বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫

মোট প্রশ্ন: ৯২

৬১

বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি -

.
হামিদুজ্জামান
.
মাইনুল হোসেন
✓ সঠিক উত্তর
.
আখতারুজ্জামান
.
বিবি রাসেল

ব্যাখ্যা

জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় স্মৃতিসৌধরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৬২

পাহাড়পুরের বৌদ্ধ বিহারের পূর্বনাম ছিল-

.
ময়নামতি বিহার
.
নাটোর বিহার
.
মহাস্থানগড় বিহার
.
সোমপুর বিহার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সোমপুর বিহাররেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৬৩

কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়?

.
যুক্তরাষ্ট্র
.
জাপান
✓ সঠিক উত্তর
.
সৌদি আরব
.
যুক্তরাজ্য

ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে বাংলাদেশ ২০১৬ - ১৭ অর্থবছরে (ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত) সবচেয়ে বেশি সাহায্য পায় জাপান থেকে (৬৪৫.৭১ মিলিয়ন মার্কিন ডলার)। এর পরে রয়েছে রাশিয়া (৯২.৪১ মিলিয়ন মার্কিন ডলার), ভারত (৮০.২৩ মিলিয়ন মার্কিন ডলার)। তবে সংস্থা হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় আইডিএ (১৩৯৯.৭৮ মিলিয়ন মার্কিন ডলার)।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বৈদেশিক সাহায্যরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৬৪

আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?

.
জেনেভায়
.
ওয়াশিংটন
.
ভিয়েনায়
✓ সঠিক উত্তর
.
ব্রাসেলসে

ব্যাখ্যা

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ): International Atomic Energy Agency।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আন্তর্জাতিক সংস্থারেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৬৫

নিচের কোন দেশটি ক্যারাবিয়ান অঞ্চলে অবস্থিতি নয়?

.
কিউবা
.
গ্রানাডা
.
হাইতি
.
কানাডা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কানাডা ক্যারিবীয় দ্বীপ নয়।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৬৬

মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল?

.
১৯৪৭ সালে
.
১৯৫২ সালে
.
১৯৫৩ সালে
.
এর কোনোটিই নয়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৯৫৮ থেকে ১৯৬১ সালে মিশর ও সিরিয়া একত্রে মিলে একীভূত আরব প্রজাতন্ত্র নামের একটি রাষ্ট্র গঠন করেছিল, কিন্তু সেটি টেকেনি। নাসের আরব সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মিশররেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৬৭

মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ রাষ্ট্রের নাম হচ্ছে-

.
তাজিকিস্তান
.
কাজাকিস্তান
✓ সঠিক উত্তর
.
উজবেকিস্তান
.
কিরগিজস্তান

ব্যাখ্যা

কাজাখিস্তান এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: এশিয়া মহাদেশরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৬৮

The United Nations University কোন শহরে অবস্থিত?

.
লন্ডন
.
ব্রাসেলস
.
নিউইয়র্ক
.
টোকিও
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (ইউএনইউ) জাতিসংঘের একাডেমিক ও গবেষণা শাখা।সদর দপ্তর শিবুইয়া, টোকিও, জাপানের ইউ.এন. ইনস্টিটিউশন কূটনৈতিক অবস্থা হিসাবে এর কার্যক্রম সমস্যা সহযোগী গবেষণা ও শিক্ষার মাধ্যমে মানব উন্নয়ন ও কল্যাণ সম্পর্কিত বিষয়গুলি সমাধান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের বিভিন্ন অঞ্চল পরিচিতিরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৬৯

মস্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক আদমজী জুট মিলস্ কার নিকটে হস্তান্তর করা হয়েছে?

.
বেপজা
✓ সঠিক উত্তর
.
বিসিক
.
ডিসিডি
.
ডেসা

ব্যাখ্যা

আদমজী জুট মিল্‌স ছিল একটি পাটকল। বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরে অবস্থিত এই কারখানাটি পৃথিবীর বৃহত্তম পাটকল হওয়ায় বিখ্যাত ছিল।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৭০

UNEP কবে প্রতিষ্ঠিত হয়?

.
১৯৪৫ সালে
.
১৯৫৫ সালে
.
১৯৭২ সালে
✓ সঠিক উত্তর
.
১৯৬৫ সালে

ব্যাখ্যা

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: UNEPরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৭১

প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-

.
ঢাকাতে
✓ সঠিক উত্তর
.
নয়াদিল্লিতে
.
মালেতে
.
ইসলামাবাদে

ব্যাখ্যা

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: গুরুত্বপূর্ণ সম্মেলনরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৭২

পাকিস্তান সর্বশেষ পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় ১৯৯৮ সালের-

.
১১ মে
.
২৮ মে
✓ সঠিক উত্তর
.
২৯ মে
.
১০ জুলাই

ব্যাখ্যা

১৯৯৮ সালের ২৮ মে মাসে ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ঘোষণা করেছিলেন, ১৪ বছর পর এই প্রথম পাকিস্তান একটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পাকিস্তানরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৭৩

'নদী ও নারী ' গ্রন্থের লেখক কে?

