বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021

মোট প্রশ্ন: ৬৯

পৃষ্ঠা এর পরবর্তী

কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?

.
দাড়ি
.
কোলন
.
সেমিকোলন
✓ সঠিক উত্তর
.
হাইফেন
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021

শব্দের ক্ষুদ্রতমএকক কোনটি?

.
বর্ণ
.
ধ্বনি
✓ সঠিক উত্তর
.
শব্দ
.
প্রতীক
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021

স্বাগত- এর সন্ধি বিচ্ছেদ কি?

.
স্ব+গত
.
সু+আগত
✓ সঠিক উত্তর
.
সু+গত
.
স্বা+ আগত
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021

যে শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ কোনটাই বুঝায় না তাকে কোন লিঙ্গ বলে?

.
পুংলিঙ্গ
.
স্ত্রীলিঙ্গ
.
ক্লীব লিঙ্গ
✓ সঠিক উত্তর
.
উভয় লিঙ্গ
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021

শুদ্ধ বানান কোনটি?

.
সান্তনা
.
শান্তনা
.
সান্ত্বনা
✓ সঠিক উত্তর
.
শান্তবনা
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021

‘বিরাগী’ শব্দের অর্থ কি?

.
উদাসীন
✓ সঠিক উত্তর
.
রাগহীন
.
প্রতিকূল
.
বিশেষভাবে রুষ্ট
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021

‘কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব ‘ কবি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

.
ভাল অর্থে
.
পুনরাবৃত্তি অর্থে
.
পৌন:পুনিকতা অর্থে
.
উপহাস অর্থে
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: ছন্দরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021

সকলের জন্য প্রযোজ্য এক কথায় প্রকাশ সঠিক কোনটি?

.
সর্বজনীন
✓ সঠিক উত্তর
.
বরেণ্য
.
অনির্বচনী
.
শিক্ষানবিশ

ব্যাখ্যা

1.যিনি সর্বত্র ব্যাপিয়া থাকেন =সর্বব্যাপক
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021

‘এখন তার- ধুলোমুঠোও সোনা মুঠো হচ্ছে’ শূণ্যস্থানে কি হবে?

.
এলাহী কান্ড
.
একাদশে বৃহস্পতি
✓ সঠিক উত্তর
.
খন্ডপ্রলয়
.
চাঁদের হাট
বিষয়: বাংলাটপিক: শূন্যস্থান পূরণরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021
১০

সূর্যদয়ে পদ্ম ফোটে - কোনটি সঠিক?

.
অধিকরণে ৭মী
✓ সঠিক উত্তর
.
সম্প্রদানে ৭মী
.
করণে ৭মী
.
অপাদানে ৭মী
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021
১১

পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

.
কাজী নজরুল ইসলাম
.
শাহাদাৎ হোসেন
.
সুধীন্দ্রনাথ দত্ত
.
সঞ্চয় ভট্টাচার্য
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' । পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু, লাঙ্গল। শাহাদাৎ হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে 'এলান' ও পরিচয়"। 
বিষয়: বাংলাটপিক: বাংলা সংবাদপত্ররেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021
১২

রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

.
১৯১৩
✓ সঠিক উত্তর
.
১৮১৩
.
১৭১৩
.
১৯১১

ব্যাখ্যা

গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। ১৯১০ সালের ৫ সেপ্টেম্বর (১৩১৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে) গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ১৯১৩ সালে ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।এই সংকলন গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন ইংরেজ কবি ডব্লু বি ইয়েটস।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021
১৩

‘ একাত্তরের দিনগুলি’ কে লিখেছেন?

.
হাসান ইমাম
.
আখতার ইমাম
.
জাহানারা ইমাম
✓ সঠিক উত্তর
.
সাহানারা ইমাম

ব্যাখ্যা

একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে। বইটি ব্যক্তিগত দিনলিপি আকারে লেখা, যার শুরু ১৯৭১ সালের ১ মার্চ এবং সমাপ্তি সেই বছরের ১৭ ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা শহরের অবস্থা ও গেরিলা তৎপরতার বাস্তব চিত্র এতে উঠে এসেছে। বইটিতে তার সন্তান শফি ইমাম রুমী অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা দেয় এবং তার মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021
১৪

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

.
চিলে কোঠার সিপাই
.
আগুনের পরশমনি
✓ সঠিক উত্তর
.
একাত্তরের দিনগুলি
.
পায়ের আওয়াজ পাওয়া যায়

ব্যাখ্যা

চিলেকোঠার সেপাই -উপন্যাস  -৬৯ এর গণঅভ্যুত্থান 
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021
১৫

ছন্দের যাদুকার বলা হয় কাকে?

.
সত্যেন্দ্রনাথ দত্ত
✓ সঠিক উত্তর
.
ঈম্বরচন্দ্র গুপ্ত
.
মালধর বসু
.
রাম মোহন রায়

ব্যাখ্যা

সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২) বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ও ছড়াকার। রবীন্দ্রযুগের খ্যাতনামা "ছন্দোরাজ" কবি। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করেন।
বিষয়: বাংলাটপিক: ছন্দরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021
১৬

বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?

.
১৯৫৫
✓ সঠিক উত্তর
.
১৮৫৫
.
১৯৪৫
.
১৭৫৫
বিষয়: বাংলাটপিক: বাংলা একাডেমিরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021
১৭

আধুনিক কালের বাংলা সাহিত্যে চলিত ভাষায় প্রবর্তক কে?

.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
.
প্রথম চৌধুরী
✓ সঠিক উত্তর
.
রামমোহন রায়
.
মাইকেল মধুসূদন দত্ত
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021
১৮

বিষাদ সিন্দু এর রচয়িতা কে?

.
মীর মোশারফ হোসেন
✓ সঠিক উত্তর
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
.
জসীম উদ্দীন
.
শামসুর রাহমান
বিষয়: বাংলাটপিক: রচয়িতারেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021
১৯

বাংলা গদ্যে প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন কে?

.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✓ সঠিক উত্তর
.
শেখ সাদি
.
পঞ্চানন কর্মকার
.
রাম মোহন রায়
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021
২০

কোন উষ্ণতার পানির ঘন্ত্ব সবচেয়ে বেশি?

.
0 ডিগ্রি সেলসিয়াস
.
4 ডিগ্রি সেলসিয়াস
✓ সঠিক উত্তর
.
32 ডিগ্রি সেলসিয়াস
.
100 ডিগ্রি সেলসিয়াস
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পানিরেফারেন্স: বিসিএস প্রশাসন একাডেমির | অফিস সহায়ক | 11-12-2021