বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)

মোট প্রশ্ন: ৬১

পৃষ্ঠা এর পরবর্তী

মানবদেহে শব্দ উৎপন্ন করে -

.

ঠোঁট

.

জিহ্বা

.

মুখ

.

স্বরযন্ত্র

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

স্বরযন্ত্র, বা স্বর বাক্স, ঘাড়ে অবস্থিত এবং শরীরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে। স্বরযন্ত্রটি গিলতে, শ্বাস নেওয়া এবং স্বর উৎপাদনের সাথে জড়িত। শব্দ উৎপন্ন হয় যখন স্বরতন্ত্রীর মধ্য দিয়ে প্রবাহিত বায়ু তাদের কম্পন ঘটায় এবং গলবিল, নাক এবং মুখের মধ্যে শব্দ তরঙ্গ সৃষ্টি করে
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)

বাংলা স্বরবর্ণ কয়টি?

.
নয়টি
.
দশটি
.
এগারটি
✓ সঠিক উত্তর
.
বারটি

ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ আছে। এর মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। স্বরধ্বনি দ্যোতক সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)

নায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

.
নায়ক
.
নৈ+অক
✓ সঠিক উত্তর
.
নৌ+অক
.
নৌ+আক

ব্যাখ্যা

নায়ক এর সন্ধি বিচ্ছেদ নৈ+অক।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)

'নানা নাতিকে চাঁদ দেখাচ্ছেন' এ বাক্যে কোনটি প্রযোজ্য কর্তা?

.
নাতি
✓ সঠিক উত্তর
.
নানা
.
চাঁদ
.
দেখাচ্ছে

ব্যাখ্যা

কে দেখাচ্ছে? উঃ নানা(প্রযোজক কর্তা)
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)

সমাস কত প্রকার? 

.
৪ প্রকার
.
৫ প্রকার
.
৬ প্রকার
✓ সঠিক উত্তর
.
৭ প্রকার

ব্যাখ্যা

প্রকারভেদ প্রথাগত বাংলা ব্যাকরণে সমাস ছয় প্রকার: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি ও অব্যয়ীভাব সমাস। তবে আধুনিক বাংলা ব্যাকরণে সমাস চার প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ ও বহুব্রীহি সমাস; এক্ষেত্রে বর্তমানে অব্যয়ীভাব সমাসকে তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সমাস শব্দের অর্থ - সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। পরস্পর অর্থসঙ্গতিবিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস সাধারণত ছয় প্রকার। যথা:
১। দ্বন্দ্ব সমাস ২। কর্মধারয় সমাস
৩। তৎপুরুষ সমাস ৪। দ্বিগু সমাস
৫। অব্যয়ীভাব সমাস ও ৬। বহুব্রীহি সমাস।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)

বিশুদ্ধ বানান কোনটি?

.
অভিশাপ
✓ সঠিক উত্তর
.
অভীশাপ
.
অভিসাপ
.
অভিষাপ

ব্যাখ্যা

অভিশাপ অর্থ অভিসম্পাত। অভীশাপ, অভিসাপ, অভিষাপ এই জাতীয় শব্দ বাংলা ডিকশনারিতে নাই।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)

কোনটি বিবাহ শব্দের প্রতিশব্দ নয় ? 

.

পরিণয়

.

পাণি গ্রহন

.

পাণি পীড়ন

.

পাণি প্রর্থী

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পাণি প্রার্থী - - বিবাহ শব্দের প্রতিশব্দ নয়।
পরিণয়, পানি গ্রহণ, প্রাণী পীড়ন - - বিবাহ শব্দের প্রতিশব্দ।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)

হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে ? 

.

সেলিনা হোসেন

.

পান্না কায়সার

✓ সঠিক উত্তর
.

আলাউদ্দিন আল আজাদ

.

সালমা হোসেন

ব্যাখ্যা

'হৃদয়ে বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা লেখক ও রাজনীতিবিদ পান্না কায়সার। তিনি ১৯৯৬ - ২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের একজন সাংসদ ছিলেন। তার রচিত আরাে কয়েকটি গ্রন্থ : মুক্তিযুদ্ধ : আগে ও পরে, নীলিমায় নীল, অন্য কোনখানে, রাসেলের যুদ্ধযাত্রা।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)

একাত্তরের যীশু গল্পটির রচয়িতা কে ? 

.

সৈয়দ শামসুল হক

.

মামুনুর রশিদ

.

সেলিম আল দীন

.

শাহরিয়ার কবির

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

একাত্তরের যীশু ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক একটি বাংলাদেশী চলচ্চিত্র। লেখক শাহরিয়ার কবির-এর লেখা একাত্তরের যীশু (উপন্যাস) অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)
১০

‘Balled’ কি ? 

.
লোক গীতি
.
লোকগাথা
.
গীতিকা
✓ সঠিক উত্তর
.
গাথা

ব্যাখ্যা

Ballad শব্দের বাংলা পরিভাষা 'গীতি - কাহিনীকাব্য' বা 'গীতিকা'। এটা একটা গান, গল্প বা গল্প ও কথা - যার কোনো সাহিত্যিক রুপ নেই বা সাহিত্যের ভাণ্ডারে লিখিত হয়ে বিধৃত হয়নি। এটা অলিখিত অবস্থায় লোকের মুখে মুখে চলে এসেছে এবং যার মধ্যে রয়েছে একটি কাহিনী বা গল্প।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)
১১

স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় - চরণটি কার ? 

.

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

.

মধুসূদন দত্ত

.

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

✓ সঠিক উত্তর
.

