প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
মোট প্রশ্ন: ৮০
৪১
৪১
রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
ক.✓ সঠিক উত্তর
অক্সিজেন পরিবহন করা
খ.
রোগ প্রতিরোধ করা
গ.
রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
ঘ.
উল্লেখিত সবকটিই
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রক্তের গ্রুপরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
ক.✓ সঠিক উত্তর
অক্সিজেন পরিবহন করা
খ.
রোগ প্রতিরোধ করা
গ.
রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
ঘ.
উল্লেখিত সবকটিই
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রক্তের গ্রুপরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৪২
৪২
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-
ক.✓ সঠিক উত্তর
ধমনীর ভিতর দিয়ে
খ.
শিরার ভিতর দিয়ে
গ.
স্নায়ুর ভিতর দিয়ে
ঘ.
ল্যাকটিয়ালের ভিতর দিয়ে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মানবদেহরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-
ক.✓ সঠিক উত্তর
ধমনীর ভিতর দিয়ে
খ.
শিরার ভিতর দিয়ে
গ.
স্নায়ুর ভিতর দিয়ে
ঘ.
ল্যাকটিয়ালের ভিতর দিয়ে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মানবদেহরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৪৩
৪৩
ক্রনমিটার হচ্ছে-
ক.✓ সঠিক উত্তর
সময় নির্ণায়ক যন্ত্র
খ.
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র
গ.
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র
ঘ.
উত্তাপ পরিমাপক যন্ত্ৰ
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পরিমাপের যন্ত্রাদিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
ক্রনমিটার হচ্ছে-
ক.✓ সঠিক উত্তর
সময় নির্ণায়ক যন্ত্র
খ.
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র
গ.
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র
ঘ.
উত্তাপ পরিমাপক যন্ত্ৰ
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পরিমাপের যন্ত্রাদিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৪৪
৪৪
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
ক.
চন্দ্ৰগ্ৰহণ
খ.✓ সঠিক উত্তর
সূর্যগ্রহণ
গ.
অমাবস্যা
ঘ.
কোনোটিই নয়
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: উপগ্রহরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
ক.
চন্দ্ৰগ্ৰহণ
খ.✓ সঠিক উত্তর
সূর্যগ্রহণ
গ.
অমাবস্যা
ঘ.
কোনোটিই নয়
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: উপগ্রহরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৪৫
৪৫
মোটর গাড়ীতে ব্যবহৃত দর্পণ-
ক.
অবতল দর্পণ
খ.
সমতল দর্পণ
গ.✓ সঠিক উত্তর
উত্তল দর্পণ
ঘ.
সবগুলোই
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: দর্পণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
মোটর গাড়ীতে ব্যবহৃত দর্পণ-
ক.
অবতল দর্পণ
খ.
সমতল দর্পণ
গ.✓ সঠিক উত্তর
উত্তল দর্পণ
ঘ.
সবগুলোই
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: দর্পণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৪৬
৪৬
বর্ণালীর প্রান্তীয় বৰ্ণ কি কি?
ক.
বেগুনী ও হলুদ
খ.
লাল ও নীল
গ.✓ সঠিক উত্তর
বেগুনী ও লাল
ঘ.
নীল ও সবুজ
ব্যাখ্যা
১৭ শতকের দিকে স্যার আইজাক নিউটন সূর্যের সাদা আলোকে প্রিজমের মধ্য দিয়ে চালনা করে দেখেছিলেন যে সাদা আলো থেকে সাতটি বর্ণ তৈরি হয়। এগুলো হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এভাবে বর্ণালি আবিষ্কৃত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
বর্ণালীর প্রান্তীয় বৰ্ণ কি কি?
ক.
বেগুনী ও হলুদ
খ.
লাল ও নীল
গ.✓ সঠিক উত্তর
বেগুনী ও লাল
ঘ.
নীল ও সবুজ
ব্যাখ্যা
১৭ শতকের দিকে স্যার আইজাক নিউটন সূর্যের সাদা আলোকে প্রিজমের মধ্য দিয়ে চালনা করে দেখেছিলেন যে সাদা আলো থেকে সাতটি বর্ণ তৈরি হয়। এগুলো হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এভাবে বর্ণালি আবিষ্কৃত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৪৭
৪৭
সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত?
ক.✓ সঠিক উত্তর
কব্জার বিপরীত প্রান্তে
খ.
মাঝখানে
গ.
কব্জার কাছে
ঘ.
উপরের প্রান্তে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: জীববিজ্ঞানের শাখারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত?
ক.✓ সঠিক উত্তর
কব্জার বিপরীত প্রান্তে
খ.
মাঝখানে
গ.
কব্জার কাছে
ঘ.
উপরের প্রান্তে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: জীববিজ্ঞানের শাখারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৪৮
৪৮
একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?
ক.
