সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)

মোট প্রশ্ন: ১৭২

১৪১

পাথরে পাঁচ কিল বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

.
শক্রঘ্ন
.
শক্রহ্ন
.
পরন্তপ
✓ সঠিক উত্তর
.
জিঘাংসা
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৪২

কোন শব্দটিতে আরবি উপসর্গের প্রয়োগ হয়েছে?

.
আম
✓ সঠিক উত্তর
.
দরখাস্ত
.
কারখানা
.
বাজে কথা
বিষয়: বাংলাটপিক: উপসর্গরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৪৩

পাথকরে পাঁচ কিল, বাগধারাটির সঠিক কোনটি?

.
অতিরিক্ত সুবিধা
.
সর্বস্বান্ত হওয়া
.
সুখের সময়
✓ সঠিক উত্তর
.
ধাক্কা সামলানো

ব্যাখ্যা

পাথরে পাঁচ কিল (উন্নত অবস্থা): ব্যবসায় - বাণিজ্য করে যে প্রচুর অর্থ উপার্জন করেছে, এখন তার পাথরে পাঁচ কিল
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৪৪

শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে -বাক্যটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে?

.
নিরন্তরতা অর্থ
.
কার্য সমাপ্তি অর্থ
.
অভ্যস্ততা অর্থ
✓ সঠিক উত্তর
.
অনুমোদন

ব্যাখ্যা

একটি সমাপিকা ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া পাশাপাশি বসে যদি কোন বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তাকে যৌগিক ক্রিয়া বলে অর্থাৎ, একটি সমাপিকা একটি অসমাপিকা ক্রিয়া মিলে যদি তাদের সাধারণ অর্থ প্রকাশ না করে কোন বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৪৫

আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি?

.
মেঘনাদবধ
✓ সঠিক উত্তর
.
পদ্মিনী উপাখ্যান
.
দিকর্দশন
.
ধুমকেতু
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৪৬

কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়?

.
রক্ত কবরী
.
পুনশ্চ
.
মহুয়া
.
বেহুলা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বেহুলা মনসামঙ্গল কাব্যের অন্যতম প্রধান চরিত্র, যাঁকে কেন্দ্র করে বাংলার লোকসমাজে প্রচলিত আছে এক জনপ্রিয় কাহিনী। মনসামঙ্গল কাব্য. বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারার সবচেয়ে পুরাতন নিদর্শন হচ্ছে 'মনসামঙ্গল কাব্য'। কবি 'কানা হরিদত্ত' হচ্ছেন মনসামঙ্গল কাব্যের আদি কবি
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৪৭

জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি?

.
চতুরঙ্গ
.
অন্ধকারে একা
.
ধূসর পান্ডুলিপি
✓ সঠিক উত্তর
.
আরণ্যক
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৪৮

সে নাচে তটিনী জল টলমল করে। এই বাক্যে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

.
কর্মে সপ্তমী
.
করণে শূণ্য
.
সম্প্রদানে শূন্য
.
কর্মে শূন্য
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৪৯

'postage' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?

.
দরখাস্ত
.
ডাকসংক্রান্ত
.
ডাকহরকরা
.
ডাকমাশুর
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৫০

কোনটি শামসুর রাহমানের রচনা?

.
হরফের ছড়া
.
গোলাপ ফুটে খুকির হাতে
✓ সঠিক উত্তর
.
পশারিণী
.
জয়ের পথে

ব্যাখ্যা

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে দুই বাংলায় তাঁর শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত। তিনি একজন নাগরিক কবি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তাঁর দুটি কবিতা খুবই জনপ্রিয়। তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।
বিষয়: বাংলাটপিক: শামসুর রাহমানরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৫১

কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্যরুপে ব্যবহৃত হয়েছে?

.
গভীর
✓ সঠিক উত্তর
.
"ভালো" বাড়ি পাওয়া কঠিন
.
মন্দ কথা বলতে নেই
.
শীতকালে কুয়াশা পড়ে
বিষয়: বাংলাটপিক: বিশেষ্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৫২

ভালো করে পড়লে সফল হবে- বাক্যটিতে ক্রিয়ার কোন ভাবের প্রয়োগ ঘটেছে ?

.
নির্দেশকভাবে
.
অনুজ্ঞাভাব
.
সাপেক্ষভাব
✓ সঠিক উত্তর
.
আকাঙ্ক্ষা প্রকাশকভাবে
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৫৩

কোন বানানটি সঠিক?

.
স্বরসতী
.
সরস্বতী
✓ সঠিক উত্তর
.
সরসত্বী
.
স্বরসতি
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৫৪

কোনটি সাগর শব্দের প্রতিশব্দ নয়?

.
অর্ণব
.
পাথার
.
সবিতা
✓ সঠিক উত্তর
.
পয়োধি

ব্যাখ্যা

সবিতা - (১) [বিশেষণ পদ] প্রসবিতা, জনয়িতা। (২) [বিশেষ্য পদ] সূর্য, ঈশ্বর।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৫৫

'গলায় গামছা যার ' -এটি কোন ধরনের বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য?

.

নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

.

অলুক বহুব্রীহি

✓ সঠিক উত্তর
.

ব্যতিহার বহুব্রীহি

.

ব্যাধিকরণ বহুব্রীহি

ব্যাখ্যা

বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। যেমন: আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ, কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৫৬

কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্তবাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ।উপরিউক্ত চরণের রচয়িতা কে?

.

কাজী নজরুল ইসলাম

.

শামসুর রাহমান

.

রবীন্দ্রনাথ ঠাকুর

✓ সঠিক উত্তর
.

চন্ডীদাস

বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৫৭

কোনটি নাম ধাতুর উদাহরণ?

.
দেখায়
.
পড়াচ্ছি
.
মুচড়ানো
✓ সঠিক উত্তর
.
শোনায়

ব্যাখ্যা

নাম শব্দ অথ্যাৎ বিশেষ্য, বিশেষণ, অব্যয় প্রভৃতি শব্দ কখনও কখনও প্রত্যয়যোগে, কখনওবা প্রত্যয় যুক্ত না হয়ে ক্রিয়ারূপে ব্যবহৃত হয়। এ ধরনের ক্রিয়ার মূলকে নাম ধাতু বলে। যেমন - জুতা > জুতানো, বেত > বেতানো, হাত > হাতানো, বাঁকা>বাঁকানো।
বিষয়: বাংলাটপিক: নাম ধাতুরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৫৮

'শক্রকে পীড়া দেয় যে,-এর সঠিক বাক্য সংকোচন হলো-

.
শক্রঘ্ন
.
শকুহ্ন
.
পরন্তপ
✓ সঠিক উত্তর
.
জিঘাংসা
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৫৯

কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ?

.
প্রত্যেক
✓ সঠিক উত্তর
.
পুকুরে
.
বড়াই
.
নিবাস
বিষয়: বাংলাটপিক: উপসর্গরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৬০

বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
✓ সঠিক উত্তর
.
সুধীন্দ্রনাথ দত্ত
.
বদ্ধদেব বসু
.
বিষ্ণুদে
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)