NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021

মোট প্রশ্ন: ৮০

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৬১

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতকের অধিকারী কে?

.
রিকি পন্টিং
.
শচীন টেন্ডুলকার
✓ সঠিক উত্তর
.
সনাৎ জয়সুরিয়া
.
সাঈদ আনোয়ার
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ক্রিকেট -Cricketরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৬২

বিশ্ব পানি দিবস (World Water Day) কোনটি?

.
২০ ফেব্রুয়ারি
.
২০ আগস্ট
.
২২ মার্চ
✓ সঠিক উত্তর
.
২১ এপ্রিল

ব্যাখ্যা

পানির গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘ ১৯৯২ সালে ২২ মার্চকে বিশ্ব পানি দিবস’ পালনের প্রস্তাব গ্রহণ করে। আর ১৯৯৩ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৬৩

আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?

.
নীল নদ
✓ সঠিক উত্তর
.
কঙ্গো
.
নাইজার
.
কোকো
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৭ টি মহাদেশরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৬৪

পক প্রণালি কোন দুটি দেশকে আলাদা করেছে?

.
ভারত ও বাংলাদেশ
.
ভারত ও শ্রীলংকা
✓ সঠিক উত্তর
.
মালয়েশিয়া ও সিঙ্গাপুর
.
মার্কিন যুক্তরাষ্ট ও মেক্সিকো

ব্যাখ্যা

প্রণালী হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থুলভাগকে বিচ্ছিন্ন করে। অর্থাৎ প্রণালী একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলধারাকে সংযুক্ত ও করে। পক প্রণালী বঙ্গোসাগর ও আবর সাগরকে যুক্ত করে আর ভারত ও শ্রীলংকারকে পৃথক করে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৬৫

ন্যানো সেকেন্ড হলো-

.
এক সেকেন্ডের দশ কোটি ভাগের এক ভাগ
.
এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ
✓ সঠিক উত্তর
.
এক সেকেন্ডের ১ কোটি ভাগের এক ভাগ
.
এক সেকেন্ডের ১০ লক্ষ ভাগের এক ভাগ
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৬৬

পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত?

.
আফ্রিকা
.
এশিয়া
✓ সঠিক উত্তর
.
উত্তর আমেরিকা
.
ইউরোপ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৭ টি মহাদেশরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৬৭

'অগ্নি' শব্দের সমার্থক নয় কোনটি?

.
অনল
.
বহ্নি
.
পাবক
.
মিহির
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৬৮

'Manifesto' এর বাংলা পরিভাষা কী?

.
পান্ডুলিপি
.
শপথ
.
ইশতেহার
✓ সঠিক উত্তর
.
সমীক্ষা
বিষয়: বাংলাটপিক: পরিভাষারেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৬৯

ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?

.
অবগত হওয়া
.
বাক্য ধারণা
.
বিশেষভাবে উচ্চারণ
.
বিশেষভাবে বিশ্লেষণ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৭০

'খোদা' কোন ভাষার শব্দ?

.

আরবি শব্দ

.

ফরাসি শব্দ

.

ফারসি শব্দ

✓ সঠিক উত্তর
.

পাঞ্জাবি শব্দ

বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৭১

নিচের কোনটি শিস ধ্বনি?

.
✓ সঠিক উত্তর
.
.
.
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৭২

'ক্ষ' এই যুক্তব্যঞ্জন এ কি কি বর্ণ আছে?

.
ক্+ষ
✓ সঠিক উত্তর
.
হ্+ম
.
ম্+ম
.
ঞ্+জ
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৭৩

লাফ> ফাল- কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

.
সমীভবন
.
বিষমীভবন
.
স্বরাগম
.
ধ্বনি বিপর্যয়
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: ধ্বনি পরিবর্তনরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৭৪

"চিলেকোঠার সেপাই' কার রচিত উপন্যাস?

.
আখতার ইলিয়াস
.
আখতারুজ্জামান ইলিয়াস
✓ সঠিক উত্তর
.
আকতার জামান ইলিয়াস
.
ইলিয়াস খান
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৭৫

'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?

.
অবগত হওয়া
.
বাক্য ধারনা
.
বিশেষভাবে উচ্চারণ
.
বিশেষভাবে বিশ্লেষণ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৭৬

নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?

.

বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত

✓ সঠিক উত্তর
.

সমাসবদ্ধ পদে গন্ধি করা অনুচিত

.

ধাতুর সঙ্গে যুক্ত উপসর্গে সন্ধি করা অনুচিত

.

উপরের কোনোটিই নয়

বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৭৭

নিচের কোনটি 'নঞ তৎপুরুষ সমাসের উদাহরণ?

.
নিত্ত
.
আলুনি
✓ সঠিক উত্তর
.
নাকে খত
.
দায়ে ঠেকা
বিষয়: বাংলাটপিক: তৎপুরুষ সমাসরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৭৮

একাধিক পদের এক পদীকরণের নাম-

.
সন্ধি
.
সমাস
✓ সঠিক উত্তর
.
কারক
.
বাগধারা
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৭৯

নিচের কোন বাগধারাটির অর্থ মোসাহেব?

.
খয়ের খাঁ
✓ সঠিক উত্তর
.
কাছা ঢিলা
.
চিনির বলদ
.
লেফাফা দুরন্ত
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021
৮০

অপাদানে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?

.
অর্থ অনর্থ ঘটায়
.
এ মেঘে বৃষ্টি হয় না
.
বাবাকে বড্ড ভয় পায়
✓ সঠিক উত্তর
.
পাপে বিরত হও
বিষয়: বাংলাটপিক: বিভক্তিরেফারেন্স: NSI জুনিয়র_ফিল্ড_অফিসার 24.09.2021