প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)

মোট প্রশ্ন: ৬৩

পৃষ্ঠা এর পরবর্তী

'বেলা অবেলা কালবেলা'র লেখক কে?

.
সুকান্ত ভট্রাচার্য
.
জীবনানন্দ দাশ
✓ সঠিক উত্তর
.
কাজী নজরুল ইসলাম
.
সিকান্দার আবু জাফর
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)

'দিন যায় কথা থাকে'- এখানে 'যায়' কী অর্থে ব্যবহৃত হয়েছে?

.
গমন
.
অতিবাহিত
✓ সঠিক উত্তর
.
বলা
.
ধারাবাহিকতা

ব্যাখ্যা

এখানো ‘যায়’ ‘অতিবাহিত’ অর্থে ব্যবহৃত হয়েছে। কারন দিন এখানে পার হয়ে যাচ্ছে এমনটা বুঝায়। তবে অনেকে ‘ধারাবাহিকতা’ উত্তর হবে বলে দাবী করেন।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)

'কুসুমিত' শব্দের প্রকৃতি -প্রত্যয় কোনটি?

.
কুসুম + ত
.
কুসুম + ইত
✓ সঠিক উত্তর
.
কুসুম + ঈত
.
কুসুম + উত

ব্যাখ্যা

কুসুম + ইত = কুসুমিত
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)

'কিরণ' এর সমার্থক নয়-

.
রশ্মি
.
প্রভা
.
কর
.
রবি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এখানে রবি এর সমার্থক শব্দ হলো ‍সূর্য। রবি শব্দটি বাদে বাকি সকল শব্দই কিরণ এর সমার্থক শব্দ।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)

'হাট-বাজার' কোন অর্থে দ্বন্দ্ব সমাস ?

.
বিপরীতার্থে
.
মিলনার্থে
.
বিরোধার্থে
.
সমার্থে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

হাট - বাজার সমার্থক শব্দ যোগে গঠিত সমাস।
বিষয়: বাংলাটপিক: দ্বন্দ্ব সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)

'তাসের ঘর' - অর্থ কী?

.
পূর্ণস্থায়ী
.
ক্ষণস্থায়ী
✓ সঠিক উত্তর
.
তাস খেলার ঘর
.
দীর্ঘস্থায়ী
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)

'অঘারাম বাস করে অজপাড়া গায়ে' 'অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ ?

.
খাঁটি বাংলা
✓ সঠিক উত্তর
.
বিদেশি
.
তৎসম
.
তদ্ভব

ব্যাখ্যা

বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক সূচক শব্দাংশ রয়েছে, যেগুলো স্বাধীন পথ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের আগে বসে নতুন নতুন শব্দ গঠন করে, এসব শব্দকে উপসর্গ বলে। বাংলা ভাষায় ২১ টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আন, আব, আড়, ইতি, উন, কদ, ক, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। উল্লেখ্য আ, সু, বি, নি এ চারটি উপসর্গ বাংলা ও তৎসম শব্দে ব্যবহৃত হয়।
বিষয়: বাংলাটপিক: খাঁটি বাংলা উপসর্গরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)

বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?

.
১০
✓ সঠিক উত্তর
.
১১
.
.

ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। অর্ধমাত্রা বর্ণ ৮ টি। পূর্ণমাত্রা বর্ণ ৩২ টি৷
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)

শুদ্ধ বানান কোনটি?

.
সমিচীন
.
সমীচীন
✓ সঠিক উত্তর
.
সমিচিন
.
সমীচিন
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)
১০

'রবীন্দ্র' এর সন্ধি বিচ্ছদ কোনটি?

.
রবি +ইন্দ্র
✓ সঠিক উত্তর
.
রবি + ঈন্দ্র
.
রব + ইন্দ্র
.
রবী +ইন্দ্র
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)
১১

বিরাম চিহ্নের অপর নাম কী?

.
ছেদ চিহ্ন
✓ সঠিক উত্তর
.
স্থির চিহ্ন
.
বিশ্রাম চিহ্ন
.
বিভাজন চিহ্ন
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)
১২

ইতিহাস রচনা করেন যিনি-

.
ইতিহাস লেখক
.
ঐতিহাসিক
✓ সঠিক উত্তর
.
ইতিহাসবেত্তা
.
ঐতিহাসিকতা
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)
১৩

কোনটি শুদ্ধ বাক্য?

.
আমার বড় দূরাবস্থা
.
আমার বড় দুরবস্থা
✓ সঠিক উত্তর
.
আমার বড় দূরবস্থা
.
আমার বড় দূরাবস্থা
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)
১৪

'অক্ষির' সমীপে'র সংক্ষেপ হলো -

.
নিরপেক্ষ
.
পরোক্ষ
.
সমক্ষ
✓ সঠিক উত্তর
.
প্রত্যক্ষ
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)
১৫

'অলীক' এর বিপরীত শব্দ -

.
সত্য
✓ সঠিক উত্তর
.
মিথ্যা
.
আশা
.
অনীষা

ব্যাখ্যা

অলীক' এর বিপরীত শব্দ সত্য।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)
১৬

'আমি' 'আমার' এগুলো কোন সর্বনাম পদ ?

.
ব্যতিহারিক
.
সাকুল্যবাচক
.
অস্তিবাচক
.
ব্যক্তিবাচক
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে। ব্যক্তিবাচক বা পুরুষবাচক: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: সর্বনামরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)
১৭

ভাষার মূল উপকরণ কী?

.
শব্দ
.
বাক্য
✓ সঠিক উত্তর
.
ধ্বনি
.
বর্ণ

ব্যাখ্যা

১। ভাষার মূল উপকরণ – বাক্য
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)
১৮

শুদ্ধ বানান কোনটি?

.
আশক্তি
.
আষক্তি
.
আসক্তী
.
আসক্তি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ত্ব, তা, নী, ণী, সভা, পরিষদ, জগৎ, বিদ্যা, তত্ত্ব শব্দের শেষে যোগ হলে ঈ - কার না হয়ে ই - কার হবে।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)
১৯

'ষোড়শ' এর সন্ধি বিচ্ছদ কোনটি?

.
ষড় + অশ
.
ষট্ + দশ
✓ সঠিক উত্তর
.
ষট + অশ
.
ষট + দশ

ব্যাখ্যা

কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলো কি নিপাতনে সিদ্ধ সন্ধি বলে ।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)
২০

নিত্য সমাসের উদাহরণ কোনটি?

.
অপব্যয়
.
বাগদত্তা
.
দেশান্তর
✓ সঠিক উত্তর
.
বনজ
বিষয়: বাংলাটপিক: নিত্য সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(২য় ধাপ-৭৪৮৩) (31-05-2019)