বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
মোট প্রশ্ন: ৮১
পৃষ্ঠা ১ এর ৫পরবর্তী
১
১
মেরাসমাস রোগের ফলে কি হয় ?
ক.✓ সঠিক উত্তর
পেশী ও মেদ ক্ষয় হয়
খ.
দেহের ওজন বৃদ্ধি পায়
গ.
দেহের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে
ঘ.
রক্তনালী সরু হয়ে পড়ে
ব্যাখ্যা
ম্যারাসমাস হলো শক্তির ঘাটতির জন্য সৃষ্ট এক ধরনের তীব্র অপুষ্টি । এই অপুষ্টিতে যে কেউ আক্রান্ত হতে পারে। তবে সাধারণত শিশুদের মধ্যে বেশি ঘটে। এক্ষেত্রে বয়সের তুলনায় শরীরের ওজন স্বাভাবিক (প্রত্যাশিত) শরীরের ওজনের ৬২% কম হয়। মারাসমাসের ঘটনা ১ বছর বয়সের আগে বৃদ্ধি পায়, যেখানে কোয়াশিওরকরের ঘটনা ১৮ মাস পরে বৃদ্ধি পায়। কোয়াশিওরকর থেকে এটি আলাদা করার উপায় হলো: কোয়াশিওরকর হল পর্যাপ্ত শক্তি গ্রহণের সাথে প্রোটিনের ঘাটতি যেখানে ম্যারাসমাস হল প্রোটিন সহ সকল প্রকারের অপর্যাপ্ত শক্তি গ্রহণ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
মেরাসমাস রোগের ফলে কি হয় ?
ক.✓ সঠিক উত্তর
পেশী ও মেদ ক্ষয় হয়
খ.
দেহের ওজন বৃদ্ধি পায়
গ.
দেহের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে
ঘ.
রক্তনালী সরু হয়ে পড়ে
ব্যাখ্যা
ম্যারাসমাস হলো শক্তির ঘাটতির জন্য সৃষ্ট এক ধরনের তীব্র অপুষ্টি । এই অপুষ্টিতে যে কেউ আক্রান্ত হতে পারে। তবে সাধারণত শিশুদের মধ্যে বেশি ঘটে। এক্ষেত্রে বয়সের তুলনায় শরীরের ওজন স্বাভাবিক (প্রত্যাশিত) শরীরের ওজনের ৬২% কম হয়। মারাসমাসের ঘটনা ১ বছর বয়সের আগে বৃদ্ধি পায়, যেখানে কোয়াশিওরকরের ঘটনা ১৮ মাস পরে বৃদ্ধি পায়। কোয়াশিওরকর থেকে এটি আলাদা করার উপায় হলো: কোয়াশিওরকর হল পর্যাপ্ত শক্তি গ্রহণের সাথে প্রোটিনের ঘাটতি যেখানে ম্যারাসমাস হল প্রোটিন সহ সকল প্রকারের অপর্যাপ্ত শক্তি গ্রহণ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
২
২
“কূল কাঠের আগুন” - বাগধারাটির প্রকৃত অর্থ কী ?
ক.
কাঠের পুতুল
খ.✓ সঠিক উত্তর
তীব্র জ্বালা
গ.
কূপমন্ডূক
ঘ.
কেতাদুরস্ত
ব্যাখ্যা
বাগধারা - অর্থ
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
“কূল কাঠের আগুন” - বাগধারাটির প্রকৃত অর্থ কী ?
ক.
কাঠের পুতুল
খ.✓ সঠিক উত্তর
তীব্র জ্বালা
গ.
কূপমন্ডূক
ঘ.
কেতাদুরস্ত
ব্যাখ্যা
বাগধারা - অর্থ
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৩
৩
দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে ?
ক.
বাহুল্য দোষ
খ.✓ সঠিক উত্তর
গুরুচন্ডালী দোষ
গ.
দুর্বোধ্যতা
ঘ.
উপমার ভূল প্রয়োগ
ব্যাখ্যা
গুরুচণ্ডালী দোষ : বাংলা গদ্যে দেশি ও তৎসম শব্দের মিশ্রণ বা সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। যেমন: শবপোড়া ( শব মানে মরা আর দাহ মানে পোড়া)। যদি " শবদাহ " বা " মরা পোড়া" না বলে শবপোড়া বলা হয়, তাহলে সেটা গুরুচণ্ডালী দোষ হবে।
বিষয়: বাংলাটপিক: তৎসম শব্দরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে ?
