১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
মোট প্রশ্ন: ৮৬
৪১
৪১
ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে -----
ক.
স্বাভাবিক সুদে
খ.✓ সঠিক উত্তর
বিনা সুদে
গ.
অল্প সুদে
ঘ.
অতি সামান্য সুদে
ব্যাখ্যা
ইসলামি ব্যাংকিং আল - কুরআনএর বিধিবিধান অনুসরণ করে পরিচালিত একটি নতুন ধরনের ব্যাংকিং ব্যবস্থা যাতে সুদ এবং সুদের বিনিময়ে ধার ও ঋণের লেনদেন নিষিদ্ধ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের বিখ্যাত ব্যাংকরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে -----
ক.
স্বাভাবিক সুদে
খ.✓ সঠিক উত্তর
বিনা সুদে
গ.
অল্প সুদে
ঘ.
অতি সামান্য সুদে
ব্যাখ্যা
ইসলামি ব্যাংকিং আল - কুরআনএর বিধিবিধান অনুসরণ করে পরিচালিত একটি নতুন ধরনের ব্যাংকিং ব্যবস্থা যাতে সুদ এবং সুদের বিনিময়ে ধার ও ঋণের লেনদেন নিষিদ্ধ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের বিখ্যাত ব্যাংকরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪২
৪২
ওডারনীস নদী ------
ক.✓ সঠিক উত্তর
পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
খ.
পশ্চিম জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মধ্যে সীমা নির্ধারক
গ.
পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
ঘ.
সংযুক্ত জার্মানি ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
ব্যাখ্যা
ওডারনীস নদী উত্তর মধ্য ইউরোপের একটি নদী এবং একটি গুরুত্বপূর্ণ পরিবহন পথ। এটি চেক প্রজাতন্ত্রের ওলোমুকের কাছে উৎপত্তি লাভ করে উত্তর - পূর্বে প্রবাহিত হয়ে পোল্যান্ডে প্রবেশ করেছে এবং দেশটির দ্বিতীয় দীর্ঘতম নদী হিসেবে রাসিবর্জ, ওপোলে, রোকলভ এবং কোস্ত্রজিনের পাশ দিয়ে প্রবাহিত হয়ে সজেসিনের কাছে বাল্টিক সাগরে পতিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
ওডারনীস নদী ------
ক.✓ সঠিক উত্তর
পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
খ.
পশ্চিম জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মধ্যে সীমা নির্ধারক
গ.
পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
ঘ.
সংযুক্ত জার্মানি ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
ব্যাখ্যা
ওডারনীস নদী উত্তর মধ্য ইউরোপের একটি নদী এবং একটি গুরুত্বপূর্ণ পরিবহন পথ। এটি চেক প্রজাতন্ত্রের ওলোমুকের কাছে উৎপত্তি লাভ করে উত্তর - পূর্বে প্রবাহিত হয়ে পোল্যান্ডে প্রবেশ করেছে এবং দেশটির দ্বিতীয় দীর্ঘতম নদী হিসেবে রাসিবর্জ, ওপোলে, রোকলভ এবং কোস্ত্রজিনের পাশ দিয়ে প্রবাহিত হয়ে সজেসিনের কাছে বাল্টিক সাগরে পতিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৩
৪৩
'হারারে' -এর পুরাতন নাম-----
ক.✓ সঠিক উত্তর
সলসবেরি
খ.
ফরমোজা
গ.
পেট্রোগ্রাড
ঘ.
রোডেসিয়া
ব্যাখ্যা
হারারে যার নাম ১৯৮২ - এর আগপর্যন্ত সালিশ্বুরি ছিল, বর্তমানে স্বাধীন জিম্বাবুয়ের রাজধানী ও অন্যতম প্রধান শহর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাচীন ও বর্তমান নামরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
'হারারে' -এর পুরাতন নাম-----
ক.✓ সঠিক উত্তর
সলসবেরি
খ.
ফরমোজা
গ.
পেট্রোগ্রাড
ঘ.
রোডেসিয়া
ব্যাখ্যা
হারারে যার নাম ১৯৮২ - এর আগপর্যন্ত সালিশ্বুরি ছিল, বর্তমানে স্বাধীন জিম্বাবুয়ের রাজধানী ও অন্যতম প্রধান শহর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাচীন ও বর্তমান নামরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৪
৪৪
পবিত্রভূমি কোনটিকে বলা হয়?
