১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)

মোট প্রশ্ন: ৮০

পৃষ্ঠা এর পরবর্তী

'তামার বিষ ' বাগধারটির অর্থ কী?

.
অর্থের কুপ্রভাব
✓ সঠিক উত্তর
.
অপচয়
.
ক্ষণস্থায়ী বস্তু
.
কৃপনের কড়ি
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)

'বীণাপাণি' সমস্ত পদটি কোন সমাস ?

.
ব্যধিকরণ বহুব্রীহি
✓ সঠিক উত্তর
.
ব্যতিহার বহুব্রীহি
.
মধ্যপদলোপী বহুব্রীহি
.
অলুক বহুব্রীহি
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)

বাংলা বর্ণমালার উৎস কী?

.
তিব্বতি লিপি
.
ব্রাহ্মী লিপি
✓ সঠিক উত্তর
.
খরোষ্ঠী লিপি
.
দেবনাগরি লিপিউ
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)

'খ্রিস্টান ' কোন জাতীয় মিশ্র শব্দ?

.

ইংরেজি + বাংলা

✓ সঠিক উত্তর
.

ইংরেজি + আরবি

.

ইংরেজি + ফারসি

.

ইংরেজি + তৎসম

ব্যাখ্যা

'খ্রিস্টান ' ইংরেজি + বাংলা জাতীয় মিশ্র শব্দ।
বিষয়: বাংলাটপিক: মিশ্র শব্দরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)

'Call it a day' - এর যথার্থ অনুবাদ কোনটি?

.
পুনরায় শুরু করা
✓ সঠিক উত্তর
.
খুবই গুরুত্বপূর্ণ কাজ
.
কাউকে ডেকে আনা
.
একটি স্বরণীয় দিন

ব্যাখ্যা

call it a day (phrase) দিনের কাজ শেষ হয়ে গেছে বলে ধরে নেওয়া; শুরু থেকে কার্য করো
বিষয়: বাংলাটপিক: অনুবাদরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)

'মরি ! মরি! কী সুন্দর প্রভাতের রুপ ' - এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?

.
যন্ত্রণা
.
বিরক্তি
.
সম্মতি
.
উচ্ছ্বাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন
বিষয়: বাংলাটপিক: অব্যয় পদরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)

সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?

.
কমা
✓ সঠিক উত্তর
.
দাঁড়ি
.
কোলন
.
সেমিকোলন
বিষয়: বাংলাটপিক: সম্বোধন পদরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)

'Book Post ' এর পারিভাষিক রুপ কোনটি?

.
ডাকঘর
.
খোলাডাক
✓ সঠিক উত্তর
.
উপবিধি
.
লেখস্বত্ব
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)

কোনটি দেশি শব্দের উদাহরণ ?

.
লুঙ্গি
.
খােকা
.
সম্রাট
.
গঞ্জ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: দেশি শব্দরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
১০

কোনটি রুপক কর্মধারয় সমাস ?

.
করকমল
.
কালস্রোত
✓ সঠিক উত্তর
.
করপল্লব
.
কচুকাটা

ব্যাখ্যা

রূপক কর্মধারায়ঃ উপমান ও উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রুপক কর্মধারায় সমাস বলে ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
১১

'উষ্ণীয়' এর শব্দার্থ -

.
অত্যন্ত উষ্ণ
.
কুসুম কুসুম উষ্ণ
.
পাগড়ি
✓ সঠিক উত্তর
.
শীতের আমেজ

ব্যাখ্যা

উষ্ণীষ সংস্কৃত শব্দ; যার অর্থ - পাগড়ি, কেরীট।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
১২

'নাটিকা ' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

.
সমার্থে
.
ক্ষুদ্রার্থে
✓ সঠিক উত্তর
.
বৃহদার্থে
.
বিপরীতার্থে
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
১৩

'শিরে - সংক্রান্তি ' বাগধারটির অর্থ কী?

.
আসন্ন -বিপদ
✓ সঠিক উত্তর
.
মাথা ব্যথা
.
মহাবিপদ
.
মাথার বোঝা
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
১৪

'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?

.
বৈষয়িক অধিকরণ
.
ভাবাধিকরণ
.
অভিব্যাপক অধিকরণ
.
ঐকদেশিক অধিকরণ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: অধিকরণ কারকরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
১৫

বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

.
প্রমথ চৌধুরী
✓ সঠিক উত্তর
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
মোতাহার হোসেন চৌধুরী
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
১৬

বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি ?

.
৫ টি
.
৩টি
✓ সঠিক উত্তর
.
৪ টি
.
১ টি
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
১৭

নিচের কোনটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?

.
মাস্টার
.
পোশাক
✓ সঠিক উত্তর
.
জিনিস
.
পোস্ট মাস্টার
বিষয়: বাংলাটপিক: ণ-ত্ব বিধান এবং ষ-ত্ব বিধানরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
১৮

'দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

.
দুঃ + লোক
.
দুই + লোক
.
দ্বি + লোক
.
দিব্ + লোক
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ৷
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
১৯

সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না - এর উদাহরণ কোনটি?

.
অগ্রনায়ক
✓ সঠিক উত্তর
.
রতন
.
আপন
.
অনুষ্ঠান

ব্যাখ্যা

সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। যেমন, অগ্রনায়ক, ত্রিনয়ন।
বিষয়: বাংলাটপিক: ণ-ত্ব বিধান এবং ষ-ত্ব বিধানরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)
২০

ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -

.
ধাতু প্রত্যয়
.
শব্দ প্রত্যয়
.
কৃৎ প্রত্যয়
✓ সঠিক উত্তর
.
তদ্ধিত প্রত্যয়
বিষয়: বাংলাটপিক: ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়রেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (30-08-2019)