বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)

মোট প্রশ্ন: ৭৩

২১

মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করেন?

.
অধ্যাপক ইউসুফ আলী
✓ সঠিক উত্তর
.
জেনারেল এম.এ.জি ওসমানী
.
এইচ টি ইমাম
.
আতাউর রাহমান খান

ব্যাখ্যা

অধ্যাপক ইউসুফ আলী বাকশাল (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ) গঠিত হলে জাতীয় শ্রমিক লীগের প্রধান হন। মুজিবুর রহমানের মৃত্যুর পর মোশতাক সরকারের পরিকল্পনামন্ত্রী হন। পরে আওয়ামী লীগের (মিজান) সাধারণ সম্পাদক হন। অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে (২০.৮.১৯৭৫ থেকে ৯.১১.১৯৭৫) পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুজিবনগর সরকারের কার্যাবলীরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
২২

শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?

.
বাংলাদেশ লিবারেশন ফোর্স
.
ঢাকা গরিলা
.
সার্বভৌম বাংলা
.
ক্র্যাক প্লাটুন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ক্র্যাক প্লাটুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনী ও  তাদের দোসরদের বিরুদ্ধে ২ নং সেক্টরের অধীনে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংঘটিত দল। এ গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে ‘টিট এন্ড রান’ পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাস সৃষ্টি করে। মোফাজজাল হোসেন চৌধুরী ( মায়া) , গাজী দস্তগীর , নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, খালেদ মোশাররফ, এটিএম হায়দার, ইমাম শাফি রুমি প্রমুখ মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিভিন্ন গেরিলা ও রাজনৈতিক দলরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
২৩

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় ২০২১ সালে বাংলা সাহিত্য পুরস্কার পেয়েছেন কে?

.
মুহাম্মদ সামাদ
.
ইমতিয়ার শামীম
.
সাহিদা বেগম
✓ সঠিক উত্তর
.
অপরেশ বন্দ্যোপাধ্যায়

ব্যাখ্যা

সাহিদা বেগম (জন্ম ১৯৫৫) একজন বাংলাদেশী সাহিত্যিক ও আইনজীবী। তিনি বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদানের জন্য ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পুরস্কার ও সম্মাননারেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
২৪

কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক?

.
পাদ্মা
.
মেঘনা
✓ সঠিক উত্তর
.
যমুনা
.
তিস্তা

ব্যাখ্যা

বাংলাদেশের বৃহত্তম, দীর্ঘতম, প্রশস্ততম ও গভীরতম নদী মেঘনা। আসামের বরাক নদী নাগা - মনিপুর থেকে উৎপন্ন হয়ে সুরমা এবং কুশিয়ারা নাসে দুটি শাখায় বিভক্ত হয়ে সিলেট জেলায় প্রবেশ করেছে। সুরমা - কুশিয়ারা নদী আজমিরীগঞ্জ মিলিত হয়ে হয়ে কালনী নামে দক্ষিণে কিছুদূর প্রবাহিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এরপর ভৈরব বাজারের নিকট পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে মেঘনা নামে প্রবাহিত হয়ে চাঁদপুরের নিকট পদ্মার সাথে মিলিত হয়। আর পদ্মা মেঘনা মিলিত স্রোতধারা মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
২৫

BIDA এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কী ছিল?

.
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
.
বেসরকারি বিনিয়োগ বোর্ড
.
বিনিয়োগ বোর্ড
✓ সঠিক উত্তর
.
বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ

ব্যাখ্যা

BIDA এর পূর্ণরুপ Bangladesh Investment Development Authority । BIDA - এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম ছিলো বিনোয়োগ বোর্ড। BIDA ১ সেপ্টেম্বর ২০১৬ সালে যাত্রা শুরু করে এবং ঐ দিনই বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: BIDA- Bangladesh investment development authorityরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
২৬

বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদটি নিম্নরূপ-

.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা
.
প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা
✓ সঠিক উত্তর
.
বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা
.
সরকারের রাষ্ট্রভাষা বাংলা

ব্যাখ্যা

সংবিধানে ভাষা প্রসঙ্গটির উল্লেখ করা হয়েছে তিনটি স্থানে :৩, ২৩ এবং ১৫৩ সংখ্যক অনুচ্ছেদে। এগুলোর মধ্যে অনুচ্ছেদ ৩ - এ 'রাষ্ট্রভাষা', অনুচ্ছেদ ২৩ - এ 'জাতীয় ভাষা' এবং অনুচ্ছেদ ১৫৩ - তে বাংলা ও ইংরেজি পাঠ সংক্রান্ত বিধান রয়েছে। সংবিধানের ৩ অনুচ্ছেদে বলা হয়েছে, 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা'।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধানের অনুচ্ছেদসমূহরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
২৭

ICAO এর সদর দপ্তর কোথায়?

