১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)

মোট প্রশ্ন: ৮০

৪১

Log10(0.001)=?

.
3
.
-3
✓ সঠিক উত্তর
.
13
.
-13

ব্যাখ্যা

log10(0.001)
বিষয়: গণিতরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৪২

a2-3a,a3-9aa3-4a2+3a এর গ.সা.গু=?

.
a(a-3)
✓ সঠিক উত্তর
.
a-3
.
a
.
a(a+3)
বিষয়: গণিতটপিক: বীজগণিতীয় রাশিমালার ল.সা.গু ও গ.সা.গু (L.C.M & H.C.F of algebraic expressions )রেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৪৩

The father with his seven daughters ---- left the house .

.
have
.
are
.
has
✓ সঠিক উত্তর
.
was

ব্যাখ্যা

phrase - এর preposition - এর পরের অংশ বাক্যের subject হতে পারে না। সুতরাং প্রদত্ত বাক্যের sub হলো the father এবং verb left (verb এর p.p) । সুতরাং present prefect tense অনুযায়ী শূন্যস্থানে has বসবে।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৪৪

She has no test --- music.

.
of
.
for
✓ সঠিক উত্তর
.
to
.
in

ব্যাখ্যা

test - এর স্থলে taste হবে। Taste for something অর্থ কোন কিছুর পছন্দ বা রুচি। For যোগে বাক্যটির বাংলা : সংগীতে তার কোনো রুচি নেই।
বিষয়: ইংরেজিটপিক: Appropriate Prepositionরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৪৫

কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল।

.
The authority criticised him
.
The authority took him to task
✓ সঠিক উত্তর
.
The authority took him to book
.
The authority gave reins to him

ব্যাখ্যা

Take somebody to task অর্থ কাউকে তিরস্কার করা। সুতরাং প্রদত্ত বাক্যের সঠিক ইংরেজি : The authority took him to task ।
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৪৬

সে নদীর কাছে এক কুটিরে বাস করত।

.
He lived a hut close with river .
.
He lived in a hut close at the river.
.
He lived in a hut close to the river.
✓ সঠিক উত্তর
.
He lived in a hut close by the river.

ব্যাখ্যা

Close to something অর্থ কোন কিছুর নিকটে। আর কুটির এর ইংরেজি in a hut । সুতরাং প্রদত্ত বাক্যটির ইংরেজি : He lived in a hut close to the river ।
বিষয়: ইংরেজিটপিক: Translationরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৪৭

If he ---- a human being , he would not have done this .

.
is
.
was
✓ সঠিক উত্তর
.
had been
.
were

ব্যাখ্যা

If+ past indefinite--would/could/might+verb(base form).
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৪৮

The antonym of the word 'benign' is -

.
tenfold
.
peaceful
.
blessed
.
malignant
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Benign ( বিপদজনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন) - এর antonym হলো malignant ( অপকারী, ক্ষতিকর)। অন্যদিকে tenfold অর্থ দশগুণ, peaceful অর্থ শান্তিপূর্ণ আর blessed অর্থ আশীর্বাদপুষ্ট।
বিষয়: ইংরেজিটপিক: Antonymsরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৪৯

Do not --- what you can do today.

.
put on
.
put to
.
put off
✓ সঠিক উত্তর
.
put left

ব্যাখ্যা

Put off অর্থ স্থগিত রাখা। Put off যোগে বাক্যটির বাংলা : তুমি যা আজ করতে পারবে তা ফেলে রাখ না।
বিষয়: ইংরেজিটপিক: Idioms & Phrasesরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৫০

They tell us a tale about a tail. The word ' tale' is ---

.
noun
✓ সঠিক উত্তর
.
verb
.
adjective
.
adverb

ব্যাখ্যা

Article এবং preposition - এর মাঝে noun বসে। আর অর্থের দিক থেকেও tale( গল্প, কাহিনী ) শব্দটি noun।
বিষয়: ইংরেজিটপিক: wordsরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৫১

Move or die . (simple )

.
In case of your failure to move , you will die
✓ সঠিক উত্তর
.
You move , you will dir
.
If you move , you will die
.
Move sand die

ব্যাখ্যা

Simple বাক্যে একটি মাত্র finite verb ( সমাপিকা ক্রিয়া ) থাকে। সুতরাং প্রদত্ত বাক্যটিকে simple form হলো - In case of your failure to move, you will die ।
বিষয়: ইংরেজিটপিক: Simple Sentenceরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৫২

Which one is correct ?

