বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)

মোট প্রশ্ন: ৮১

৬১

কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক ?

.
সাতও না পাঁচও না
✓ সঠিক উত্তর
.
আদায় কাঁচকলায়
.
সাপে-নেউলে
.
দা-কুমড়া

ব্যাখ্যা

বাগধারা - অর্থ
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৬২

সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় ?

.
বহুব্রীহি সমাস
.
তৎপুরুষ সমাস
.
দ্বিগু সমাস
✓ সঠিক উত্তর
.
কর্মধারয় সমাস
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৬৩

বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে ?

.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
.
প্যারীচাঁদ মিত্র
.
প্রমথ চৌধুরী
✓ সঠিক উত্তর
.
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৬৪

সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয় ?

.
একটি
✓ সঠিক উত্তর
.
দুটি
.
তিনটি
.
চারটি

ব্যাখ্যা

সারাংশ বা সারমর্ম সাধারণত একটি অনুচ্ছেদে লিখতে হয়। সারাংশ লেখার সময় অহেতুক বা অযথা বাক্য না বাড়িয়ে মূলভাব ফুটিয়ে তুলতে হয়। অনুচ্ছেদ থেকে লাইন ব্যবহার করা বা উক্তি বা উদ্ধৃতি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তাহলে ভালো মানের সারাংশ লেখা সম্ভব।
বিষয়: বাংলাটপিক: অনুচ্ছেদ রচনারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৬৫

সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে ?

.
ঐতিহাসিক
.
সামাজিক
.
সাংস্কৃতিক
.
সাহিত্যিক
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যোগাযোগ এবং ভাব বিনিময়ের জন্য একসময় চিঠি ছিল অপরিহার্য মাধ্যম। কাগজ আবিষ্কারের আগে মানুষ গাছের পাতায়, ছালে, চামড়ায় এবং ধাতব পাতে লিখত। পাতায় লিখত বলেই এর নাম পত্র। সুন্দর, শুদ্ধ চিঠির মাধ্যমে মানুষের শিক্ষা, বুদ্ধিমত্তা, রুচি ও ব্যক্তিত্ব এর প্রকাশ ঘটে। সুলিখিত পত্র অনেক সময় সাহিত্যিক মর্যাদা লাভ করে। যেমন : রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৬৬

“যৌবন সূর্য” কোন সমাস ?

.
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
.
দ্বন্দ্ব সমাস
.
ষষ্ঠী তৎপুরুষ সমাস
.
রূপক কর্মধারয় সমাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

রূপক কর্মধারয় সমাস : উপমান ও উপমমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে, তাকে রূপক কর্মধারয় সমাস বলে। এ সমাসে উপমেয় পদ আগে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে "রূপ" অথবা "ই" যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: যৌবন রূপ সূর্য - যৌবন সূর্য।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৬৭

সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি ?

.
ক্রিয়া ও বিশেষণ পদে
.
বিশেষ্য ও বিশেষণ পদে
.
সর্বনাম ও ক্রিয়া পদে
✓ সঠিক উত্তর
.
বিশেষ্য ও অব্যয় পদে
বিষয়: বাংলাটপিক: সাধু রীতিরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৬৮

বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে ?

.
কমা
✓ সঠিক উত্তর
.
হাইফেন
.
লোপ
.
দাঁড়ি

ব্যাখ্যা

বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্যে যতি বা ছেদচিহ্ন ব্যবহার করা হয়। যেমন :
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৬৯

“ইঁদুর কপালে” - এর বিপরীত বাগধারা কোনটি ?

.
নিরেট বোকা
.
একাদশে বৃহস্পতি
✓ সঠিক উত্তর
.
সোনায় সোহাগা
.
অহংকারী

ব্যাখ্যা

ইঁদুর কপালে বাগধারাটির অর্থ - মন্দভাগ্য/ হতভাগ্য।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৭০

কোন বানানটি শুদ্ধ ?

.
শুশ্রূষা
✓ সঠিক উত্তর
.
শুশ্রুষা
.
শ্বশ্রুষু
.
শুশুষা

ব্যাখ্যা

সঠিক বানান - শ্রুশ্রূষা। শ্রুশ্রূষা শব্দটির অর্থ - সেবা, পরিচর্যা, দেখাশুনা করা, পরিষেবা, উপচর্যা ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৭১

উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে ?

