প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)

মোট প্রশ্ন: ৭৫

পৃষ্ঠা এর পরবর্তী

'আইসিসি ক্রিকেট বিশ্বকাপ -২০১৯' এর খেলোয়াড় 'উইলিয়ামসন' কোন দেশের খেলোয়ার?

.
নিউজিল্যান্ড
✓ সঠিক উত্তর
.
সাউথ আফ্রিকা
.
ওয়েস্ট ইন্ডিজ
.
ইংল্যান্ড

ব্যাখ্যা

উইলিয়ামসন : Williamson; জন্ম: ৮ আগস্ট, ১৯৯০) বে অব প্লেন্টি এলাকার তৌরাঙ্গায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় টেস্ট ক্রিকেটার।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আইসিসি ওয়ার্ল্ড টি ২০রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)

বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সোহরাই?

.
সাঁওতাল
✓ সঠিক উত্তর
.
গারো
.
চাকমা
.
মারমা

ব্যাখ্যা

সাওতালদের প্রধান উৎসব - সোহোরাই
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ক্ষুদ্র জনগোষ্ঠীর উল্লেখযোগ্য ঘটনারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)

অসমাপ্ত 'অদ্ভুত সাগর' গ্রন্থটি কে সমাপ্ত করেন?

.
লক্ষণ সেন
✓ সঠিক উত্তর
.
বল্লাল সেন
.
আলাউদ্দিন খিলজি
.
সম্রাট আকবর

ব্যাখ্যা

অদ্ভুত সাগর গ্রন্থটি রচনা করেন লক্ষন সেন
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৫ টি মহাসাগররেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?

.
.
১৫
✓ সঠিক উত্তর
.
১৭
.
২৪

ব্যাখ্যা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) হলো ভবিষ্যত আর্ন্তজাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং “টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা” হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করেছে। এসব লক্ষ্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা কে প্রতিস্থাপন করেছে, যা ২০১৫ সালের শেষ নাগাদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। SDGs - এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে । ২৫ - ২৭সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক UN Sustainable Development Summit এ বিভিন্ন দেশের সরকার প্রধানদের আলোচনার মধ্যমে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের বিষয়বস্তু Transforming our world: the 2030 Agenda for Sustainable Development
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)

কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার নেয়?

.

১৯৯০ সালের ৩রা আগস্ট

✓ সঠিক উত্তর
.

১৯৯০ সালের ৩রা মে

.

১৯৯০ সালের ৩ রা জুলাই

.

১৯৯০ সালের ৩রা সেপ্টেম্বর

ব্যাখ্যা

বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার নেয় ১৯৯০ সালের ৩রা আগষ্ট
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বর্ষপঞ্জিকারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)

বাংলায় 'স্বাধীন সুলতানী'শাসন প্রতিষ্ঠা করেন কে?

.
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি
.
নবাব সিরাজউদ্দৌলা
.
ফখরুদ্দিন মোবারক শাহ
✓ সঠিক উত্তর
.
নবাব আলীবর্দী খান

ব্যাখ্যা

১৩৩৮ সালে বাংলায় স্বাধীন সুলতানী যুগের সূচনা করেন ফখরুদ্দিন মোবারক শাহ । বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি । তিনি ১২০৪ সালে বাংলা জয় করেন । বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা । আলীবর্দী খান ছিলেন তার নানা ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলায় স্বাধীন সুলতানি আমলরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

.
মস্কো
.
সাংহাই
✓ সঠিক উত্তর
.
ওয়াশিংটন
.
দিল্লী

ব্যাখ্যা

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিক্স দেশসমূহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আন্তর্জাতিক সংস্থারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)

কার পৃষ্ঠোপাষকতায় 'নালন্দা বিশ্ববিদ্যালয়' জ্ঞান -বিজ্ঞানের প্রাণকেন্দ্র হয়ে উঠে?

.
দেবপাল
.
ধর্মপাল
✓ সঠিক উত্তর
.
বিগ্রহ পাল
.
নারায়ণপাল

ব্যাখ্যা

ধর্মপালের পৃষ্ঠপোষকতায় লালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্টা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঢাকা ও অন্যান্য বিশ্ববিদ্যালয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)

এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?

.
ইয়াংসিকিয়াং
✓ সঠিক উত্তর
.
ইউফ্রেটিস
.
ব্রহ্মপুত্র
.
হোয়াংহো

ব্যাখ্যা

এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং । নদীটি চীনে অবস্থিত । তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: এশিয়া মহাদেশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
১০

ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত?

.
হরমুজ
.
বসফরাস
.
জিব্রাল্টার
✓ সঠিক উত্তর
.
দার্দানেলিস

ব্যাখ্যা

ভূমধ্যসাগর (ইংরেজি: Mediterranean Sea) ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী একটি সাগর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৫ টি মহাসাগররেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
১১

বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়?

