রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)

মোট প্রশ্ন: ৪২

পৃষ্ঠা এর পরবর্তী

I approved ----his action. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---

.
at
.
on
.
of
✓ সঠিক উত্তর
.
with
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

.
I took my tea at 5 p.m.
.
He refused to help me.
✓ সঠিক উত্তর
.
Keep it on the table.
.
I saw him long before.

ব্যাখ্যা

I took my tea at 5 p.m. বাক্যটিতে my শব্দটির ব্যবহার অতিরিক্ত।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

.
Put the book on the table
✓ সঠিক উত্তর
.
The examiner saw my papers
.
I feel some better
.
He is not in the committee

ব্যাখ্যা

Put the book on the table - বাক্যটি সঠিক।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)

He said to me, "By God! I shall support you."----- বাক্যটির Indirect speech হবে----

.
He swore by God that he will support me.
.
He swore by God that he will have supported me.
.
He swear by God that he would have supported me.
.
He swore by God that he would support me.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Reported speech এ ‘By God’ Phrase টির উল্লেখ থাকলে Reporting verb হিসেবে ‘swear’ ব্যবহৃত হবে। মূল বাক্যে Reporting verb টি past tense এ হওয়ায় Indirect speech এ swore ব্যবহৃত হবে এবং ২য় বাক্যাংশের ‘shall’ পরিবর্তিত হয়ে ‘would’ ব্যবহৃত হবে। 
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)

He said, 'The earth moves round the sun.' বাক্যটির Indirect speech হবে----

.
He said that the earth moved round the sun.
.
He said that the earth moves round the sun.
✓ সঠিক উত্তর
.
He said that the earth has moved round the sun.
.
He said that the earth had moved round the sun.

ব্যাখ্যা

Direct speech - যদি Universal truth হয় তাহলে Reporting verb যে Tense - ই থাকুক না কেন Reported speech –এর Tense –এর কোন পরিবর্তন হবে না। 
বিষয়: ইংরেজিটপিক: Narrations: Direct and Indirectরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)

'Do not hate the poor.' বাক্যটির Passive form হবে----

.
Let not the poor be hated.
✓ সঠিক উত্তর
.
Let the poor not be hated.
.
Poor not be hated.
.
Poor are not be hated.

ব্যাখ্যা

Imperative sentence - এর না বোধক passive করতে হলে Let not + subject (active এর object - কে Subject) + be + verb এর past participle.
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)

How can you do this? বাক্যটির Passive form হবে----

.
How this can be done by you?
.
How could this be done by you?
.
How can this be done by you?
✓ সঠিক উত্তর
.
How this could be done by you?

ব্যাখ্যা

Modal auxiliary can so be হবে
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)

কোন বানানটি শুদ্ধ?

.
Accesible
.
Accessible
✓ সঠিক উত্তর
.
Acesible
.
Accissable

ব্যাখ্যা

Accessible (Adjective)– প্রবেশযোগ্য, সহজলভ্য, সুগম, সুলভ, সুবোধ্য, গমনীয়, সহজগম্য। 
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)

কোনটি শুদ্ধ বানান?

.
Accession
✓ সঠিক উত্তর
.
Accesion
.
Acession
.
Acsesion

ব্যাখ্যা

Correct spelling হচ্ছে Accession (Noun)– স্বাভাবিক বৃদ্ধি, অভিগমন, সমীপে গমন, সংযোজন, সংযোজিত বস্তু, সম্মতি।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)
১০

কোনটি Abstract Noun?

.
Man
.
Height
✓ সঠিক উত্তর
.
Jury
.
Long

ব্যাখ্যা

যার কোন অস্তিত্ব নেই, ধরা, ছোঁয়া বা দেখা যায় না অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে হয় তাই Abstract Noun। যেমন: Liberty, anger, freedom, kindness, love, happiness, beauty, height. 
বিষয়: ইংরেজিটপিক: Abstract Nounরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)
১১

কোনটি Collective Noun?

.
Girl
.
Books
.
Library
✓ সঠিক উত্তর
.
Soldiers

ব্যাখ্যা

Collective Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, library. 
বিষয়: ইংরেজিটপিক: Collective Nounরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)
১২

'At home' এর অর্থ ----

.
Home made of bricks
.
One who has lost home
.
Try to make a home
.
Familiar with
✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিটপিক: Idiomরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)
১৩

কোনটি 'Effort' শব্দের সমার্থক শব্দ?

.
Assurance
.
Attempt
✓ সঠিক উত্তর
.
Erect
.
Exclude

ব্যাখ্যা

Effort– প্রচেষ্টা;
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)
১৪

কোনটি 'Brief' শব্দের সমার্থক শব্দ?

.
Short
✓ সঠিক উত্তর
.
Copious
.
Eloquent
.
Profuse

ব্যাখ্যা

Brief - সংক্ষিপ্ত;
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)
১৫

Students should attend ----their lessons. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---

.
with
.
on
.
at
.
to
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Attend to - মনােযােগ দেওয়া, দেখভাল/পরিচর্যা করা ।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)
১৬

ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?

.
বৃহৎ
.
বর্ধিষ্ণু
.
বর্ধমান
✓ সঠিক উত্তর
.
বৃদ্ধিপ্রাপ্ত
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)
১৭

বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত?

.
চুরুলিয়া
.
দবিরামপুর
✓ সঠিক উত্তর
.
শান্তিডাঙ্গা
.
কালীগঞ্জ

ব্যাখ্যা

বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত দরিরামপুর জেলাটি।
বিষয়: বাংলাটপিক: কাজী নজরুল ইসলামরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)
১৮

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'পথের পাঁচালি' একটি ---

.
নাটক
.
ভ্রমণ কাহিনী
.
গল্প
.
উপন্যাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'পথের পাঁচালি' একটি - - - উপন্যাস।
বিষয়: বাংলাটপিক: পাঁচালি গানরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)
১৯

বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা কে?

.
জসীমউদ্‌দীন
✓ সঠিক উত্তর
.
আবদুল কাদির
.
সত্যেন্দ্রনাথ দত্ত
.
নবীনচন্দ্র সেন
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)
২০

'যার কোন উপায় নেই'--এক কথায় কি হবে?

.
নিরুপায়
✓ সঠিক উত্তর
.
নাচার
.
অনন্যেপায়
.
উপায়হীন
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(শাপলা-03) (07-12-2011)