প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)

মোট প্রশ্ন: ৬৬

৪১

কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকারী হয়?

.
১৬ ডিসেম্বর, ১৯৭১
.
১০ এপ্রিল, ১৯৭২
.
১৬ ডিসেম্বর, ১৯৭২
✓ সঠিক উত্তর
.
১০ এপ্রিল, ১৯৭১

ব্যাখ্যা

১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধান, সবিধান সম্পর্কীয় তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৪২

বাংলাদেশে কার উপর আদালতের এখতিয়ার নেই?

.
বিচারপতি
.
প্রধানমন্ত্রী
.
সেনাপ্রধান
.
রাষ্ট্রপতি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশের রাষ্ট্রপতির উপর আদালতের এখতিয়ার নেই।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সুপ্রীম কোর্ট ও আদালতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৪৩

সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি?

.
বীরশ্রেষ্ঠ
✓ সঠিক উত্তর
.
বীর বিক্রম
.
বীর উত্তম
.
বীর প্রতীক

ব্যাখ্যা

সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি হলো বীরশ্রেষ্ঠ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৪৪

'শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?

.
আবুল কালাম শামসুদ্দীন
.
কাজী আবদুল ওদুদ
.
ড. মুহম্মদ শহীদুল্লাহ
✓ সঠিক উত্তর
.
ইব্রাহীম খাঁ

ব্যাখ্যা

'শিকওয়াহ ও জওয়াব ই শিকওয়াহ' অনুবাদ গ্রন্থ টির রচয়িতা ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৪৫

'সর্বহারা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

.
গোলাম মোস্তফা
.
কামিনী রায়
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
কাজী নজরুল ইসলাম
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'সর্বহারা' কাজী নজরুল ইসলামের একটি জীবনী মূলক কাব্য। সর্বহারা কাব্যটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। তার জীবনী মূলক কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো চিত্তনামা, সর্বহারা, ফনিমনসা, সিন্ধু হিন্দোল, প্রলয় শিখা।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৪৬

কোনটি শুদ্ধ বানান?

.
নিরিহ
.
নিরীহ
✓ সঠিক উত্তর
.
নীরিহ
.
নীরীহ

ব্যাখ্যা

সঠিক বানান - নিরীহ। নিরীহ শব্দের অর্থ - শান্ত,বোকা,হাবাগবা,মূর্খ, নির্দোষ, অর্থহীন ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৪৭

কোনটি শুদ্ধ বানান?

.
নিশীথ
✓ সঠিক উত্তর
.
নিশিথ
.
নীশীথ
.
নীশিথ

ব্যাখ্যা

সঠিক বানান - নিশীথ।নিশীথ শব্দের অর্থ - গভীর রাত্রি,মধ্য রাত্রি, রাত দুপুর,দ্বিপ্রহর, মহানিশা ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৪৮

"পাগলে" কিনা বলে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

.
কর্তায় ষষ্ঠী
.
কর্তায় ২য়া
.
কর্তায় ৭মী
✓ সঠিক উত্তর
.
কর্তায় শূন্য

ব্যাখ্যা

পাগলে কিনা বলে। বাক্যে 'পাগলে' হল কর্তৃ কারকে সপ্তমী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৪৯

এই "নদীর" মাছ বড়।---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

.
অধিকরণে ২য়া
.
অপাদানে ৭মী
.
করণে ৭মী
.
অধিকরণে ৬ষ্ঠী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এই নদীর মাছ বড়। বাক্যে নদীর শব্দটি অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৫০

যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?

.
ব্যাসবাক্য
.
সমস্যমান পদ
✓ সঠিক উত্তর
.
সমাসবাক্য
.
সমস্তপদ

ব্যাখ্যা

যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম সমস্যমান পদ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৫১

কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?

.
পূর্ব পদ
.
পর পদ
✓ সঠিক উত্তর
.
উভয় পদ
.
অন্য পদ

ব্যাখ্যা

কর্মধারয় সমাসে পরপদ প্রধান।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৫২

'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ ----

.
বিপন্ন
.
আসন্ন
.
প্রতিপন্ন
.
বিষণ্ন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ - বিষণ্ন।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৫৩

'পর্বত' এর সমার্থক শব্দ নয় ----

.
পাহাড়
.
গিরি
.
শিলা
✓ সঠিক উত্তর
.
শৈল

ব্যাখ্যা

পর্বত এর সমার্থক শব্দ - পাহাড়, অচল, গিরি, শৈল, ভূধর, অদ্রি, মহীধর।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৫৪

কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?

.
ঊনপঞ্চাশ বায়ু
.
আঠারো মাসে বছর
✓ সঠিক উত্তর
.
অকাল কুষ্মাণ্ড
.
অল্পবিদ্যা ভয়ঙ্করী

ব্যাখ্যা

আঠারো মাসে বছর বাগধারা দ্বারা বুঝায় - কুঁড়ে স্বভাব।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৫৫

'নীরস' এর সন্ধি বিচ্ছেদ ---

.
নিঃ + রস
✓ সঠিক উত্তর
.
নি + রস
.
নী + রস
.
নীঃ + রস

ব্যাখ্যা

নীরস এর সন্ধি বিচ্ছেদ = নিঃ + রস
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৫৬

যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে ---

.
ক্রিয়া
.
উপসর্গ
.
বিভক্তি
.
প্রত্যয়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।
বিষয়: বাংলাটপিক: ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৫৭

'সৌভাগ্যের বিষয়' কথাটি কোন বাগধারা দিয়ে বঝানো হয়েছে?

.
কেউকেটা
.
শাপে বর
.
ব্যাঙের আধুলি
.
একাদশে বৃহস্পতি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয়।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৫৮

'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?

.
মামুনুর রশীদ
✓ সঠিক উত্তর
.
জোবায়দা খানম
.
ওবায়েদুল হক
.
নারায়ন গঙ্গোপাধ্যায়

ব্যাখ্যা

'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা মামুনুর রশিদ। নাট্যকার মামুনুর রশিদ ১৯৪৮ সালের ১৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য: ওরা কদম আলী, ওরা আছে বলেই, মে দিবস, ইবলিশ, গিনিপিগ ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৫৯

দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে?

.
কার্বন মনোক্সাইড
✓ সঠিক উত্তর
.
কার্বন-ডাই-অক্সাইড
.
নাইট্রিক অক্সাইড
.
সালফার ডাইঅক্সাইড

ব্যাখ্যা

দূষিত বাতাসের 'কার্বন মনোক্সাইড' গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রক্তের গ্রুপরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)
৬০

গ্রীন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায়?

.
সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণে ঘাটতি
.
প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
.
তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
✓ সঠিক উত্তর
.
উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

ব্যাখ্যা

পৃথিবীর বায়ুমণ্ডল এর গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভাইরাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(পদ্মা-03) (24-02-2012)