বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022

মোট প্রশ্ন: ৭৯

২১

‘মুরগী’ কি জাতীয় শব্দ

.
বাংলা
.
হিন্দি
.
আরবি
.
ফারসি
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
২২

বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক-

.
কুলীনকুর সর্বস্ব
.
শর্মিষ্ঠা
✓ সঠিক উত্তর
.
রত্নাবলী
.
নীল দর্পণ

ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যের প্রথমরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
২৩

ওষ্ঠ্য বর্ণ কোনটি?

.
.
.
.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণের সময়ে নিচের ঠোঁট কোনও উচ্চারণস্থান স্পর্শ করে সেসব ব্যঞ্জনধ্বনি ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি বলা হয়। বাংলা ভাষার "প", "ফ", "ব", "ভ", ও "ম" বর্ণগুলোর উচ্চারণ ওষ্ঠ্য বলা হয়। যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণে উভয় ঠোঁট স্পর্শ করা হয় সেগুলোকে বিশুদ্ধ ওষ্ঠ্য বলা হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
২৪

মেঘনাদবধ কাব্যে কয়টি সর্গ?

.
৯টি
✓ সঠিক উত্তর
.
১০টি
.
৭টি
.
৮টি

ব্যাখ্যা

মেঘনাদবধ কাব্য ১৯ - শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। কাব্যটি তার শ্রেষ্ঠ কর্ম হিসাবে বিবেচিত হয়। এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত।
বিষয়: বাংলাটপিক: কাব্যরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
২৫

আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক -

.
নিউটন
.
হাইগেনস
.
প্লাঙ্ক
✓ সঠিক উত্তর
.
ম্যাক্সওয়েল

ব্যাখ্যা

কার্ল আর্নস্ট লুডভিগ মার্কস প্ল্যানক জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন, যার শক্তির কোয়ান্টা আবিষ্কার তাকে 1918 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতিয়ে ছিল। প্লাংক তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অনেক অবদান রেখেছিলেন, কিন্তু পদার্থবিজ্ঞানী হিসাবে তার খ্যাতি মূলত কোয়ান্টাম তত্ত্বের জনক হিসাবে। তার এই অবদান পারমাণবিক পর্যায়ে মহাবিশ্বকে বোঝার ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করে। 1948 সালে জার্মান বৈজ্ঞানিক প্রতিষ্ঠান কাইজার উইলহেল সোসাইটি (যার মধ্যে প্লাংক দুবার সভাপতি ছিলেন) নামকরণ করেন ম্যাক্স প্লাংক সোসাইটি (এমপিএস)। এমপিএস এখন 83 টি প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক নির্দেশিকা বিস্তৃত প্রতিনিধিত্ব করে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: আলোরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
২৬

প্রবাল কোন Phylum এর প্রাণি?

.
Porifera
.
Cnidaria
✓ সঠিক উত্তর
.
Ahhelida
.
Arthropoda
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: প্রাণিজগতের শ্রেণিবিন্যাসরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
২৭

নিম্নের কোন করোটিক স্নায়ু চক্ষু পেশী সঞ্চালন এর সাথে সম্পর্কিত ?

.
Olfactory
.
Optic
✓ সঠিক উত্তর
.
Vagus
.
Trochlear
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মহাজাগতিক রশ্মিরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
২৮

পৃথিবীর সবচেয়ে বড় মাছ কোনটি?

.
নীল তিমি
.
তিমি হাঙর
✓ সঠিক উত্তর
.
সামুদ্রিক সানফিশ
.
তুনা মাছ
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মাছরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
২৯

রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কোনটি?

.
Panthera pardus
.
Platanista gangetica
.
Panthera tigris
✓ সঠিক উত্তর
.
Panthera leopard
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
৩০

যে মহাদেশে লাং ফিশ ( Lungfish) পাওয়া যায়-

.
দক্ষিণ আমেরিকা
✓ সঠিক উত্তর
.
এশিয়া
.
উত্তর আমেরিকা
.
কোনটিই নয়
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: জীববিজ্ঞানের শাখারেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
৩১

কোন আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ সংঘটিত হয়?

.
কমলা
.
বেগুনী
.
লাল
✓ সঠিক উত্তর
.
হলুদ
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: আলোর প্রকৃতিরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
৩২

PH (পিএইচ) এর স্কেল কত থেকে কত?

.
২ থেকে ৫
.
০ থেকে ১৪
✓ সঠিক উত্তর
.
০ থেকে ২০
.
২ থেকে ১৪
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ফলিত জীববিজ্ঞানরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
৩৩

Kranz অ্যানাটমি কোথায় পাওয়া যায়?

.
ধান
.
আম
.
ভুট্টা
✓ সঠিক উত্তর
.
জাম
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: আধুনিক বিজ্ঞানরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
৩৪

পৃথিবীর ভূ- ত্বকের মধ্যে কোন মৌলটি তৃতীয় সর্বোচ্চ?

