বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)

মোট প্রশ্ন: ৬০

২১

১শতক = কত বর্গফুট?

.
৪৫৩.৬
.
৪৩৫. ৬
✓ সঠিক উত্তর
.
৩৪৫.৬
.
৪৬০.৫
বিষয়: গণিতটপিক: পরিমাপ ও একক (Measurement & Unit)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
২২

৫০ মি. দৈর্ঘ্য ও ৪০ মি. প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাছ দিয়ে আর এভাবে ৩ মিটার চওড়া দুইটি রাস্তা আছে। রাস্তা ২টির মোট ক্ষেত্রফল কত?

.
২৫১
.
২৬১
✓ সঠিক উত্তর
.
১৬১
.
১৬৫
বিষয়: গণিতটপিক: পরিমিতি (Mensuration)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
২৩

বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?

.
.
.
 
✓ সঠিক উত্তর
.

ব্যাখ্যা

এটাকে পাই π বলে
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
২৪

১২ টি বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দু গুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়?

.
২২০
✓ সঠিক উত্তর
.
১২০
.
২১০
.
১৮০
বিষয়: গণিতটপিক: ত্রিভুজ (Triangle)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
২৫

২ টি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং তাদের বর্গের পার্থক্য ১০৮। সংখ্যা ২টির যোগফল কত?

.
.
১৮
✓ সঠিক উত্তর
.
২৪
.
১২

ব্যাখ্যা

সংখ্যা দুটি যথাক্রমে x এবং y
বিষয়: গণিতটপিক: পাটিগণিত প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
২৬

কোন সংখ্যার ৩৭% থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে?

.
৭৪
.
১১১
.
১৪৮
.
২০০
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ধরি সংখ্যাটি X
বিষয়: গণিতটপিক: শতকরা (Percentage)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
২৭

পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭:২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮:৩ হবে। তাদের বর্তমান বয়স কত?

.
৩২,৮
.
৩৫,১০
✓ সঠিক উত্তর
.
৩৫,১২
.
৩৬,১০

ব্যাখ্যা

ধরি,
পিতার বর্তমান বয়স = 7x বছর
এবং পুত্রের বয়স = 2x বছর
5 বছর পরে পিতার বয়স হবে = 7x + 5 বছর
এবং 5 বছর পরে পুত্রের বয়স হবে = 2x + 5 বছর
শর্তমতে,7x+5: 2x+5= 8:3
বিষয়: গণিতটপিক: বয়স (Ages)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
২৮

বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে?

.
১০৬৫০
.
১০৫৪৬
.
১০৬৪৮
✓ সঠিক উত্তর
.
১০৭৪৮
বিষয়: গণিতটপিক: সরল ও যৌগিক মুনাফা  (Simple & Compound interest)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
২৯

৬০ লিটারের কেরোসিন পেট্রোল এর অনুপাত ৭:৩ । ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে?

.
৭৫
.
৮০
✓ সঠিক উত্তর
.
৮২
.
৭২

ব্যাখ্যা

অনুপাত দ্বয়ের যোগফল= ৭+৩ = ১০ 
বিষয়: গণিতটপিক: অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
৩০

কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

.
১৮০°
.
১৭০°
.
২৭০°
.
৩৬০°
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

আমরা জানি, যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০
বিষয়: গণিতটপিক: ত্রিভুজ (Triangle)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
৩১

একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সেন্টিমিটার ও ৯ সেন্টিমিটার। ওই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার?

.

২০

.

৩৬

.

২৪

✓ সঠিক উত্তর
.

৪৯

ব্যাখ্যা

রম্বসের ক্ষেত্রফল = 1/2 কর্ণদ্বয়ের গুণফল
বিষয়: গণিতটপিক: চতুর্ভুজ (Quadrilateral)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
৩২

১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?

.
২৫
✓ সঠিক উত্তর
.
৩০
.
৩৫
.
৩৯

ব্যাখ্যা

স্বাভাবিক ক্রমিক সংখ্যার গড়=১ম সংখ্যা+শেষ সংখ্যা/২
বিষয়: গণিতটপিক: গড় (Average)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
৩৩

৪১ হতে ৯০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

.
.
১১
.
১২
✓ সঠিক উত্তর
.
১০

ব্যাখ্যা

41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 = 12 টি
বিষয়: গণিতটপিক: পাটিগণিত প্রাথমিক ধারণা (Basic Concept)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
৩৪

২০ জন শ্রমিক কোন কাজ ১২ দিনে সম্পন্ন করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ১০ জন শ্রমিক অন্যত্র চলে গেলে বাকি শ্রমিক কত দিনে কাজটি শেষ করতে পারবে?

.
.
✓ সঠিক উত্তর
.
১২
.
১০

ব্যাখ্যা

20 days need to do =1 work
বিষয়: গণিতটপিক: সময় ও কাজ (Time and work)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
৩৫

a3-9b3+(a+b)3এর একটি উৎপাদক (a-b) হলে অপরটি কত?

.
2a2-5ab-8b2
.
2a2-5ab+8b2
.
2a2+5ab+8b2
✓ সঠিক উত্তর
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

a3-b3+(a+b)3-(2b)3
বিষয়: গণিতটপিক: উৎপাদকে বিশ্লেষণ (Factorization)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
৩৬

একটি নল দ্বারা ১২ মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা ১ মিনিটে তা থেকে ১৫ লি. পানি বের হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় ২ টি নল একসঙ্গে খুলে দিলে ৪৮ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?

.
২২০
.
২৪০
✓ সঠিক উত্তর
.
২২৫
.
২৭২

ব্যাখ্যা

প্রথম নল দ্বারা পূর্ণ হয় চারবার, সুতরাং ২য় নল দ্বারা তিন বার
বিষয়: গণিতটপিক: নল ও চৌবাচ্চা (Pipes and cistern)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
৩৭

x-y=8, xy=5 হলে x3-y3+8(x+y)2 = কত?

.

1304

✓ সঠিক উত্তর
.

1034

.

1044

.

1372

ব্যাখ্যা

x^3-y^3+8(x+y)^2
বিষয়: গণিতটপিক: সরল-সহসমীকরণ (Simultaneous linear equations)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
৩৮

একটি চতুর্ভুজ আকতে হলে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্ত জানা প্রয়োজন?

.
.
.
✓ সঠিক উত্তর
.
বিষয়: গণিতটপিক: চতুর্ভুজ (Quadrilateral)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
৩৯

৫, ৪, ৮, ১১, ৭, ৯, ১২, ১০, ১৩ রাশি গুলি কে উর্ধ্বক্রমে সাজানো কততম রাশিটি মধ্যম হবে?

.
৩য়
.
৫ম
✓ সঠিক উত্তর
.
৪র্থ
.
২য়
বিষয়: গণিতরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)
৪০

O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে D বিন্দু AB জ্যা এর মধ্যবিন্দু হলে ODB = ?

.
৪৫°
.
৬০°
.
৯০°
✓ সঠিক উত্তর
.
১৮০°
বিষয়: গণিতটপিক: বৃত্ত (Circle)রেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সিনিয়র অফিসার (22-10-2021)