১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)

মোট প্রশ্ন: ৭৬

পৃষ্ঠা এর পরবর্তী

শুদ্ধ বানান কোনটি?

.
ষ্টেশন
.
রুগ্ন
✓ সঠিক উত্তর
.
বিপ্রকর্স
.
সাধারন

ব্যাখ্যা

শুদ্ধ বানান হলো - স্টেশন , বিপ্রকর্ষ , সাধারণ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)

'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

.
তুর্কি
.
আরবি
✓ সঠিক উত্তর
.
ফারসি
.
ফরাসি

ব্যাখ্যা

আরবি শব্দসমূহ মূলত দুভাগে ব্যবহৃত হয়। যথা -
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)

'পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে' - বাক্যে 'জল' কোন কারকে কোন বিভক্তি?

.
কর্তৃকারকে ৭মী
.
কর্মকারকে শূন্য
✓ সঠিক উত্তর
.
কর্তৃকারকে শূন্য
.
করণ কারকে শূন্য

ব্যাখ্যা

'পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে' - বাক্যে 'জল' কর্ম কারকে শূন্য বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)

কোনটি 'নিপাতনে সিদ্ধ' প্রত্যয়যুক্ত শব্দ?

.
শৈব
.
সৌর
✓ সঠিক উত্তর
.
দৈব
.
চৈত্র

ব্যাখ্যা

উপাসক অর্থে: শিব + ষ্ণ = শৈব।
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)

অর্থ অনুসারে 'হরিণ' কোন ধরণের শব্দ ?

.
যৌগিক
.
মৌলিক
.
যোগরুঢ়
.
রুঢ়ি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

রূঢ় বা রূঢ়ি শব্দ: প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন -
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)

বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা , অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে -

.
৩২,৮,১০
✓ সঠিক উত্তর
.
৩২,৭,১১
.
৩০,৮,১২
.
৩২,৭,৯

ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় বর্ণসংখ্যা ( স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি) - ৫০টি। তন্মধ্যে মাত্রাহীন বর্ণ ১০ টি ( স্বরবর্ণ ৪ টি - এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬ টি - ঙ, ঞ, ৎ, ং, ঁ)। অর্ধমাত্রার বর্ণ ৮ টি ( স্বরবর্ণ ১টি - ঋ এবং ব্যঞ্জনবর্ণ ৭ টি - খ, গ, ণ, থ, প, শ)। পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি ( স্বরবর্ণ ৬ টি ব্যঞ্জনবর্ণ ২৬ টি)।
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)

নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?

.
শুকনো
.
সাথে
.
জুতা
✓ সঠিক উত্তর
.
বুনো

ব্যাখ্যা

জুতা - জুতা, সহিত - সাথে, বন্য - বুনো, শুষ্ক - শুকনো।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)

উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে ) বসাতে হবে -

.
কমা
✓ সঠিক উত্তর
.
কোলন
.
কোলন ড্যাস
.
হাইফেন

ব্যাখ্যা

উদ্ধরণ চিহ্নের পূর্বে (খন্ড বাক্যের শেষে) কমা বসাতে হবে। যেমন - অধ্যক্ষ বললেন , "ছুটি পাবেন না। "
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)

'খাতক'এর বিপরীত শব্দ -

.
অনিষ্ট
.
লায়েক
.
লোকসান
.
মহাজন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'খাতক' অর্থ ঋণী, অধমর্ণ, দেনাদার। মহাজন অর্থ সুদের বিনিময়ে ঋণ দেয়া যার পেশা, উত্তমর্ণ। সুতরাং 'খাতক' - এর বিপরীতার্থক শব্দ মহাজন।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
১০

Phoneme শব্দের অর্থ -

.
শব্দমূল
.
নাম প্রকৃতি
.
রুপ
.
ধ্বনিমূল
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বা একককে বলা হয় ধ্বনিমূল বা phoneme এই ধ্বনিমূল বা phoneme থেকেই ধ্বনিতত্ত্বের নাম হয়েছে Phonology
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
১১

'অরুণরাঙা' কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?

