মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

মোট প্রশ্ন: ৭০

৪১

বৈরাগীর ভিটা অবস্থিত-

.

মহাস্থানগড়

.

বগুড়া

✓ সঠিক উত্তর
.

ময়নামতি

.

আনন্দ বিহার

ব্যাখ্যা

বৈরাগীর ভিটা বাংলাদেশের বৃহত্তর বগুড়া তে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি করতোয়া নদীর বাঁকে মহাস্থান দুর্গনগরীর দক্ষিণ দিকে অবস্থিত। ১৯২৮-২৯ সালে খনন করা বৈরাগীর ভিটায় দুটি মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। 
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪২

"ওয়াংগালা' উৎসব কাদের?

.

ঝুঁকিদের

.

গারোদের

✓ সঠিক উত্তর
.

চাকমাদের

.

মারমাদের

ব্যাখ্যা

পূর্ব ভারতের মেঘালয় অঙ্গরাজ্য ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী গারো জাতির লোকদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৩

'গেরিলা' চলচ্চিত্রের পরিচালক কে?

.

জহির রায়হান

.

আমজাদ হোসেন

.

নাসির উদ্দিন ইউসুফ

✓ সঠিক উত্তর
.

মোর্শেদুল ইসলাম

ব্যাখ্যা

গেরিলা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত এই চলচ্চিত্রটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত। 
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৪

CTBT এর পূর্ণরুপ কি?

.

Complete Test Ban Treaty

.

Comprehensive Nuclear Test Ban Treaty

✓ সঠিক উত্তর
.

Chemical test ban treaty

.

Chlorine test ban treaty

ব্যাখ্যা

# CTBT এর পূর্ণরূপ- Comprehensive Nuclear Test Ban Treaty/ Comprehensive Test Ban Treaty. # CTBT সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সামরিক ও বেসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। # CTBT চুক্তি জাতিসংঘের সাধারণ সভায় গৃহীত হয়- ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৫

'রিচার্ড হ্যাডলি' বিখ্যাত-

.

ক্রিকেটার হিসেবে

✓ সঠিক উত্তর
.

টেনিস খেলোয়াড় হিসেবে

.

ফুটবলার হিসেবে

.

দৌড়বিদ হিসেবে

ব্যাখ্যা

স্যার রিচার্ড জন হ্যাডলি নিউজিল্যান্ডের একজন বিখ্যাত ক্রিকেটার। রিচার্ড হ্যাডলি টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৪০০ উইকেট লাভ করেছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৬

'আফ্রিকার পার্ল' কোন দেশকে বলা হয়?

.

উগান্ডা

✓ সঠিক উত্তর
.

দক্ষিণ আফ্রিকা

.

কেনিয়া

.

মিশর

ব্যাখ্যা

উগান্ডাকে 'Pearl of Africa' নামে অভিহিত করেন উইনস্টন চার্চিল। উগান্ডাকে বজ্রঝড়ের দেশ বলা হয়। এই দেশের গেরিলা সংগঠনের নাম 'Lords Resistance Army', দেশটির রাজধানীর নাম কাম্পালা এবং মুদ্রার নাম শিলিং। সোমালিয়া Horn of Africa' নামে পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৭

'আলতামিরা' গুহা কোথায় অবস্থিত?

.

ফ্রান্স

.

স্পেন

✓ সঠিক উত্তর
.

ভারত

.

ইংল্যান্ড

ব্যাখ্যা

আলতামিরা গুহা ১৮৭৯ সালে স্পেনের উত্তরে আবিষ্কৃত হয়। এর ছাদে একটি বাইসনের ছবি সংবলিত একিট গুহাচিত্র আকা আছে
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৮

গারুদা কোন দেশের বিমান সংস্থা?

.

গ্রিস

.

জার্মানি

.

নেদারল্যান্ড

.

ইন্দোনেশিয়া

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

গারুদা ইন্দোনেশিয়ার বিমান সংস্থা। অন্যদিকে, গ্রিসের বিমান সংস্থা অলিম্পিক এয়ারওয়েজ, জার্মানির বিমান সংস্থার নাম লুফথানসা এবং নেদারল্যান্ডের বিমান সংস্থার নাম রয়াল ডাচ এয়ারলাইন্স (কেএলএ) ।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখ জাতিসংঘে ভাষণ দেন--

.

২৫ সেপ্টেম্বর, ১৯৭৪

✓ সঠিক উত্তর
.

২৪ সেপ্টেম্বর ১৯৭৪

.

২৬ সেপ্টেম্বর ১৯৭৪

.

২৩ সেপ্টেম্বর ১৯৭৪

ব্যাখ্যা

জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বাংলায় ভাষণ স্মরণে ই - পোস্টার প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫০

সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত?

.

লালমনিরহাট

.

দিনাজপুর

.

পঞ্চগড়

.