হেমচন্দ্র গঙ্গোপাধ্যায়

ব্যাখ্যা

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ' পদ্মিনী উপাখ্যান ' কাব্যের ' স্বাধীনতা - হীনতায় কে বাঁচিতে চায়' স্তবকটি দেশাত্মবোধের এক শাশ্বত বাণী বিশেষ। তাঁর রচিত কাব্যগ্রন্থ - পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী, শূরসুন্দরী, নীতি কুসুমাঞ্জলি ও কাঞ্চী কাবেরী।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)
১২

ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র খাব পঙক্তিটি রচয়িতা কে?

.

আল মাহমুদ

.

শামসুর রহমান

.

কায়কোবাদ

.

রফিক আজাদ

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো রফিক আজাদ কর্তৃক রচিত একটি বিখ্যাত বাংলা কবিতা। এটি তাঁর কাব্যগ্রন্থ সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে-এ অন্তর্ভুক্ত রয়েছে। এতে ১৯৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে কথা বলা হয়েছে, যা বাংলাদেশে খাদ্য ঘাটতির কারণ ছিল। কবি এ কবিতায় শেখ মুজিবুর রহমানকে পরোক্ষভাবে উল্লেখ করেন। এটিতে ৩৩টি ছন্দোবদ্ধ পঙক্তি রয়েছে।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)
১৩

‘যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমান শেখ মুজিবুর রহমান’- এ লাইন দুটির রচয়িতা কে ? 

.

শামসুর রহমান

.

আবুল ফজল

.

রমেশ দাশগুপ্ত

.

অন্নদাশঙ্কর রায়

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

অন্নদাশঙ্কর রায় রচিত " জয় মুজিবুর রহমান " কবিতার বিখ্যাত চরণ - " যতদিন রবে পদ্মা মেঘনা গৌরি যমুনা বহমান / ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান "।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)
১৪

অমর কথাশিল্পী নামে পরিচিত - 

.

রবীন্দ্রনাথ ঠাকুর

.

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

✓ সঠিক উত্তর
.

কাজী নজরুল ইসলাম

.

কাজী মোতাহার হোসেন

বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)
১৫

‘পোস্টমাস্টার’ ছোট গল্পটির রচয়িতা কে ? 

.
রবীন্দ্রনাথ ঠাকুর
✓ সঠিক উত্তর
.
বিহারীলাল
.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সামাজিক নাটক পোস্টমাস্টার।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)
১৬

'ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ / আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা; - পঙক্তিটি কোন কবির রচনা ? 

.
কাজী নজরুল ইসলাম
.
সুফিয়া কামাল
.
রবীন্দ্রনাথ ঠাকুর
✓ সঠিক উত্তর
.
গোলাম মোস্তফা

ব্যাখ্যা

"বলাকা" হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯১৬ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "বলাকা পর্ব" - এর প্রথম উল্লেখযোগ্য সৃষ্টি। ১৯১৫ - ১৬ সালে কবির কাব্যগ্রন্থ নামক কাব্যসংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়। রবীন্দ্রনাথ ছিলেন গতির উপাসক। কবি - মনের এই গতির সুর "বালাকা" কাব্যে সুস্পষ্ট। সৃষ্টির গতিতত্ত্ব, বিশ্বজগতের মধ্যে চিরন্তন বেগের রহস্য এই কাব্যে পরিলক্ষিত হয়। এতে উপনিষদের চরৈবেতির আদর্শও লক্ষণীয়। এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলি হল "সবুজের অভিযান", "শঙ্খ", "ছবি", "শা - জাহান", "বলাকা" ইত্যাদি।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)
১৭

কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ? 

.
মৃত্যুক্ষুধা
✓ সঠিক উত্তর
.
আলেয়া
.
ঝিলিমিলি
.
মধুমালা

ব্যাখ্যা

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু কবিতাই নয় - গল্প উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনায় ও ছিলেন সিদ্ধহস্ত। তার রচিত ৩ টি উপন্যাস হলো - 'বাঁধনহারা ' (১৯২৭) , 'মৃত্যুক্ষুধা ' (১৯৩০) এবং 'কুহেলিকা' (১৯৩১), । প্রশ্নে উল্লিখিত 'আলোয়া' (১৯৩১) , 'ঝিলিমিলি' (১৯৩০) ও 'মধুমালা' (১৯৫৯) তার রচিত নাটক।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)
১৮

কোনটি সুফিয়া কামালের কবিতা?

.

নিমন্ত্রণ

.

তাহারেই পড়ে মনে

✓ সঠিক উত্তর
.

বনলতা যেন

.

কবর

ব্যাখ্যা

বেগম সুফিয়া কামাল (২০শে জুন ১৯১১ - ২০শে নভেম্বর ১৯৯৯) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)
১৯

বাংলা ভাষার বয়স কত? 

.
১০০০ বছর
✓ সঠিক উত্তর
.
২০০০ বছর
.
৩০০০ বছর
.
৪০০০ বছর

ব্যাখ্যা

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দী। শহীদুল্লাহর তথ্যমতে, বাংলা ভাষার বয়স প্রায় ১৩০০ বছর। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উৎপত্তি দশম শতাব্দীতে। সুনীতিকুমারের তথ্যমতে, বাংলা ভাষার বয়স প্রায় ১০০০ বছর।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)
২০

আঞ্চলিক ভাষার অপর নাম কি?

.
কথ্য ভাষ্য
.
প্রতিভাষা
.
উপভাষা
✓ সঠিক উত্তর
.
মিশ্র ভাষা

ব্যাখ্যা

আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। বাংলা ভাষার মোট আঞ্চলিক ভাষা ৫ টি।
বিষয়: বাংলারেফারেন্স: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অধিক্ষক (03-02-2024)