.
উপমিত কর্মধারয়
.
রুপক কর্মধারয়
.
অলুক তৎপুরুষ
.
উপমান কর্মধারয় সমাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। এতে একটি বিশেষ্য ও অপরটি বিশেষণ থাকে। যেমন -
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
১২

'হ্ম' এর সঠিক বিশ্লেষণ কোনটি?

.
ক +ষ
.
হ +ম
✓ সঠিক উত্তর
.
হ +ন
.
ষ +ণ

ব্যাখ্যা

দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয় । এরুপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ (Ligature ) গঠিত হয়। 'হ্ম' এখানে এরুপ একটি সংযুক্ত বর্ণ । কারণ, হ + ম = হ্ম । উল্লেখ্য, ক + ষ‌ = ক্ষ, হ + ন = হ্ন, ষ + ণ = ষ্ণ ।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
১৩

Apenthesis - এর অর্থ -

.
স্বরসঙ্গতি
.
স্বরাগম
.
অভিশ্রুতি
.
অপিনিহিতি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পরের ই - কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই - কার বা উ - কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি (Apenthesis) বলে।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
১৪

'ভাস্বর' -এর সন্ধি বিচ্ছেদ কী?

.
ভাস্ +সর
.
ভাস + কর
.
ভাঃ + কর
✓ সঠিক উত্তর
.
ভা + স্বর

ব্যাখ্যা

নিয়ম: বিসর্গযুক্ত ই /উ ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে বিসর্গের স্থলে ষ্ হয় এবং বিসর্গযুক্ত অ / আ ধ্বনির পর ক/খ / প / ফ থাকলে বিসর্গের স্থলে স্ হয়।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
১৫

আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?

.
আমটা খাও
✓ সঠিক উত্তর
.
সবাই এখানো আসুন
.
সুখী হও
.
নিজের দিকে খেয়াল রাখ

ব্যাখ্যা

যখন কাওকে কিছু করতে বলা হয় যেমন অনুরোধ বা আদেশ করা, তখন বর্তমান কালের সেই অবস্থাকে বর্তমান অনুজ্ঞা বলা হয় যেমন:
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
১৬

'চক্ষুদান'- বাগধারাটির অর্থ কী?

.
পক্ষপাতিত্ব করা
.
সৌভাগ্য লাভ
.
চুরি করা
✓ সঠিক উত্তর
.
নষ্ট করা

ব্যাখ্যা

চক্ষুদান করা (চুরি) – পকেটমার আমার কলমটা চক্ষুদান করে নিয়ে গেল।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
১৭

গুণ ও বৃদ্ধি বলা হয়-

.
কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
✓ সঠিক উত্তর
.
কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
.
নাম -প্রকৃতির পরিবর্তনকে
.
প্রাতিপদিকের পরিবর্তনকে

ব্যাখ্যা

প্রকৃতির শেষে প্রত্যয় যােগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে গুণ বলে। ই / - ি কার বা ঈ / - কার থাকলে এ / - কার হবে। যেমন -
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
১৮

নিচের কোন শব্দটি প্রাতিপদিক ?

.
লাঙল
✓ সঠিক উত্তর
.
দম্পতি
.
লেখা
.
সাধিত
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
১৯

কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?

.
নেতা
.
কবি
✓ সঠিক উত্তর
.
দাতা
.
বাদশা
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
২০

'আমন্ত্রণ' শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়?

.
আহ্বান
.
নিমন্ত্রণ
.
প্রত্যাবন
✓ সঠিক উত্তর
.
আবাহন

ব্যাখ্যা

আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ - নিমন্ত্রণ, আহ্বান, আবাহন, আহূতি, ডাক, সম্বাষণ,নেমন্তন্ন
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)