১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)

মোট প্রশ্ন: ৮৫

৬১

বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?

.
কমা
✓ সঠিক উত্তর
.
কোলন
.
হাইফেন
.
ড্যাস
বিষয়: বাংলাটপিক: বিরামচিহ্নরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৬২

‘প্রথিত' শব্দের অর্থ কোনটি?

.
প্রথা অনুসারে
.
যা প্ৰাৰ্থনা
.
বিখ্যাত
✓ সঠিক উত্তর
.
যা পুঁতে রাখা হচ্ছে

ব্যাখ্যা

আরও কতিপয় শব্দের অর্থ ঃ অভিরাম - সুন্দর , কনক - স্বর্ণ , আতপ- সূর্যকিরণ
বিষয়: বাংলারেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৬৩

‘পত্রপাঠ’ বাগধারাটির অর্থ কী?

.
গোপন চুক্তি
.
বৃহৎ ব্যাপার
.
অবিলম্ব
✓ সঠিক উত্তর
.
দীর্ঘস্থায়ী
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৬৪

কোন বানানটি শুদ্ধ?

.
স্বায়ত্ত্বশাসন
.
শ্ৰদ্ধাঞ্জলী
.
দারিদ্রতা
.
উপর্যুক্ত
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

স্বায়ত্তশাসন
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৬৫

শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?

.
দৈন্যতা প্রশংসনীয় নয়
.
দীনতা প্রশংসনীয় নয়
✓ সঠিক উত্তর
.
দৈন্যতা অপ্রসংসনীয়
.
দৈন্যতা নিন্দনীয়

ব্যাখ্যা

 'দৈন্যতা ' শব্দটি অশুদ্ধ। তাই দীনতা প্রশংসনীয় নয় বাক্যটি একটি শুদ্ধ বাক্য।
বিষয়: বাংলাটপিক: বাক্য শুদ্ধিকরণরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৬৬

ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?

.
পূর্বাহ্ণ
✓ সঠিক উত্তর
.
মধ্যাহ্
.
অপরাহ্ন
.
সায়াহ্ন

ব্যাখ্যা

অপর, পরা, পূর্ব, প্র - এই কটি পূর্বপদের পর অহ্ন শব্দ ণত্ব বিধান অনুসারে দন্ত্য ন - এর জায়গায় মূর্ধণ্য ণ হয়। যেমন : প্র + অহ্ন + প্ৰাহ্ণ, অপর + অহ্ন = অপরাহ্ণ, পরা + অহ্ন = পরাহ্ণ, পূর্ব + অহ্ন = পূর্বাহ্ণ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৬৭

“Look before you leap” বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?

.
কাটা দিয়ে কাটা তোলা
.
নিজের চরকায় তেল দাও
.
দেখে পথ চলো, বুঝে কথা বলো
✓ সঠিক উত্তর
.
নিজের কাজ নিজে করো

ব্যাখ্যা

আরও কিছু প্রবাদ ঃ  A bad workman quarrles with his tools - নাচতে না জানলে উঠান বাঁকা , Barking dogs seldom bites-যত গর্জে তত বর্ষে না
বিষয়: বাংলাটপিক: অনুবাদরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৬৮

‘Invoice' এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?

.
চালান
✓ সঠিক উত্তর
.
পণ্যাগার
.
বিনিয়োগ
.
শুল্ক

ব্যাখ্যা

আরও 100 টি পারিভাষিক রূপ
বিষয়: বাংলাটপিক: পরিভাষারেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৬৯

‘প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ -

.
প্রতি + বর্তন
.
প্রতি + আবর্তন
✓ সঠিক উত্তর
.
প্রতিঃ + বর্তন
.
প্রতিঃ + আবর্তন

ব্যাখ্যা

ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে “য' বা য () ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যগনের সাথে লেখা হয়। যেমন-
বিষয়: বাংলাটপিক: বাংলা সন্ধিরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৭০

সন্ধিতে ‘চ' ও 'জ' এর নাসিক্য ধ্বনি কী হয়?

.
অনুস্বার
.
দ্বিত্ব
.
মহাপ্রাণ
.
তালব্য
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Note: -বর্গীয় ধ্বনির আগে যদি ত- -বর্গীয় ধ্বনি আসে তাহলে, ত-বর্গীয় ধ্বনি লোপ হয় এবং -বর্গীয় ধ্বনির দ্বিত্ব হয়। অর্থাৎ ত-বর্গীয় ধ্বনি ও চ-বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়। যেমন— নাত + জামাই =নাজ্‌জামাই (ত্ + , জ্জ), বদ্ + জাত =বজ্জাত, হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বাংলা সন্ধিরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৭১

‘পড়াশোনায় মন দাও' বাক্যে ‘পড়াশোনায়' শব্দটি কারকে কোন বিভক্তি?