ক.
বাহুল্য দোষ
খ.✓ সঠিক উত্তর
গুরুচন্ডালী দোষ
গ.
দুর্বোধ্যতা
ঘ.
উপমার ভূল প্রয়োগ
ব্যাখ্যা
গুরুচণ্ডালী দোষ : বাংলা গদ্যে দেশি ও তৎসম শব্দের মিশ্রণ বা সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। যেমন: শবপোড়া ( শব মানে মরা আর দাহ মানে পোড়া)। যদি " শবদাহ " বা " মরা পোড়া" না বলে শবপোড়া বলা হয়, তাহলে সেটা গুরুচণ্ডালী দোষ হবে।
বিষয়: বাংলাটপিক: তৎসম শব্দরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৪
৪
চাকরীর জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি ?
ক.
ব্যক্তিগতপত্র
খ.✓ সঠিক উত্তর
আবেদনপত্র
গ.
নিমন্ত্রণপত্র
ঘ.
অভিযোগ সংক্রান্ত পত্র
ব্যাখ্যা
চাকরীর জন্য যে পত্র লিখতে হয় তার নাম আবেদনপত্র। চাকরীর আবেদনপত্র লেখার সময় কতগুলো নিয়ম মেনে চলতে হয়। অনেক তথ্য যোগ করতে হয়। প্রতিটা নিয়ম মেনে চলে উপযুক্ত তথ্য বা সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
চাকরীর জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি ?
ক.
ব্যক্তিগতপত্র
খ.✓ সঠিক উত্তর
আবেদনপত্র
গ.
নিমন্ত্রণপত্র
ঘ.
অভিযোগ সংক্রান্ত পত্র
ব্যাখ্যা
চাকরীর জন্য যে পত্র লিখতে হয় তার নাম আবেদনপত্র। চাকরীর আবেদনপত্র লেখার সময় কতগুলো নিয়ম মেনে চলতে হয়। অনেক তথ্য যোগ করতে হয়। প্রতিটা নিয়ম মেনে চলে উপযুক্ত তথ্য বা সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৫
৫
“সারাংশ লিখন” শিক্ষার উদ্দেশ্য কী ?
ক.
বক্তব্য বিশ্লেষণ
খ.
বক্তব্য সংযোজন
গ.✓ সঠিক উত্তর
বক্তব্য সংক্ষেপণ
ঘ.
বক্তব্য সংমিশ্রণ
ব্যাখ্যা
সারাংশ লেখার মূল উদ্দেশ্য হচ্ছে বাক্য সংক্ষেপণ। অহেতুক বা অযথা বাক্যের ব্যবহার না করে মূল ভাব ফুটিয়ে তোলা। অনুচ্ছেদ থেকে লাইন ব্যবহার না করে উপযুক্ত বাক্য দিয়ে মূলভাব উপস্থাপন করা। উক্তির ব্যবহার বর্জন করা।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
“সারাংশ লিখন” শিক্ষার উদ্দেশ্য কী ?
ক.
বক্তব্য বিশ্লেষণ
খ.
বক্তব্য সংযোজন
গ.✓ সঠিক উত্তর
বক্তব্য সংক্ষেপণ
ঘ.
বক্তব্য সংমিশ্রণ
ব্যাখ্যা
সারাংশ লেখার মূল উদ্দেশ্য হচ্ছে বাক্য সংক্ষেপণ। অহেতুক বা অযথা বাক্যের ব্যবহার না করে মূল ভাব ফুটিয়ে তোলা। অনুচ্ছেদ থেকে লাইন ব্যবহার না করে উপযুক্ত বাক্য দিয়ে মূলভাব উপস্থাপন করা। উক্তির ব্যবহার বর্জন করা।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৬
৬
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্ততায় তার উপযোগী ?
ক.
আঞ্চলিক রীতি
খ.
সাধু রীতি
গ.✓ সঠিক উত্তর
চলিত রীতি
ঘ.
লেখ্য রীতি
ব্যাখ্যা
চলিত রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য উপযোগী। কারণ চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য । চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত হয়ে সহজ রূপ লাভ করেছে। এই রীতি আলাপ আলোচনারর উপযোগী কারণ তদ্ভব শব্দবহুল।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্ততায় তার উপযোগী ?
ক.
