প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)

মোট প্রশ্ন: ৭৫

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৬১

"টাকায় টাকা আনে"-এখানে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?

.
কর্তৃকারকে ৭মী
✓ সঠিক উত্তর
.
কর্মকারকে ৭মী
.
অপাদানে ৭মী
.
করণ কারকে ৭মী

ব্যাখ্যা

বাক্যের কর্তাকেই বলা হয় কর্তৃকারক । অর্থাৎ বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে । বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক । বাক্যের ক্রিয়াকে কে/কারা দিয়ে প্রশ্নের উত্তরে কর্তৃকারক পাওয়া যায় । যেমন: টাকায় টাকা আনে । এ বাক্যে যদি প্রশ্ন করা হয় 'কে টাকা আনে?' উত্তর পাই টাকায় । এখানেই টাকাই কর্তা এবং এটি কর্তৃকারক ।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৬২

শুদ্ধ বাক্য কোনটি?

.
দৈন্যতা নিন্দনীয়
.
ফুল দেখতে সুন্দর
.
দরিদ্রতা অভিশাপ
✓ সঠিক উত্তর
.
ভূল লিখতে ভুল করো না
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৬৩

'তুমি না বলেছিলো এখানে আসবে"- এখানে 'না' এর ব্যবহার কি অর্থে ?

.
প্রশ্নবোধক
.
না-বোধক
.
বিস্ময়সূচক
.
'হ্যা' বোধক
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এানে 'না' এর অর্থ 'হ্যা' অর্থে ব্যবহার হয়েছে।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৬৪

"বর্ণ" হচ্ছেঃ -

.
ধ্বনির শ্রুতিগ্রাহ্য রুপ
.
ধ্বনি নির্দেশক প্রতীক
✓ সঠিক উত্তর
.
একইসঙ্গে উচ্চারিত ধ্বনি গুচ্ছ
.
শব্দের ক্ষুদ্রতম অংশ

ব্যাখ্যা

বর্ণকে ধ্বনি নির্দেশক প্রতিক বলা হয়।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৬৫

'তেপান্তর' কোন সমাসের উদাহরণ?

.
কর্মধারয়
.
বহুব্রীহী
.
দ্বিগু
✓ সঠিক উত্তর
.
অব্যয়ীভাব

ব্যাখ্যা

তেপান্তর = তিন প্রান্তরের সমাহার, এটি দ্বিগু সমাসের উদাহরণ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৬৬

"সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে।" বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?

.
বিশেষ্য
✓ সঠিক উত্তর
.
বিশেষণ
.
সর্বনাম
.
অব্যয়

ব্যাখ্যা

এখানে 'সুন্দর' একটি বিশেষ্য
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৬৭

আমি , তুমি ও সে -

.
সবাই
.
আমরা
✓ সঠিক উত্তর
.
আমাদের
.
সকলে

ব্যাখ্যা

তুমি, আমি ও সে = আমরা
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৬৮

"বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে ' বাক্যটি কোন শ্রেণির?

.
জটিল
.
মিশ্র
.
যৌগিক
✓ সঠিক উত্তর
.
সরল

ব্যাখ্যা

এবং, কিন্তু, নতুবা ইত্যাদি থাকলে যৌগিক বাক্য হয়
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৬৯

"সকল শিক্ষকগণ আজ উপস্থিত' বাক্যটি কোন দোষে দুষ্ট?

.
গুরুচণ্ডালী দোষ
.
বিদেশী শব্দ দোষ
.
দুর্বোধ্যতা দোষ
.
বাহুল্য দোষ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এটি একটি বাহুল্য দোষ
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৭০

"আ মরি বাংলা ভাষা"-এ "আ" দ্বারা কী প্রকাশ করা হয়েছে?

.
আনন্দ
✓ সঠিক উত্তর
.
আশা
.
আবেগ
.
আনুগত্য

ব্যাখ্যা

‘আ’ মনোভাববাচক অব্যয় দ্বারা আনন্দ, বিস্ময়, খেদ প্রভৃতি মনোভাব প্রকাশিত হয়। যেমন: ‘আ’ মরি বাংলা ভাষা’ এখানে ‘আ’ দ্বারা আনন্দ প্রকাশ করা হয়েছে।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৭১

"মেঘলা" কি ধরনের শব্দ ?

.
বিশেষ্য
.
বিশেষণ
✓ সঠিক উত্তর
.
বিশেষ্যের বিশেষণ
.
ক্রিয়া বিশেষণ

ব্যাখ্যা

বিশেষণ হচ্ছে বাংলা ব্যাকরণের একটি পদ যা বাক্যের অন্য কোন পদের (বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের) দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৭২

"শাহনামা" গ্রন্থটি কার রচিত?

.
আলাওল
.
শাহ মুহম্মদ সগীর
.
ফেরদৌসী
✓ সঠিক উত্তর
.
বাহরাম খা

ব্যাখ্যা

"শাহনামা" গ্রন্থটি ফেরদৌসী কর্তৃক রচিত।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৭৩

শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?

.
গণনা, গনিকা, শোনিত
.
গণনা, গণিকা, শোণিত
✓ সঠিক উত্তর
.
গনণা, গণিকা, শোনিত
.
গননা, গণিকা, শোনিত

ব্যাখ্যা

গণনা, গণিকা, শোণিত শব্দে স্বভাবতই ‘ণ’ হয়েছে। এরকম আরো কিছু শব্দ: বাণিজ্য, লবণ, কণিকা, বিপণি, নিপুণ, লাবণ্য, গৌণ, শাণ।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৭৪

"সিত" শব্দের সমার্থক শব্দ কোনটি?

.
বস্ত্র
.
শুক্ল
✓ সঠিক উত্তর
.
শীত
.
অদবধকার

ব্যাখ্যা

'সিত' শব্দের সমার্থক শব্দগুলো হলো শুষ্ক, শুভ্র, শ্বেত, বিশদ, গৌর, ধবল, সফেদ ।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
৭৫

একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?

.
অনাসৃত স্বর
.
একাক্ষর স্বর
.
যৌগিক স্বর
✓ সঠিক উত্তর
.
মৌলিক স্বর

ব্যাখ্যা

একই সঙ্গে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বলে । যেমন : আ + ই = আই, আ + ই = আয় ।
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)