প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)

মোট প্রশ্ন: ৮০

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৬১

'Natural' শব্দটির Antonym হচ্ছে-

.
WrittenInherent
.
Original
.
Kingdom
.
Abnormal
✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৬২

'Encounter' শব্দটির Synonym হচ্ছে-

.
Concord
.
Battle
✓ সঠিক উত্তর
.
Harmony
.
Part
বিষয়: ইংরেজিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৬৩

নিচের কোনটি শুদ্ধ বানান?

.
Embarrasment
.
Embarrassment
✓ সঠিক উত্তর
.
Embarassment
.
Embarasment
বিষয়: ইংরেজিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৬৪

নিচের কোনটি শুদ্ধ বানান?

.

Addultration

.

Adultration

.

Addulteration

.

Adulteration

✓ সঠিক উত্তর
বিষয়: ইংরেজিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৬৫

“Do away with it” এর Passive form হচ্ছে-

.

Let it be done away with.

✓ সঠিক উত্তর
.

Let it has done away with it.

.

Let it is to be done away with.

.

Let it has to do away with.

বিষয়: ইংরেজিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৬৬

All his pupils like him' বাক্যের Passive form হচ্ছে-

.

He was liked by all his pupils.

.

He is like by all his pupils.

.

He is liked by all his pupils.

✓ সঠিক উত্তর
.

He is being liked by all his pupils.

বিষয়: ইংরেজিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৬৭

নিচের কোনটি শুদ্ধ?

.
Hasan has choosed the right path.
.
Hasan has chosen the right path.
✓ সঠিক উত্তর
.
Hasan has chose the right path.
.
Hasan has choseing the right path.
বিষয়: ইংরেজিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৬৮

‘হামাস’ কোন দেশের সংগঠন?

.
লেবানন
.
ফিলিস্তিন
✓ সঠিক উত্তর
.
মিশর
.
ইরাক
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: হামাসরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৬৯

বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য

.

সিলেটের বনভূমি

.

ভাওয়াল ও মধুপুরের বনভূমি।

✓ সঠিক উত্তর
.

পার্বত্য চট্টগ্রামের বনভূমি

.

খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি

বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিজ্ঞানীদের পরিচয়রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৭০

বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়াগেছে-

.

রানীগঞ্জে

.

বিজয়পুরে

.

জামালগঞ্জে

✓ সঠিক উত্তর
.

জকিগঞ্জে

ব্যাখ্যা

১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় তখনকার খনিজ ও জ্বালানি শক্তি কমিশন জয়পুরহাট জেলার জামালগঞ্জে ১১টি ক্ষেত্র চিহ্নিত করেন। এই এলাকার ৬৭০ থেকে ১০৬২ মিটার গভীরে উন্নতমানের হাই ভলাটাইল বিটুমিনাস কয়লার সন্ধান পাওয়া যায়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিজ্ঞানীদের পরিচয়রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৭১

কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?

.
ত্রিপুরা
.
মণিপুর
.
মেঘালয়
.
মিজোরাম
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৭২

‘বীরশ্রেষ্ঠ' পদকপ্রাপ্তদের সংখ্যা কত?

.
সাত
✓ সঠিক উত্তর
.
আট
.
পাঁচ
.
ছয়

ব্যাখ্যা

বর্তমানে ৬৭৬ জন বীরত্বসূচক পদক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে বীরশ্রেষ্ঠ রয়েছেন ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন। এঁদের মধ্যে সেনাবাহিনীর ২৯১ জন, নৌবাহিনীর ২১ জন, বিমানবাহিনীর ২৩ জন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১১ জন, পুলিশ বাহিনীর ৫ জন এবং গণবাহিনীর ২১৮ জন যোদ্ধা রয়েছেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৭৩

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

.
হামিদুর রহমান
.
তানভির কবির
.
মাযহারুল ইসলাম
.
মাইনুল হোসেন
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় স্মৃতিসৌধরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৭৪

'লীগ অব নেশনস' কোন সালে বিলুপ্ত হয়?

.
১৯৩৯ সালে
.
১৯৪১ সালে
.
১৯৪৪ সালে
.
১৯৪৬ সালে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ত্রিশের দশকে লীগ অব নেশনস বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয়। সংস্থাটি থেকে সরে দাঁড়ায় জার্মানি, জাপান, ইতালি, স্পেনসহ আরো কিছু দেশ। সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধও এড়াতে পারেনি। সাংগঠনিক দুর্বলতা ও বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়ে ১৯৪৬ সালে সংস্থাটির বিলুপ্তি ঘটে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৭৫

এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

.
টোকিও
.
ব্যাংকক
.
সিঙ্গাপুর
.
ম্যানিলা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। ১৯৬৬ সালের ২২ আগস্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) প্রতিষ্ঠা লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: এশিয়া মহাদেশরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৭৬

আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে?

.
১৭৭৪
.
১৭৭৫
.
১৭৭৬
✓ সঠিক উত্তর
.
১৭৭৭
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আমেরিকার স্বাধীনতারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৭৭

ইসলামি সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত-

.
জেদ্দা
✓ সঠিক উত্তর
.
রিয়াদ
.
মক্কা
.
দামাস্ক
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইসলামি সম্মেলনরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৭৮

‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা' এর সদর দপ্তর-

.
জেনেভা
.
বন
.
ভিয়েনা
✓ সঠিক উত্তর
.
রোম

ব্যাখ্যা

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) (ইংরেজি: International Atomic Energy Agency (IAEA)) বিশ্বে পরমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধকল্পে কাজ করে থাকে। এই সংস্থাটি ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ১৭৫ টি
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৭৯

স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-

.
২৫ মার্চ
.
২৩ মার্চ
.
১০ মার্চ
.
২ মার্চ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

২ মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। একাত্তরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত পতাকা। ওইদিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় পতাকা, প্রতীক, সীলমোহররেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)
৮০

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?

.
১৯৫২
.
১৯৫৩
✓ সঠিক উত্তর
.
১৯৫৪
.
১৯৫৫

ব্যাখ্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এটি দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ও ডিজিটাল ক্যাম্পাস। ১৯৫৩ সালের ৬ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার৷ প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত৷
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: রাজশাহী বিশ্ববিদ্যালয়রেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(পদ্মা-01) (14-04-2013)