দাঁড়ানো
খ.
দৌড়ানো
গ.
বসা
ঘ.✓ সঠিক উত্তর
শোয়া
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুর চাপরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?
ক.
দাঁড়ানো
খ.
দৌড়ানো
গ.
বসা
ঘ.✓ সঠিক উত্তর
শোয়া
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুর চাপরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৪৯
৪৯
কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি?
ক.✓ সঠিক উত্তর
বেগুনী
খ.
সবুজ
গ.
লাল
ঘ.
হলুদ
ব্যাখ্যা
বেগুনি আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: আলোর প্রতিসরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি?
ক.✓ সঠিক উত্তর
বেগুনী
খ.
সবুজ
গ.
লাল
ঘ.
হলুদ
ব্যাখ্যা
বেগুনি আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: আলোর প্রতিসরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৫০
৫০
বিদ্যুৎ প্রবাহের একক-
ক.
ভোল্ট
খ.✓ সঠিক উত্তর
অ্যাম্পিয়ার
গ.
জুল
ঘ.
ওয়াট
ব্যাখ্যা
তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার। প্রতি সেকেন্ডে এক কুলম্ব পরিমাণ আধান কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে এক অ্যাম্পিয়ার বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: তাপ ও তাপগতিবিদ্যারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
বিদ্যুৎ প্রবাহের একক-
ক.
ভোল্ট
খ.✓ সঠিক উত্তর
অ্যাম্পিয়ার
গ.
জুল
ঘ.
ওয়াট
ব্যাখ্যা
তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার। প্রতি সেকেন্ডে এক কুলম্ব পরিমাণ আধান কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে এক অ্যাম্পিয়ার বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: তাপ ও তাপগতিবিদ্যারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৫১
৫১
একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে-
ক.✓ সঠিক উত্তর
উভয়টিই একসাথে পড়বে
খ.
লোহার বলটি আগে পড়বে
গ.
পালকটি আগে পড়বে
ঘ.
আদৌও পড়বে না
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: লোহা বা আয়রন (Fe)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে-
ক.✓ সঠিক উত্তর
উভয়টিই একসাথে পড়বে
খ.
লোহার বলটি আগে পড়বে
গ.
পালকটি আগে পড়বে
ঘ.
আদৌও পড়বে না
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: লোহা বা আয়রন (Fe)রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৫২
৫২
শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
ক.
২৮০ মি. / সেকেন্ড
খ.✓ সঠিক উত্তর
শূন্য
গ.
৩৩২ মি./সেকেন্ড
ঘ.
১১২০ ফুট / সেকেন্ড
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: শব্দের দ্রুতিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
ক.
২৮০ মি. / সেকেন্ড
খ.✓ সঠিক উত্তর
শূন্য
গ.
৩৩২ মি./সেকেন্ড
ঘ.
১১২০ ফুট / সেকেন্ড
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: শব্দের দ্রুতিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৫৩
৫৩
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?
ক.✓ সঠিক উত্তর
৮ কেজি
খ.
১০ কেজি
গ.
১২ কেজি
ঘ.
৬ কেজি
ব্যাখ্যা
ধরি, পাত্রের ওজন = x কেজি এবং তেলের ওজন = y কেজি
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?
ক.✓ সঠিক উত্তর
৮ কেজি
খ.
১০ কেজি
গ.
১২ কেজি
ঘ.
৬ কেজি
ব্যাখ্যা
ধরি, পাত্রের ওজন = x কেজি এবং তেলের ওজন = y কেজি
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৫৪
৫৪
একটি রাস্তায় ১২৫ মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোঁতা হচ্ছে। ৮ কি.মি. দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে?
ক.
৫০ টি
খ.
৪৩ টি
গ.✓ সঠিক উত্তর
৬৫ টি
ঘ.
৫১ টি
ব্যাখ্যা
৮ কি.মি. = ৮০০০ মিটার
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
একটি রাস্তায় ১২৫ মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোঁতা হচ্ছে। ৮ কি.মি. দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে?
ক.
৫০ টি
খ.
৪৩ টি
গ.✓ সঠিক উত্তর
৬৫ টি
ঘ.
৫১ টি
ব্যাখ্যা
৮ কি.মি. = ৮০০০ মিটার
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৫৫
৫৫
০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে-
ক.
খ.
গ.✓ সঠিক উত্তর
ঘ.
ব্যাখ্যা
সামান্য ভগ্নাংশঃ কোন ভগ্নাংশকে লব ও হর দ্বারা প্রকাশ করলে তাকে সামান্য ভগ্নাংশ বলে ।
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে-
ক.
খ.
গ.✓ সঠিক উত্তর
ঘ.