.
জেনেভো
.
মন্ট্রিল
✓ সঠিক উত্তর
.
নিউইয়র্ক
.
বন
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ICAOরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
২৮

পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান উভয় বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

.
জন বার্ডিন
.
লিনাস পাউলিং
.
পিয়েরে কুরি
.
মেরি কুরি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পদার্থ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নোবেল পুরস্কাররেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
২৯

হো চি মিন নগরীর পূর্ব নাম কী ছিল?

.
সায়গন
✓ সঠিক উত্তর
.
ভিয়েনতিন
.
হানয়
.
ভিয়েনতিয়েন
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অন্যান্য বিখ্যাত ব্যক্তিত্বরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
৩০

নিচের কোন দেশে সমুদ্রবন্দর নেই?

.
আলজেরিয়া
.
বেলজিয়াম
.
সুইজারল্যান্ড
✓ সঠিক উত্তর
.
মিশর

ব্যাখ্যা

কোনো দেশে যদি কোনোরূপ জলসীমা না থাকে তাকে স্থলবেষ্টিত দেশ বলে। বিশ্বে স্থলবেষ্ঠিত দেশের সংখ্যা ৪৫টি। ইউরোপ স্থলবেষ্টিত রাষ্ট্র ১৬টি। এ দেশ গুলোতে কোন সমুদ্র বন্দর নেই। যথা : হাঙ্গেরি,, সুইজারল্যান্ড, মলদোভা, চেক, প্রজাতন্ত্র, কসোভা, বেলারুশ, সার্বিয়াম অ্যান্ডোরা, লুক্সেমবার্গ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের প্রধান প্রধান সমুদ্রবন্দররেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
৩১

'Veto' শব্দের অর্থ কী?

.
এটা আমি জানিনা
.
এটা আমি মানি না
✓ সঠিক উত্তর
.
আমি সমর্থন করি
.
আমি মতামত দিবো না
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
৩২

চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর-

.
দশ ভাগের এক ভাগ
.
ছয় ভাগের এক ভাগ
✓ সঠিক উত্তর
.
চার ভাগের এক ভাগ
.
তিন ভাগের এক ভাগ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
৩৩

কোনও ই-মেইলে CC এর অর্থ কী?

.
Carbon copy
✓ সঠিক উত্তর
.
Close contact
.
Close circuit
.
Contact centre

ব্যাখ্যা

ই – মেইলে ব্যবহৃত ′CC′ এর অর্থ Carbon Copy । ই – মেইলে প্রাপকের ই – মেইল অ্যাড্রেস লেখার স্থানের (বক্স) ঠিক নিচের লাইনে আর একটি ঠিকানা (address) লেখার বক্স থাকে, যা হচ্ছে এই CC। এখানে অন্য একটি ঠিকানা লিখে দিলে একই মেইল ঐ ঠিকানাতেও চলে যাবে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
৩৪

. ২০২১ সালের টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয় করেন কে?

.
ইয়াং কিয়ান
✓ সঠিক উত্তর
.
কেটি লেভেকি
.
মার্সেল জ্যাকবস
.
ক্যালের ড্রেসেল
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের প্রথমরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
৩৫

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ২০২১ সালে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কোন দেশকে নতুন সদস্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি?

.
মঙ্গোলিয়া
.
তাজিকিস্তান
.
সুইজারল্যান্ড
.
জাম্বিয়া
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ৭৮ তম বাৎসরিক সাধারণ সভা ২০২১ এ মঙ্গোলিয়া তাজিকিস্তান ও সুইজারল্যান্ডকে নতুন সদস্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এর মধ্যদিয়ে এশিয়ার ২২ ও ২৩ তম সদস্য হিসেবে মঙ্গোলিয়া ও তাজিকিস্তান ও এবং ইউরোপের ৩৫ তম সদস্য হিসেবে সুইজারল্যান্ডের আত্মপ্রকাশ ঘটে। এই তিন দেশের অন্তভূক্তির মধ্যদিকে বর্তমানে আইসিসির সদস্য দেশ ১০৬টি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ক্রিকেট -Cricketরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
৩৬

'শশাঙ্ক' এর সমার্থক শব্দ কোনটি?

.
খরগোশ
.
সমুদ্র
.
সূর্য
.
চাঁদ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
৩৭

'আপণ' শব্দের অর্থ কোনটি শুদ্ধ?

.
দোকান
✓ সঠিক উত্তর
.
বাজার
.
দালাল
.
নিজ
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
৩৮

‘অমৃত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

.
তরল
.
গরল
✓ সঠিক উত্তর
.
কটু
.
তিক্ত
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
৩৯

হাত গুটিয়ে বসে আছে কেন? বাক্যে 'হাত' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

.
আয়ত্তে আনা
.
হস্তচ্যুত হওয়া
.
কার্যে বিরতি
✓ সঠিক উত্তর
.
দক্ষতা
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)
৪০

বিধির বিড়ম্বনা' এর বাগধারা কী?

.
অলক্ষ্মীর দশা
.
অগ্নি পরীক্ষা
.
অদৃষ্টের পরিহাস
✓ সঠিক উত্তর
.
আটক
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা (18-09-2021)