সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)

মোট প্রশ্ন: ১৭২

পূর্ববর্তীপৃষ্ঠা এর
১৬১

সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন?

.
শাহরিয়ার কবির
.
নূরুল মোমেন
.
শওকত ওসমান
.
জহির রায়হান
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

জহির রায়হানের গল্পসমগ্র:
বিষয়: বাংলাটপিক: বাংলা ছোট গল্পরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৬২

পরশুরাম কার ছদ্মনাম?

.
মালাধর বসু
.
সমরেশ বসু
.
মুকুন্দদাস
.
রাজশেখর বসু
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

রাজশেখর বসু (মার্চ ১৬, ১৮৮০ - এপ্রিল ২৭, ১৯৬০) ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে তাঁর ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক গল্পগুলির জন্য সুপ্রসিদ্ধ। প্রথম জীবনে তিনি আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসে কর্মরত ছিলেন।
বিষয়: বাংলাটপিক: সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনামরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৬৩

'বৃত্রসংহার' মহাকাব্যের রচয়িতা কে?

.
মাইকেল মধুসূদন দত্ত
.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
✓ সঠিক উত্তর
.
নবীনচন্দ্র সেন
.
যোগীন্দ্রনাথ বসু
বিষয়: বাংলাটপিক: কাব্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৬৪

কোন বাক্যটিতে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?

.
ওকে দিয়ে এ কাজ হবে না
.
আমি আজ আলবত যাব
✓ সঠিক উত্তর
.
হাশেম কিংবা কাশেম এর জন্য দায়ী
.
তিনি সৎ,তাই সকলেই তাকে শ্রদ্ধা করে

ব্যাখ্যা

অনন্বয়ী অব্যয়ঃ যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো অন্বয় বা সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন : মরি মরি, উঃ, বটে, ছিঃ, প্রভৃতি।
বিষয়: বাংলাটপিক: অব্যয় পদরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৬৫

কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?

.
আমি চোখে দেখি না
✓ সঠিক উত্তর
.
আকাশে চাঁদ দেখি না
.
ছেলেটা কথা শোনে
.
আমি রাতে ভাত খাব না

ব্যাখ্যা

ব্যাকরণে, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলা হয়। এটি একটি সকর্মক বা দ্বিকর্মক ক্রিয়া থেকে পৃথক, যাদের এক বা একাধিক কর্ম থাকে। ক্রিয়ার এই ধর্মকে অকর্মকত্ব বলে। অকর্মক ক্রিয়া সম্বলিত বাক্যে ক্রিয়াকে কাকে বা কী প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
বিষয়: বাংলাটপিক: অকর্মক ক্রিয়ারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৬৬

ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

.
রুপতত্ত্ব
.
বাক্যতত্ত্ব
.
ধ্বনিতত্ত্ব
✓ সঠিক উত্তর
.
অর্থতত্ত্ব

ব্যাখ্যা

ব্যাকরণের অংশ
বিষয়: বাংলাটপিক: ণ-ত্ব বিধান এবং ষ-ত্ব বিধানরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৬৭

তাড়নজাত ধ্বনি কোনটি?

.
.
.
✓ সঠিক উত্তর
.

ব্যাখ্যা

তাড়নজাত ধ্বনি - ড় ও ঢ় : ‘ড়’ ও ‘ঢ়’ উচ্চারণের সময় জিহবার অগ্রভাগের নিচের দিক বা তলদেশ ওপরের দাঁতের মাথায় বা দন্তমূলে দ্রচত আঘাত করে বা তাড়না করে উচ্চারিত হয়। এজন্য এদেরকে তাড়নজাত ধ্বনি বলে। মূলত ‘ড’ ও ‘র’ দ্রচত উচ্চারণ করলে যে মিলিত রূপ পাওয়া যায় তাই ‘ড়’ এর উচ্চারণ। একইভাবে ‘ঢ়’, ‘ঢ’ ও ‘র’ - এর মিলিত উচ্চারণ।
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৬৮

ইলেক বা লোপ চিহ্ন -এর ক্ষেত্রে বিরতিকালের পরিমাণ কোনটি হবে?

.
এক বলার দ্বিগুন সময়
.
এক উচ্চারণে যে সময় লাগে
.
থামার প্রয়োজন নেই
✓ সঠিক উত্তর
.
এক সেকেন্ড

ব্যাখ্যা

কোনো বিলুপ্ত বর্ণের পরিবর্তে লোপ চিহ্ন বসে।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৬৯

কোনটি বিষমীভবন -এর উদাহরণ?

.
অঙ্ক>আঁক
.
লাল>নাল
✓ সঠিক উত্তর
.
কাচ>কাঁচ
.
পুথি>পুঁথি

ব্যাখ্যা

বিষমীভবন : পাশাপাশি একই ব্যঞ্জনধ্বনি দু’বার থাকলে তাদের একটি পরিবর্তিত হলে তাকে বিষমীভবন বলে। যেমন, শরীর˃ শরীল, লাল˃ নাল
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৭০

আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

.
আরবি
.
তুর্কি
.
পর্তুগিজ
✓ সঠিক উত্তর
.
ফরাসি
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৭১

যে ছন্দে যুক্তধ্বনি সব সময় একমাত্রা হিসেবে গণনা করা হয় তাকে কি ধরনের ছন্দ বলে?

.
মাত্রাবৃত্ত ছন্দ
.
অক্ষরবৃত্ত ছন্দ
✓ সঠিক উত্তর
.
স্বরবৃত্তছন্দ
.
পয়ার ছন্দ
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)
১৭২

হৃদয় মাঝে মেঘ উদয় করি । নয়নের মাঝে ঝরিল বারি ।- এখানে কি ধরনের অলঙ্কার -এর প্রয়োগ হয়েছে?

.
অসঙ্গতি
✓ সঠিক উত্তর
.
বিভাবনা
.
বিষম
.
বিরোধাভাস
বিষয়: বাংলাটপিক: প্রয়োগ-অপপ্রয়োগরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(09-10-2009)