আঞ্চলিক রীতি
খ.
সাধু রীতি
গ.✓ সঠিক উত্তর
চলিত রীতি
ঘ.
লেখ্য রীতি
ব্যাখ্যা
চলিত রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য উপযোগী। কারণ চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য । চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত হয়ে সহজ রূপ লাভ করেছে। এই রীতি আলাপ আলোচনারর উপযোগী কারণ তদ্ভব শব্দবহুল।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৭
৭
কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
ক.✓ সঠিক উত্তর
আপাদমস্তক
খ.
কথাসর্বস্ব
গ.
হতশ্রী
ঘ.
অল্পবয়সী
ব্যাখ্যা
অব্যয়ীভাব সমাস:পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। সামীপ্য, অভাব, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন:
বিষয়: বাংলাটপিক: অব্যয় পদরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?
ক.✓ সঠিক উত্তর
আপাদমস্তক
খ.
কথাসর্বস্ব
গ.
হতশ্রী
ঘ.
অল্পবয়সী
ব্যাখ্যা
অব্যয়ীভাব সমাস:পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। সামীপ্য, অভাব, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন:
বিষয়: বাংলাটপিক: অব্যয় পদরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৮
৮
শুদ্ধ বানান কোনটি ?
ক.
দারিদ্র
খ.
দরিদ্র
গ.
দারিদ্রতা
ঘ.✓ সঠিক উত্তর
দরিদ্রতা
ব্যাখ্যা
শুদ্ধ বানান - দরিদ্রতা। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। দরিদ্রতা শব্দের অর্থ - দৈন্য, অভাব, অনটন, নিঃস্ব, দারিদ্র্য ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
শুদ্ধ বানান কোনটি ?
ক.
দারিদ্র
খ.
দরিদ্র
গ.
দারিদ্রতা
ঘ.✓ সঠিক উত্তর
দরিদ্রতা
ব্যাখ্যা
শুদ্ধ বানান - দরিদ্রতা। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। দরিদ্রতা শব্দের অর্থ - দৈন্য, অভাব, অনটন, নিঃস্ব, দারিদ্র্য ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৯
৯
ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কী ?
ক.
সারাংশ
খ.
সারমর্ম
গ.
রচনা
ঘ.✓ সঠিক উত্তর
ভাব-সম্প্রসারণ
ব্যাখ্যা
ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম ভাবসম্প্রসারণ। ভাবসম্প্রসারণ বলতে কোন রচনার ভাববস্তুকে সম্প্রসারিত করা বোঝায়। অহেতুক বা প্রসঙ্গবিহীন বাক্যের ব্যবহার না করে রচনা সম্পর্কিত বাক্য দিয়ে ভাব ফুটিয়ে তুলতে হবে। মুলভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য তিনটি অনুচ্ছেদে লিখতে হবে। মূলভাব সবসময় সহজ, সাবলীল ও ছোট হতে হবে।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কী ?
ক.
সারাংশ
খ.
সারমর্ম
গ.
রচনা
ঘ.✓ সঠিক উত্তর
ভাব-সম্প্রসারণ
ব্যাখ্যা
ইঙ্গিতময়, অর্থপূর্ণ, ভাবঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম ভাবসম্প্রসারণ। ভাবসম্প্রসারণ বলতে কোন রচনার ভাববস্তুকে সম্প্রসারিত করা বোঝায়। অহেতুক বা প্রসঙ্গবিহীন বাক্যের ব্যবহার না করে রচনা সম্পর্কিত বাক্য দিয়ে ভাব ফুটিয়ে তুলতে হবে। মুলভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য তিনটি অনুচ্ছেদে লিখতে হবে। মূলভাব সবসময় সহজ, সাবলীল ও ছোট হতে হবে।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
১০
১০
ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে ?
ক.
পূর্বপদ
খ.
পরপদ
গ.
সমস্ত পদ
ঘ.✓ সঠিক উত্তর
সমস্যমান পদ
ব্যাখ্যা
বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে ?
ক.
পূর্বপদ
খ.
পরপদ
গ.
সমস্ত পদ
ঘ.✓ সঠিক উত্তর
সমস্যমান পদ
ব্যাখ্যা
বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
১১
১১
“যার কোন মূল্য নেই” - একে বাগধারায় বলে-
ক.
তামার বিষ
খ.
