১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)

মোট প্রশ্ন: ৭৬

৪১

who is calling me ? (Passive )

.
By whom am I called ?
.
By whom I am called ?
.
By whom I was called ?
.
By whom am I being called?
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Active voice এ who থাকলে Passive voice - এর শুরুতে By whom + auxiliary verb + active এর object এর subject form + being (tense অনুযায়ী) + v.p.p ... যেমন:
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৪২

The roads of Rajshahi are wider -

.
than those of Dhaka
✓ সঠিক উত্তর
.
than Dhaka
.
than that of Dhaka
.
than Dhaka's roads

ব্যাখ্যা

তুলনা করার ক্ষেত্রে কোন sentence-এ পূর্ববর্তী noun টি singular হলে তার পরিবর্তে that of এবং noun টি plural হলে তার পরিবর্তে those of বসে।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৪৩

A speech full of too many word is -

.
A big speech .
.
Maiden Speech .
.
An unimportant speech .
.
A verbose speech
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যে বক্তব্যে অনেক বেশি শব্দ (words) বা বাগাড়ম্বর থাকে, সাহিত্যের ভাষায় তাকে বলে Verbose Speech । সুতরাং সঠিক উত্তর (ঘ)।
বিষয়: ইংরেজিটপিক: wordsরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৪৪

Credit tk. 5000 ---- my account .

.
with
.
to
✓ সঠিক উত্তর
.
in
.
for

ব্যাখ্যা

কারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা অর্থে ' credit ' verb - টির সাথে 'to' Preposition ব্যবহৃত হয়। I have credited 5000 tk to your account। কিন্তু টাকার পরিমাণটি যদি বাক্যের শেষে উল্লেখিত হয় , তাহলে preposition 'with' ব্যবহৃত হবে। যেমন - Your account has been credited with Tk. 5000।
বিষয়: ইংরেজিটপিক: Appropriate Prepositionরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৪৫

All love flower s. (Interrogative)

.
Who does not love flower?
✓ সঠিক উত্তর
.
Who do not love flower?
.
Who did not love flower ?
.
Do all love flower?

ব্যাখ্যা

Everybody/everyone/all যুক্ত Assertive sentence কে interrogative করার নিয়ম: Who + sub এবং tense অনুযায়ী don't/didn't/doesn't বসে + verb এর base form + verb এর পরের অংশ + ? যেমন:
বিষয়: ইংরেজিটপিক: Interrogative Sentenceরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৪৬

His behavior surprised me . (Passive )

.
I surprised at his behavior
.
I was surprised with his behavior
.
I had been surprised at has behaviour
.
I was surprised at his behaviour
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

অনেক ক্ষেত্রে Active Voice এর Subject - কে Object করার সময় by ছাড়া অন্য preposition যেমন - to, at, on, with ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন:
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৪৭

While living in poverty , the poet had to ---- a great deal of sufferings .

.
see through
.
put up with
✓ সঠিক উত্তর
.
pass by
.
fall back

ব্যাখ্যা

See through - তদন্ত করা,
বিষয়: ইংরেজিটপিক: Poet Laureateরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৪৮

The word 'Camouflage' means -

.
disguise
✓ সঠিক উত্তর
.
difficult
.
heavy
.
dangerous

ব্যাখ্যা

Camouflage - কূটবেশ/ছদ্মবেশ,
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৪৯

It burns the prettiest of any wood. (passive )

.
No other wood is as pretty is burns
.
No other wood burns is as pretty as it .
.
No other wood burns as pretty as it.
✓ সঠিক উত্তর
.
No other wood burn as pretty as it .

ব্যাখ্যা

Superlative degree - কে Positive degree করার নিয়ম: No other + Superlative degree এর পরের অংশ + Verb (Person অনুযায়ী) + So + Superlative degree এর Positive form + as + প্রদত্ত sentence এর Subject.
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৫০

Anybody can apply for the post . Here 'anybody' is -

.
Possessive pronoun
.
Indefinite pronoun
✓ সঠিক উত্তর
.
Distributive pronoun
.
Relative Pronoun

ব্যাখ্যা

কোন বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্টব্যক্তি বা বস্তুকে বুঝাতে যে pronoun ব্যবহৃত হয় তাকে Indefinite pronoun বলে। যেমন: Anybody, None, Many, One, Some ইত্যাদি।
বিষয়: ইংরেজিটপিক: Indefinite Pronounsরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৫১

'Once in a blue moon ' means -

.
full moon night
.
very rarely
✓ সঠিক উত্তর
.
very often
.
moonlit night

ব্যাখ্যা

Once in a blue moon - Phrase - টির অর্থ কদাচিৎ, একদা। এক্ষেত্রে very rarely সঠিক উত্তর ।
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৫২

I opened the door as soon as I --- the bell.

