সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)

মোট প্রশ্ন: ১১১

৬১

শব্দ ও ধাতুর মূলকে বলে-

.
কারক
.
সমাস
.
প্রকৃতি
✓ সঠিক উত্তর
.
প্রত্যয়
বিষয়: বাংলাটপিক: ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়রেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৬২

সংস্কৃত উপসর্গ কয়টি?

.
২০
✓ সঠিক উত্তর
.
২১
.
১৯
.
২২

ব্যাখ্যা

তৎসম বা সংস্কৃত উপসর্গ:
বিষয়: বাংলাটপিক: উপসর্গরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৬৩

'নায়ক' শব্দের কৃৎ প্রত্যয় হচ্ছে-

.
নি:+অক
.
ণী+ণক
✓ সঠিক উত্তর
.
ণী+অব
.
নী+অক
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৬৪

'সংশয়'-এর বিপরীত শব্দ কোনটি?

.
বিস্ময়
.
দ্বিধা
.
প্রত্যয়
✓ সঠিক উত্তর
.
স্থায়ী
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৬৫

বাংলা সাহিত্যে 'পল্লীকবি' বলা হয়-

.
জসীমউদ্দীনকে
✓ সঠিক উত্তর
.
জীবনানন্দ দাশকে
.
আল মাহমুদকে
.
শহীদ কাদরীকে
বিষয়: বাংলাটপিক: জসীম উদ্দীনরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৬৬

বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে?

.
মাইকেল মধুসূদন দত্ত
✓ সঠিক উত্তর
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
দীনবন্ধু মিত্র
.
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৬৭

'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে'- উক্তিটির তাৎপর্য হচ্ছে-

.
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
.
বনের পশু বনে থাকতেই ভালোবাসে
.
জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
✓ সঠিক উত্তর
.
প্রাকৃতিক রুপসৌন্দর্য আদি ও অকৃত্রিম
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যাকরণ ও নির্মিতিরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৬৮

'জাহান্নাম হতে বিদায়'-উপন্যাসটি লেখক কে?

.
আবু রুশদ
.
আহসান হাবীব
.
শওকত ওসমান
✓ সঠিক উত্তর
.
আবুল ফজল
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৬৯

শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?

.
শব্দ
.
ধ্বনি
✓ সঠিক উত্তর
.
বর্ণ
.
চিহ্ন
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৭০

চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ?

.
বাংলা
.
ফারসি
.
পর্তুগিজ
.
চৈনিক
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বিদেশি শব্দরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৭১

'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?

.
ষ+ঞ
.
ষ+ন
.
ষ+ক
.
ক+ষ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: যুক্তবর্ণরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৭২

উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয়ভাগে বিভক্ত?

.
২ ভাগে
.
৩ ভাগে
.
৪ ভাগে
.
৫ ভাগে
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষা (ব্যাকরণ)রেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৭৩

'পাথরে পাঁচ কিল' বাগধারাটির সঠিক অর্থ কি?

.
অতিরিক্ত সুবিধা
.
সর্বস্বাস্ত হওয়া
.
সুখের সময়
✓ সঠিক উত্তর
.
ধাক্কা সামলানো
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৭৪

কোন বানানটি সঠিক ?

.
স্বরস
.
সরস্বতী
✓ সঠিক উত্তর
.
সরসত্বী
.
স্বরসতি
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৭৫

ব্যতিহারিক সর্বনাম কোনটি?

.
ইহারা
.
যিনি
.
নিজে নিজে
✓ সঠিক উত্তর
.
কেহ
বিষয়: বাংলাটপিক: সর্বনামরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৭৬

'ক্ষীয়মান'-এর বিপরীত শব্দ কোনটি?

.
বর্ধমান
✓ সঠিক উত্তর
.
বৃহৎ
.
বর্ধিষ্ণু
.
বৃদ্ধিপ্রাপ্ত
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৭৭

ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?

.
আজি-আইজ
.
পিশাচ-পিচাশ
✓ সঠিক উত্তর
.
পাকা-পাক্কা
.
স্কুল-ইস্কুল
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৭৮

'প্রাংশু' শব্দের অর্থ কি?

.
প্রাচীর
.
পূর্বকালের
.
দীর্ঘকায়
✓ সঠিক উত্তর
.
পূর্বদিক

ব্যাখ্যা

প্রাংশু - [বিশেষণ পদ] উন্নত, উঁচু, দীর্ঘকায় (শাল - প্রাংশু) ।
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৭৯

কোন বানানটি শুদ্ধ?

.
বাল্মিকী
.
বাল্মিকি
.
বাল্মীকি
✓ সঠিক উত্তর
.
বাল্মীকী

ব্যাখ্যা

বাল্মীকি (সংস্কৃত: वाल्मीकि) (খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দ, উত্তর ভারত) সংস্কৃত সাহিত্যের আদিকবি নামে কথিত। রামায়ণ মহাকাব্যের বর্ণনা অনুযায়ী, তিনিই এই কাব্যের রচয়িতা। তিনি সংস্কৃত ভাষার আদি কবি। অর্থাৎ পৃথিবীর প্রথম কাব্য রামায়ণ। তার লেখক বাল্মীকি আদি কবি। বাল্মীকিকে আদিকবি বা কবিগুরু বলার কারণ, প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনিই প্রথম সংস্কৃত কাব্যে শ্লোকের রচয়িতা। তাকে রামায়ণ ব্যতীত যোগবাশিষ্ঠ নামক অপর এক হিন্দু ধর্মগ্রন্থের রচয়িতাও মনে করা হয়। বাল্মীকিধর্ম রামায়ণযোগবাশিষ্ঠ গ্রন্থদ্বয়ে বর্ণিত বাল্মীকির শিক্ষা অবলম্বনে সংগঠিত একটি ধর্মীয় আন্দোলন।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)
৮০

'রেখাচিত্র' আবুল ফজলের কোন ধরনের রচনা?

.

ভ্রমন কাহিনী

.

উপন্যাস

.

আত্ম-জীবনীমূলক রচনা

✓ সঠিক উত্তর
.

চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ

ব্যাখ্যা

আবুল ফজল (১ জুলাই ১৯০৩ - ৪ মে ১৯৮৩) বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি মূলত একজন চিন্তাশীল ও সমাজমনস্ক প্রবন্ধকার। তার প্রবন্ধে সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও রাষ্ট্র সম্পর্কে গভীর ও স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন মনোভাবের পরিচয় পাওয়া যায়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(07-01-2011)