পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022

মোট প্রশ্ন: ৭৯

২১

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি কে ছিলেন?

.
আলেক্সি কোসিগিন
.
নিকোলাই টিখোনোভ
.
ইয়াকফ মালিক
✓ সঠিক উত্তর
.
আঁদ্রে গোমিকো
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সোভিয়েত ইউনিয়নরেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
২২

Grand Nation Assembly কোন দেশের পার্লামেন্ট ?

.
অস্ট্রিয়া
.
তুরস্ক
✓ সঠিক উত্তর
.
হল্যান্ড
.
গ্রেট ব্রিটেন
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিভিন্ন দেশের আইনসভারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
২৩

‘চর্যাপদ’ কত সালে আবিষ্কার হয়?

.
১৮০৭
.
১৯০৭
✓ সঠিক উত্তর
.
১৯০৯
.
১২০৭
বিষয়: বাংলাটপিক: চর্যাপদরেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
২৪

সঠিক প্রকৃতি + প্রত্যয় নিষ্পন্ন হয়েছে কোনটিতে?

.
ভাস +স্বর = ভাস্বর
.
ভাস+বর=ভাস্বর
✓ সঠিক উত্তর
.
ভাস+অর =ভাস্বর
.
ভাস+সর=ভাস্বর
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
২৫

কোনটি শুদ্ধ বানান ?

.
সান্তনা
.
সমিচীন
.
ইতিমধ্যে
.
সান্ত্বনা
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
২৬

‘পঞ্চগ্রাম’ উপন্যাস কে লিখেছেন?

.
সৈয়দ মুজতবা আলী
.
মানিক বন্দোপাধ্যায়
.
শওকত আলী
.
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

তারাশঙ্করের উপন্যাস গুলি :চৈতালি ঘুর্ণি (১৯৩২), পাষাণ পুরী (১৯৩৩), নীলকন্ঠ (১৯৩৩), রাইকমল (১৯৩৫), ধাত্রীদেবতা (১৯৩৫), কালিন্দী (১৯৪০), গনদেবতা (১৯৪৩), মন্বন্তর (১৯৪৪), পঞ্চগ্রাম (১৯৪৪), কবি (১৯৪৪), সন্দীপন পাঠশালা (১৯৪৬), হাঁসুলী বাঁকের উপকথা (১৯৫১), নাগিনী কন্যার কাহিনী (১৯৫৩), আরোগ্য নিকেতন (১৯৫৩), সপ্তপদী (১৯৫৮), ডাকহরকরা (১৯৫৯), মহাশ্বেতা (১৯৬১), যোগভ্রষ্ট (১৯৬১), নিশিপদ্ম (১৯৬২), ছায়াপথ (১৯৬৯), কালরাত্রি (১৯৭০)
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
২৭

মুুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

.
জননী
.
কাঁদো নদী কাঁদো
.
রাইফেল রোটি আওরাত
✓ সঠিক উত্তর
.
সংশপ্তক
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
২৮

কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগ্রন্থ?

.
কালান্তর
✓ সঠিক উত্তর
.
ডাকঘর
.
বলাকা
.
চিত্র
বিষয়: বাংলাটপিক: বাংলা প্রবন্ধরেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
২৯

`হাঘরে’ কোন সমাসঃ

.
বহুব্রীহি
.
অব্যয়ীভাব
✓ সঠিক উত্তর
.
দ্বিগু
.
কর্মধারয়
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
৩০

‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

.
মোহাম্মদ আকরাম খাঁ
.
তফাজ্জল হোসেন
.
মোহাম্মদ নাসির উদ্দিন
.
সিকানদার আবু জাফর
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
৩১

বাংলা ভাষায় ব্যঞ্জণবর্ণ কয়টি?

.
২৯টি
.
৩৯টি
✓ সঠিক উত্তর
.
১৯টি
.
৪৯টি
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
৩২

আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে?