ক.
প্যালেস্টাইন
খ.✓ সঠিক উত্তর
জেরুজালেম
গ.
জেদ্দা
ঘ.
তায়েফ
ব্যাখ্যা
জেরুজালেম বিশ্বের প্রধান তিনটি ধর্মের পবিত্র স্থান। ফলে শহরটির ধর্মীয় গুরুত্বও তাৎপর্যপূর্ণ। ১৯৬৭ সালে জেরুজালেম অবৈধভাবে দখল করে ইসরায়েল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিখ্যাত স্থান, নিদর্শন, চিত্রকর্ম, ভাস্কর্য, জাদুঘররেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
পবিত্রভূমি কোনটিকে বলা হয়?
ক.
প্যালেস্টাইন
খ.✓ সঠিক উত্তর
জেরুজালেম
গ.
জেদ্দা
ঘ.
তায়েফ
ব্যাখ্যা
জেরুজালেম বিশ্বের প্রধান তিনটি ধর্মের পবিত্র স্থান। ফলে শহরটির ধর্মীয় গুরুত্বও তাৎপর্যপূর্ণ। ১৯৬৭ সালে জেরুজালেম অবৈধভাবে দখল করে ইসরায়েল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিখ্যাত স্থান, নিদর্শন, চিত্রকর্ম, ভাস্কর্য, জাদুঘররেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৫
৪৫
১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
ক.✓ সঠিক উত্তর
বার্সিলোনা
খ.
জুরিখ
গ.
বার্লিন
ঘ.
ব্রাসেলস
ব্যাখ্যা
সর্বশেষ ৩২তম অলিম্পিক ২০২০ সালে অনুষ্ঠিত হয় টোকিও, জাপান এ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পাকিস্তানরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
ক.✓ সঠিক উত্তর
বার্সিলোনা
খ.
জুরিখ
গ.
বার্লিন
ঘ.
ব্রাসেলস
ব্যাখ্যা
সর্বশেষ ৩২তম অলিম্পিক ২০২০ সালে অনুষ্ঠিত হয় টোকিও, জাপান এ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পাকিস্তানরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৬
৪৬
আফটা (AFTA) বলতে কি বোঝায় ------
ক.✓ সঠিক উত্তর
একটি বাণিজ্যিক গোষ্ঠী
খ.
পূর্ব আফ্রিকার একটি সংবাদ সংস্থা
গ.
একটি বিমান সংস্থা
ঘ.
একটি সামরিক চুক্তি
ব্যাখ্যা
এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি (আফটা)
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: AFTAরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
আফটা (AFTA) বলতে কি বোঝায় ------
ক.✓ সঠিক উত্তর
একটি বাণিজ্যিক গোষ্ঠী
খ.
পূর্ব আফ্রিকার একটি সংবাদ সংস্থা
গ.
একটি বিমান সংস্থা
ঘ.
একটি সামরিক চুক্তি
ব্যাখ্যা
এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি (আফটা)
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: AFTAরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৭
৪৭
আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা -----
ক.
W. Wilson
খ.✓ সঠিক উত্তর
Paul Harris
গ.
Baden Powel
ঘ.
H. Wilson
ব্যাখ্যা
পল পার্সি হ্যারিস ছিলেন শিকাগো, ইলিনয় এর একজন এটর্নি। ১৯০৫ সালে তিনি মানবতাবাদী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আন্তর্জাতিক সংস্থারেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা -----
ক.
W. Wilson
খ.✓ সঠিক উত্তর
Paul Harris
গ.
Baden Powel
ঘ.
H. Wilson
ব্যাখ্যা
পল পার্সি হ্যারিস ছিলেন শিকাগো, ইলিনয় এর একজন এটর্নি। ১৯০৫ সালে তিনি মানবতাবাদী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আন্তর্জাতিক সংস্থারেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৮
৪৮
সাউথ কমিশনের চেয়ারম্যন ------
ক.
জেনারেল সুহার্তো
খ.
রবার্ট মুগাবে
গ.✓ সঠিক উত্তর
জুলিয়াস নায়ারে
ঘ.