.
কাজী আব্দুল ওদুদ
.
রোকেয়া সাখাওয়াত হোসেন
.
হুমায়ুন কবির
✓ সঠিক উত্তর
.
হাসানা আজিজুল হক

ব্যাখ্যা

'নদী ও নারী' (১৯৪৫) উপন্যাসের রচয়িতা লেখক ও রাজনীতিবিদ হুমায়ুন কবির। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: বাংলার কাব্য, মার্কসবাদ , শিক্ষক ও শিক্ষার্থী (প্রবন্ধ) : স্বপ্নসাধ, সাথী, অষ্টাদশী (কাব্য)। অন্যদিকে কাজী আবদুল ওদুুদ ,আবুল ফজল ও রশীদ করিমের বিখ্যাত উপন্যাস যথাক্রমে - নদীবক্ষে ,চৌচির ও উত্তম পুরুষ।
বিষয়: বাংলাটপিক: লেখকরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৭৪

কোনগুলো তদ্ভদ শব্দ?

.
চাঁদ , মাথা, সাপ
✓ সঠিক উত্তর
.
প্রণাম, গৃহিনী , ঔষধ
.
গেরাম , গিন্নী, নেমন্তন্ন
.
লুঙ্গি, লিচু , পাতা

ব্যাখ্যা

তদ্ভব শব্দ: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়,কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে,সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।তদ্ভব একটি পারিভাষিক শব্দ।এর অর্থ - "তৎ" (তার) থেকে "ভব" ( উৎপন্ন)। যেমন: চাঁদ, মাথা,সাপ,চামার ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৭৫

There is no rose but thorn. - এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে-

.
সেখানে কোনো গোলাপ নেই কিন্তু কাঁটা নেই
.
কাঁটা আছে গোলাপ নেই
.
গোলাপের কাঁটা থাকে না
.
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ?
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৭৬

'হাটবাজার' কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?

.
আরবি ও ফারসি
.
বাংলা ও ফারসি
✓ সঠিক উত্তর
.
আরবি ও বাংলা
.
বাংলা ও পর্তুগীজ

ব্যাখ্যা

কোন কোন সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে।এগুলোকে মিশ্র শব্দ বলে।যেমন:
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৭৭

কোনটি ঠিক?

.
তরঙ্গভঙ্গ (গপ্ল)
.
কালের কলস (উপন্যাস)
.
শাশ্বত বঙ্গ (উপন্যাস)
.
সিন্ধু হিন্দোল (কাব্য )
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সিন্ধু হিন্দোল কাজী নজরুল ইসলাম কর্তৃক লিখিত। ১৯২৭ খ্রিষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা রয়েছে।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৭৮

'হলদে পরীর দেশ' কোন জাতীয় রচনা?

.
আত্মজীবনী
.
ভ্রমন কাহিনী
✓ সঠিক উত্তর
.
জীবনী
.
‌রম্য রচনা
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৭৯

'সংস্কৃতি-কথা' -এর লেখক কে?

.
কাজী মোতাহার হোসেন
.
মোতাহের হোসেন চৌধুরী
✓ সঠিক উত্তর
.
আবুল ফজল
.
আবুল মনসুর আহমদ

ব্যাখ্যা

সংস্কৃতির কথা ' গ্রন্থটির লেখক কাজী মোতাহার হোসেন। মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩ - ১৯৫৬) একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক ছিলেন। মোতাহের হোসেন চৌধুরী কিশোর বয়স থেকেই সাহিত্যে আগ্রহী হয়ে উঠেন। তিনি প্রথমদিকে কবিতা বেশি লিখতেন। বাঙালী মুসলমান সমাজের অগ্রগতির আন্দোলন হিসেবে পরিচিত "বুদ্ধির মুক্তি আন্দোলনের" সাথে যুক্ত ছিলেন। তার রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ "সংস্কৃতি কথা" (১৯৫৮)।
বিষয়: বাংলাটপিক: লেখকরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৮০

'বাংলার স্কট' -বলা হয়?

.
রাম রাম বসুকে
.
মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
.
চন্ডীচরণ
.
বঙ্কিমচন্দ্র
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