১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
মোট প্রশ্ন: ৮৩
৬১
৬১
‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
ক.
বিহগ
খ.
গরুড়
গ.✓ সঠিক উত্তর
পৃপ
ঘ.
বিহঙ্গ
ব্যাখ্যা
পাখি শব্দের সমার্থক শব্দ - বিহগ, গরুড়, পক্ষী, পত্রী, পতগ, বিহঙ্গ, বিহঙ্গম, খেচর ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
ক.
বিহগ
খ.
গরুড়
গ.✓ সঠিক উত্তর
পৃপ
ঘ.
বিহঙ্গ
ব্যাখ্যা
পাখি শব্দের সমার্থক শব্দ - বিহগ, গরুড়, পক্ষী, পত্রী, পতগ, বিহঙ্গ, বিহঙ্গম, খেচর ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৬২
৬২
‘ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে ?
ক.
তাসের ঘর
খ.
চোখের বালি
গ.
গুড়ে বালি
ঘ.✓ সঠিক উত্তর
খয়ের খাঁ
ব্যাখ্যা
ঢাকের কাঠি বাগধারাটির অর্থ - চাটুকার/তোষামুদে/মোসাহেব। আবার,
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
‘ঢাকের কাঠি’ এই বাগধারাটির সাথে কোন বাগধারাটির মিল আছে ?
ক.
তাসের ঘর
খ.
চোখের বালি
গ.
গুড়ে বালি
ঘ.✓ সঠিক উত্তর
খয়ের খাঁ
ব্যাখ্যা
ঢাকের কাঠি বাগধারাটির অর্থ - চাটুকার/তোষামুদে/মোসাহেব। আবার,
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৬৩
৬৩
ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?
ক.
নব্য ভারতীয় আর্যভাষা
খ.
ফারসি
গ.✓ সঠিক উত্তর
সংস্কৃত
ঘ.
অসমীয়
ব্যাখ্যা
ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ - বিশেষভাবে বিশ্লেষণ। যে শাস্ত্রে কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি স্বরূপের বিচার - বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?
ক.
নব্য ভারতীয় আর্যভাষা
খ.
ফারসি
গ.✓ সঠিক উত্তর
সংস্কৃত
ঘ.
অসমীয়
ব্যাখ্যা
ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ - বিশেষভাবে বিশ্লেষণ। যে শাস্ত্রে কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি স্বরূপের বিচার - বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৬৪
৬৪
নূপুরের ধ্বনি- এক কথায় কি বলে ?
ক.
শিঞ্জন
খ.
রুমঝুম
গ.
ঝংকার
ঘ.✓ সঠিক উত্তর
নিক্বণ
ব্যাখ্যা
নুপূরের ধ্বনি - নিক্বণ।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
নূপুরের ধ্বনি- এক কথায় কি বলে ?
ক.
শিঞ্জন
খ.
রুমঝুম
গ.
ঝংকার
ঘ.✓ সঠিক উত্তর
নিক্বণ
ব্যাখ্যা
নুপূরের ধ্বনি - নিক্বণ।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৬৫
৬৫
কোনটি শুদ্ধ বানান ?
ক.
রুগনো
খ.
রুগ্ন
গ.
রুগন
ঘ.✓ সঠিক উত্তর
রুগ্ণ
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
কোনটি শুদ্ধ বানান ?
ক.
রুগনো
খ.
রুগ্ন
গ.
রুগন
ঘ.✓ সঠিক উত্তর
রুগ্ণ
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৬৬
৬৬
তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয় ?
ক.
সেমিকোলন
খ.✓ সঠিক উত্তর
কমা
গ.
দাঁড়ি
ঘ.
কোলন
ব্যাখ্যা
মাসের তারিখ লিখতে বার ও মাসের পর "কমা" বসবে। যেমন: ১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন। আর কমা থাকলে ১ (এক) বলতে যে সময় প্রয়োজন ততক্ষণ থামতে হয়।
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার হয় ?
ক.
সেমিকোলন
খ.✓ সঠিক উত্তর
কমা
গ.
দাঁড়ি
ঘ.
কোলন
ব্যাখ্যা
মাসের তারিখ লিখতে বার ও মাসের পর "কমা" বসবে। যেমন: ১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন। আর কমা থাকলে ১ (এক) বলতে যে সময় প্রয়োজন ততক্ষণ থামতে হয়।
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৬৭
৬৭
উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক.
উক্ + তি
খ.
উচ্ + ক্তি
গ.✓ সঠিক উত্তর
বচ্ + ক্তি
ঘ.✓ সঠিক উত্তর
বচ্ + ক্তি
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ক.
উক্ + তি
খ.
উচ্ + ক্তি
গ.✓ সঠিক উত্তর
বচ্ + ক্তি
ঘ.✓ সঠিক উত্তর
বচ্ + ক্তি
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৬৮
৬৮
অনুবাদের অর্থ কি ?
ক.
অনুসরণ
খ.
ভাবান্তর
গ.✓ সঠিক উত্তর
ভাষান্তরকরণ
ঘ.