ব্যাখ্যা
সামান্য ভগ্নাংশঃ কোন ভগ্নাংশকে লব ও হর দ্বারা প্রকাশ করলে তাকে সামান্য ভগ্নাংশ বলে ।
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৫৬
৫৬
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
ক.
৩০%
খ.
২৫%
গ.
২২%
ঘ.✓ সঠিক উত্তর
২০%
ব্যাখ্যা
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায়,
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
ক.
৩০%
খ.
২৫%
গ.
২২%
ঘ.✓ সঠিক উত্তর
২০%
ব্যাখ্যা
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায়,
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৫৭
৫৭
এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
ক.
২৫ টাকা
খ.
১২ টাকা
গ.
১৫ টাকা
ঘ.✓ সঠিক উত্তর
২২ টাকা
ব্যাখ্যা
3 হালি = 1 ডজন
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
ক.
২৫ টাকা
খ.
১২ টাকা
গ.
১৫ টাকা
ঘ.✓ সঠিক উত্তর
২২ টাকা
ব্যাখ্যা
3 হালি = 1 ডজন
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৫৮
৫৮
ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা। ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত ?
ক.
৩৭৫ টাকা
খ.
৩৮০ টাকা
গ.✓ সঠিক উত্তর
৩৯০ টাকা
ঘ.
৪০০ টাকা
ব্যাখ্যা
ক, খ ও গ এর মোট বেতন, (৫০০ x ৩) = ১৫০০ টাকা
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা। ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত ?
ক.
৩৭৫ টাকা
খ.
৩৮০ টাকা
গ.✓ সঠিক উত্তর
৩৯০ টাকা
ঘ.
৪০০ টাকা
ব্যাখ্যা
ক, খ ও গ এর মোট বেতন, (৫০০ x ৩) = ১৫০০ টাকা
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৫৯
৫৯
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯ কি.মি. ও স্রোতের অনুকূলে ১৮ কি.মি. যায় ৩ ঘণ্টায়। নৌকার গতিবেগ কত কি.মি.?
ক.
১.৫ কি.মি
খ.
৩ কি.মি.
গ.
৬ কি. মি.
ঘ.✓ সঠিক উত্তর
৪.৫ কি.মি.
ব্যাখ্যা
ব্যাখ্যা: একটি নৌকা , স্রোতের প্রতিকূলে ৩ ঘন্টায় যায় ৯ কি,মি
তাহলে ১ ঘন্টায় যায় ৩ কি,মি
আবার , স্রোতের অনুকূলে ৩ ঘন্টায় ১৮ কি . মি যায়
১ ঘন্টায় যায় ৬ কি,মি
মনঃ করি, নৌকার গতিবেগ x কি.মি ও স্রোতের গতিবেগ y কি.মি
প্রশ্নমতে,
তাহলে ১ ঘন্টায় যায় ৩ কি,মি
আবার , স্রোতের অনুকূলে ৩ ঘন্টায় ১৮ কি . মি যায়
১ ঘন্টায় যায় ৬ কি,মি
মনঃ করি, নৌকার গতিবেগ x কি.মি ও স্রোতের গতিবেগ y কি.মি
প্রশ্নমতে,
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯ কি.মি. ও স্রোতের অনুকূলে ১৮ কি.মি. যায় ৩ ঘণ্টায়। নৌকার গতিবেগ কত কি.মি.?
ক.
১.৫ কি.মি
খ.
৩ কি.মি.
গ.
৬ কি. মি.
ঘ.✓ সঠিক উত্তর
৪.৫ কি.মি.
ব্যাখ্যা
ব্যাখ্যা: একটি নৌকা , স্রোতের প্রতিকূলে ৩ ঘন্টায় যায় ৯ কি,মি
তাহলে ১ ঘন্টায় যায় ৩ কি,মি
আবার , স্রোতের অনুকূলে ৩ ঘন্টায় ১৮ কি . মি যায়
১ ঘন্টায় যায় ৬ কি,মি
মনঃ করি, নৌকার গতিবেগ x কি.মি ও স্রোতের গতিবেগ y কি.মি
প্রশ্নমতে,
তাহলে ১ ঘন্টায় যায় ৩ কি,মি
আবার , স্রোতের অনুকূলে ৩ ঘন্টায় ১৮ কি . মি যায়
১ ঘন্টায় যায় ৬ কি,মি
মনঃ করি, নৌকার গতিবেগ x কি.মি ও স্রোতের গতিবেগ y কি.মি
প্রশ্নমতে,
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৬০
৬০
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪৮ এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
ক.
১৪ বছর
খ.✓ সঠিক উত্তর
১৩ বছর
গ.
১৬ বছর
ঘ.
১৫ বছর
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪৮ এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
ক.
১৪ বছর
খ.✓ সঠিক উত্তর
১৩ বছর
গ.
১৬ বছর
ঘ.
১৫ বছর
বিষয়: গণিতরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)