.
১৯৭২ সালের ২৩ মার্চ
.
১৯৭২ সালের ১২ অক্টােবর
.
১৯৭২ সালের ৪ নভেম্বর
.
১৯৭২ সালের ১১ জানুয়ারি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় 11 জানুয়ারি, 1972 সালে । 1972 সালের 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করা হয় ( যা 26 মার্চ 1971 সালে কার্যকর হয় )। 1972 সালের 12 অক্টোবর খসড়া সংবিধান প্রণয়ন কমিটিরে দ্বিতীয় অধিবেশনে ড. কামাল হোসেন কর্তৃক খসড়া সংবিধান উত্থাপন করা হয় । 4 নভেম্বর, 1972 সালে গণপরিষদ কর্তৃক খসড়া সংবিধান গৃহীত হয় । 4 নভেম্বর বাংলাদেশের সংবিধান দিবস ‌।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধান, সবিধান সম্পর্কীয় তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
১২

মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

.
তাজউদ্দীন আহমদ
.
খন্দকার মোশতাক আহমেদ
.
এ এইচ এম কামরুজ্জামান
✓ সঠিক উত্তর
.
এম মনসুর আলী

ব্যাখ্যা

মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ. এইচ. এম কামরুজ্জামান ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুজিবনগর সরকারের কার্যাবলীরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
১৩

বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?

.
৮ জুন
.
২০ জুন
.
৫ জুন
✓ সঠিক উত্তর
.
১৯ জুন

ব্যাখ্যা

1972 সাল থেকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্ব পরিবেশ দিবস-International Environment dayরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
১৪

কোন মুসলিম শাসনকালকে 'স্বর্ণযুগ' বলা হয়?

.
বখতিয়ার খলজি
.
সম্রাট শাহজাহান
.
হুসেন শাহ
✓ সঠিক উত্তর
.
সম্রাট বাবর

ব্যাখ্যা

মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন সম্রাট বাবর । সম্রাট শাহজাহান ছিলেন মুঘল শিল্প স্থাপত্যের প্রধান পুরোধা । বাংলায় মুসলিম শাসনের গোড়াপত্তন করেন বক্তিয়ার খলজি । আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় । তিনি 26 বছর বাংলা শাসন করেন ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলায় মুসলিম শাসনামলরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
১৫

ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি শহিদ দিবসকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন তারিখে?

.
১৯৯৯ সালের ২০ ফেব্রুয়ারি
.
১৯৯৯ সালের ১৭ নভেম্বর
✓ সঠিক উত্তর
.
২০০০ সালের ২১ ফেব্রুয়ারি
.
২০০০ সালের ২৬ মার্চ

ব্যাখ্যা

ইউনেস্কো 21 ফেব্রুয়ারির শহীদ দিবসকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয় 17 নভেম্বর 1999 সালে । 2000 সালের 21 ফেব্রুয়ারিতে বিশ্বের 188 টি দেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: একুশে ফেব্রুয়ারী, ১৯৫২রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
১৬

"নৌকায় নদী পার হলাম' নৌকায় কোন কারকে কোন বিভক্তি?

.

কর্মে ৭ মী

.

করণে ৭মী

✓ সঠিক উত্তর
.

অধিকরণে ৫মী

.

সম্প্রদানে ৪র্থী

ব্যাখ্যা

ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক বা উপকরণকেই করণ কারক করণ বলে । প্রদত্ত 'নৌকায় নদী পার হলাম' বাক্যে 'নৌকা' মাধ্যমটির দ্বারা নদী পার হওয়া বুঝাচ্ছে ।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
১৭

"আমি যাব তবে কাল যাব"- এটি কি ধরনের বাক্য?

.
যৌগিক বাক্য
✓ সঠিক উত্তর
.
জটিল বাক্য
.
মিশ্র বাক্য
.
সরল বাক্য

ব্যাখ্যা

পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয় একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে । যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, বরং, তবে, তথাপি প্রভৃতি অব্যয় সংযুক্ত বা সম্মিলিত থাকে । যেমন: আমি যাব তবে কাল ।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
১৮

"অতিকায়" শব্দের বিপরীত শব্দ কোনটি?

.
অল্প
.
অণু
.
ক্ষুদ্রকায়
✓ সঠিক উত্তর
.
বৃহৎ
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
১৯

কোন বানানটি শুদ্ধ?

.
অথিতি
.
অতীথি
.
অতিথি
✓ সঠিক উত্তর
.
অতিথী

ব্যাখ্যা

শুদ্ধ বানান হলো অতিথি। কতিপয় গুরুত্বপূর্ণ বানান: অহ্ন, অশীতিপর, অপরাহ্ণ, অশ্বত্থ, অশরীরী, অত্যধিক, অন্যূন, জ্যেষ্ঠ, গভর্নর, উদীচী।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)
২০

"গায়ক" এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

.
গো + অক
.
গৈ + য়ক
.
গা +য়ক
.
গৈ + অক
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

তৎসম স্বরসন্ধির ক্ষেত্রে এ, ঐ, ও, ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয় । যেমন:
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৩য় ধাপ-৩৬৯৭-03) (21-06-2019)