বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022

মোট প্রশ্ন: ৬৫

৪১

বিশ্বের কোন দেশ সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে?

.
জাপান
.
ব্রাজিল
.
শ্রীলঙ্কা
.
অস্ট্রেলিয়া
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সঙ্গীতরেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৪২

কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত?

.
অবজ্ঞা
.
লাপাত্তা
.
বরখাস্ত
.
অকেজো
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা উপসর্গ : বাংলা ভাষায় বাংলা উপসর্গ মোট ২১ টি। বাংলা উপসর্গ সবসময় খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দের পূর্বে ব্যবহৃত হয়। বাংলা উপসর্গগুলো হলো - অ অঘা অজ অনা আ আড় আন আব ইতি ঊন (ঊনা) কদ কু নি পাতি বি ভর,রাম,স,সা, সু,হা
বিষয়: বাংলাটপিক: খাঁটি বাংলা উপসর্গরেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৪৩

কোনটি অপপ্রোযেগের দৃষ্টান্ত?

.
এক
.
একত্রিত
✓ সঠিক উত্তর
.
একাকিত্ব
.
একত্র
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৪৪

কোনটি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কাব্যগ্রন্থ?

.
বন্দী শিবির থেকে
✓ সঠিক উত্তর
.
ঝরাপালক
.
শোকার্ত তরবারী
.
প্রসন্ন প্রহর
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৪৫

`বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

.
তুর্কি
✓ সঠিক উত্তর
.
সংস্কৃতি
.
গুজরাটি
.
নেপালি
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৪৬

‘শেষ প্রশ্ন’ উপন্যাস হলে ‘ শেষ লেখা’ কী?

.
উপন্যাস
.
নাটক
.
গল্প-সংকলন
.
কাব্যগ্রন্থ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

‘শেষ প্রশ্ন: উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। উপন্যাসটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রধান চরিত্রের নাম ‘কমল’। এছাড়াও শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস হচ্ছে - শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহ, পল্লীসমাজ, দেবদাস, দত্তা, শুভদা, দেনাপাওনা, শেষের পরিচয়, পন্ডিত মশাই ইত্যাদি।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৪৭

কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

.
বিষের বাঁশি
.
অগ্নিবীণা
✓ সঠিক উত্তর
.
প্রলয় শিখা
.
সর্বহারা

ব্যাখ্যা

‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। কিন্তু বিদ্রোহী দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। বারটি কবিতার সমাহারে কলকাতার আরয পাবলিশিং হাউস থেকে ১৯২২ সালের অক্টোবর মাসে প্রকাশিত এই কাব্যের অন্যতম ও জনপ্রিয় কবিতা ‘বিদ্রোহী’। কাব্যটির প্রথম সংস্করণ প্রচ্ছদ পরিকল্পনায় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থটি উৎসর্গ করা হয় ব্রিটিশবিরোধী বাঙালি বারীন্দ্রকুমার ঘোষকে।
বিষয়: বাংলাটপিক: কাজী নজরুল ইসলামরেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৪৮

কোনটি শুদ্ধ বানান?

.
স্বায়ত্ত্বশাসন
.
স্বায়ত্তশাসন
✓ সঠিক উত্তর
.
স্বায়ত্বশাসন
.
সায়ত্ত্বশাসন
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৪৯

প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকা কোনটি?

.
সবুজ পাতা
.
সবুজের অভিযান
.
সবুজসামী
.
সবুজপত্র
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৫০

সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রটি পাওয়া যায়?

.
সেলিনা
.
রাহেলা
.
রহিমা
✓ সঠিক উত্তর
.
জয়গুণ বিবি
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৫১

কোনটি ‘দুস্থ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?

.
দুঃ+থ
✓ সঠিক উত্তর
.
দুস+থ
.
দুঃ+স্থ
.
দুস+ঞ
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৫২

‘সন্ধ্যাভাষা’ অনুষঙ্গটি কোন সাহি্যেধারা সঙ্গে সংশ্লিষ্ট?