সমার্থকরণ
ব্যাখ্যা
অনুবাদ শব্দের অর্থ - ভাষান্তরকরণ। অনুবাদ হচ্ছে একটি ভাষা থেকে অন্য আরেকটি ভাষায় পরিকল্পনাগত রুপান্তর প্রক্রিয়া। ভাষার অনুবাদে দুটি ভাষার মধ্যে যে ভাষা থেকে অনুবাদ করা হয় তাকে "উৎস ভাষা " এবং যে ভাষায় অনুবাদ করা হয় তাকে বলা হয় "লক্ষ্য ভাষা "।
বিষয়: বাংলাটপিক: অনুবাদরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
অনুবাদের অর্থ কি ?
ক.
অনুসরণ
খ.
ভাবান্তর
গ.✓ সঠিক উত্তর
ভাষান্তরকরণ
ঘ.
সমার্থকরণ
ব্যাখ্যা
অনুবাদ শব্দের অর্থ - ভাষান্তরকরণ। অনুবাদ হচ্ছে একটি ভাষা থেকে অন্য আরেকটি ভাষায় পরিকল্পনাগত রুপান্তর প্রক্রিয়া। ভাষার অনুবাদে দুটি ভাষার মধ্যে যে ভাষা থেকে অনুবাদ করা হয় তাকে "উৎস ভাষা " এবং যে ভাষায় অনুবাদ করা হয় তাকে বলা হয় "লক্ষ্য ভাষা "।
বিষয়: বাংলাটপিক: অনুবাদরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৬৯
৬৯
ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ?
ক.
সুকুমার সেন
খ.
সুকুমারী ভট্টাচার্য
গ.
নিহার রঞ্জন রায
ঘ.✓ সঠিক উত্তর
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
"ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ " - গ্রন্থের রচয়িতা ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তিনি একজন ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ?
ক.
সুকুমার সেন
খ.
সুকুমারী ভট্টাচার্য
গ.
নিহার রঞ্জন রায
ঘ.✓ সঠিক উত্তর
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
"ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ " - গ্রন্থের রচয়িতা ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তিনি একজন ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৭০
৭০
ইতর- এর বিপরীত শব্দ কোনটি ?
ক.
অভদ্র
খ.
মিথ্যা
গ.
উত্তম
ঘ.✓ সঠিক উত্তর
ভদ্র
ব্যাখ্যা
ইতর শব্দের অর্থ - অভদ্র, নীচ, নিম্ন শ্রেণীভুক্ত ইতর জীব। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
ইতর- এর বিপরীত শব্দ কোনটি ?
ক.
অভদ্র
খ.
মিথ্যা
গ.
উত্তম
ঘ.✓ সঠিক উত্তর
ভদ্র
ব্যাখ্যা
ইতর শব্দের অর্থ - অভদ্র, নীচ, নিম্ন শ্রেণীভুক্ত ইতর জীব। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৭১
৭১
নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র ?
ক.
আমন্ত্রণপত্র
খ.✓ সঠিক উত্তর
মানপত্র
গ.
নিমন্ত্রণপত্র
ঘ.
স্মারক পত্র
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র ?
ক.
আমন্ত্রণপত্র
খ.✓ সঠিক উত্তর
মানপত্র
গ.
নিমন্ত্রণপত্র
ঘ.
স্মারক পত্র
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৭২
৭২
ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে ?
ক.
ব্যাকরণ
খ.✓ সঠিক উত্তর
ভাষা
গ.
ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
ঘ.
কোনটিই নয়
ব্যাখ্যা
ভাষার একটি উপকরণ হলো ব্যাকরণ।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে ?
ক.
ব্যাকরণ
খ.✓ সঠিক উত্তর
ভাষা
গ.
ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
ঘ.
কোনটিই নয়
ব্যাখ্যা
ভাষার একটি উপকরণ হলো ব্যাকরণ।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৭৩
৭৩
ফুলে ফুলে ঘর ভরেছে । ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ?
ক.
কর্ম কারকে সপ্তমী বিভক্তি
খ.
অপাদান কারকে সপ্তমী বিভক্তি
গ.✓ সঠিক উত্তর
করণ কারকে সপ্তমী বিভক্তি
ঘ.
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ব্যাখ্যা
কোনো কিছু দিয়ে কোনো কিছু হলে বা করা হলে থাকে করণ কারক বলে।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
ফুলে ফুলে ঘর ভরেছে । ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ?
ক.
কর্ম কারকে সপ্তমী বিভক্তি
খ.
অপাদান কারকে সপ্তমী বিভক্তি
গ.✓ সঠিক উত্তর
করণ কারকে সপ্তমী বিভক্তি
ঘ.
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ব্যাখ্যা
কোনো কিছু দিয়ে কোনো কিছু হলে বা করা হলে থাকে করণ কারক বলে।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৭৪
৭৪
নিচের কোন বানানটি শুদ্ধ ?
ক.
চক্ষুস্মান
খ.✓ সঠিক উত্তর
চক্ষুষ্মান
গ.
চক্ষুশ্মান
ঘ.
