৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)

মোট প্রশ্ন: ৭৮

পৃষ্ঠা এর পরবর্তী

সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা-

.
অপরিহার্য
.
বাঞ্ছনীয়
.
অপ্রয়োজনীয়
✓ সঠিক উত্তর
.
অসম্ভব
বিষয়: বাংলাটপিক: অনুচ্ছেদ রচনারেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)

কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য-ণ হবে না ?

.
তৎসম
.
বিদেশি
✓ সঠিক উত্তর
.
তদ্ভব
.
আঞ্চলিক

ব্যাখ্যা

বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ণ ও মূর্ধন্য - ষ ধ্বনি ব্যবহার নেই। তাই বাংলা ভাষা ব্যবহৃত বিদেশি সঙ্গে কখনো মূর্ধন্য 'ণ' ও মূর্ধন্য 'ষ' ব্যবহৃত হয় না ।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)

‘দর্শক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-

.
দৃ + অক
.
দৃশ্‌ + ষ্ণক
.
দৃশ্‌ + অক
✓ সঠিক উত্তর
.
দৃ + শক্‌

ব্যাখ্যা

‘দর্শক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - দৃশ্‌ + অক।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)

‘পাশ্চাত্য’ শব্দের বিপরীত শব্দ-

.
প্রতীচ্য
.
প্রাচ্য
✓ সঠিক উত্তর
.
পশ্চিমা
.
পূর্ব-পশ্চিম
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)

নিচের কোন বানানটি শুদ্ধ নয় ?

.
সমীচীন
.
সান্ত্বনা
.
মুমূর্ষু
.
ফটোষ্ট্যাট
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

শুদ্ধ বানান নয় - ফটোষ্ট্যাট।কারণ,
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)

‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ কী ?

.
বিনিময়
.
যোগাযোগ
.
চিহ্ন বা স্মারক
✓ সঠিক উত্তর
.
সংযোগ

ব্যাখ্যা

'পত্র' এর শাব্দিক অর্থ 'পাতা' এবং এর আভিধানিক অর্থ 'চিহ্ন' বা 'স্মারক' ।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)

‘বারান্দা’ কোন ভাষা থেকে আগত ?

.
পর্তুগীজ
✓ সঠিক উত্তর
.
ওলন্দাজ
.
তুর্কি
.
ইংরেজি
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)

নিচের কোনটি পারিভাষিক শব্দ ?

.
মসজিদ
.
কাগজ-পত্র
.
দর-দালান
.
সমীকরণ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পারিভাষিক শব্দ : বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।এর বেশিরভাগই এ কালের প্রয়োগ।যেমন:
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)

কোনটি শুদ্ধ বানান ?

.
নুনতম
.
ন্যুনতম
.
ন্যূনতম
✓ সঠিক উত্তর
.
নূন্যতম

ব্যাখ্যা

সঠিক বানান - ন্যূনতম। এর অর্থ - অত্যল্প, অল্পিষ্ঠ, ক্ষুদ্রতম, সামান্যতম।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)
১০

সমাসের রীতি কোন ভাষা হতে আগত ?

.
আরবী
.
সংস্কৃত
✓ সঠিক উত্তর
.
ফারসি
.
ইংরেজি

ব্যাখ্যা

সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একপদীকরণ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)
১১

উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ?

.
মুখচন্দ্র
.
ক্রোধানল
.
তুষারশুভ্র
✓ সঠিক উত্তর
.
মনমাঝি
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)
১২

‘পোষ্টাল কোড’ কী নির্দেশ করে ?

.
প্রাপকের এলাকা
✓ সঠিক উত্তর
.
ডাক বিভাগের নাম
.
পোষ্ট অফিসের নাম
.
প্রেরকের এলাকা
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)
১৩

‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ কি ?

.
অতি আকাঙিক্ষত বস্তু
.
অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি
✓ সঠিক উত্তর
.
অদৃষ্টের পরিহাস
.
বিশেষ সম্মানিত ব্যক্তি

ব্যাখ্যা

নদের চাঁদ একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। এই ধরনের বাগধারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)
১৪

বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে ?

.
চুক্তিপত্র
.
বায়নানামা
.
বাণিজ্যিকপত্র
.
দলিলপত্র
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বৈষয়িক বিষয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে বলে দলিলপত্র। যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য তাকে দলিলপত্র বলে। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন তাকে সাধারণ ভাবে দলিলপত্র বলে।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)
১৫

নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

.
তিনি স্বস্ত্রীক বিদেশে গেছেন
.
‘শেষের কবিতা’ একেখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ
.
সকল ছাত্রই অমনোযোগী নয়
.
পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাত হয় নি - বাক্যটি সঠিক। এখানে সাধু রীতি বা চলিত রীতির মিশ্রণ ঘটে নি, শুধু চলিত রীতি ব্যবহার করা হয়েছে, তাই বাক্যটি গুরুচণ্ডালী দোষ মুক্ত। আবার তৎসম এবং বাংলা শব্দের মিশ্রণ হয় নি, তাই বাহুল্য দোষমুক্ত।
বিষয়: বাংলাটপিক: বাক্য শুদ্ধিকরণরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)
১৬

সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি ?

.
প্রাঞ্জলতা
✓ সঠিক উত্তর
.
সৃজনশীলতা
.
মননশীলতা
.
ভাষারীতির শুদ্ধতা

ব্যাখ্যা

সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক প্রাঞ্জলতা। অর্থাৎ, যে বিষয় সম্পর্ক নিয়ে সারাংশ লেখা হচ্ছে তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে। অতিরিক্ত বড় করা যাবে না সারাংশ। শুধুমাত্র মূল ভাব ফুটিয়ে তুলতে হবে। যে অনুচ্ছেদ দেয়া থাকবে, সেটা থেকে বাক্য লিখা যাবে না।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)
১৭

কোনটি ভাব-সম্প্রসারণের বেশিষ্ট্য নয় ?

.
একাধিক অনুচ্ছেদ
.
বাক্যের পুনরাবৃত্তি
✓ সঠিক উত্তর
.
প্রবাদ-প্রবচনের ব্যবহার
.
অভিমত প্রদান
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)
১৮

কোনটি ভাব-সম্প্রসারণে হুবুহু ব্যবহৃত হওয়া উচিত নয় ?

.
তথ্য
.
উপমা
.
অলঙ্কার
.
মূল ছত্র
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)
১৯

যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় ?

.
ড্যাশ
✓ সঠিক উত্তর
.
কোলন
.
সেমিকোলন
.
হাইফেন
বিষয়: বাংলাটপিক: যৌগিক বাক্য (সাপেক্ষ সর্বনাম+বাক্য+সাপেক্ষ সর্বনাম+বাক্য)রেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)
২০

কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে ?

.
ভারতীয় আর্য
.
সংস্কৃত
.
ইন্দো-ইউরোপীয়
.
বঙ্গ-কামরূপী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা ভাষার উৎপত্তি:
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (23-08-2013)