.
লৌহ
.
অ্যালুমিনিয়াম
✓ সঠিক উত্তর
.
অক্সিজেন
.
সিলিকন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মৌলিক কণিকারেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
৩৫

পৃথিবীর শক্তির মূল উৎস কোনটি?

.
কয়লা
.
সূর্য
✓ সঠিক উত্তর
.
গ্যাস
.
জৈব পদার্থ

ব্যাখ্যা

পৃথিবীর সব শক্তির মূল উৎস সূর্য। সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে। সূর্য থেকে প্রতিনিয়ত যে পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তা সূর্যের উৎপন্ন শক্তির দুই শত কোটি ভাগের এক ভাগ মাত্র। এই সৌরশক্তির অফুরন্ত ভাণ্ডার আমাদের প্রতিদিনের নানারকম কাজের চাহিদা মেটায়। উদ্ভিদ এই শক্তি ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখে যা থেকে প্রাপ্ত শক্তি তারা রাসায়নিক শক্তিতে (অক্সিজেন ও স্বল্প পরিমাণ কার্বন যৌগ) পরিণত করে। বর্তমানে সৌরশক্তিকে ব্যবহার করে বাষ্প উৎপাদনের মাধ্যমে টারবাইন ও জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ ছাড়া রান্নার কাজে সৌরচুল্লি ব্যবহার করা হয়ে থাকে। এই সৌরশক্তি বারবার ব্যবহার করা যাবে। কখনোই শেষ হবে না। তাই সৌর শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: শক্তির উৎস ও ব্যবহাররেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
৩৬

জীবের দ্বি-পদ নামকরণ প্রবর্তক করেন-

.
Theophrastus
.
Linnaeus
✓ সঠিক উত্তর
.
Simpson
.
Aristotle
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: জীবের নামকরণরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
৩৭

কোনটি ইন-সিটু সংরক্ষণ এর উদাহরণ?

.
উদ্ভিদ উদ্যান
.
বন্যজীব অভয়ারণ্য
✓ সঠিক উত্তর
.
বীজ ব্যাংক
.
চিড়িয়াখানা

ব্যাখ্যা

ইন সিটু সংরক্ষণ (In - Situ Conservation): মূল প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ, জীবের নিজস্ব পরিবেশে সংরক্ষণ করাকে ইন - সিটু সংরক্ষণ বলে। ইন সিটু সংরক্ষনের উপায়: জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল , বায়োস্ফিয়ার রিজার্ভ প্রভৃতি।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: জীববিজ্ঞানের শাখারেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
৩৮

কত ডেসিবল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে?

.
৪০ ডেসিবল
.
৬০ ডেসিবল
✓ সঠিক উত্তর
.
৫০ ডেসিবল
.
১০ ডেসিবল

ব্যাখ্যা

নগরায়নের নতুন মহামারি -  শব্দ দূষণ। স্বাভাবিক বা সহনীয় শব্দের মাত্রা ৫৫ থেকে ৬০ ডেসিবেল। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, ৬০ ডেসিবেলের অধিক শব্দ যদি দীর্ঘসময় ধরে থাকে তাহলে সাময়িক বধিরতা আর ১০০ ডেসিবেলের বেশি হলে স্থায়ী বধিরতা (Permament Deafness) হতে পারে। সারা বিশ্বে ৫ ভাগ মানুষ শব্দ দূষণের শিকার।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পরিবেশরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
৩৯

মরুভূমিতে জন্মায় এ ধরনের উদ্ভিদকে কী বলা হয়?

.
হ্যালোফাইট
.
জেরোফাইট
✓ সঠিক উত্তর
.
হাইড্রোফাইট
.
মেসোফাইট
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: জীববিজ্ঞানের শাখারেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022
৪০

সালোকসংশ্লেষণ গাছের কোন অংশ সংগঠিত হয়?

.
ফুলে
.
মূলে
.
কান্ডে
.
পাতায়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মূলত পাতায় সালোকসংশ্লেষ প্রক্রিয়া সংঘটিত হলেও কিছু উদ্ভিদের মূল বা কাণ্ডেও এটি হতে পারে। সমুদ্রে সালোকসংশ্লেষণকারী মূল: গুলঞ্চের আত্তীকরণ মূল, পটলের মূল, অর্কিডের বায়বীয় মূল (ভেলামেন)। সমুদ্রে সালোকসংশ্লেষণকারী কাণ্ড: ফনীমনসা, বাজবরণ ও অন্যান্য উদ্ভিদের সবুজ কাণ্ড।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: উদ্ভিদজগৎরেফারেন্স: বন অধিদপ্তর | বিভিন্ন পদ | 01-02-2022