প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)

মোট প্রশ্ন: ৬৭

পৃষ্ঠা এর পরবর্তী

কোনটি ‘তৎসম' শব্দ?

.
বাজনা
.
মানব
✓ সঠিক উত্তর
.
মই
.
খোকা
বিষয়: বাংলাটপিক: তৎসম শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)

'বাবুল পড়ে' এ বাক্যে 'পড়ে' কোন ক্রিয়া?

.

সকর্মক

.

সমাপিকা

.

অসমাপিকা

.

অকর্মক

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সাধারণত ইয়া (পড়িয়া) , ইলে ( পড়িলে), ইতে ( পড়িতে),   এ ( পড়ে),  লে(পড়লে),  তে(পড়তে)  বিভক্তি যুক্ত ক্রিয়াপদ অসমাপিকা ক্রিয়া।        
বিষয়: বাংলাটপিক: ক্রিয়াপদরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)

‘দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

.
দুঃ + লোক
.
দু + লোক
.
দিব + লোক
✓ সঠিক উত্তর
.
দ্যু + লোক

ব্যাখ্যা

দিব্+লোক  =দ্যুলোক  (নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি)
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)

সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখারজন্য কোন বিরামচিহ্ন বসে?

.
হাইফেন
✓ সঠিক উত্তর
.
কমা
.
কোলন
.
সেমিকোলন

ব্যাখ্যা

সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য হাইফেন বা সংযোগ চিহ্ন ব্যবহৃত হয়। যেমনঃ ছেলে ও মেয়ে = ছেলে–মেয়ে
বিষয়: বাংলাটপিক: বিরামচিহ্নরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)

কোন বানানটি শুদ্ধ?

.
গৃহিনী
.
গৃহীনী
.
গৃহিণী
✓ সঠিক উত্তর
.
গৃহিনি

ব্যাখ্যা

গৃহ + ইন্ + ঈ = গৃহিণী অর্থ গৃহকর্ত্রী,পত্নী।  
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)

'তিনি অনেকদিন ধরে বহু কষ্ট করে সাঁতারশিখেছেন' কোন ধরনের বাক্য?

.
সরল
✓ সঠিক উত্তর
.
খণ্ড
.
জটিল
.
যৌগিক

ব্যাখ্যা

যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য)   এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়)  থাকে, তাকে সরল বাক্য বলে। যথা – তিনি অনেক দিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন।  
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)

‘ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি'-এরবাক্য সংকোচন কি?

.
ব্যয়কুণ্ঠ
.
হিসাবী
.
মিতব্যয়ী
.
কৃপণ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না - কৃপণ ও ব্যয়কুণ্ঠ।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)

কোনটি সঠিক বানান?

.
অভ্যন্তরীন
.
আভ্যন্তরীন
.
আভ্যন্তরীণ
.
অভ্যন্তরীণ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

অভ্যন্তর, অভ্যন্তরীণ, আভ্যন্তর, আভ্যন্তরিক শুদ্ধ বানান। সুতরাং এখানে “অভ্যন্তরীণ ” সঠিক
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)

সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?

.
মিসির আলী
.
সুবচন নির্বাসনে
.
রক্তাক্ত প্রান্তর
.
পায়ের আওয়াজ পাওয়া যায়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য “ পায়ের আওয়াজ পাওয়া যায় ”।   এ ছাড়াও তিনি গণনায়ক,নূরুলদীনের সারাজীবন, এখানে এখন, ঈর্ষা প্রভৃতি কাব্যনাটক রচনা করেন।  মুনীর চৌধুরী রচিত নাটক ‘’ রক্তাক্ত প্রান্তর “, আবদুল্লাহ আল মামুন রচিত নাটক ”সুবচন নির্বাসনে "। হুমায়ুন আহমেদ সৃষ্ট একটি কালজয়ী চরিত্র হলো মিসির আলী। 
বিষয়: বাংলাটপিক: সৈয়দ শামসুল হকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)
১০

কোন বানানটি শুদ্ধ?

