সোর্স

মোট প্রশ্ন: ৬৪

পৃষ্ঠা এর পরবর্তী

বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
.
জন ক্লার্ক মার্শম্যান
.
চার্লস উইলকিন্স
✓ সঠিক উত্তর
.
গৌরদাস

ব্যাখ্যা

ওয়ারেন হেস্টিংস এর অনুরোধে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড বাংলা ব্যাকরণের বই লিখার পর ছাপার যন্ত্র বা বাংলা মুন্দ্রণ হরফ না থাকায় হেস্টিংস তাঁর অধীনস্ত কর্ম চারী চার্লস উইলকিন্সকে হরফ তৈরির নির্দেশ দেন। উইলকিন্স পরে পঞ্চানন কর্ম কারের সহায়তার বাংলা মুদ্রণ হরফ তৈরি করেন। ১৭৭৮ সালে তিনি হু গলিতে প্রথম বাংলা ছাপাখানার প্রতিষ্ঠিত করেন। এবং নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন বলে তাঁকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)

ভাষার মৌলিক অংশ-

.
ধন্যি, শব্দ, বাক্য
✓ সঠিক উত্তর
.
সন্ধি, বর্ণ, শব্দ
.
উপসর্গ, অনুসর্গ, ধ্বনি
.
শব্দ, সন্ধি, বর্ণ

ব্যাখ্যা

ভাষা মূল উপদান ও ক্ষদুতম একক ধ্বনি । বাক্যের মূল উপদান বা উপকর শব্দ। ভাষার মূল উপতরণ বা ভাষার বৃহত্তম একক বাক্য। ধ্বনি , শব্দ ও বাক্য ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা ভাষার মৌলিক অংশ হিসেবে পরিগণিত । অপরদিকে , সন্ধি উচ্চারণের সহজপ্রবণতা ও ধ্বনিগত মাধূর্য সম্পাদন করে। উপসর্গ নতুন অর্থ বোধক শ্বদ তৈরি করে, শব্দের অর্থের সম্প্রসারণ , সংকোচন ঘটায়। অনুসর্গ বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে। র্ব ণ হলো ধ্বনি নির্দেশ প্রতীক।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)

"লেক্সিকোগ্রাফি " কোন বিষয় নিয়ে আলোচনা করে?

.
ধ্বনিতত্ত্ব
.
অর্থতত্ত্ব
.
শব্দতত্ত্ব
.
অভিধানতত্ত্ব
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষা (ব্যাকরণ)রেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)

"ধ্বনি দিয়ে আঁট বাঁধা শব্দই ভাষার ইট" এ "ইট" কে বাংলা ভাষায় কি বলে?

.
কথা
.
ব্যাকরন
.
বর্ণ
✓ সঠিক উত্তর
.
বাক্য

ব্যাখ্যা

বাক প্রত্যঙ্গ প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায়ই লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়। ধ্বনি নির্দেশক প্রতীক হলো বর্ণ । বর্ণ কে ভাষার ইট বলা হয়। কারণ, বর্ণ ব্যতীত ধ্বনিকে প্রকাশ করা যায় না।
বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)

অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?

.
৫ টি
.
৭ টি
.
১ টি
✓ সঠিক উত্তর
.
৬ টি

ব্যাখ্যা

যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সে ভাষার বর্ণমালা বল। বাংলা বর্ণ মালায় ৪০ টি বর্ণের মধ্যে স্বরবর্ণ ১১টি। এর মধ্যে অর্ধ মাত্রার স্ববর্ণ ১টি (ঋ); মাত্রহীন ৪টি ( এ, ঐ, ও, ঔ) এবং পূর্ণমাত্রার ৬টি (অ, আ, ই, ঈ, উ, ঊ) ।
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)

শুদ্ধ বানান কোনটি?

.
আক্কৃষ্ঠ
.
একৃশস্ত
.
আক্কৃষ্ট
.
আকৃষ্ট
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)

"লোকে বলে " উক্তিটির তাৎপর্য কোনটি?

.
একজন লোক বলে
.
সাধারণ লোকে বলে
✓ সঠিক উত্তর
.
নির্দিষ্ট কেউ বলে
.
দুইজন লোক বলে
বিষয়: বাংলাটপিক: সাহিত্যকদের বিখ্যাত উক্তিরেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)

"বগুড়ার চিনি-পাতা দই সুস্বাধু " । বাক্যটিতে "চিনিপাতা " কোন কারক?

.
কর্মকারক
.
অধিকরণ কারক
.
করণ কারক
✓ সঠিক উত্তর
.
অপাদান কারক
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)

"যে বহু বিষয় জানে" - এক কথায় কি বলে?