.
কর্তায় ৭মী
.
কর্মে ৭মী
.
অপাদানে ৭মী
.
অধিকরণে ৭মী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

NOTE:  এখানে 'পড়াশোনায় মন দাও' বাক্যে 'কোথায় বা কোন বিষয়ে মন দাও? এর উত্তরে পাওয়া যাবে 'পড়াশোনায়'। সুতরাং এটি অধিকরণ কারক। আবার এটির সাথে 'য়' থাকায় এটি সপ্তমী বিভক্তি
বিষয়: বাংলাটপিক: কারক ও বিভক্তিরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৭২

“এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”- বাক্যটিতে ‘স্বাধীনতার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

.
কর্মে ষষ্ঠী
.
নিমিত্তার্থে ষষ্ঠী
✓ সঠিক উত্তর
.
করণে ষষ্ঠী
.
সম্প্রদানে ষষ্ঠী

ব্যাখ্যা

ক্রিয়া পদকে কার জন্য, কি জন্য, কার নিমিত্তে প্রভৃতি প্রশ্ন করলে নিমিত্ত কারক পাওয়া যায়।  বাক্যে উদ্দেশ্য থাকবে।
বিষয়: বাংলাটপিক: কারক ও বিভক্তিরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৭৩

‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি?

.
অন্যকাল
✓ সঠিক উত্তর
.
ক্ষুদ্রকাল
.
কালের অন্তর
.
কাল ও অন্তর
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৭৪

‘মুজিববর্ষ’ কোন সমাস?

.
দ্বন্দ্ব সমাস
.
দ্বিগু সমাস
.
কর্মধারয় সমাস
✓ সঠিক উত্তর
.
অব্যয়ীভাব সমাস
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৭৫

‘মুক্তি' -এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

.
√মুচ্ + ক্তি
✓ সঠিক উত্তর
.
√মুহ্ +ক্তি
.
√মুক্ + ক্তি
.
√মৃচ্ + ক্তি
বিষয়: বাংলারেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৭৬

‘পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?

.
অচল
.
অদ্রি
.
ভূধর
.
অবনী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পৃথিবী, পৃথ্বী, ভূ, ভূমন্ডল, মহী, মেদিনী, ধরা, ধরিত্রী, ধরণী, বসুমতী, বসুন্ধরা, বসুধা, ক্ষিতি, জগৎ, মহৎ। 
বিষয়: বাংলারেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৭৭

‘খিড়কি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

.
সরুপথ
.
চিলেকোঠা
.
গুপ্তপথ
.
সিংহদার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

আরও কতিপয় বিপরীত শব্দ ঃ মত্ত - নির্লিপ্ত , খাতক- মহাজন , স্থাবর- জঙ্গম
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৭৮

‘কর্মে অতিশয় তৎপর' এ কথায় কী হবে?

.
ত্বরিৎকর্মা
✓ সঠিক উত্তর
.
কর্মবীর
.
কর্মপটু
.
কর্মনিষ্ঠ
বিষয়: বাংলারেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৭৯

অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?

.
'চ' ধ্বনি
✓ সঠিক উত্তর
.
‘জ' ধ্বনি
.
‘ছ' ধ্বনি
.
‘ঝ' ধ্বনি

ব্যাখ্যা

অঘোষ ধ্বনি : ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এগুলো অঘোষ ধ্বনি ।
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)
৮০

ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে--

.
টিউমারোলজি
.
একোলজি
.
অঙ্কোলজি
✓ সঠিক উত্তর
.
সাইটোলজি

ব্যাখ্যা

নিউমারোলজি (Numerology) = সংখ্যাতত্ত্ব
ইকোলজি (Ecology) = জীব ও তার পারিপার্শ্বিক জড় পরিবেশের সম্পর্ক আলোচনা
অঙ্কোলজি (Oncology) = ক্যান্সার সংক্রান্ত বিদ্যা/ টিউমার সংক্রান্ত চর্চা
সাইটোলজি (Cytology) = কোষবিদ্যা
এন্টোমলজি (Entomology) = কীটপতঙ্গ বিষয়ক বিদ্যা
ইকথিওলজি (Ichthyology) = মাছ বিষয়ক বিদ্যা
ডেনড্রোলজি (Dendrology) = বৃক্ষ সম্বন্ধীয় বিদ্যা
অ্যান্থ্রোপলজি (Anthropology) = নৃবিজ্ঞন (মানুষ বিষয়ক)
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ফলিত জীববিজ্ঞানরেফারেন্স: ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-12-2022)