ফিডেল ক্যাস্ট্রো
ব্যাখ্যা
সাউথ কমিশন' এর বর্তমান নাম 'সাউথ সেন্টার' । এর প্রথম চেয়ারম্যান ছিলেন জুলিয়াস নায়ারে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের বিবিধ তথ্যরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
সাউথ কমিশনের চেয়ারম্যন ------
ক.
জেনারেল সুহার্তো
খ.
রবার্ট মুগাবে
গ.✓ সঠিক উত্তর
জুলিয়াস নায়ারে
ঘ.
ফিডেল ক্যাস্ট্রো
ব্যাখ্যা
সাউথ কমিশন' এর বর্তমান নাম 'সাউথ সেন্টার' । এর প্রথম চেয়ারম্যান ছিলেন জুলিয়াস নায়ারে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের বিবিধ তথ্যরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৯
৪৯
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
ক.
রাজশাহী
খ.
ফরিদপুর
গ.
রংপুর
ঘ.✓ সঠিক উত্তর
যশোর
ব্যাখ্যা
তুলাগাছ জমিতে দাঁড়ানো পানি সহ্য করতে পারে না৷ তাই তুলাচাষের জন্য উপযুক্ত হচেছ উঁচু জমি যেখানে বন্যা বা বৃষ্টির পানি ৬ - ৮ ঘন্টার বেশী জমে থাকে না৷ গাছের শিকড় বিস্তৃতিতে সুবিধাযুক্ত উত্তম নিষ্কাশিত মাটি তুলাচাষের উপযোগী৷ তুলাচাষের জন্য উৎকৃষ্ট হচেছ - বেলে দো - আঁশ ও দো - আঁশ প্রকৃতির মাটি৷ এছাড়াও, এটেল দো - আঁশ ও পলিযুক্ত এটেল দো - আঁশ মাটিতে তুলাচাষ করা যায়৷ অতি অম্ৱ বা অতি ক্ষার উভয় প্রকার মাটি তুলাচাষের জন্য অনুপোযোগী৷ তুলাচাষের জন্য মাটির ‘পি এইচ’ মান ৬ - ৭.৫ থাকা ভালো৷ মাঝারি লবণাক্ততা (৮ ডিএস/মিটার) সম্পন্ন উঁচু জমিতেও তুলাচাষ করা যায়৷ ছায়াযুক্ত স্যাঁত স্যাঁতে জমি তুলাচাষের জন্য পরিহার করতে হবে৷
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: যশোর জেলারেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
ক.
রাজশাহী
খ.
ফরিদপুর
গ.
রংপুর
ঘ.✓ সঠিক উত্তর
যশোর
ব্যাখ্যা
তুলাগাছ জমিতে দাঁড়ানো পানি সহ্য করতে পারে না৷ তাই তুলাচাষের জন্য উপযুক্ত হচেছ উঁচু জমি যেখানে বন্যা বা বৃষ্টির পানি ৬ - ৮ ঘন্টার বেশী জমে থাকে না৷ গাছের শিকড় বিস্তৃতিতে সুবিধাযুক্ত উত্তম নিষ্কাশিত মাটি তুলাচাষের উপযোগী৷ তুলাচাষের জন্য উৎকৃষ্ট হচেছ - বেলে দো - আঁশ ও দো - আঁশ প্রকৃতির মাটি৷ এছাড়াও, এটেল দো - আঁশ ও পলিযুক্ত এটেল দো - আঁশ মাটিতে তুলাচাষ করা যায়৷ অতি অম্ৱ বা অতি ক্ষার উভয় প্রকার মাটি তুলাচাষের জন্য অনুপোযোগী৷ তুলাচাষের জন্য মাটির ‘পি এইচ’ মান ৬ - ৭.৫ থাকা ভালো৷ মাঝারি লবণাক্ততা (৮ ডিএস/মিটার) সম্পন্ন উঁচু জমিতেও তুলাচাষ করা যায়৷ ছায়াযুক্ত স্যাঁত স্যাঁতে জমি তুলাচাষের জন্য পরিহার করতে হবে৷
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: যশোর জেলারেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫০
৫০
বাসস একটি------
ক.✓ সঠিক উত্তর
সংবাদ সংস্থার নাম
খ.
একটি প্রেস ক্লাবের নাম
গ.
একটি খবরের কাগজের নাম
ঘ.
