১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)

মোট প্রশ্ন: ৯৪

২১

কোনটি ঐতিহাসিক নাটক?

.
শর্মিষ্ঠা
.
রাজসিংহ
.
পলাশীর যুদ্ধ
.
রক্তাক্ত প্রান্তর
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
২২

কোনটি চৌম্বক পদার্থ?

.
পারদ
.
বিসমাথ
.
অ্যান্টিমনি
.
কোবাল্ট
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কোবাল্ট একটি রাসায়নিক উপাদান যার প্রতীক ‘Co’ এবং পারমাণবিক সংখ্যা ২৭ নিকেলের মতো কোবাল্টও কেবল রাসায়নিকভাবে যুগ্ম অবস্থায় ভূত্বকে পাওয়া যায় প্রাকৃতিকভাবে সংকরিত ক্ষণপ্রভ লোহাতে সঞ্চিত অবস্থাতেও পাওয়া যায় হ্রাসকারী বিগলন দ্বারা উৎপাদিত মুক্ত কোবাল্ট একটি শক্ত, উজ্জ্বল রূপালি - ধূসর ধাতু
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: চৌম্বক পদার্থরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
২৩

উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ পর্বত চূড়ায় ----

.
অক্সিজেন কম
.
ঠাণ্ডা বেশি
.
বায়ুর চাপ বেশি
.
বায়ুর চাপ কম
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

নাকের ঝিল্লি শুকিয়ে গেলে, ফেটে গেলে বা সেখানে শক্ত আবরণ সৃষ্টি হলে , উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রক্ত বাহিকা (Blood Vessels)রেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
২৪

কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?

.
৯ গুণ বাড়বে
.
৯ গুণ কমবে
.
৩ গুণ বাড়বে
.
৩ গুণ কমবে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মহাকর্ষ একটি প্রাকৃতিক ঘটনা যা দ্বারা সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে। এটির সংজ্ঞা হিসেবে বলা যায় যে, যেকোনো ভরের বস্তুদ্বয় একে অপরকে যে বলে আকর্ষণ করে তা হলো মহাকর্ষ। এখন এই আকর্ষণ যদি পৃথিবী ও অন্য কোন বস্তুর মাঝে হয় তাহলে তাকে বলা হবে অভিকর্ষ। প্রকৃতির চারটি মৌলিক বলের একটি হলো মহাকর্ষ । মহাকর্ষের কারণেই পৃথিবীসহ অন্যান্য গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান থাকে। স্যার আইজাক নিউটন ১৬৮৭ খ্রিষ্টাব্দে তার ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে এ বিষয়ে ধারণা প্রদান করেন৷
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মহাকর্ষ ও অভিকর্ষরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
২৫

সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?

.
অর্ধেক হবে
✓ সঠিক উত্তর
.
দ্বিগুণ হবে
.
তিনগুণ হবে
.
চারগুণ হবে

ব্যাখ্যা

তড়িতাধান ঘনত্ব বিন্যাস, দ্বিমেরু ও উচ্চতর বহুমেরু ভ্রামক, আণবিক কম্পনের কম্পনাঙ্ক, বিক্রিয়াপ্রবণতা এবং অন্যান্য বর্ণালিবীক্ষণ সংলগ্ন বৈশিষ্ট্য,
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: শব্দ ও তরঙ্গরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
২৬

কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

.
শূন্যতায়
.
লোহায়
✓ সঠিক উত্তর
.
পানিতে
.
বাতাসে

ব্যাখ্যা

লোহা খনিজ পদার্থ। এটি আকরিক থেকে পাওয়া যায়। লোহার রাসায়নিক সংকেত Fe, পারমাণবিক সংখ্যা 26। পারমাণবিক ভর 55.85, যোজ্যতা 2 এবং 3, ঘনত্ব 7.85 গ্রাম/সিসি, গলনাঙ্ক 1530 °C, স্ফুটনাঙ্ক 2450 °C। লোহার প্রধান আকরিকগুলি হলো ম্যাগনেটাইট (Magnetite) Fe3O4, রেড হেমাটাইট (Red Haematite) Fe2O3, আয়রন পাইরাইটিস (Iron Pyrites) FeS2 সিডারাইট (Siderite) FeCO3। লোহাকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর লোহার আকরিক পাওয়া যায়। ভূ - ত্বকে লোহার পরিমাণ 4.12 শতাংশ।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: শব্দের দ্রুতিরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
২৭

মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?

.
সয়ুজ
.
এপোলো
.
ভয়েজার
.
ভাইকিং
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সূর্যগ্রহণরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
২৮

পারমাণবিক বোমার আবিষ্কারক কে?