.
চর্যাপদ
✓ সঠিক উত্তর
.
মঙ্গলবাক্য
.
বৈষ্ণ পদাবলি
.
জীবনী সাহিত্য

ব্যাখ্যা

চর্যাপদের ভাষাকে কেউ কেউ সন্ধ্যাভাষা বা সন্ধাভাষা বলেছেন। হরপ্রসাদ শাস্ত্রী এ ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন, 'আলো আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না । যাঁহারা সাধন - ভজন করেন, তাঁহারাই সে কথা বুঝিবেন। আমাদের বুঝিয়া কাজ নাই'। - এ কারণে চর্যার ভাষা সন্ধ্যাভাষা। মুনিদত্ত তাঁর টীকায় সন্ধভাষ, সন্ধাভাষা, সন্ধ্যাবচন, সন্ধ্যাসংকেত, সন্ধ্যা ও ব্যাজে প্রভৃতি শব্দ চর্যার রুপকাশ্রিত দুর্বোধ্য অংশের বা প্রতীকী শব্দের ভাষা ব্যাখ্যা প্রসঙ্গে বারবর প্রয়োগ করেছেন।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৫৩

কোন বাগধারাটির অর্থ ‘নিরেট মূর্খ’?

.
নেই আঁকড়া
.
পালের গোদা
.
বুদ্ধির ঢেঁকি
✓ সঠিক উত্তর
.
সাক্ষী গোপাল
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৫৪

মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত?

.
উনসত্তরের গণ-অভ্যুত্থান
.
রাষ্ট্রভাষা আন্দোলন
✓ সঠিক উত্তর
.
দেশবিভাগ
.
পলাশির যদ্ধ

ব্যাখ্যা

মুনীর চৌধুরী রচিত 'কবর' নাটকের পটভূমি ভাষা আন্দোলনে ।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৫৫

‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের লেখক কে?

.
সেলিম আল দীন
.
মমতাজউদ্দিন আহমসদ
.
সৈয়দ শামসুল হক
✓ সঠিক উত্তর
.
মামুনর রশীদ
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৫৬

কোন বাক্যটি ক্রিয়ার অনুজ্ঞা ভাব প্রকাশ করেছে?

.
আমি বই পড়ি
.
তোমার মঙ্গল হোক
.
তুমি কি বাড়ি যাবে
.
তুমি কাল যেও
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৫৭

‘মৈমনসিংহ গীতিকা’-র সংগ্রাহক কে?

.
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
.
ভারতচন্দ্ররায়গুণাকর
.
রামপ্রসাদ সেন
.
দীনেশচন্দ্র সেন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মৈমনসিংহ গীতিকা একটি সংকলনগ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত দশটি পালাগান লিপিবদ্ধ করা হয়েছে। প্রথম খণ্ডের দশটি পালার রচয়িতা ভিন্ন ভিন্ন হলেও সংগ্রাহক চন্দ্রকুমার দে। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩ - ৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো অন্যান্যদের সহায়তায় সংগ্রহ করেন এবং স্বীয় সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। তৎকালীন ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ করছিলেন। এই গীতিকাটি বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৫৮

‘বেকার’ কোন সমাসের উদাহরণ?

.
কর্মধারয়
.
দ্বিগু
.
বহুব্রীহি
✓ সঠিক উত্তর
.
অব্যয়ীভাব
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৫৯

স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?

.
৪টি
✓ সঠিক উত্তর
.
৩টি
.
৫টি
.
৬টি

ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় বর্ণসংখ্যা ( স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি) - ৫০টি। তন্মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি ( স্বরবর্ণ ৪ টি - এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬ টি - ঙ, ঞ, ৎ, ং, ঁ)। অর্ধমাত্রার বর্ণ ৮ টি ( স্বরবর্ণ ১টি - ঋ এবং ব্যঞ্জনবর্ণ ৭ টি - খ, গ, ণ, থ, প, শ)। পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি ( স্বরবর্ণ ৬ টি ব্যঞ্জনবর্ণ ২৬ টি)।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022
৬০

কোনটি ‘ সূর্য’ শব্দের সমার্থ শব্দ নয়?

.
আদিত্য
.
অরণি
.
অর্ক
.
জলধি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সূর্য শব্দের সমার্থক শব্দ নয় সুধাংশু। চন্দ্র শব্দের সমার্থক শব্দ হলো - চাঁদ, সুধাকর, শশী, বিধু ইত্যাদি।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন | সরকারী ইঞ্জিনিয়ার | 24-01-2022