চাঁপাইনবাবগঞ্জ

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সোনামসজিদ স্থল বন্দর হল বাংলাদেশের উল্লেখযোগ্য একটি স্থল বন্দর, যা রাজশাহী বিভাগের শিবগঞ্জ উপজেলা পরিষদ থেকে প্রায় ১৯ কিমি উত্তরে শাহাবাজপুর ইউনিয়নে অবস্থিত বর্তমানে দেশে মোট ২২টি স্থলবন্দর আছে। এর মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর যশোরের বেনাপোল।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫১

'একুশের গান' কবিতার রচয়িতা কে?

.

সুফিয়া কামাল

.

জসীমউদ্দীন

.

সুকান্ত ভট্টাচার্য

.

আব্দুল গাফফার চৌধুরী

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

একুশের গান একটি বাংলা গান যাআমার ভাইয়ের রক্তে রাঙানো হিসেবে সুপরিচিত (প্রথম চরণ দ্বারা)। এই গানের কথায় ১৯৫২ সালের ফেব্রুয়ারি ২১ তারিখে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস ফুটে উঠেছে। সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫২

প্রথম বাংলা পত্রিকা কোনটি?

.

দিগদর্শন

✓ সঠিক উত্তর
.

কল্লোল

.

প্রভাকর

.

সংবাদ

ব্যাখ্যা

সম্বাদ প্রভাকর’ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন এর সম্পাদক এবং তাঁর সহকারী ছিলেন পাথুরিয়াঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুর। ১৮৫৩ সালের এপ্রিল মাস থেকে এই পত্রিকা পৃথক একটি মাসক সংকলন প্রকাশ করে। দীর্ঘদিন ‘সম্বাদ প্রভাকর’ সুনামের সঙ্গে প্রকাশিত হয়। ১৮৫৯ সালের ২৫ জানুয়ারি ঈশ্বরচন্দ্র গুপ্ত মারা গেলে তাঁর সহোদর রামচন্দ্র গুপ্ত পত্রিকা সম্পাদনার ভার নেন।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৩

“বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” বাক্যের ক্রিয়াটি কোন কালের?

.

পুরঘটিত অতীত

.

পুরঘটিত বর্তমান

✓ সঠিক উত্তর
.

সাধারণ বর্তমান

.

সাধারণ অতীত

ব্যাখ্যা

যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন - আমি বাড়ি যাই। এছাড়াও সাধারণ বর্তমান কালের কয়েকটি বিশিষ্ট প্রয়োগ রয়েছে। যেমন,
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৪

অবেলায় আমি দিলেম পাড়ি, অথৈ সাগরে এখানে কয়টি উপসর্গ রয়েছে?

.

দুইটি

✓ সঠিক উত্তর
.

তিনটি

.

একটি

.

চারটি

ব্যাখ্যা

অবেলা, অথৈ
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৫

'কল্লোল' শব্দটির অর্থ কী?

.

পাল

.

ঢেউ

✓ সঠিক উত্তর
.

চিবুক

.

কোনটিই নয়

ব্যাখ্যা

কল্লোল - [বিশেষ্য পদ] মহাতরঙ্গ, শব্দকারী তরঙ্গ; কলরব, পরম আহ্লাদ; মহানন্দ।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৬

নিচের কোন বানানটি শুদ্ধ?

.
নিশীথিনী
✓ সঠিক উত্তর
.
নীশিথিনী
.
নিশীথীনি
.
নিশিথিনি
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৭

'বাবা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

.
আরবি
.
তুর্কী
✓ সঠিক উত্তর
.
পর্তুগিজ
.
ফারসি

ব্যাখ্যা

বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৮

'গৌরচন্দ্রিকা' বাগধারার অর্থ কী?

.

গুরুচণ্ডালি

.

যবনিকা

.

ভূমিকা

✓ সঠিক উত্তর
.

অনুশীলন

ব্যাখ্যা

গৌরচন্দ্রিকা - একটি বাগধারা এর অর্থ ভূমিকা বা সূচনা। মন্তব্য হলো কোনো কিছুর উপর সংক্ষিপ্ত বিবরণ। সঠিক উত্তর - ভূমিকা।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৯

'দেয়াল' রচনাটি কার?

.

বুদ্ধদেব বসু

.

সেলিনা হোসেন

.

সুফিয়া কামাল

.

হুমায়ুন আহমেদ

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

দেয়াল ' কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রাজনৈতিক উপন্যাস। ২০১১ সালে তিনি এ উপন্যাস রচনা শুরু করেন যা তার মৃত্যুর পর ২০১৩ সালে প্রকাশিত হয়। তিনি ছাড়াও 'দেয়াল' (১৯৮৫) নামে উপন্যাস রচনা করেছেন - আবু জাফর শামসুদ্দীন ।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৬০

মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য' কোন ধরনের কাব্য?

.
পত্রকাব্য
✓ সঠিক উত্তর
.
মহাকাব্য
.
গীতিকাব্য
.
সনেট

ব্যাখ্যা

'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) পত্রকাব্য। পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম । রোমান কবি ওভিদের 'হেরোইদাইদস' কাব্যের অনুকরণে এই গ্রন্থ রচিত। এ কাব্যে মোট ১১ টি পত্র আছে।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)