প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
মোট প্রশ্ন: ৬৭
পৃষ্ঠা ১ এর ৪পরবর্তী
১
১
' যা দীপ্তি পাচ্ছে ' এক কথায় প্রকাশ করুন
ক.
আলোকিত
খ.✓ সঠিক উত্তর
দেদীপ্যমান
গ.
দীপ্তিমান
ঘ.
উজ্জ্বল
ব্যাখ্যা
যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
' যা দীপ্তি পাচ্ছে ' এক কথায় প্রকাশ করুন
ক.
আলোকিত
খ.✓ সঠিক উত্তর
দেদীপ্যমান
গ.
দীপ্তিমান
ঘ.
উজ্জ্বল
ব্যাখ্যা
যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
২
২
বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ দেখিতে চাই না আর - কার লেখা?
ক.
জসিমউদ্দিন
খ.
রবীন্দ্রনাথ ঠাকুর
গ.✓ সঠিক উত্তর
জীবনানন্দ দাস
ঘ.
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
আলোচ্য লাইনটি জীবনানন্দ দাশের লেখা। চরণটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা' থেকে নেয়া হয়েছে তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা প্রভৃতি।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ দেখিতে চাই না আর - কার লেখা?
ক.
জসিমউদ্দিন
খ.
রবীন্দ্রনাথ ঠাকুর
গ.✓ সঠিক উত্তর
জীবনানন্দ দাস
ঘ.
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
আলোচ্য লাইনটি জীবনানন্দ দাশের লেখা। চরণটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা' থেকে নেয়া হয়েছে তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা প্রভৃতি।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
৩
৩
" এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি " এর রচয়িতা কে?
ক.✓ সঠিক উত্তর
সুকান্ত ভট্টাচার্য
খ.
কাজী নজরুল ইসলাম
গ.
সৈয়দ শামসুল হক
ঘ.
জীবনানন্দ দাস
ব্যাখ্যা
উক্ত চরণটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ গুলোর মধ্যে অন্যতম: ঘুম নেই, পূর্বাভাস, হরতাল, অভিমান প্রভৃতি তিনি মাত্র ২০ বছর ৬ মাস জীবিত ছিলেন। তাকে কিশোর কবি বলা হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
" এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি " এর রচয়িতা কে?
ক.✓ সঠিক উত্তর
সুকান্ত ভট্টাচার্য
খ.
কাজী নজরুল ইসলাম
গ.
সৈয়দ শামসুল হক
ঘ.
জীবনানন্দ দাস
ব্যাখ্যা
উক্ত চরণটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ গুলোর মধ্যে অন্যতম: ঘুম নেই, পূর্বাভাস, হরতাল, অভিমান প্রভৃতি তিনি মাত্র ২০ বছর ৬ মাস জীবিত ছিলেন। তাকে কিশোর কবি বলা হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
৪
৪
' যার দুই হাত সমান চলে ' এক কথায় কি বলে?
ক.
সমান তালী
খ.
সব্যচাষি
গ.✓ সঠিক উত্তর
সব্যসাচী
ঘ.
দু ' হাতি
ব্যাখ্যা
যার দুই হাত সমান চলে/ উভয় হস্তে সমান ভাবে পারদর্শী, তাকে এক কথায় সব্যসাচী বলা হয়।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
' যার দুই হাত সমান চলে ' এক কথায় কি বলে?
ক.
সমান তালী
খ.
সব্যচাষি
গ.✓ সঠিক উত্তর
সব্যসাচী
ঘ.
দু ' হাতি
ব্যাখ্যা
যার দুই হাত সমান চলে/ উভয় হস্তে সমান ভাবে পারদর্শী, তাকে এক কথায় সব্যসাচী বলা হয়।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
৫
৫
সন্ধি বিচ্ছেদ করুন - কথাচ্ছলে
ক.
কথা + চ্ছল
খ.✓ সঠিক উত্তর
কথা + ছলে
গ.
কোনটিই নয়
ঘ.
কথা + চ্ছলে
ব্যাখ্যা
স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়। যেমন:
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
সন্ধি বিচ্ছেদ করুন - কথাচ্ছলে
ক.
