি লেখার তারিখ।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৬

গঠন অনুসারে শব্দ কয় প্রকার?

.
তিন
.
দুই
✓ সঠিক উত্তর
.
পাঁচ
.
চার

ব্যাখ্যা

গঠন অনুসারে শব্দ ২ প্রকার।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৭

কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?

.
অর্থদ্যোতকতা
.
ইশারা বা অঙ্গভঙ্গি
✓ সঠিক উত্তর
.
মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি
.
জনসমাজে ব্যবহার যোগ্যতা

ব্যাখ্যা

ভাষার মূল উপাদান ধ্বনি। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। আবার ধ্বনি সৃষ্টি হয় বাগযন্ত্রের দ্বারা। মানুষের কন্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠন কে ভাষা বলে। গলনালি, মুখবিবর, কন্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে বাকযন্ত্র বলে। ইশারা বা অঙ্গভঙ্গির সাহাযে মনের ভাব সম্পুর্ণ রূপে প্রকাশ পাই না। তাই এটি ভাষার অন্তর্ভুক্ত নয়।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৮

বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ---

.
দেবেন্দ্রনাথ ঠাকুর
.
অক্ষয়কুমার দত্ত
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✓ সঠিক উত্তর
.
রাজা রামমোহন রায়

ব্যাখ্যা

যতি বা ছেদ বা বিরাম চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের শুরুতে, বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে যতি বা বিরাম চিহ্নের প্রবর্তন করেন। বিরাম চিহ্নের সংখ্যা ১২ টি।
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৯

প্রথম চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম ---

.
তত্ত্ববোধিনী
.
সবুজপত্র
✓ সঠিক উত্তর
.
কল্লোল
.
ধূমকেতু

ব্যাখ্যা

তত্ত্ববোধিনী - অক্ষয়কুমার দত্ত
বিষয়: বাংলাটপিক: বাংলা সংবাদপত্ররেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
২০

কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?

.
দাঁড়ি
.
প্রশ্ন চিহ্ন
.
কোলন
✓ সঠিক উত্তর
.
বিস্ময় চিহ্ন

ব্যাখ্যা

প্রান্তিক বিরাম চিহ্ন ৪টি। যেমন:
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)