.
Omnious
.
Extencion
.
Hesitasion
.
Mischievous
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Omnious - Correct one is - Ominous - Meaning - অশুভ
Extencion - Corrct one is - Extension - Meaning - প্রসার
Hesitasion - Correct one is - Hesitation - Meaning is - দ্বিধা
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৫৩

The opposite word of 'sluggish ' is -

.
animated
✓ সঠিক উত্তর
.
dull
.
heavy
.
slow
বিষয়: ইংরেজিটপিক: wordsরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৫৪

I saw him play. (passive)

.
He was seen by me play .
.
Play was seen him by me.
.
He was seen playing by me.
.
He was seen to play by me.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

bare infinitive যুক্ত বাক্যটির passive voice - এর structure : ob - কে sub + was/were + verb এর p.p + to + verb - এর base form + by + sub কে ob
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৫৫

'Boot leg' means to -

.
distribute
.
export
.
import
.
smuggle
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Boot leg ( শুল্ক ফাঁকি বা বেআইনিভাবে মদ চালাই, বিক্রি, আমদানি - রপ্তানি করা) অর্থ smuggle ।
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৫৬

While I ( Play) in the field, I saw a dead cow.

.
playing
.
was playing
✓ সঠিক উত্তর
.
played
.
were playing

ব্যাখ্যা

দুটি clause - এর মধ্যে যে clause টির কাজ চলছিল সেই clause টি while দ্বারা শুরু হয় এবং clause টি past tense - এ হলে অপর clause টি past continuous tense - এ হয়। সুতরাং play এর স্থলে was playing হবে সঠিক expression।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৫৭

But for your help I ---

.
would have failed
✓ সঠিক উত্তর
.
would fail
.
will fail
.
will have failed

ব্যাখ্যা

But for your help অর্থ if you had not helped ( যদি তুমি সাহায্য না করতে ) । সুতরাং এটি 3rd conditional - এর structure। আর তাই result clause টির structure হবে sub + would have + verb এর p.p ।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৫৮

Choose the correct sentence :

.
He had been hanged for murder .
.
He has been hunged for murder.
.
He was hanged for murder
✓ সঠিক উত্তর
.
He was hunged for murder .

ব্যাখ্যা

Hang( ফাঁসি দেয়া ) এর - p.p হলো hanged । সুতরাং past indefinite tense - এর passive structure অনুযায়ী সঠিক বাক্য He was hanged for murder ।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৫৯

I went there to seek a job ( Compound)

.
I went there and seeked a job
.
I went there so that I could seek a job
.
I went there for seeking a job .
.
I went there and sought a job .
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Simple বাক্যকে compound - এ রূপান্তরের ক্ষেত্রে and, or, but ইত্যাদি conjunction ব্যবহৃত হয়। সুতরাং বাক্যটির compound form হলো I went there and sought a job।
বিষয়: ইংরেজিটপিক: Compound Sentenceরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৬০

instead of 'confirm ' we can say ---

.
bear out
✓ সঠিক উত্তর
.
bear on
.
bear to
.
bear of

ব্যাখ্যা

Confirm ( দৃঢ়ভাবে প্রতিপন্ন করা ) এর পরিবর্তে আমরা বলতে পারি bear out ( নিশ্চিত করা; সমর্থন করা )।
বিষয়: ইংরেজিটপিক: Substitutionsরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)