কথা + চ্ছল
খ.✓ সঠিক উত্তর
কথা + ছলে
গ.
কোনটিই নয়
ঘ.
কথা + চ্ছলে
ব্যাখ্যা
স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়। যেমন:
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
৬
৬
চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
ক.
ড্যাস
খ.
হাইফেন
গ.
সেমিকোলন
ঘ.✓ সঠিক উত্তর
দাড়ি
ব্যাখ্যা
পূর্ণচ্ছেদ চিহ্ন বাক্যের সমাপ্তি নির্দেশ করে। যেমন: দাঁড়ি, প্রশ্নচিহ্ন প্রভৃতি পূর্ণচ্ছেদ চিহ্ন।
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
ক.
ড্যাস
খ.
হাইফেন
গ.
সেমিকোলন
ঘ.✓ সঠিক উত্তর
দাড়ি
ব্যাখ্যা
পূর্ণচ্ছেদ চিহ্ন বাক্যের সমাপ্তি নির্দেশ করে। যেমন: দাঁড়ি, প্রশ্নচিহ্ন প্রভৃতি পূর্ণচ্ছেদ চিহ্ন।
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
৭
৭
লাজওয়াব শব্দটির " লা " কোন ধরনের উপসর্গ?
ক.
ফারসি
খ.
হিন্দি
গ.
ইংরেজি
ঘ.✓ সঠিক উত্তর
আরবি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত আরবি উপসর্গ মূলত যথা: আম, খাস, গর, লা।
বিষয়: বাংলাটপিক: উপসর্গরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
লাজওয়াব শব্দটির " লা " কোন ধরনের উপসর্গ?
ক.
ফারসি
খ.
হিন্দি
গ.
ইংরেজি
ঘ.✓ সঠিক উত্তর
আরবি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত আরবি উপসর্গ মূলত যথা: আম, খাস, গর, লা।
বিষয়: বাংলাটপিক: উপসর্গরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
৮
৮
নোবের পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়?
ক.
সৃষ্টির জন্য
খ.✓ সঠিক উত্তর
ধ্বংসের জন্য
গ.
শিল্প উন্নয়নের জন্য
ঘ.
যোগাযোগের জন্য
ব্যাখ্যা
আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। ১৯০১ সাল থেকে ৫টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বর্তমানে ৬ টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
নোবের পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়?
ক.
সৃষ্টির জন্য
খ.✓ সঠিক উত্তর
ধ্বংসের জন্য
গ.
শিল্প উন্নয়নের জন্য
ঘ.
যোগাযোগের জন্য
ব্যাখ্যা
আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। ১৯০১ সাল থেকে ৫টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বর্তমানে ৬ টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
৯
৯
আগুনের পরশমনি - উপন্যাসের উপজীব্য বিষয় কি?
ক.
বঙ্গভঙ্গ
খ.
তেভাগা আন্দোলন
গ.✓ সঠিক উত্তর
মুক্তিযুদ্ধ
ঘ.
ভাষা আন্দোলন
ব্যাখ্যা
'আগুনের পরশমনি' হুমায়ূন আহমেদ রচিত একটি বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯৮৬ সালে।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
আগুনের পরশমনি - উপন্যাসের উপজীব্য বিষয় কি?
ক.
বঙ্গভঙ্গ
খ.
তেভাগা আন্দোলন
গ.✓ সঠিক উত্তর
মুক্তিযুদ্ধ
ঘ.
ভাষা আন্দোলন
ব্যাখ্যা
'আগুনের পরশমনি' হুমায়ূন আহমেদ রচিত একটি বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯৮৬ সালে।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১০
১০
কৈশোর - শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক.✓ সঠিক উত্তর
কিশোর + ষ্ণ
খ.
কৈশো + র
গ.
কৈ + শোর
ঘ.
কে + শোর
ব্যাখ্যা
কিশোর + ষ্ণ = কৈশোর (তদ্ধিত প্রত্যয় সাধিত)। 'ষ্ণ (অ)' প্রত্যয় যোগে গঠিত কতিপয় শব্দ:
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
কৈশোর - শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক.✓ সঠিক উত্তর
কিশোর + ষ্ণ
খ.