একটি বিদেশী কোম্পানির নাম
ব্যাখ্যা
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলাদেশের একটি জাতীয় সংবাদ সংস্থা যা বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যে জানুয়ারি ১, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) - এর ঢাকা ব্যুরো অফিসকে এই নতুন রাষ্ট্রের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে রূপান্তর করা হয়েছিল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাসসরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
বাসস একটি------
ক.✓ সঠিক উত্তর
সংবাদ সংস্থার নাম
খ.
একটি প্রেস ক্লাবের নাম
গ.
একটি খবরের কাগজের নাম
ঘ.
একটি বিদেশী কোম্পানির নাম
ব্যাখ্যা
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলাদেশের একটি জাতীয় সংবাদ সংস্থা যা বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যে জানুয়ারি ১, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) - এর ঢাকা ব্যুরো অফিসকে এই নতুন রাষ্ট্রের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে রূপান্তর করা হয়েছিল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাসসরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫১
৫১
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় -----
ক.
২৬ মার্চ
খ.
১৬ ডিসেম্বর
গ.
২১ ফেব্রুয়ারি
ঘ.✓ সঠিক উত্তর
১৪ ডিসেম্বর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ১৪ ডিসেম্বর-বুদ্ধিজীবী দিবসরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় -----
ক.
২৬ মার্চ
খ.
১৬ ডিসেম্বর
গ.
২১ ফেব্রুয়ারি
ঘ.✓ সঠিক উত্তর
১৪ ডিসেম্বর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ১৪ ডিসেম্বর-বুদ্ধিজীবী দিবসরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫২
৫২
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
ক.
সিলেটের বনভূমি
খ.
পার্বত্য চট্টগ্রামের বনভূমি
গ.✓ সঠিক উত্তর
ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ঘ.
খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
ব্যাখ্যা
শালবন এক ধরনের বনভূমি যেখানে শালগাছ Shorea robusta মুখ্য উদ্ভিদ প্রজাতি। বনের শ্রেণীবিন্যাসে শালবনকে গ্রীষ্মমন্ডলীয় আর্দ্র পত্রঝরা বনাঞ্চলের (Tropical Moist Deciduous Forest) অন্তর্ভুক্ত করা হয়। ভূ - প্রকৃতি, ভূতাত্ত্বিক গঠন, জলবায়ু এবং মৃত্তিকার ধরন শালবনের বিস্তৃতি নিয়ন্ত্রণ করে। শালবন প্রধানত দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব এশিয়ায় হিমালয়ের পাদদেশব্যাপী আসাম থেকে পাঞ্জাব পর্যন্ত এবং মধ্য ভারতের কয়েকটি জেলাসহ পশ্চিমবঙ্গের পাহাড়িয়া এলাকায় বিস্তৃত। কেবল ভারতেই এই শ্রেণীর বনভূমি প্রায় ১৩০ লক্ষ হেক্টর জায়গা দখল করে আছে। বাংলাদেশ এবং নেপালে রয়েছে মোট ১০ লক্ষ হেক্টরের বেশি স্থান জুড়ে এ ধরনের বনভূমি।
বাংলাদেশে মোট শালবন এলাকা প্রায় ১, ২১, ০০০ হেক্টর অর্থাৎ দেশের বনভূমির শতকরা প্রায় ৩২ ভাগ। মোটামুটি ব্যাপক হলেও শালবন দেশের মাত্র কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ছড়ানো। বেশির ভাগ বনাঞ্চল রয়েছে গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়। এ বনাঞ্চল ভাওয়ালের গড় ও মধুপুরের গড় নামে পরিচিত। বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইলের শালবন এলাকা সবচেয়ে বড়, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর মাঝে উত্তর - দক্ষিণে বিস্তৃত এ বনভূমির দৈর্ঘ্য প্রায় ৯৬ কিমি এবং চওড়া ৮ থেকে ২৪ কিমি। ‘মধুপুর গড়’ নামেই এটি সুপরিচিত। এছাড়া কুমিল্লা জেলায় এবং দেশের উত্তর অঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এবং রাজশাহী জেলাতেও বিক্ষিপ্তভাবে শালবন বিদ্যমান।
বাংলাদেশে মোট শালবন এলাকা প্রায় ১, ২১, ০০০ হেক্টর অর্থাৎ দেশের বনভূমির শতকরা প্রায় ৩২ ভাগ। মোটামুটি ব্যাপক হলেও শালবন দেশের মাত্র কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ছড়ানো। বেশির ভাগ বনাঞ্চল রয়েছে গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়। এ বনাঞ্চল ভাওয়ালের গড় ও মধুপুরের গড় নামে পরিচিত। বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইলের শালবন এলাকা সবচেয়ে বড়, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর মাঝে উত্তর - দক্ষিণে বিস্তৃত এ বনভূমির দৈর্ঘ্য প্রায় ৯৬ কিমি এবং চওড়া ৮ থেকে ২৪ কিমি। ‘মধুপুর গড়’ নামেই এটি সুপরিচিত। এছাড়া কুমিল্লা জেলায় এবং দেশের উত্তর অঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এবং রাজশাহী জেলাতেও বিক্ষিপ্তভাবে শালবন বিদ্যমান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বনজ সম্পদরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
ক.