.
আইনস্টাইন
.
ওপেনহাইমার
✓ সঠিক উত্তর
.
অটোহ্যান
.
রোজেনবার্গ

ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ম্যানহাটন প্রকল্পের সাহায্যে প্রথম পারমানুবিক বোমা আবিষ্কারের জন্যে এনরিকো ফারমিপাশাপাশি রবার্ট ওপেনহেইমারকেও পারমানুবিক বোমার জনকরুপে আখ্যায়িত করা হয়ে থাকে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞানরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
২৯

সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

.
উত্তল
.
অবতল
✓ সঠিক উত্তর
.
জুম
.
সিলিন্‌ড্রিক্যাল

ব্যাখ্যা

যে লেন্সের মধ্যভাগ সরু ও এর প্রান্তভাগ ক্রমশ ক্রমশ মোটা, তাকে অবতল লেন্স বলে। অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়। তলের আকৃতির ওপর নির্ভর করে অবতল লেন্সও তিন প্রকারের। যথা:
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: লেন্সরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
৩০

কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

.
ব্রোমিন
✓ সঠিক উত্তর
.
পারদ
.
আয়োডিন
.
জেনন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: প্রমাণ তাপমাত্রা এবং চাপরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
৩১

একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

.
২০৬
✓ সঠিক উত্তর
.
৩০৬
.
৪০৬
.
৫০৬
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অস্থিসন্ধিরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
৩২

T. S Eliot was born in-

.
Ireland
.
England
.
Wales
.
USA
✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিটপিক: T. S Eliotরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
৩৩

বালক ও বালিকার একটি দলে নিম্নরুপে খেলা হচ্ছে। প্রথম বালক ৫ জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৬ জন বালিকার সঙ্গে খেলছে। এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে , তবে b এর মান কত?

.
b=g
.
b=g5
.
b=g-4
✓ সঠিক উত্তর
.
b=g-5

ব্যাখ্যা

বালকের সংখ্যা+4জন =বালিকার সংখ্যা 
বা, b+4=g,
অতএব, b=g-4
বিষয়: গণিতরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
৩৪

(-(-)-]- এর মান কত?

.
.
-৫
.
✓ সঠিক উত্তর
.
-

ব্যাখ্যা

[(২ - ৩(২ - ৩)^ - ১]^ - ১
বিষয়: গণিতরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
৩৫

একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন ১০০n হলে ঐ ষড়ভুজের আয়তন কত?

.
২০০
.
.
✓ সঠিক উত্তর
.

ব্যাখ্যা

Explanation : “πr2=১০০π
=> r = ১০
বৃত্তের ব্যাসার্ধ ১০ একক।
ষড়ভুজের ভিতর ৬টি সমবাহু ত্রিভুজের শীর্ষের ছেদ বিন্দু বৃত্তটির কেন্দ্রে অবস্থিত। তাহলে 6টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে ষড়ভুজটির ক্ষেত্রফল।
6×√3/4a2 (যেখানে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a)
এখন, tan30°=(a/2)/r=>1/√3=a/2r=>a=2r/√3=>a=20/√3সুতরাং 6×(√3/4a2)=200√3
[ a = 20/√3 বসিয়ে ]”
বিষয়: গণিতটপিক: বৃত্ত (Circle)রেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
৩৬

'Tom Jones' by Henry Fielding was first published in-

.
the 1st half of 19th century
.
the 2nd half of 18th century
.
the 1st half of 18th century
✓ সঠিক উত্তর
.
the 2nd half of 19th century
বিষয়: ইংরেজিটপিক: Henry Fielding (1707-1754)রেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
৩৭

We (not have) a holiday since the beginning of the year.- Which of the following verb forms best completes the above sentence ?

.
did not have
.
have not had
✓ সঠিক উত্তর
.
are not having
.
had not had
বিষয়: ইংরেজিটপিক: The Verb (Corrections)রেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
৩৮

If I were you, I (handle) the situation more carefully. -Which of the following verb forms best completes the above sentence ?

.
would handle
✓ সঠিক উত্তর
.
will handle
.
handle
.
would have handled
বিষয়: ইংরেজিটপিক: The Verb (Corrections)রেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
৩৯

It`s time (you realize) your mistakes. Which of the following clause best fits in the above sentence ?

.
you realized
✓ সঠিক উত্তর
.
that you realize
.
you would realize
.
you have realized
বিষয়: ইংরেজিটপিক: The Clausesরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)
৪০

We have recently entered--an agreement with the Inland Co-operative Socicty. - Which of the following best fits in the blank space ?

.
no perposition
.
upon
.
in
.
into
✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992)