১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
মোট প্রশ্ন: ৭৩
পূর্ববর্তীপৃষ্ঠা ৪ এর ৪
৬১
৬১
আমার যাওয়া হয়নি- ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি ?
ক.
কর্মে শূন্য
খ.
কর্তায় শূন্য
গ.✓ সঠিক উত্তর
কর্তায় ষষ্ঠী
ঘ.
কর্মে ষষ্ঠী
ব্যাখ্যা
' আমার যাওয়া হয়নি ' বাক্যে ' আমার ' শব্দটি কতৃকারকে ষষ্ঠী বিভক্তি। ক্রিয়ার সঙ্গে ' কে, কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কতৃকারক। র ;বা এর ; ষষ্ঠী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারক ও বিভক্তিরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
আমার যাওয়া হয়নি- ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি ?
ক.
কর্মে শূন্য
খ.
কর্তায় শূন্য
গ.✓ সঠিক উত্তর
কর্তায় ষষ্ঠী
ঘ.
কর্মে ষষ্ঠী
ব্যাখ্যা
' আমার যাওয়া হয়নি ' বাক্যে ' আমার ' শব্দটি কতৃকারকে ষষ্ঠী বিভক্তি। ক্রিয়ার সঙ্গে ' কে, কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কতৃকারক। র ;বা এর ; ষষ্ঠী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারক ও বিভক্তিরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
৬২
৬২
সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে ?
ক.
হিন্দি
খ.✓ সঠিক উত্তর
সংস্কৃত
গ.
প্রাকৃত
ঘ.
ইংরেজী
ব্যাখ্যা
সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে। সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকর। ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে ?
ক.
হিন্দি
খ.✓ সঠিক উত্তর
সংস্কৃত
গ.
প্রাকৃত
ঘ.
ইংরেজী
ব্যাখ্যা
সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে। সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকর। ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
৬৩
৬৩
অনুবাদ কোনটির সহায়ক ?
ক.
ভাষার উন্নতি
খ.✓ সঠিক উত্তর
জ্ঞান চর্চার
গ.
ভাষার শৃঙ্খলার
ঘ.
কাব্য রচনার
ব্যাখ্যা
অনুবাদের কল্যাণে পৃথিবীর এক প্রান্তের জ্ঞান অপর প্রান্তে ছড়িয়ে পড়ে। জ্ঞানের ঐক্য সাধনের ক্ষেত্রে অনুবাদের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে।
বিষয়: বাংলাটপিক: অনুবাদরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
অনুবাদ কোনটির সহায়ক ?
ক.
ভাষার উন্নতি
খ.✓ সঠিক উত্তর
জ্ঞান চর্চার
গ.
ভাষার শৃঙ্খলার
ঘ.
কাব্য রচনার
ব্যাখ্যা
অনুবাদের কল্যাণে পৃথিবীর এক প্রান্তের জ্ঞান অপর প্রান্তে ছড়িয়ে পড়ে। জ্ঞানের ঐক্য সাধনের ক্ষেত্রে অনুবাদের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে।
বিষয়: বাংলাটপিক: অনুবাদরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
৬৪
৬৪
What not, want not এর সঠিক অনুবাদ কোনটি ?
ক.
অপচয় করলে অভাবে পড়তে হয়
খ.
অপচয় অভাবের মূল কারণ
গ.✓ সঠিক উত্তর
অপচয় করোনা অভাবও হবেনা
ঘ.
অভাব থেকে বাঁচার জন্য অপচয় রোধ জরুরী
ব্যাখ্যা
অপশনে waste এর জায়গায় what আছে ভুল আছে।
বিষয়: বাংলাটপিক: অনুবাদরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
What not, want not এর সঠিক অনুবাদ কোনটি ?
ক.
অপচয় করলে অভাবে পড়তে হয়
খ.
অপচয় অভাবের মূল কারণ
গ.✓ সঠিক উত্তর
অপচয় করোনা অভাবও হবেনা
ঘ.
অভাব থেকে বাঁচার জন্য অপচয় রোধ জরুরী
ব্যাখ্যা
অপশনে waste এর জায়গায় what আছে ভুল আছে।
বিষয়: বাংলাটপিক: অনুবাদরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
৬৫
৬৫
‘লবণ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি ?
ক.✓ সঠিক উত্তর
লো+অন
খ.
লো+বন
গ.
ল+বন
ঘ.
লৈ+বন
ব্যাখ্যা
'লবণ' শব্দটির সন্ধিবিচ্ছেদ হল - - 'লো + অন'।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
‘লবণ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি ?
ক.✓ সঠিক উত্তর
লো+অন
খ.
লো+বন
গ.
ল+বন
ঘ.
লৈ+বন
ব্যাখ্যা
'লবণ' শব্দটির সন্ধিবিচ্ছেদ হল - - 'লো + অন'।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
৬৬
৬৬
নিপাতনে সিদ্ধ সন্ধির উদারণ কোনটি ?
ক.
নিষ্কর
খ.✓ সঠিক উত্তর
পরস্পর
গ.