সিলেটের বনভূমি
খ.
পার্বত্য চট্টগ্রামের বনভূমি
গ.✓ সঠিক উত্তর
ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ঘ.
খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
ব্যাখ্যা
শালবন এক ধরনের বনভূমি যেখানে শালগাছ Shorea robusta মুখ্য উদ্ভিদ প্রজাতি। বনের শ্রেণীবিন্যাসে শালবনকে গ্রীষ্মমন্ডলীয় আর্দ্র পত্রঝরা বনাঞ্চলের (Tropical Moist Deciduous Forest) অন্তর্ভুক্ত করা হয়। ভূ - প্রকৃতি, ভূতাত্ত্বিক গঠন, জলবায়ু এবং মৃত্তিকার ধরন শালবনের বিস্তৃতি নিয়ন্ত্রণ করে। শালবন প্রধানত দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব এশিয়ায় হিমালয়ের পাদদেশব্যাপী আসাম থেকে পাঞ্জাব পর্যন্ত এবং মধ্য ভারতের কয়েকটি জেলাসহ পশ্চিমবঙ্গের পাহাড়িয়া এলাকায় বিস্তৃত। কেবল ভারতেই এই শ্রেণীর বনভূমি প্রায় ১৩০ লক্ষ হেক্টর জায়গা দখল করে আছে। বাংলাদেশ এবং নেপালে রয়েছে মোট ১০ লক্ষ হেক্টরের বেশি স্থান জুড়ে এ ধরনের বনভূমি।
বাংলাদেশে মোট শালবন এলাকা প্রায় ১, ২১, ০০০ হেক্টর অর্থাৎ দেশের বনভূমির শতকরা প্রায় ৩২ ভাগ। মোটামুটি ব্যাপক হলেও শালবন দেশের মাত্র কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ছড়ানো। বেশির ভাগ বনাঞ্চল রয়েছে গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়। এ বনাঞ্চল ভাওয়ালের গড় ও মধুপুরের গড় নামে পরিচিত। বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইলের শালবন এলাকা সবচেয়ে বড়, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর মাঝে উত্তর - দক্ষিণে বিস্তৃত এ বনভূমির দৈর্ঘ্য প্রায় ৯৬ কিমি এবং চওড়া ৮ থেকে ২৪ কিমি। ‘মধুপুর গড়’ নামেই এটি সুপরিচিত। এছাড়া কুমিল্লা জেলায় এবং দেশের উত্তর অঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এবং রাজশাহী জেলাতেও বিক্ষিপ্তভাবে শালবন বিদ্যমান।
বাংলাদেশে মোট শালবন এলাকা প্রায় ১, ২১, ০০০ হেক্টর অর্থাৎ দেশের বনভূমির শতকরা প্রায় ৩২ ভাগ। মোটামুটি ব্যাপক হলেও শালবন দেশের মাত্র কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ছড়ানো। বেশির ভাগ বনাঞ্চল রয়েছে গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়। এ বনাঞ্চল ভাওয়ালের গড় ও মধুপুরের গড় নামে পরিচিত। বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইলের শালবন এলাকা সবচেয়ে বড়, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর মাঝে উত্তর - দক্ষিণে বিস্তৃত এ বনভূমির দৈর্ঘ্য প্রায় ৯৬ কিমি এবং চওড়া ৮ থেকে ২৪ কিমি। ‘মধুপুর গড়’ নামেই এটি সুপরিচিত। এছাড়া কুমিল্লা জেলায় এবং দেশের উত্তর অঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এবং রাজশাহী জেলাতেও বিক্ষিপ্তভাবে শালবন বিদ্যমান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বনজ সম্পদরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৩
৫৩
চীন- বাংলাদেশে মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য----
ক.
ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
খ.
বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
গ.
ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
ঘ.✓ সঠিক উত্তর
দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
ব্যাখ্যা
বাংলাদেশ - চীন মৈত্রী সেতু ১. অন্য নাম ... বুড়িগঙ্গা সেতু হল বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি বাংলাদেশ ও চীন যৌথ ভাবে তৈরি করেছে। সেতুটি ৭২৫ মিটার দীর্ঘ। এই সেতু ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ উপাজেলাকে যুক্ত করেছে। সেতুটি নির্মাণের ফলে সহজেই কেরানীগঞ্জ উপজেলা ও তার পার্শবর্তী এলাকার মানুষ ঢাকা শহরে প্রবেশ করতে পারছে। এই সেতু ঢাকা - খুলনা মহাসড়কে যুক্ত করেছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বহুমুখী সেতুরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
চীন- বাংলাদেশে মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য----
ক.
ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
খ.
বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
গ.
ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
ঘ.✓ সঠিক উত্তর
দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
ব্যাখ্যা
বাংলাদেশ - চীন মৈত্রী সেতু ১. অন্য নাম ... বুড়িগঙ্গা সেতু হল বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি বাংলাদেশ ও চীন যৌথ ভাবে তৈরি করেছে। সেতুটি ৭২৫ মিটার দীর্ঘ। এই সেতু ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ উপাজেলাকে যুক্ত করেছে। সেতুটি নির্মাণের ফলে সহজেই কেরানীগঞ্জ উপজেলা ও তার পার্শবর্তী এলাকার মানুষ ঢাকা শহরে প্রবেশ করতে পারছে। এই সেতু ঢাকা - খুলনা মহাসড়কে যুক্ত করেছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বহুমুখী সেতুরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৪
৫৪
হরিপুরে তেল আবিষ্কৃত হয়---
ক.
১৯৪৭ সালে
খ.✓ সঠিক উত্তর
১৯৮৬ সালে
গ.
১৯৮৫ সালে
ঘ.
১৯৮৪ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মাটি, পানি, তেল, গ্যাসরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
হরিপুরে তেল আবিষ্কৃত হয়---
ক.
১৯৪৭ সালে
খ.✓ সঠিক উত্তর
১৯৮৬ সালে
গ.
১৯৮৫ সালে
ঘ.
১৯৮৪ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মাটি, পানি, তেল, গ্যাসরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৫
৫৫
মিশুকের স্থপতি কে?
ক.✓ সঠিক উত্তর
মোস্তফা মনোয়ার
খ.
হামিদুর রহমান
গ.
শামীম শিকদার
ঘ.
হামিদুজ্জামান খান
ব্যাখ্যা
মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লালরঙের সূর্যের প্রতিরূপ স্থাপনাসহ শিল্পের নানা পরিকল্পনায় তিনি বরাবর তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের স্থাপত্য ভাস্কর্যরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
মিশুকের স্থপতি কে?
ক.✓ সঠিক উত্তর
মোস্তফা মনোয়ার
খ.
হামিদুর রহমান
গ.
শামীম শিকদার
ঘ.
হামিদুজ্জামান খান
ব্যাখ্যা
মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লালরঙের সূর্যের প্রতিরূপ স্থাপনাসহ শিল্পের নানা পরিকল্পনায় তিনি বরাবর তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের স্থাপত্য ভাস্কর্যরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৬
৫৬
জাপানের পার্লামেন্টের নাম-----
ক.✓ সঠিক উত্তর
ডায়েট
খ.
পিনসাস
গ.
নেসেট
ঘ.
সোরা
ব্যাখ্যা
জাপানের আইন সভার নাম – ডায়েট। ইসরাইলের আইন সভার নাম – নেসেট। আফগানিস্তান - সুরা
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাপান-Japanরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
জাপানের পার্লামেন্টের নাম-----
ক.✓ সঠিক উত্তর
ডায়েট
খ.
