বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫

মোট প্রশ্ন: ৯২

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৮১

শুদ্ধ বানান কোনটি?

.
সুধিগণ
.
সুধিগন
.
সুধীগণ
✓ সঠিক উত্তর
.
সুধীগন
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৮২

'মুসলিম সাহিত্য সমাজ' এর মুখপত্র ছিল -

.
শিখা
✓ সঠিক উত্তর
.
তত্ত্ববোধিনী
.
বর্ঙ্গদর্শন
.
সবুজপত্র

ব্যাখ্যা

'মুসলিম সাহিত্য সমাজ' এর মুখপত্র ছিল - শিখা।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৮৩

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে-

.
দিগদর্শন
✓ সঠিক উত্তর
.
সমাচার দর্পণ
.
সংবাদ প্রভাকর
.
কল্লোল
বিষয়: বাংলাটপিক: প্রথম প্রকাশিতরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৮৪

'আমি ভরা তরী করি-। ' শূণ্যস্থান কোনটি বসবে?

.
উদ্ধার
.
নিমজ্জিত
.
রক্ষা
.
ভরাডুবি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

আমি ভরা তরী করি ভরাডুবি।
বিষয়: বাংলাটপিক: শূন্যস্থান পূরণরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৮৫

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ হচ্ছে -

.
উৎপল
✓ সঠিক উত্তর
.
মৃদুল
.
কান্তি
.
অহন

ব্যাখ্যা

পদ্ম : কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৮৬

মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি?

.
নেকড়ে অরণ্য
.
হাঙ্গর নদী গ্র্রেনেড
.
বাসন
✓ সঠিক উত্তর
.
নিজ বাসভূমি

ব্যাখ্যা

মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য হচ্ছে - বাসন।নাট্যগ্রন্থটির রচয়িতা সেলিম আল দীন।তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার এবং গবেষক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।তার অন্যান্য উল্লেখযোগ্য নাটক - জণ্ডিস ও বিবিধ বেলুন, চাকা,হরগোজ,কিত্তনখোলা ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: কাব্যরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৮৭

ভাষার মূল উপাদান হচ্ছে-

.
ধ্বনি
✓ সঠিক উত্তর
.
শব্দ
.
পদ
.
বাক্য

ব্যাখ্যা

ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি । মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য ধ্বনি ব্যবহার করে। এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। আবার ধ্বনি সৃষ্টি হয় বাগযন্ত্রের দ্বারা। অর্থাৎ বাগযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনিরর সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৮৮

কোনটি চলিত রুপ -

.
তুলা
.
তুলি
.
তুলো
✓ সঠিক উত্তর
.
তুলী

ব্যাখ্যা

সাধু রীতি - চলিত রীতি
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৮৯

আপন ভালো সবাই চায় - এখানে 'ভালো' কোন পদ?

.
বিশেষ্য
✓ সঠিক উত্তর
.
বিশেষণ
.
সর্বনাম
.
অব্যয়
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৯০

দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছে-

.
সৈয়দ হামজা
✓ সঠিক উত্তর
.
সৈয়দ সুলতান
.
সৈয়দ এমদাদ আলী
.
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

ব্যাখ্যা

দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি - সৈয়দ হামজা। তিনি ছিলেন সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুঁথিসাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত। তার প্রথম কাব্য - মধুমালতী, ২য় কাব্য - আমীর হামজা।
বিষয়: বাংলাটপিক: কবিরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৯১

কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়?

.
নি, অব, দুর, অপি
.
অপ, নির, সু , আ
.
আব, স, না , কার
✓ সঠিক উত্তর
.
উৎ , বি, অভি, পরা

ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ ২০ টি। যেমন:
বিষয়: বাংলাটপিক: তৎসম (সংস্কৃত) উপসর্গরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫
৯২

'কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ'- বাক্যের সংক্ষিপ্ত রুপ?

.
কর্মী
.
কর্মনিষ্ঠ
.
কর্মোদ্যোমী
.
কর্মঠ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক কর্মকর্তা-১৫.০৪.২০০৫