সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)

মোট প্রশ্ন: ১৩৮

পৃষ্ঠা এর পরবর্তী

কোন বানানটি শুদ্ধ?

.
দুঃ + গতি
✓ সঠিক উত্তর
.
দুর + গতি
.
দূর + গতি
.
দুস + গতি ।

ব্যাখ্যা

দুঃ + গতি বানানটি শুদ্ধ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)

সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি ?

.
বিশেষ্য ও বিশেষণ পদে
.
ক্রিয়া ও সর্বনাম পদে
✓ সঠিক উত্তর
.
বিশেষ্য ও ক্রিয়া পদে
.
বিশেষণ ও ক্রিয়া পদে

ব্যাখ্যা

সাধু ও চলিত রীতির মূল পার্থক্য সূচিত হয় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপভেদে। যেমন সাধু ও চলিত রূপ যথাক্রমে
বিষয়: বাংলাটপিক: সাধু ও চলিত ভাষার পার্থক্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)

'দুর্গতি ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

.
দুঃ + গতি
✓ সঠিক উত্তর
.
দুর + গতি
.
দূর + গতি
.
দুস + গতি ।

ব্যাখ্যা

পূর্বপদের বিসর্গের সঙ্গে পরপদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনির সন্ধিকে বলা হয় বিসর্গ সন্ধি । যেমনঃ দুঃ + গতি = দুর্গতি । আরো কয়েকটি উদাহরণ হলো -
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)

৪০০ জন লোকের একটি দলে ৩৭৫ জন ইংরেজি ও ২০০ জন বাংলায় কথা বলতে পারে। উভয় ভাষায় কথা বলতে পারে এমন লোকসংখ্যা কত?

.
২৫ জন
.
৭৫ জন
.
১৭৫ জন
✓ সঠিক উত্তর
.
২০০ জন

ব্যাখ্যা

৩৭৫ - ক + ক + ২০০ - ক = ৪০০
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)

'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?

.
নাটক
.
কাব্যগ্রন্থ
.
উপন্যাস
✓ সঠিক উত্তর
.
ছোট গল্প

ব্যাখ্যা

'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস জাতীয় রচনা।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)

'সিরাজাম মুনীরা ' কাব্যগ্রন্থের কবি কে?

.
আহসান হাবীব
.
ফররুখ আহমদ
✓ সঠিক উত্তর
.
আবুল হোসেন
.
সৈয়দ আলী আহসান

ব্যাখ্যা

'সিরাজুম মুনীরা ' কাব্যগ্রন্থের কবি ফররুখ আহমদ।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)

কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা?

.
কবিতা
.
উপন্যাস
.
গল্প
.
গীতিনাট্য
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের 'আলেয়া' গীতিনাট্য ধরনের রচনা।
বিষয়: বাংলাটপিক: কাজী নজরুল ইসলামরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)

কবিতার ছন্দ সাধারণত কত প্রকার?

.
২ প্রকার
.
৩ প্রকার
✓ সঠিক উত্তর
.
৪ প্রকার
.
৬ প্রকার

ব্যাখ্যা

কবিতার ছন্দ সাধারণত ৩ প্রকার।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)

'স্বভাব কবি ' বলা হয় কাকে?

.
সত্যেন্দ্রনাথ দত্ত
.
বিহারীলাল চক্রবর্তী
.
নবীনচন্দ্র সেন
.
গোবিন্দচন্দ্র দাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'স্বভাব কবি ' বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে।
বিষয়: বাংলাটপিক: কবিরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)
১০

'হুলিয়া' কবিতাটির রচয়িতা কে?

.
হুমায়ূন আহমেদ
.
নির্মলেন্দু গুণ
✓ সঠিক উত্তর
.
আবুল হাসান
.
শামসুর রাহমান
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)
১১

' মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন---- ।

.
শাহ গরীবুল্লাহ
.
সৈয়দ সুলতান
.
জৈনুদ্দীন
.
সৈয়দ হামজা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

' মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন - - সৈয়দ হামজা।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)
১২

মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?

.
চণ্ডীমঙ্গল
✓ সঠিক উত্তর
.
মনসামঙ্গল
.
অন্নদামঙ্গল
.
ধর্মমঙ্গল

ব্যাখ্যা

মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম চণ্ডীমঙ্গল।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)
১৩

নিচের কোনটি জীবনানন্দ দাসের রচনা ?

.
ঝরা পালক
✓ সঠিক উত্তর
.
অগ্নিবীণা
.
দোলনচাঁপা
.
পূবের হাওয়া

ব্যাখ্যা

অগ্নিবীণা, দোলনচাঁপা, পুবের হাওয়া কব্যেগ্রন্থগুলোর লেখক - - - কাজী নজরুল ইসলাম।
বিষয়: বাংলাটপিক: জীবনানন্দ দাশরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)
১৪

'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত..... ।

.
কাব্যনাটক
✓ সঠিক উত্তর
.
উপন্যাস
.
আত্মজীবনী
.
ছোটগল্প

ব্যাখ্যা

'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত... কাব্যনাটক।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)
১৫

'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?

.

হুমায়ূন কবির

✓ সঠিক উত্তর
.

আবুল ফজল

.

আকবর আলী

.

শওকত ওসমান

ব্যাখ্যা

'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা হুমায়ূন আহমেদ।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)
১৬

কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হয়?

.
লাঙল
.
নবযুগ
.
ধূমকেতু
.
বিজলী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বিজলী পত্রিকায় কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হয়।
বিষয়: বাংলাটপিক: কাজী নজরুল ইসলামরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)
১৭

মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?

.
চৈতন্যচরিতামৃত
.
বৈষ্ণব পদাবলি
.
শ্রীকৃষ্ণকীর্তন
✓ সঠিক উত্তর
.
শ্রীকৃষ্ণ বিজয়

ব্যাখ্যা

মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)
১৮

'বসন্তকুমারী' নাটকের নাট্যকার হলেন-----।

.
দীনবন্ধু মিত্র
.
মাইকেল মধুসূদন দত্ত
.
উমেশচন্দ্র মিত্র
.
মীর মশাররফ হোসেন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'বসন্তকুমারী' নাটকের নাট্যকার হলেন - - মীর মশাররফ হোসেন।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)
১৯

'সতী ময়না ' ও ' লোরচন্দ্রানী" আখ্যানের রচয়িতা কে?

.
দৌলত কাজী
✓ সঠিক উত্তর
.
শাহ মুহম্মদ সগীর
.
সৈয়দ সুলতান
.
সৈয়দ হামজা
বিষয়: বাংলাটপিক: রচয়িতারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)
২০

'ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ কোনটি?

.
বিশেষভাবে বিভাজন
.
বিশেষভাবে বিশ্লেষণ
✓ সঠিক উত্তর
.
বিশেষভাবে বিয়োজন
.
বিশেষভাবে সংযোজন

ব্যাখ্যা

'ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(06-09-2019)