.
কোরেশী মাগন ঠাকুর
.
মরদন
.
দৌলত কাজী
✓ সঠিক উত্তর
.
আলাওল

ব্যাখ্যা

দৌলত কাজী (কাজী দৌলত নামেও পরিচিত), ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি। তিনি ১৭শ শতাব্দীর প্রারম্ভে কোন এক সময় চট্টগ্রাম জেলার রাউজানে সুলতানপুরের কাজী পাড়ায় জন্ম গ্রহণ করেন। তিনি আরাকান রাজসভার কবি ছিলেন, যদিও তার লেখার ভাষা ছিলো বাংলা।
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
৩৩

মধ্যযুগের প্রথম কবি কে?

.
বড়ু চন্ডীদাস
✓ সঠিক উত্তর
.
ভারতচন্দ্র রায়গুণাকর
.
বিদ্যাপতি
.
মুকুন্দরাম চক্রবর্তী

ব্যাখ্যা

মধ্যযুগের প্রথম কবি বডু চন্ডীদাস ।
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
৩৪

বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?

.
মিথিলার
✓ সঠিক উত্তর
.
নবদ্বীপের
.
বর্ধমানের
.
বৃন্দবনের

ব্যাখ্যা

মিথিলার কবি বিদ্যাপতি (১৩৭৪ - ১৪৬০) বৈষ্ণব সহজিয়া সাধকদের নবরসিকের অন্যতম । তিনি বাংলায় একটি পঙক্তি না লিখেও বাঙালিদের কাছে একজন শ্রদ্ধেয় কবি। 'মৈথিল কোকিল' ও 'অভিনব জয়দেব' নামে খ্যাত বিদ্যাপতি বৈষ্ণব কবি ও পদসঙ্গীত ধারার রুপকার। তিনি মিথিলার সীতাময়ী মহকুমার বিসফি গ্রামে জন্মগ্রহণ করেন।
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
৩৫

‘আলালের ঘরের দুলাল’ কার রচনা?

.
টেকচাঁদ ঠাকুর
✓ সঠিক উত্তর
.
রামরাম বসু
.
কালিপ্রসন্ন সিংহ
.
রামগতি ন্যায়রত্ন
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
৩৬

‘তাপ’ শব্দের বিপরীতার্থক কোনটি?

.
শীতল
.
শৈত্য
✓ সঠিক উত্তর
.
উত্তাপ
.
হিম
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
৩৭

বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা আমি তোমায় .......” রচিত হয় বাংলা কোন সনে?

.
১৩১০
.
১৩১৫
.
১৩১২
✓ সঠিক উত্তর
.
১৩১৪

ব্যাখ্যা

আমার সোনার বাংলা হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত[১][২ বঙ্গদেশ lসম্পর্কে এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত হয়। বাউল গায়ক গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত।
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
৩৮

‘স্বেচ্ছা’ এর সন্ধিবিচ্ছেদ কী?

.
স্ব+ ইচ্ছা
✓ সঠিক উত্তর
.
স্বে+ইচ্ছা
.
স্ব+ঈচ্ছা
.
স্বে+ ঈচ্ছা
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
৩৯

`কল্কে পাওয়া’বাগধারার অর্থ কী?

.
পাত্তা পাওয়া
✓ সঠিক উত্তর
.
টাকা পাওয়া
.
সম্মান পাওয়া
.
পদোন্নতি পাওয়া
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022
৪০

বাক্যের ৩টি গুণ কী কী?

.
আকাঙ্খা, আসত্তি ও বিধেয়
.
যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়
.
আকাঙ্খা, আসত্তি ও যোগ্যতা
✓ সঠিক উত্তর
.
কোনটিই নয়

ব্যাখ্যা

ভাষার বিচারে বাক্যের ৩ টি গুণ থাকা আবশ্যক - ১. আকাঙ্ক্ষা , ২. আসত্তি ও ৩. যোগ্যতা । বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা - ই আকাঙক্ষা । বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। আর বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা ।
বিষয়: বাংলারেফারেন্স: পররাষ্ট্র মন্ত্রণালয় | সহকারী সাইফার | 18-05-2022