১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)

মোট প্রশ্ন: ৯৩

২১

হাজার হ্রদের দেশ কোনটি?

.
নরওয়ে
.
ফিনল্যান্ড
✓ সঠিক উত্তর
.
ইন্দোনেশিয়া
.
জাপান

ব্যাখ্যা

ফিনল্যান্ড একটি নিম্নভূমি অঞ্চল। কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল। বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে দেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে। দেশটির সরকারি নাম ফিনল্যান্ড প্রজাতন্ত্র। তবে ফিনীয়রা নিজেদের দেশকে সুওমি বলে ডাকে। সুওমি শব্দের অর্থ হ্রদ ও জলাভূমির দেশ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: হ্রদরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
২২

পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম ------

.
ওএইউ
.
আরব লীগ
.
জিসিসি
✓ সঠিক উত্তর
.
ওএএস

ব্যাখ্যা

জিসিসি হলো তেল সমৃদ্ধ ছয়টি দেশের ব্লক। দেশগুলো হলো - সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, ওমান, বাহরাইন ও কাতার।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পাকিস্তানরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
২৩

বাস্তিল দুর্গের পতন ঘটেছিল -----

.
১৪ জুলাই ১৭৮৯
✓ সঠিক উত্তর
.
৭ জুন ১৭৮৮
.
৫ অক্টোবর ১৭৮৮
.
২৬ আগস্ট ১৭৮৮

ব্যাখ্যা

১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্স রাজ্যের প্যারিস কুখ্যাত বাস্তিলে বিক্ষোভ হয়। এই বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয় এই বিপ্লব ছিল তদানীন্তন ফ্রান্সের শত শত বছর ধরে নির্যাতিত বঞ্চিত "থার্ড স্টেট" বা সাধারন মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই বিপ্লবের আগে সমগ্র ফ্রান্সের ৯৫ শতাংশ সম্পত্তির মালিক ছিল মাত্র ভাগ মানুষ। অথচ সেই ভাগ মানুষই কোন আয়কর দিত না। যারা আয়কর দিত তারা তেমন কোন সুবিধা ভোগ করতে পারত না। এবং এই ব্যবস্থার বিরুদ্ধে যারা প্রতিবাদ করত তাদেরকে এই বাস্তিল দুর্গে বন্দী করে নির্যাতন করা হত। বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী সরকারের নির্যাতন জুলুমের প্রতীক
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পাকিস্তানরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
২৪

কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম ----

.
লিওপোন্ডভিল
.
জিম্বাবুয়ে
.
জিবুতি
.
জায়ারে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের নাম পরিবর্তন করে জায়ারে নামকরণ করেন প্রেসিডেন্ট মবুতু। পরবর্তীতে লরা কাবিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলে ১৭ মে ১৯৯৭ সালে দেশের আগের নাম কঙ্গো প্রজাতন্ত্র বহাল রাখেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাচীন ও বর্তমান নামরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
২৫

ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রিনটির নাম -----

.
এগার সিন্দুর এক্সপ্রেস
.
পারাবত এক্সেপ্রেস
.
উপকূল এক্সপ্রেস
✓ সঠিক উত্তর
.
সৈকত এক্সপ্রেস

ব্যাখ্যা

উপকূল এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭১১/৭১২) নোয়াখালী রেলওয়ে স্টেশন হতে ঢাকা পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন এটি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেনএই এক্সপ্রেসটি নোয়াখালীর নোয়াখালী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন যেয়ে যাত্রা শেষ করে এই যাত্রাপথে এটি ১৫টি স্টেশনে যাত্রাবিরতি করে ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে এবং বিকেল ৪টায় ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্য ছাড়ে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: রেল পথরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
২৬

বাংলাদেশের বৃহত্তম হাওর ----

.
পাথরচাওলি
.
হাইল
.
চলনবিল
.
হাকালুকি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি মৌলভীবাজার জেলায় অবস্থিত। এ হাওরের আয়তন প্রায় ২০, ৪০০ হেক্টর। বর্ষাকালে বিস্তৃত জলরাশি এ হাওরের রূপ ঠিক যেন ভাসমান সাগর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বৃহত্তমরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
২৭

কিওক্রাডাং -এর উচ্চতা প্রায় -------

.
১০১০ মিটার
.
১৫৩০ মিটার
.
১২৩০ মিটার
✓ সঠিক উত্তর
.
১৩৬৪ মিটার
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের পাহাড় পর্বত, উপত্যকা , ঝর্ণারেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
২৮

বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায় -----

.
১৪ কোটি পাউন্ড
.
১৩ কোটি পাউন্ড
.
১০.৫ কোটি পাউন্ড
.
৯.৫ কোটি পাউন্ড
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

দেশের চা শিল্পের ইতিহাসে উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। ২০১৯ সালে উৎপাদিত হয়েছে ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি চা। গত বছরের চেয়ে উৎপাদন বেড়েছে ১ কোটি ৩৯ লাখ কেজি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের শিল্প ও বানিজ্যরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
২৯

ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায় -----

.