অরণ্য রোদন
গ.✓ সঠিক উত্তর
ঢাকের বাঁয়া
ঘ.
কাঠের পুতুল
ব্যাখ্যা
বাগধারা - অর্থ
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
“যার কোন মূল্য নেই” - একে বাগধারায় বলে-
ক.
তামার বিষ
খ.
অরণ্য রোদন
গ.✓ সঠিক উত্তর
ঢাকের বাঁয়া
ঘ.
কাঠের পুতুল
ব্যাখ্যা
বাগধারা - অর্থ
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
১২
১২
ভাব-সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি ?
ক.✓ সঠিক উত্তর
একই কথার পুনরাবৃত্তি
খ.
প্রাসঙ্গিক আলোচনা
গ.
যুক্তিতর্কপূর্ণ বিষয়
ঘ.
বৈজ্ঞানিক ব্যাখ্যা
ব্যাখ্যা
ভাব - সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় - একই কথার পুনারাবৃত্তি না করা। ভাব - সম্প্রসারণ লেখার সময় অনেক গুলো দোষ পরিহার করতে হয়। তন্মধ্যে, একই কথার বা লাইনের পুনারাবৃত্তি না করা একটি। অনুচ্ছেদ থেকে লাইন ব্যবহার না করা, উক্তি বা উদ্ধৃতির ব্যবহার না করা ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
ভাব-সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি ?
ক.✓ সঠিক উত্তর
একই কথার পুনরাবৃত্তি
খ.
প্রাসঙ্গিক আলোচনা
গ.
যুক্তিতর্কপূর্ণ বিষয়
ঘ.
বৈজ্ঞানিক ব্যাখ্যা
ব্যাখ্যা
ভাব - সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় - একই কথার পুনারাবৃত্তি না করা। ভাব - সম্প্রসারণ লেখার সময় অনেক গুলো দোষ পরিহার করতে হয়। তন্মধ্যে, একই কথার বা লাইনের পুনারাবৃত্তি না করা একটি। অনুচ্ছেদ থেকে লাইন ব্যবহার না করা, উক্তি বা উদ্ধৃতির ব্যবহার না করা ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
১৩
১৩
কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নেই ?
ক.✓ সঠিক উত্তর
ইলেক
খ.
কমা চিহ্ন
গ.
বিস্ময় চিহ্ন
ঘ.
উদ্ধরণ চিহ্ন
ব্যাখ্যা
যতি চিহ্ন - বিরতি কাল
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন নেই ?
ক.✓ সঠিক উত্তর
ইলেক
খ.
কমা চিহ্ন
গ.
বিস্ময় চিহ্ন
ঘ.
উদ্ধরণ চিহ্ন
ব্যাখ্যা
যতি চিহ্ন - বিরতি কাল
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
১৪
১৪
“সারাংশ লিখনে” ভাষার বাহুল্য, উপমা, অলংকার এসকল-
ক.✓ সঠিক উত্তর
বর্জনীয়
খ.
গ্রহণীয়
গ.
প্রাসঙ্গিক
ঘ.
যৌক্তিক
ব্যাখ্যা
সারাংশ লিখনে ভাষার বাহুল্য, উপমা, অলংকার - বর্জনীয়। সারাংশ বলতে সাধারণত মূলভাবকে বোঝায়। উপমা, অলংকার, প্রবাদ প্রবচন, বাগধারা, উক্তি - এগুলো মূলত সারাংশের বর্জনীয় বিষয়। শুধুমাত্র মূল বিষয়বস্তু তুলে ধরতে হবে।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
“সারাংশ লিখনে” ভাষার বাহুল্য, উপমা, অলংকার এসকল-
ক.✓ সঠিক উত্তর
বর্জনীয়
খ.
গ্রহণীয়
গ.
প্রাসঙ্গিক
ঘ.
যৌক্তিক
ব্যাখ্যা
সারাংশ লিখনে ভাষার বাহুল্য, উপমা, অলংকার - বর্জনীয়। সারাংশ বলতে সাধারণত মূলভাবকে বোঝায়। উপমা, অলংকার, প্রবাদ প্রবচন, বাগধারা, উক্তি - এগুলো মূলত সারাংশের বর্জনীয় বিষয়। শুধুমাত্র মূল বিষয়বস্তু তুলে ধরতে হবে।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
১৫
১৫
বাক্যে “কমা” অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে ?
ক.
কোলন
খ.