সন্তাপ
ঘ.
ষষ্ঠ
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি পরস্পর
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
নিপাতনে সিদ্ধ সন্ধির উদারণ কোনটি ?
ক.
নিষ্কর
খ.✓ সঠিক উত্তর
পরস্পর
গ.
সন্তাপ
ঘ.
ষষ্ঠ
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি পরস্পর
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
৬৭
৬৭
‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ ?
ক.✓ সঠিক উত্তর
বহুব্রীহি
খ.
দ্বিগু
গ.
তৎপুরুষ
ঘ.
কর্মধারয়
ব্যাখ্যা
চৌচালা - - বহুব্রীহি সমাস। চৌ চাল যে ঘরের।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ ?
ক.✓ সঠিক উত্তর
বহুব্রীহি
খ.
দ্বিগু
গ.
তৎপুরুষ
ঘ.
কর্মধারয়
ব্যাখ্যা
চৌচালা - - বহুব্রীহি সমাস। চৌ চাল যে ঘরের।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
৬৮
৬৮
চলিতরীতির শব্দ নয় কোনটি?
ক.
করবার
খ.
করার
গ.✓ সঠিক উত্তর
করিবার
ঘ.
করে
ব্যাখ্যা
করিবার সাধুরীতি
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
চলিতরীতির শব্দ নয় কোনটি?
ক.
করবার
খ.
করার
গ.✓ সঠিক উত্তর
করিবার
ঘ.
করে
ব্যাখ্যা
করিবার সাধুরীতি
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
৬৯
৬৯
'ভৃশণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক.
একই স্বভাবের
খ.
মূর্খ
গ.
কপট ব্যাক্তি
ঘ.✓ সঠিক উত্তর
দীর্ঘজীবী
ব্যাখ্যা
ভূশণ্ডির কাক বাগধারাটির অর্থ - দীর্ঘজীবি। এই ধরনের প্রবাদ, বাগধারা বাংলা ভাষায় অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে। এই সব বাগধারা বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
'ভৃশণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক.
একই স্বভাবের
খ.
মূর্খ
গ.
কপট ব্যাক্তি
ঘ.✓ সঠিক উত্তর
দীর্ঘজীবী
ব্যাখ্যা
ভূশণ্ডির কাক বাগধারাটির অর্থ - দীর্ঘজীবি। এই ধরনের প্রবাদ, বাগধারা বাংলা ভাষায় অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে। এই সব বাগধারা বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
৭০
৭০
কোন বানানটি সঠিক?
ক.✓ সঠিক উত্তর
সমীচীন
খ.
সমিচিন
গ.
সমীচিন
ঘ.
সমিচীন
ব্যাখ্যা
শুদ্ধ বানান সমীচীন
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
কোন বানানটি সঠিক?
ক.✓ সঠিক উত্তর
সমীচীন
খ.
সমিচিন
গ.
সমীচিন
ঘ.
সমিচীন
ব্যাখ্যা
শুদ্ধ বানান সমীচীন
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
৭১
৭১
বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে ?
ক.
হাইফেন
খ.✓ সঠিক উত্তর
কমা
গ.
দাঁড়ি
ঘ.
লোপ চিহ্ন
ব্যাখ্যা
বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কমা বসে
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে ?
ক.
হাইফেন
খ.✓ সঠিক উত্তর
কমা
গ.
দাঁড়ি
ঘ.
লোপ চিহ্ন
ব্যাখ্যা
বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কমা বসে
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
৭২
৭২
ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল ?
ক.
সাধুরীতি
খ.✓ সঠিক উত্তর
চলিতরীতি
গ.
কথ্যরীতি
ঘ.
বানানরীতি
ব্যাখ্যা
সাধু রীতি তৎসম শব্দ বহুল। তৎসম শব্দ বলতে বোঝায় যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে। যেমন - - চন্দ্র, ভবন, ধর্ম, ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: তদ্ভব শব্দরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল ?
ক.
সাধুরীতি
খ.✓ সঠিক উত্তর
চলিতরীতি
গ.
কথ্যরীতি
ঘ.
বানানরীতি
ব্যাখ্যা
সাধু রীতি তৎসম শব্দ বহুল। তৎসম শব্দ বলতে বোঝায় যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে। যেমন - - চন্দ্র, ভবন, ধর্ম, ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: তদ্ভব শব্দরেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
৭৩
৭৩
`For good' এর সঠিক অর্থ কোনটি ?
ক.
ভালো হওয়া
খ.
গড়িমসি
গ.
ক্ষণতরে
ঘ.✓ সঠিক উত্তর
চিরতরে
ব্যাখ্যা
For Good মানে চিরতরে
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)
`For good' এর সঠিক অর্থ কোনটি ?
ক.
ভালো হওয়া
খ.
গড়িমসি
গ.
ক্ষণতরে
ঘ.✓ সঠিক উত্তর
চিরতরে
ব্যাখ্যা
For Good মানে চিরতরে
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-12-2014)