চক্ষুষ্মাণ
ব্যাখ্যা
চক্ষুষ্মান: (বিশেষণ) চোখ থাকা; পরিষ্কারভাবে দেখতে সক্ষম; তীক্ষ্ণ চোখের; তীক্ষ্ণ দৃষ্টি;
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
নিচের কোন বানানটি শুদ্ধ ?
ক.
চক্ষুস্মান
খ.✓ সঠিক উত্তর
চক্ষুষ্মান
গ.
চক্ষুশ্মান
ঘ.
চক্ষুষ্মাণ
ব্যাখ্যা
চক্ষুষ্মান: (বিশেষণ) চোখ থাকা; পরিষ্কারভাবে দেখতে সক্ষম; তীক্ষ্ণ চোখের; তীক্ষ্ণ দৃষ্টি;
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৭৫
৭৫
কোনটি তদ্ভব শব্দের উদাহরণ ?
ক.
মই
খ.
জোছনা
গ.✓ সঠিক উত্তর
পাতা
ঘ.
কাগজ
ব্যাখ্যা
পাতা, চাদ, মা, হাত, পা, রাত, কাজ ইত্যাদি তদ্ভব শব্দের উদাহরণ।
বিষয়: বাংলাটপিক: তদ্ভব শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
কোনটি তদ্ভব শব্দের উদাহরণ ?
ক.
মই
খ.
জোছনা
গ.✓ সঠিক উত্তর
পাতা
ঘ.
কাগজ
ব্যাখ্যা
পাতা, চাদ, মা, হাত, পা, রাত, কাজ ইত্যাদি তদ্ভব শব্দের উদাহরণ।
বিষয়: বাংলাটপিক: তদ্ভব শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৭৬
৭৬
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ?
ক.
মা
খ.
মেয়ে
গ.
ছাত্রী
ঘ.✓ সঠিক উত্তর
সতীন
ব্যাখ্যা
সধবা, সতীন, সপত্নী, দাই, এয়ো, ডাইনি ইত্যাদি নিত্য স্ত্রীবাচক শব্দ।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ?
ক.
মা
খ.
মেয়ে
গ.
ছাত্রী
ঘ.✓ সঠিক উত্তর
সতীন
ব্যাখ্যা
সধবা, সতীন, সপত্নী, দাই, এয়ো, ডাইনি ইত্যাদি নিত্য স্ত্রীবাচক শব্দ।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৭৭
৭৭
কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না ?
ক.✓ সঠিক উত্তর
উপমিত কর্মধারয়
খ.
রূপক কর্রধারয়
গ.
উপমান কর্মধারয়
ঘ.
মধ্যপদলোপী কর্মধারয়
ব্যাখ্যা
উপমিত কর্মধারয় সমাস: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটিকে অনুমান করে নেওয়া হয়। এ সমাসে উপমেয় পদটি আগে বসে। যেমন: মুখ চন্দ্রের ন্যায় - চন্দ্রমুখ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না ?
ক.✓ সঠিক উত্তর
উপমিত কর্মধারয়
খ.
রূপক কর্রধারয়
গ.
উপমান কর্মধারয়
ঘ.
মধ্যপদলোপী কর্মধারয়
ব্যাখ্যা
উপমিত কর্মধারয় সমাস: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটিকে অনুমান করে নেওয়া হয়। এ সমাসে উপমেয় পদটি আগে বসে। যেমন: মুখ চন্দ্রের ন্যায় - চন্দ্রমুখ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৭৮
৭৮
অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি ?
ক.✓ সঠিক উত্তর
দুধে-ভাতে
খ.
মাতাপিতা
গ.
কমবেশি
ঘ.
সাত-পাঁচ
ব্যাখ্যা
বিভক্তির লোপ না পেলে থাকে অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়
বিষয়: বাংলাটপিক: সাধিত শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি ?
ক.✓ সঠিক উত্তর
দুধে-ভাতে
খ.
মাতাপিতা
গ.
কমবেশি
ঘ.
সাত-পাঁচ
ব্যাখ্যা
বিভক্তির লোপ না পেলে থাকে অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়
বিষয়: বাংলাটপিক: সাধিত শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৭৯
৭৯
‘পঙ্কজ’ - এর সমার্থক শব্দ কোনটি ?
ক.
শৈল
খ.
উৎপন্ন
গ.
সুবর্ণ
ঘ.✓ সঠিক উত্তর
কমল
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
‘পঙ্কজ’ - এর সমার্থক শব্দ কোনটি ?
ক.
শৈল
খ.
উৎপন্ন
গ.
সুবর্ণ
ঘ.✓ সঠিক উত্তর
কমল
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
৮০
৮০
‘বিধি’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
ক.
বিরোধ
খ.
অবিধি
গ.✓ সঠিক উত্তর
নিষেধ
ঘ.
নিষিদ্ধ
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)
‘বিধি’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?
ক.
বিরোধ
খ.
অবিধি
গ.✓ সঠিক উত্তর
নিষেধ
ঘ.
নিষিদ্ধ
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-05-2014)