কৈশো + র
গ.
কৈ + শোর
ঘ.
কে + শোর
ব্যাখ্যা
কিশোর + ষ্ণ = কৈশোর (তদ্ধিত প্রত্যয় সাধিত)। 'ষ্ণ (অ)' প্রত্যয় যোগে গঠিত কতিপয় শব্দ:
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১১
১১
সন্ধি বিচ্ছেদ করুন - " ক্ষুৎপিপাসা "
ক.
ক্ষুৎ + পিপাসা
খ.
ক্ষুধা + পিপাসা
গ.
কোনটিই নয়
ঘ.✓ সঠিক উত্তর
ক্ষুধ্ + পিপাসা
ব্যাখ্যা
দ্ ও ধ্ এরপরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। যেমন:
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
সন্ধি বিচ্ছেদ করুন - " ক্ষুৎপিপাসা "
ক.
ক্ষুৎ + পিপাসা
খ.
ক্ষুধা + পিপাসা
গ.
কোনটিই নয়
ঘ.✓ সঠিক উত্তর
ক্ষুধ্ + পিপাসা
ব্যাখ্যা
দ্ ও ধ্ এরপরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। যেমন:
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১২
১২
সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি?
ক.
সন্ন্যাস
খ.✓ সঠিক উত্তর
গৃহী
গ.
গৃহি
ঘ.
কোনটিই নয়
ব্যাখ্যা
'সন্ন্যাসী’ বলতে বোঝায় যারা গৃহ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন। তাই এর বিপরীত হবে - গৃহী ।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি?
ক.
সন্ন্যাস
খ.✓ সঠিক উত্তর
গৃহী
গ.
গৃহি
ঘ.
কোনটিই নয়
ব্যাখ্যা
'সন্ন্যাসী’ বলতে বোঝায় যারা গৃহ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন। তাই এর বিপরীত হবে - গৃহী ।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৩
১৩
নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন
ক.
বুদ্ধিজীবি
খ.
বুদ্ধিজিবী
গ.
বুদ্ধিজিবি
ঘ.✓ সঠিক উত্তর
বুদ্ধিজীবী
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো বুদ্ধিজীবী । এইরূপ আরো কিছু শুদ্ধ বানান : অশরীরী, অশীতিতম, অশ্বত্থ, অসমীচীন, অসূয়া, অসূর্যম্পশ্যা, অহ্ন, অন্ত্যেষ্টিক্রিয়া।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন
ক.
বুদ্ধিজীবি
খ.
বুদ্ধিজিবী
গ.
বুদ্ধিজিবি
ঘ.✓ সঠিক উত্তর
বুদ্ধিজীবী
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো বুদ্ধিজীবী । এইরূপ আরো কিছু শুদ্ধ বানান : অশরীরী, অশীতিতম, অশ্বত্থ, অসমীচীন, অসূয়া, অসূর্যম্পশ্যা, অহ্ন, অন্ত্যেষ্টিক্রিয়া।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৪
১৪
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন?
ক.
আ
খ.✓ সঠিক উত্তর
ঔ
গ.
উ
ঘ.
ঊ
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ রয়েছে : ঐ এবং ঔ। উদাহরণ : কৈ, বৌ। অন্য যৌগিক ঘরের চিহ্ন স্বরূপ কোনাে বর্ণ নেই।
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন?
ক.
আ
খ.✓ সঠিক উত্তর
ঔ
গ.
উ
ঘ.
ঊ
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ রয়েছে : ঐ এবং ঔ। উদাহরণ : কৈ, বৌ। অন্য যৌগিক ঘরের চিহ্ন স্বরূপ কোনাে বর্ণ নেই।
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৫
১৫
নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহারণ নয়?
ক.
বিড়ালচোখী
খ.
মেনিমুখো
গ.