.
যথাচীত
.
যথোচিত
✓ সঠিক উত্তর
.
যথাচিত
.
যথাচিত

ব্যাখ্যা

অ-কার কিংবা আ-  কারের পর উ- কার কিংবা ঊ- কার থাকলে উভয়ে মিলে ও- কার হয়  ; ও-কার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)
১১

কোনটি শুদ্ধ বাক্য?

.

তাহার জীবন সংশয়ময়

.

তাহার জীবন সংশয়পূর্ণ

.

তাহার জীবন সংশয়াপূর্ণ

✓ সঠিক উত্তর
.

তাহার জীবন সংশয়ভরা

বিষয়: বাংলাটপিক: বাক্য শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)
১২

বিদেশী উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?

.
অবহেলা
.
নিমরাজি
✓ সঠিক উত্তর
.
নিখুঁত
.
আনমনা

ব্যাখ্যা

নিম - ফারসি উপসর্গ।
বিষয়: বাংলাটপিক: উপসর্গরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)
১৩

‘বাবার সামান্য আয়ে সংসারই চলে না, সেখানেআমার বিদেশ যাওয়ার শখ ছেঁড়া চুলে খোঁপাবাঁধার মতই হাস্যকর'- এ বাক্যে 'ছেড়া চুলেখোঁপা বাঁধা' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

.
অর্থের অভাব
.
দুরাশা
.
দুর্ভাগ্য
.
বৃথা চেষ্টা
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)
১৪

‘নাসিক্য’ বর্ণ কোনগুলো?

.
অ, ঋ, ব
.
ঙ, ঞ, ণ
✓ সঠিক উত্তর
.
উ, ঊ, য়
.
শ, স, য

ব্যাখ্যা

নাসিক্য বর্ণ– ঙ,ঞ,ণ,ন,ম 
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)
১৫

‘ইট-পাথরের দালান' এখানে ‘ইট-পাথরের'কোন কারকে কোন বিভক্তি?

.
কর্মে সপ্তমী
.
কর্তৃকারকে ষষ্ঠী
.
করণে ষষ্ঠী
✓ সঠিক উত্তর
.
করণে সপ্তমী

ব্যাখ্যা

কিসের দ্বারা তৈরি দালান? =  ইট-পাথর (করণ কারক)
বিষয়: বাংলাটপিক: কারক ও বিভক্তিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)
১৬

‘উপকূল’ কোন সমাস?

.
দ্বিগু সমাস
.
তৎপুরুষ সমাস
.
কর্মধারয় সমাস
.
অব্যয়ীভাব সমাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কূলের সমীপে= উপকূল (অব্যয়ীভাব সমাস ) 
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)
১৭

‘চিকুর' এর প্রতিশব্দ নয় কোনটি?

.
কর
✓ সঠিক উত্তর
.
কুন্তল
.
চুল
.
কেশ

ব্যাখ্যা

কর– হাত,হস্ত,হস্তক,বাহু,ভুজ,পাণি  
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)
১৮

উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিতধ্বনিগুলোকে কী বলে?

.

দন্ত্য ধ্বনি

.

দন্তমূলীয় ধ্বনি

.

ওষ্ঠ্য ধ্বনি

✓ সঠিক উত্তর
.

দ্বি-ওষ্ঠ্য ধ্বনি

বিষয়: বাংলাটপিক: ধ্বনিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)
১৯

নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত ?

.
খণ্ডিত
✓ সঠিক উত্তর
.
প্রলয়
.
অনুপম
.
বিশ্বাস

ব্যাখ্যা

√ খণ্ড্+ত= খণ্ডিত (সংস্কৃত কৃৎ প্রত্যয় ) 
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)
২০

ইনসুলিন কি?

.
এক ধরনের এনজাইম
.
এক ধরনের কৃত্রিম অঙ্গ
.
এক ধরনের হরমোন
✓ সঠিক উত্তর
.
এক ধরনের অন্ত্র
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রোগ প্রতিরোধ (Immune System)রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019)