পিনসাস
গ.
নেসেট
ঘ.
সোরা
ব্যাখ্যা
জাপানের আইন সভার নাম – ডায়েট। ইসরাইলের আইন সভার নাম – নেসেট। আফগানিস্তান - সুরা
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাপান-Japanরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৭
৫৭
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
ক.
রংপুর
খ.
ময়মনসিংহ
গ.
টাঙ্গাইল
ঘ.✓ সঠিক উত্তর
ফরিদপুর
ব্যাখ্যা
বাংলাদেশ সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় - ময়মনসিংহ জেলায়।
গম বেশি উৎপাদিত হয় - রংপুর জেলায়।
তামাক সবচেয়ে বেশি উৎপাদিত হয় - রংপুর জেলায়।
পাট সবচেয়ে বেশি উৎপাদিত হয় - ফরিদপুর জেলায়।
গম বেশি উৎপাদিত হয় - রংপুর জেলায়।
তামাক সবচেয়ে বেশি উৎপাদিত হয় - রংপুর জেলায়।
পাট সবচেয়ে বেশি উৎপাদিত হয় - ফরিদপুর জেলায়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পাট শিল্পরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
ক.
রংপুর
খ.
ময়মনসিংহ
গ.
টাঙ্গাইল
ঘ.✓ সঠিক উত্তর
ফরিদপুর
ব্যাখ্যা
বাংলাদেশ সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় - ময়মনসিংহ জেলায়।
গম বেশি উৎপাদিত হয় - রংপুর জেলায়।
তামাক সবচেয়ে বেশি উৎপাদিত হয় - রংপুর জেলায়।
পাট সবচেয়ে বেশি উৎপাদিত হয় - ফরিদপুর জেলায়।
গম বেশি উৎপাদিত হয় - রংপুর জেলায়।
তামাক সবচেয়ে বেশি উৎপাদিত হয় - রংপুর জেলায়।
পাট সবচেয়ে বেশি উৎপাদিত হয় - ফরিদপুর জেলায়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পাট শিল্পরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৮
৫৮
বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত?
ক.✓ সঠিক উত্তর
২ কোটি ৪০ লক্ষ একর
খ.
২ কোটি ৫০ লক্ষ একর
গ.
২ কোটি একর
ঘ.
২ কোটি ২৫ লক্ষ একর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের কৃষি সম্পদরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় কত?
ক.✓ সঠিক উত্তর
২ কোটি ৪০ লক্ষ একর
খ.
২ কোটি ৫০ লক্ষ একর
গ.
২ কোটি একর
ঘ.
২ কোটি ২৫ লক্ষ একর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের কৃষি সম্পদরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৯
৫৯
উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
ক.
২৫০ নটিক্যাল মাইল
খ.✓ সঠিক উত্তর
২০০ নটিক্যাল মাইল
গ.
২২৫ নটিক্যাল মাইল
ঘ.
১০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
বাংলাদেশের রাজনৈতিক সুমদ্রসীমা ১২ নটিক্যাল মাইল। অর্থনৈতিক সুমদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সমুদ্রসীমারেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
ক.
২৫০ নটিক্যাল মাইল
খ.✓ সঠিক উত্তর
২০০ নটিক্যাল মাইল
গ.
২২৫ নটিক্যাল মাইল
ঘ.
১০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
বাংলাদেশের রাজনৈতিক সুমদ্রসীমা ১২ নটিক্যাল মাইল। অর্থনৈতিক সুমদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সমুদ্রসীমারেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৬০
৬০
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক.✓ সঠিক উত্তর
করতোয়া
খ.
গঙ্গা
গ.
ব্রহ্মপুত্র
ঘ.
মহানন্দা
ব্যাখ্যা
মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় । বগুড়া শহর থেকে প্রায় ১৩ কি.মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়৷
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মহাস্থানগড়রেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক.✓ সঠিক উত্তর
করতোয়া
খ.
গঙ্গা
গ.
ব্রহ্মপুত্র
ঘ.
মহানন্দা
ব্যাখ্যা
মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় । বগুড়া শহর থেকে প্রায় ১৩ কি.মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়৷
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মহাস্থানগড়রেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)