ড্যাস
গ.
হাইফেন
ঘ.✓ সঠিক উত্তর
সেমিকোলন
ব্যাখ্যা
বাক্যে কমা থাকলে বিরতিকাল এক বলতে যে সময় প্রয়োজন। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যেমন: সংসারের মায়াজালে আবদ্ধ আমরা ; এ মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য?
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
বাক্যে “কমা” অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে ?
ক.
কোলন
খ.
ড্যাস
গ.
হাইফেন
ঘ.✓ সঠিক উত্তর
সেমিকোলন
ব্যাখ্যা
বাক্যে কমা থাকলে বিরতিকাল এক বলতে যে সময় প্রয়োজন। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যেমন: সংসারের মায়াজালে আবদ্ধ আমরা ; এ মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য?
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
১৬
১৬
কোনটি শুদ্ধ ?
ক.
নিঃশোষিত
খ.✓ সঠিক উত্তর
নীরস
গ.
মাধুরিয়া
ঘ.
অধীনী
ব্যাখ্যা
সঠিক বানান: নীরস। নীরস শব্দের অর্থ - শুষ্ক, রসশূণ্য, মাটো ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
কোনটি শুদ্ধ ?
ক.
নিঃশোষিত
খ.✓ সঠিক উত্তর
নীরস
গ.
মাধুরিয়া
ঘ.
অধীনী
ব্যাখ্যা
সঠিক বানান: নীরস। নীরস শব্দের অর্থ - শুষ্ক, রসশূণ্য, মাটো ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
১৭
১৭
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক ?
ক.✓ সঠিক উত্তর
সাতও না পাঁচও না
খ.
আদায় কাঁচকলায়
গ.
সাপে-নেউলে
ঘ.
দা-কুমড়া
ব্যাখ্যা
বাগধারা - অর্থ
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক ?
ক.✓ সঠিক উত্তর
সাতও না পাঁচও না
খ.
আদায় কাঁচকলায়
গ.
সাপে-নেউলে
ঘ.
দা-কুমড়া
ব্যাখ্যা
বাগধারা - অর্থ
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
১৮
১৮
সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় ?
ক.
বহুব্রীহি সমাস
খ.
তৎপুরুষ সমাস
গ.✓ সঠিক উত্তর
দ্বিগু সমাস
ঘ.
কর্মধারয় সমাস
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় ?
ক.
বহুব্রীহি সমাস
খ.
তৎপুরুষ সমাস
গ.✓ সঠিক উত্তর
দ্বিগু সমাস
ঘ.
কর্মধারয় সমাস
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
১৯
১৯
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে ?
ক.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ.
প্যারীচাঁদ মিত্র
গ.✓ সঠিক উত্তর
প্রমথ চৌধুরী
ঘ.
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে ?
ক.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ.
প্যারীচাঁদ মিত্র
গ.✓ সঠিক উত্তর
প্রমথ চৌধুরী
ঘ.
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
২০
২০
সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয় ?
ক.✓ সঠিক উত্তর
একটি
খ.
দুটি
গ.
তিনটি
ঘ.
চারটি
ব্যাখ্যা
সারাংশ বা সারমর্ম সাধারণত একটি অনুচ্ছেদে লিখতে হয়। সারাংশ লেখার সময় অহেতুক বা অযথা বাক্য না বাড়িয়ে মূলভাব ফুটিয়ে তুলতে হয়। অনুচ্ছেদ থেকে লাইন ব্যবহার করা বা উক্তি বা উদ্ধৃতি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তাহলে ভালো মানের সারাংশ লেখা সম্ভব।
বিষয়: বাংলাটপিক: অনুচ্ছেদ রচনারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয় ?
ক.✓ সঠিক উত্তর
একটি
খ.
দুটি
গ.
তিনটি
ঘ.
চারটি
ব্যাখ্যা
সারাংশ বা সারমর্ম সাধারণত একটি অনুচ্ছেদে লিখতে হয়। সারাংশ লেখার সময় অহেতুক বা অযথা বাক্য না বাড়িয়ে মূলভাব ফুটিয়ে তুলতে হয়। অনুচ্ছেদ থেকে লাইন ব্যবহার করা বা উক্তি বা উদ্ধৃতি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তাহলে ভালো মানের সারাংশ লেখা সম্ভব।
বিষয়: বাংলাটপিক: অনুচ্ছেদ রচনারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)