.
নাইট্রোজেনের
✓ সঠিক উত্তর
.
ফসফরাসের
.
অক্সিজেনের
.
পটাশিয়ামের
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলিরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৭২

গ্রিনহাউস প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কোনটি অন্যতম ?

.
নাইট্রাস অক্সাইড
.
সি. এফ .সি
.
মিথেন
.
কার্বন ডাইঅক্সাইড
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রীন হাউস গ্যাস বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: প্রাত্যহিক জীবনে রসায়নরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৭৩

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ____.

.
কম হয়
.
বেশি হয়
.
খুব কম হয়
.
এক‌ই হয়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বৈদ্যুতিক ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের রোটেশন কমে কিন্তু রেগুলেটর উত্তপ্ত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: তাপ ও তাপগতিবিদ্যারেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৭৪

ত্রিকোণমিতিক অনুপাত কয়টি ?

.
৬ টি
.
৪ টি
.
৫ টি
.
২ টি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি হলেও সেগুলোর মধ্য থেকেও তিনটি কে প্রাইমারী সেকশনে রাখা হইছে আর বাকী তিনটি কে সেকেন্ডারীতে রাখা হইছে এবং এই সেকশনের উপর নির্ভর করেই ব্যবহার বিধিতে সামান্য পরিমাণ ভিন্নতা রয়েছে। যাই হোক, অনুপাত ছয়টি হচ্ছে- Sin,Cos,Tan,Cot,Sec,Cosec, এখানে প্রাইমারী সেকশনে তিনটি হলো, Sin, Cos,Tan। আর সেকেন্ডারী সেকশনে আছে বাকী তিনটি।
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৭৫

একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সেমি এবং 60 সেমি । রম্বসের ক্ষেত্রফল কত ?

.
600 বর্গ সে.মি.
.
2400 বর্গ সে.মি.
.
4800 বর্গ সে.মি.
.
1200 বর্গ সে.মি.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

রম্বসের ক্ষেত্রফল = 1/2 × (কর্ণদুইটির গুণফল)
বিষয়: গণিতটপিক: চতুর্ভুজ (Quadrilateral)রেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৭৬

কোনো ঘনকের ধার 10 সে.মি. হলে, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত ?

.
75 বর্গ সে.মি.
.
100 বর্গ সে.মি.
.
300 বর্গ সে.মি.
.
600 বর্গ সে.মি.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'ক' ধারবিশিষ্ট ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ক
বিষয়: গণিতটপিক: পরিমিতি (Mensuration)রেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৭৭

৩০ এবং ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত ?

.
৩৯
.
৩৮.৭
.
৩৭.৬
.
৩৯.৮
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

৩০ এবং ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা ৫ টিঃ ৩১, ৩৭, ৪১, ৪৩ ও ৪৭।
বিষয়: গণিতটপিক: পাটিগণিত প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৭৮

৯ এবং ১৬ এর মধ্যসমানুপাতী কত

.
.
.
১২
✓ সঠিক উত্তর
.
১৬

ব্যাখ্যা

ধরি, ৯ ও ১৬ এর মধ্য সমানুপাতী হচ্ছে ক।
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৭৯

একটি ভেড়া ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো । বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো । ভেড়াটির ক্রয়মুল্য কত ?

.
৪০০ টাকা
.
৯০০ টাকা
.
২০০ টাকা
.
৩০০ টাকা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৯০ টাকা।
বিষয়: গণিতটপিক: লাভ-ক্ষতি (Profit and loss)রেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)
৮০

120 ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ?

.
30 ডিগ্রী
.
60 ডিগ্রী
✓ সঠিক উত্তর
.
40 ডিগ্রী
.
0 ডিগ্রী

ব্যাখ্যা

পরস্পর সম্পুরক কোণের মোট পরিমান ১৮০ হয়। সে হিসেবে একটি কোণ ১২০ হলে অপরটি হবে ১৮০-১২০=৬০
বিষয়: গণিতটপিক: কোণরেফারেন্স: বেসরকারি শিক্ষক নিবন্ধন (বিশেষ) পরীক্ষা (26-06-2010)