১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)

মোট প্রশ্ন: ১০১

৪১

বাংলাদেশের জাতীয় স্থাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে?

.
২০১০ সালে
.
২০১১ সালে
✓ সঠিক উত্তর
.
২০১২ সালে
.
২০১৩ সালে
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ সম্পর্কিত বিবিধ তথ্যরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৪২

’Seven Sisters' কোন দেশে অবস্থিত?

.
ভারত
✓ সঠিক উত্তর
.
পাকিস্তান
.
মিয়ানমার
.
ভূটান
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৪৩

আগরতলা মামলা প্রত্যাহার করা হয়-

.
২২ ফেব্রুয়ারি ১৯৬৯
✓ সঠিক উত্তর
.
২০ মার্চ ১৯৬৯
.
১৮ ফেব্রুয়ারি ১৯৭০
.
৫ ডিসেম্বর ১৯৯৮

ব্যাখ্যা

আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান সরকার ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে সেনাবাহিনীর কয়েকজন কর্মরত ও প্রাক্তন সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি অফিসারদের বিরুদ্ধে যে মামলা দায়ের করে তা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা ভারত সরকারের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এই মামলার আসামি ছিল ৩৫ জন। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আগরতলা মামলারেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৪৪

বাংলাদেশে সরকারি EPZ মোট কতটি?

.
৭টি
.
৮টি
✓ সঠিক উত্তর
.
৯টি
.
১০টি

ব্যাখ্যা

বাংলাদেশে সরকারি ইপিজেড - এর সংখ্যা ৮ টি।  চট্টগ্রাম , ঢাকা, মংলা , ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী ১৯৮৩ সালে কার্যক্রম চালু হওয়া দেশের প্রথম সরকারি ইপিজেড চট্রগ্রাম ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের ইপিজেড (EPZ)রেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৪৫

মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

.
ক্যাপ্টেন এম মনসুর আলী
✓ সঠিক উত্তর
.
তাজউদ্দিন আহম্মদ
.
সৈয়দ নজরুল ইসলাম
.
খন্দকার মোশতাক আহমেদ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুজিবনগর সরকারের কার্যাবলীরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৪৬

বাংলাদেশের প্রথম আদমশুমারী হয়-

.
১৯৭৯ সালে
.
১৯৭২ সালে
.
১৯৭৩ সালে
.
১৯৭৪ সালে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশে প্রথম আদমশুমারি ও গৃহগণনা হয় ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ সম্পর্কিত বিবিধ তথ্যরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৪৭

সংবিধানের কোন অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-

.
১৩০
.
১৩১
.
১৩৭
✓ সঠিক উত্তর
.
১৩০
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধানের অনুচ্ছেদসমূহরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৪৮

নবায়নযোগ্য শক্তি কোনটি?

.
তেল
.
গ্যাস
.
কয়লা
.
সমুদ্রের ঢেউ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৪৯

ইতিহাসের জনক কে?

.
হেরোডোটাস
✓ সঠিক উত্তর
.
এরিস্টটল
.
ওয়াশিংটন
.
নিউইয়র্ক
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের প্রথম বিভিন্ন শাস্ত্র ও তত্ত্বের জনকরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৫০

সর্বপ্রথম ’ বঙ্গ’ দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে-

.
আইন- ই আকবরী
.
বাঙালির ইতিহাস
.
ঐতরেয় আরণ্যক
✓ সঠিক উত্তর
.
রঘুবংশ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিখ্যাত গ্রন্থরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৫১

সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ।পন্ন পদটির নাম কী?

.
সমস্যমান পদ
.
সমস্তপদ
✓ সঠিক উত্তর
.
ব্যাসবাক্য
.
উত্তরপদ
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৫২

’তিলে তৈল হয়’ বাক্যে ‘ তিলে’ কোন কারক?

.
কর্ম কারক
.
করণ কারক
.
অপাদান কারক
✓ সঠিক উত্তর
.
অধিকরণ কারক

ব্যাখ্যা

তিলে তৈল হয় -অপাদান কারক
বিষয়: বাংলাটপিক: অপাদান কারকরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৫৩

’সিংহাসন’ কোন সমাস?

.
দ্বন্দ্ব সমাস
.
মধ্যপদলোপী কর্মধারয়
✓ সঠিক উত্তর
.
মধ্যপদলোপী বহুব্রীহি
.
অব্যয়ীভাব সমাস
বিষয়: বাংলাটপিক: কর্মধারয় সমাসরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৫৪

’রেলগাড়িটি স্টেশন ছেড়েছে’ বাক্যে ‘ষ্টেশন’ কোন কারকে কোন বিভক্তি ?

.
অপাদানে শূন্য
✓ সঠিক উত্তর
.
করণে মূন্য
.
কর্তায় শূন্য
.
অধিকরণে শূন্য
বিষয়: বাংলাটপিক: অপাদান কারকরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৫৫

’মেঘের ধ্বনি’ এর বাক্য সংকোচন কোনটি?

.
মৃন্ময়
.
জীমূতমন্দ্র
✓ সঠিক উত্তর
.
জীমূতেন্দ্র
.
শানকি
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৫৬

’সপ্তকান্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী?

.
বৃহৎ বিষয়
✓ সঠিক উত্তর
.
গ্রন্থ
.
ছোটগল্প
.
কোনোটিই নয়
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৫৭

’সিদুঁরে মেঘ’ বাগধারাটির অর্থ কী?

.

বড় বিপদ

.

অল্পে ভয়

.

বিপদের আশঙ্কা

✓ সঠিক উত্তর
.

আকাশ লাল

ব্যাখ্যা

’সিদুঁরে মেঘ’ বাগধারাটির অর্থ বিপদের আশঙ্কা
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৫৮

’লবণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

.
লে+অন
.
লব+ অন
.
লো+অন
✓ সঠিক উত্তর
.
ল+বন
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৫৯

নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

.
কুলটা
✓ সঠিক উত্তর
.
যোগিনী
.
রজকী
.
চাতকী
বিষয়: বাংলাটপিক: স্ত্রীলিঙ্গরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)
৬০

’কালসাপ’ কোন সমাস?

.
নিত্য সমাস
✓ সঠিক উত্তর
.
দ্বন্দ্ব সমাস
.
বহুব্রীহি সমাস
.
কর্মধারয় সমাস

ব্যাখ্যা

যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস-বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। অর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
বিষয়: বাংলাটপিক: নিত্য সমাসরেফারেন্স: ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-08-2019)