১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)

মোট প্রশ্ন: ৮০

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৬১

what is the antonym of ' abduct '?

.
Take away unlawfully
.
Kidnap
.
Restore
✓ সঠিক উত্তর
.
None of them

ব্যাখ্যা

Abduct - অপহরণ করা
বিষয়: ইংরেজিটপিক: Antonymsরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৬২

He tried his best . ( Negative )

.
He did not try a little .
.
He did not stay unmoved.
.
He left no stone unturned .
✓ সঠিক উত্তর
.
He did not turn all stones .

ব্যাখ্যা

He tried his best ( সে সর্বোচ্চ চেষ্টা চালানো) এর - negative sentence হলো He left no stone unturned ( সেই চেষ্টার ত্রুটি করল না)।
বিষয়: ইংরেজিটপিক: Affirmative and Negative Agreementরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৬৩

She was used to --- the poor.

.
help
.
helped
.
helping
✓ সঠিক উত্তর
.
to help

ব্যাখ্যা

Be used to/ get used to এরপর verb - এর সাথে ing - যুক্ত হয়। সুতরাং শূন্যস্থানের জন্য যথাযথ verb form হলো helping।
বিষয়: ইংরেজিটপিক: Right Form of Verbsরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৬৪

Which is the noun of the work 'brief '?

.
briefly
.
brevity
✓ সঠিক উত্তর
.
brieve
.
but

ব্যাখ্যা

'Brife' ( সংক্ষিপ্ত) এর noun form হলো brevity ( সংক্ষিপ্ততা)
বিষয়: ইংরেজিটপিক: The Nounরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৬৫

It was high time we --- our habits.

.

changed

.

change

.

had chaged

✓ সঠিক উত্তর
.

should change

ব্যাখ্যা

It is high time- এরপর sub আসলে - এরপর verb - এর past form ব্যবহৃত হয়। Change এর past form হলো changed। এবং It was high time  এর প‌রে had + vpp হ‌বে।
বিষয়: ইংরেজিটপিক: Right Form of Verbsরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৬৬

Curd is made --- mill

.
of
.
by
.
in
.
from
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

made of - যে জিনিস দ্বারা কোনো কিছু তৈরি তা যদি ঐ জিনিসটার মধ্যে প্রত্যক্ষভাবে দেখা যায় তাহলে made of বসে।
বিষয়: ইংরেজিটপিক: Appropriate Prepositionরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৬৭

The Headmaster and the President of the school ---- present in the last meeting .

.
was
.
were
✓ সঠিক উত্তর
.
had been
.
have been

ব্যাখ্যা

Headmaster এবং president - এর পূর্বে the থাকায় পৃথক পৃথক ব্যক্তিকে বোঝাচ্ছে। সুতরাং verb টি plural হবে। Last meeting (গত সভা) থাকাতে বাক্যটি past indefinite tense - এ হবে এবং শূন্যস্থানে were বসবে।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৬৮

কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?

.
ডেনমার্ক
.
কেনিয়া
.
বেইজিং
.
মেক্সিকো
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রশাসনে প্রথম নারীরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৬৯

বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

.
পুণ্ড্র
✓ সঠিক উত্তর
.
তাম্রলিপ্ত
.
গৌড়
.
হরিকেল

ব্যাখ্যা

বাংলার বিভিন্ন আংশ তখন বঙ্গ, পুন্ড্র, গৌড়, হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় ১৬ টি জনপদে বিভক্ত ছিল। বাংলার জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হচ্ছে পুন্ড্র। প্রন্ড্র জনপদের অবস্থান: বৃহত্তর বগুড়া, রাজশাহী , রংপ্ুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাচীন বাংলার জনপদরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৭০

বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত ?

.
দ্রাবিড়
.
নেগ্রিটো
.
ভোটচীন
.
অস্ট্রিক
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

নৃ - বিজ্ঞানীদের মতে পৃথিবীর চারটি প্রধান গোষ্ঠীর আগমন ঘটেছে বাংলায়। এদের মধ্যে অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির উদ্ভব হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ক্ষুদ্র জনগোষ্ঠীর উল্লেখযোগ্য ঘটনারেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৭১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের -

.
জানুয়ারি মাসে
.
ফেব্রুয়ারি মাসে
✓ সঠিক উত্তর
.
জুলাই মাসে
.
আগস্ট মাসে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ১৯৬৬ সালের ৬ দফারেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৭২

'সংগ্রাম ও 'প্রত্যাশা ' কী?

.
ধানের প্রজাতি
.
পাখির প্রজাতি
.
বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
✓ সঠিক উত্তর
.
বাংলাদেশ বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নৌ বাহিনীরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৭৩

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
✓ সঠিক উত্তর
.
তাজউদ্দিন আহমদ
.
সৈয়দ নজরুল ইসলাম
.
খন্দকার মোশতাক আহমেদ

ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ঠ্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও উপদেষ্টা খন্দকার মোশতাক আহমেদ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুজিবনগর সরকারের কার্যাবলীরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৭৪

ইউনেস্কোর কততম সম্মেলন ২১ ফেব্রয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?

.

৩০ তম

✓ সঠিক উত্তর
.

৩২ তম

.

৩৩ তম

.

৩৪ তম

বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মাতৃভাষা দিবসরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৭৫

দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরুস্কৃত করে?

.
EU
.
IDB
.
ADB
.
IFRC
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

২০১৬ সালে দুর্যোগ ব্যবস্থাপনায় অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট দিয়েছে ইন্টার্নেশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটি (IFRC)।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: IFBCরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৭৬

'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে?

.
৩৭ তম
.
৪৭ তম
.
৫৭ তম
✓ সঠিক উত্তর
.
৬৭ তম
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বঙ্গবন্ধু স্যাটেলাইট -১,২রেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৭৭

২০২৩ সালের সার্ক সাহিত্য পুরুষ্কার লাভ করেন কে?

.
সেলিনা হোসেন
.
শামসুর রাহমান
.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
✓ সঠিক উত্তর
.
ফকরুল আলম

ব্যাখ্যা

সার্ক সাহিত্য পুরস্কার সার্ক লেখক ও সাহিত্য প্রতিষ্ঠান (ফসওয়াল) কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কারবিশেষ। ২০০১ সাল থেকে অনিয়মিতভাবে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। শামসুর রাহমান, মহাশ্বেতা দেবী, জয়ন্ত মহাপাত্র, অভি সুবেদী, মার্ক টালি, সীতাকান্ত মহাপাত্র, উদয় প্রকাশ, সুমন পোখরেল এবং অভয় কে এ পুরস্কারের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তন্মধ্যে, নেপালী কবি, গীতিকার এবং অনুবাদক সুমন পোখরেল একমাত্র লেখক হিসেবে এ পুরস্কার দুইবার পেয়েছেন। ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরষ্কার পেয়েছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। ২০২৩ সালে সার্ক সাহিত্য পুরস্কার পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: SAARC-সার্করেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৭৮

বিশ্ব মানবাধিকার দিবস কবে?

.
৮ মার্চ
.
৫ অক্টোবর
.
১০ ডিসেম্বর
✓ সঠিক উত্তর
.
২৪ সেপ্টেম্বর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্ব মানবাধিকার দিবসরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৭৯

SMS এর পূর্ণরুপ কী?

.
Short Message Service
✓ সঠিক উত্তর
.
Short mail service
.
Simple Message Service
.
Simple Mail Service
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
৮০

বিগ এ্যাপেল কোন শহরের নাম?

.
নতুন দিল্লি
.
ইসলামাবাদ
.
নিউইয়র্ক
✓ সঠিক উত্তর
.
শিকাগো
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)