.
have heard
.
was hearing
.
heard
✓ সঠিক উত্তর
.
am heard

ব্যাখ্যা

As soon as/ So soon as অর্থ যেইমাত্র/যখনি। As soon as/ So soon as To Subordinate clause it যে Tense এর হয়, পরের Principal clause - টিও সমজাতীয় Tense এর হয়। যেমন: I opened the door as soon as I heard the bell.
বিষয়: ইংরেজিটপিক: Right Form of Verbsরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৫৩

He talks as if-

.
he was mad
.
he is mad
.
he were mad
✓ সঠিক উত্তর
.
he will be mad

ব্যাখ্যা

As though/as if এর প্রথম অংশ present indefinite tense এর হলে পরের অংশ past indefinite tense হয়। যেমনঃ He talks as if he were mad.
বিষয়: ইংরেজিটপিক: Right Form of Verbsরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৫৪

He parted ---- his friends in tears.

.
with
.
from
✓ সঠিক উত্তর
.
against
.
beside

ব্যাখ্যা

কাউকে বিদায় জানানাের ক্ষেত্রে part এর পর preposition হিসেবে from ব্যবহৃত হয়। যেমন: He parted from his friends in tears.
বিষয়: ইংরেজিটপিক: Appropriate Prepositionরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৫৫

বিশ্ব অটিজম দিবস পালন করা হয়?

.
৫ অক্টোবর
.
২৯ জানুয়ারি
.
২ এপ্রিল
✓ সঠিক উত্তর
.
৯ জুলাই

ব্যাখ্যা

বিশ্ব অটিজম দিবস - ২ এপ্রিল এবং বিশ্ব শিক্ষক দিবস - ৫ অক্টোবর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্ব অটিজম দিবসরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৫৬

শেখ হাসিনা সেনানিবাস কােথায় অবস্থিত ?

.
বটেশ্বর, সিলেট
.
ঘাটাইল, টাঙ্গাইল
.
লেবুখালী, পটুয়াখালী
✓ সঠিক উত্তর
.
ভাটিয়ারি, চট্রগ্রাম
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৫৭

বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?

.
ভারত-বাংলাদেশ সীমান্ত
✓ সঠিক উত্তর
.
ভারত -পাকিস্তান সীমান্ত
.
পাকিস্তান-চীন সীমান্ত
.
মায়ানমার-থাইল্যান্ড সীমান্ত

ব্যাখ্যা

বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত হচ্ছে ভারত - বাংলাদেশ সীমান্ত। ১ম ও ২য় বৃহত্তম সীমান্ত যথাক্রমে 'যুক্তরাষ্ট্র ও কানাডা' এবং 'আর্জেন্টিনা ও চিলি'।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বৃহত্তমরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৫৮

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে?

.
যুক্তরাষ্ট্র
✓ সঠিক উত্তর
.
যুক্তরাজ্য
.
ভারত
.
কানাডা

ব্যাখ্যা

ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়। পরবর্তীতে ২০০০ সালে ১৮৮ টি দেশে সম্মিলিতভাবে এ দিবসটি পালিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতাে বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি সম্বলিত ডাক টিকেট প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ডাক ব্যবস্থারেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৫৯

ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ' ইউরো ' চালু করতে বাধ্য নয়?

.
নেদার‌ল্যান্ডস ও যুক্তরাজ্য
.
নিউজিল্যান্ড ও ডেনমার্ক
.
ডেনমার্ক ও যুক্তরাজ্য
✓ সঠিক উত্তর
.
সুইডেন ও বেলজিয়াম

ব্যাখ্যা

১৯৫৭ সালে স্বাক্ষরিত রােম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরােপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এই ইউনিয়নভুক্ত দেশগুলাের একক মুদ্রা ইউরাে। যা ১ জানুয়ারি, ১৯৯৯ সালে চালু হয়। ১৯টি ইউরােপীয় ইউনিয়নভুক্ত দেশে বর্তমানে ইউরাে চালু আছে। তবে ডেনমার্ক ও যুক্তরাজ্য ইউরাে মুদ্রা গ্রহণে বাধ্য নয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইউরোপ মহাদেশেরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৬০

বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে?

.
১৯৯৮
✓ সঠিক উত্তর
.
১৯৯৭
.
২০০১
.
১৯৯৯
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বঙ্গবন্ধু সেতু-Bangbandhu Bridgeরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)