.
বহু দক্ষ
.
বহুদর্শী
✓ সঠিক উত্তর
.
সবজান্তা
.
বহুগামী
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)
১০

"ক্ষুধার্ত" শব্দের সন্ধি বিচ্ছেদ-

.
ক্ষুৎ +আর্ত
.
ক্ষুধা +আর্ত
.
ক্ষুধা+ ঋত
✓ সঠিক উত্তর
.
ক্ষুধ+ আর্ত
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)
১১

যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালোমন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। চরণ টির রচয়িতা-

.
জীবনানন্দ দাশ
.
রবীন্দ্রনাথ ঠাকুর
✓ সঠিক উত্তর
.
অমিত রায়
.
কাজী নজরুল ইসলাম

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের শেষে অমিতকে উদ্দেশ্যে করে লাবণ্যের একটি চিঠির অংশ বিশেষ আলোচ্য কবিতা
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষা (ব্যাকরণ)রেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)
১২

"চিত্রা " রবীন্দ্রনাথের একটি-

.
উপন্যাস
.
নাটক
.
প্রবন্ধ
.
কাব্যগ্রন্থ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ‘চিত্রা’ (১৮৯৬)। এ কাব্যের কিছু কবিতায় বাস্তবমুখিতা, কিছু কবিতায় নিরুদ্দেশ সৌন্দর্যে র অভিসার - এই দুই ভিন্নমুখী সুর এ কাব্যের প্রধান বৈশিষ্ট্য । উল্লেখ্য কবিতা : উর্বশী, জীবনদেবতা, ১৪০০ সাল, বিজয়য়িনী, দুঃখ, স্বর্গ হতে বিদায় ইত্যাদি
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)
১৩

বাংলা সাহিত্যে "বীরবল" ছদ্মনাম কার

.
আল মাহমুদ
.
প্রমথ চৌধুরী
✓ সঠিক উত্তর
.
সুকান্ত ভট্টাচার্য
.
মুকুন্দ দাস
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)
১৪

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ-

.
রক্তরাগ
.
পদ্মরাগ
✓ সঠিক উত্তর
.
বীরবল
.
যুবরাশ
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)
১৫

"একুশে ফেব্রুয়ারি" কি ধরনের রচনা?

.
দলিলপত্র
✓ সঠিক উত্তর
.
কবিতা সংকলন
.
বায়ান্নের প্রবন্ধ বলি
.
রচনাবলী
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)
১৬

মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র-

.
Stop genocide
✓ সঠিক উত্তর
.
Mecbath
.
A state dream
.
Sultana's Dream

ব্যাখ্যা

Stop genocide বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর চলাকালে ১৯৭১ সালে ২০ মিনিট দৈর্ঘ্যে র এ তথ্যচিত্রটি তৈরি করেন। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে আশ্রয়গ্রহণকারী বাঙালিদের দুঃখ - দুর্দ শা, হানাদার পাকিস্তানি সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ , ভারতে বাংলাদেশের অস্থায়ী সরকারের দিনকাল প্রভৃতি ও প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছিল। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র A state is born এর পরিচালক জহির রায়হান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস Sultana's Dream . উইলিয়াম শেকসপিয়ার কর্তৃ ক রচিত ট্রাজেডি Macbeth
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষা (ব্যাকরণ)রেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)
১৭

বাংলা ভাষার বয়স কত?

.
প্রায় ১০০০ বছর
✓ সঠিক উত্তর
.
প্রায় ২৭০০ বছর
.
প্রায় ২০০০ বছর
.
প্রায় ২৫০০ বছর

ব্যাখ্যা

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দী। শহীদুল্লাহর তথ্যমতে, বাংলা ভাষার বয়স প্রায় ১৩০০ বছর। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উৎপত্তি দশম শতাব্দীতে। সুনীতিকুমারের তথ্যমতে, বাংলা ভাষার বয়স প্রায় ১০০০ বছর।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)
১৮

মানুষের ভাষাকে "সাধু ভাষা " হিসেবে প্রথম অভিহিত করেন কে?

.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
.
রাজা রামমোহন রায়
✓ সঠিক উত্তর
.
প্যারীচাঁদ মিত্র

ব্যাখ্যা

সংস্কুত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়। বাংলা গদ্যের প্রথম যুগে সাধু রীতির ব্যাপক প্রচলন ছিল। রাজা রামমোহন রায় প্রথম সাধু ভাষার প্রয়োগ করেন। এবং এ ভাষাকে ‘সাধু ভাষা’ হিসেবে সর্ব জনীন করেন।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)
১৯

ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়-

.
সমাস উপভাষায়
.
চলিত ভাষারীতি তে
.
আঞ্চলিক উপভাষায়
.
সাধু ভাষারীতিতে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়। সাধুরীতি ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে এবং পদবিন্যাস সুনিয়ন্ত্রিত। এ রীতিতে সর্বনাম , ক্রিয়া, ও অনুসর্গে র পূর্ণ রূপ ব্যবহার করা হয়। যেমন: আসিয়া (সাধু > এস (চলিত); তাহাকে (সাধু) তাকে (চলিত) ; অপেক্ষা (সাধু) > চেয়ে (চলিত)।
বিষয়: বাংলাটপিক: সর্বনামরেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)
২০

ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-

.
ভাষার নিয়ম প্রতিষ্ঠা
.
ভাষার উন্নতি
.
ভাষা শৃঙ্খলা
.
ভাষার বিশ্লেষণ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ || এরোড্রাম কর্মকর্তা (এটিএম:এটিসিও)/ইন্সপেক্ট (এটিসি)/অন্যান্য (24-09-2021)