হাতেখড়ি
ঘ.✓ সঠিক উত্তর
বেতার
ব্যাখ্যা
বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। যেমন: বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি , মেনিমুখো ।
বিষয়: বাংলাটপিক: বহুব্রীহি সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহারণ নয়?
ক.
বিড়ালচোখী
খ.
মেনিমুখো
গ.
হাতেখড়ি
ঘ.✓ সঠিক উত্তর
বেতার
ব্যাখ্যা
বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। যেমন: বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি , মেনিমুখো ।
বিষয়: বাংলাটপিক: বহুব্রীহি সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৬
১৬
রাবণের চিতা বাগধারাটির অর্থ কী ?
ক.
উভয় সংকট
খ.
শেষ বিদায়
গ.
চূড়ান্ত অশান্তি
ঘ.✓ সঠিক উত্তর
চির অশান্তি
ব্যাখ্যা
রাবণের চিতা - চির অশান্তি।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
রাবণের চিতা বাগধারাটির অর্থ কী ?
ক.
উভয় সংকট
খ.
শেষ বিদায়
গ.
চূড়ান্ত অশান্তি
ঘ.✓ সঠিক উত্তর
চির অশান্তি
ব্যাখ্যা
রাবণের চিতা - চির অশান্তি।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৭
১৭
কপোল এর প্রতিশব্দ কী?
ক.
ভাগ্য
খ.✓ সঠিক উত্তর
গাল
গ.
ললাট
ঘ.
কপাল
ব্যাখ্যা
'কপোল' এর প্রতিশব্দ বা সমার্থক শব্দ: গাল বা গণ্ড (গণ্ডদেশ)।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
কপোল এর প্রতিশব্দ কী?
ক.
ভাগ্য
খ.✓ সঠিক উত্তর
গাল
গ.
ললাট
ঘ.
কপাল
ব্যাখ্যা
'কপোল' এর প্রতিশব্দ বা সমার্থক শব্দ: গাল বা গণ্ড (গণ্ডদেশ)।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৮
১৮
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি - বাক্যটি কোন কালের ?
ক.
সাধারণ অতীত
খ.
নিত্যবৃত্ত অতীত
গ.
ঘটমান বর্তমান
ঘ.✓ সঠিক উত্তর
পুরোঘটিত বর্তমান
ব্যাখ্যা
ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন:
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি - বাক্যটি কোন কালের ?
ক.
সাধারণ অতীত
খ.
নিত্যবৃত্ত অতীত
গ.
ঘটমান বর্তমান
ঘ.✓ সঠিক উত্তর
পুরোঘটিত বর্তমান
ব্যাখ্যা
ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন:
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৯
১৯
ডাক্তার ডাক - বাক্যটিতে ' ডাক্তার ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক.✓ সঠিক উত্তর
কর্মকারকে শুন্য বিভক্তি
খ.
কর্মকারকে সপ্তমী বিভক্তি
গ.
অপাদান কারকে তৃতীয়া বিভক্তি
ঘ.
কতৃকারকে শূন্য বিভক্তি
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
ডাক্তার ডাক - বাক্যটিতে ' ডাক্তার ' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক.✓ সঠিক উত্তর
কর্মকারকে শুন্য বিভক্তি
খ.
কর্মকারকে সপ্তমী বিভক্তি
গ.
অপাদান কারকে তৃতীয়া বিভক্তি
ঘ.
কতৃকারকে শূন্য বিভক্তি
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
২০
২০
মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র -
ক.
স্টেথোস্কোপ
খ.
কার্ডিওগ্রাফ
গ.
ইকোকার্ডিওগ্রাফ
ঘ.✓ সঠিক উত্তর
স্ফিগমোম্যানোমিটার
ব্যাখ্যা
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র–স্ফিগমোম্যানোমিটার।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মানবদেহরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র -
ক.
স্টেথোস্কোপ
খ.
কার্ডিওগ্রাফ
গ.
ইকোকার্ডিওগ্রাফ
ঘ.✓ সঠিক উত্তর
স্ফিগমোম্যানোমিটার
ব্যাখ্যা
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র–স্ফিগমোম্যানোমিটার।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মানবদেহরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)