১৫৩০ বর্গ কিমি

✓ সঠিক উত্তর
.

৯০ বর্গমাইল

.

১৬০ বর্গমাইল

.

৮০ বর্গমাইল

বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঢাকা জেলারেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
৩০

একটি কাঁচা পাটের গাইটের ওজন -----

.

৩.৫ মণ

.

৪ মণ

.

৪.৫ মণ

✓ সঠিক উত্তর
.

৫ মণ

ব্যাখ্যা

পাট উৎপাদনের পর থেকে পচনের আগ পর্যন্ত একে কাঁচা পাট নামে অভিহিত করা হয়। বাংলাদেশে উৎপাদিত পাটের ৪০% কাঁচা পাট এবং ৫০% তৈরী পণ্য হিসাবে রফতানী করা হয়। একটি কাঁচা পাটের গাঁইটের ওজন ৪.৫ মণ.
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভর ও ওজনরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
৩১

গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব ----

.
নেপালে জলাধার নির্মাণ
✓ সঠিক উত্তর
.
গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
.
বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
.
গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি

ব্যাখ্যা

শুকনো মৌসুমে ফারাক্কায় গঙ্গার প্রবাহ বৃদ্ধি করতে নেপালে অবস্থিত গঙ্গার বিভিন্ন উপনদীতে সুবিধাজনক স্থানে যৌথভাবে জলাধার নির্মাণের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছেজলবিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য সুবিধা অর্জনের লক্ষ্যে উপ - আঞ্চলিক সহযোগিতার আওতায় গঙ্গা নদীর উজানে জলাধার সৃষ্টির চেষ্টা করা হচ্ছে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
৩২

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য -----

.
দু'দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
✓ সঠিক উত্তর
.
দু'দেশের নদীগুলোর পলিমাটি অপসারণ
.
বন্যা নিয়ন্ত্রণে দু'দেশের মধ্যে সহযোগিতা
.
দু'দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
৩৩

স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -----

.
২ মার্চ
✓ সঠিক উত্তর
.
২৩ মার্চ
.
১০ মার্চ
.
২৫ মার্চ

ব্যাখ্যা

১৯৭১ সালের ২রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্র নেতা ... আব্দুর রব
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় পতাকা, প্রতীক, সীলমোহররেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
৩৪

কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?

.
ঠগী
.
পানাস
.
পাঠক
✓ সঠিক উত্তর
.
সেলামী
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
৩৫

বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?

.
অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
.
বক ধার্মিক; বিড়াল তপস্বী
✓ সঠিক উত্তর
.
রুই-কাতলা; কেউ কেটা
.
বক ধার্মিক; ভিজে বেড়াল
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
৩৬

মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা' -----

.
মহাকাব্য
.
পত্রকাব্য
✓ সঠিক উত্তর
.
গীতিকাব্য
.
আখ্যানকাব্য
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
৩৭

রোহিনী কোন উপন্যাসের নায়িকা?

.
কৃষ্ণকান্তের উইল
✓ সঠিক উত্তর
.
চোখের বালি
.
গৃহদাহ
.
পথের পাঁচালী

ব্যাখ্যা

কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। উপন্যাসটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়। রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্নিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে। সামাজিক উপন্যাস। ১৮৮২ ও ১৮৮৪ সালে বঙ্গদর্শন পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
৩৮

নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

.

ঘোড়াকে "চাবুক" মার

✓ সঠিক উত্তর
.

"ডাক্তার" ডাক

.

গাড়ি 'স্টেশন" ছেড়েছে

.

"মুষলধারে" বৃষ্টি পড়ছে

বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
৩৯

রূপসী বাংলার কবি -----

.
জসীমউদ্‌দীন
.
জীবনানন্দ দাশ
✓ সঠিক উত্তর
.
কালিদাস রায়
.
সত্যেন্দ্রনাথ দত্ত
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)
৪০

বটতলার পুঁথি বলতে বুঝায় -----

.
মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি
.
বটতলা নামক স্থানে রচিত কাব্য
.
দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
✓ সঠিক উত্তর
.
অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ১২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (পুলিশ) (1990-1991)