প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)

মোট প্রশ্ন: ৫৭

২১

কোন প্রাকৃতিক উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় ?

.
সাগর
.
নদী
.
বৃষ্টি
✓ সঠিক উত্তর
.
হ্রদ

ব্যাখ্যা

প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি হচ্ছে বৃষ্টির পানি।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পানিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
২২

সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে-

.
আলফা রশ্মি
.
বিটা রশ্মি
.
রঞ্জন রশ্মি
.
গামা রশ্মি
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: তরঙ্গরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
২৩

জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে?

.
প্লীহা
.
যকৃত
✓ সঠিক উত্তর
.
অগ্ন্যাশয়
.
পিত্তথলি
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ফলিত জীববিজ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
২৪

কে প্রথম বলেন - পৃথিবী একটি চুম্বক?

.
প্লেটো
.
ওয়েবার
.
গিলবার্ট
✓ সঠিক উত্তর
.
রবার্ট নরম্যান

ব্যাখ্যা

১৬০০ সালে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট যখন তার ডি ম্যাগনেট প্রকাশ করেছিলেন তখন তিনি উপসংহারে এসেছিলেন যে, পৃথিবী চৌম্বকীয়। তিনি অনুমান করেছিলেন, এই চৌম্বকত্বের উৎস হলো আয়োডোস্টোনের মতোই স্থায়ী চুম্বক।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: চুম্বকের প্রকারভেদরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
২৫

পানিকে বরফে পরিণত করলে আয়তনে-

.
বাড়ে
✓ সঠিক উত্তর
.
কমে
.
একই থাকে
.
প্রথম বাড়ে পরে কমে

ব্যাখ্যা

সাধারণত পানিকে বরফে পরিণত করলে এর আয়তন বেড়ে যায় কারণ পানি অপেক্ষা বরফের হাইড্রোজেন বন্ধন কিছুটা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়। ফলে এদের মধ্যবর্তি ফাকাস্থান বেশি হয়। যেকারণে সমায়তন পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পানিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
২৬

কোনটি শুদ্ধ বানান?

.
Humourous
.
Humourious
.
Humorous
✓ সঠিক উত্তর
.
Humorious

ব্যাখ্যা

Humorous বানানটি শুদ্ধ।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
২৭

Find out the correct voice?

.
I wonder at this.
✓ সঠিক উত্তর
.
I am wondered at this.
.
I wondered at this.
.
I was wondered at this.
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
২৮

Down went the Titanic. the word "Down" is

.
Preposition
.
Noun
.
Adverb
✓ সঠিক উত্তর
.
Adjective

ব্যাখ্যা

এখানে Down শব্দটি Adverb । গতি নির্দেশক ক্রিয়াপদের সাথে উচ্চ অবস্থান থেকে নিম্ন অবস্থানে বোঝাতে Down ব্যবহৃত হয়।
বিষয়: ইংরেজিটপিক: wordsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
২৯

"We need two hundred dollars -- this to pay for everything" বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে--

.
as well
.
beside
.
also
.
besides
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

"We need two hundred dollars - - this to pay for everything" বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে - - besides
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
৩০

The synonym of "Brittle" is--

.
Soft
.
Fragile
✓ সঠিক উত্তর
.
Tough
.
Strong

ব্যাখ্যা

The synonym of "brittle" is - - Fragile.
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
৩১

The antonym of "Gentle" is---

.
Harsh
.
Clever
.
Rude
✓ সঠিক উত্তর
.
Modest

ব্যাখ্যা

The antonym of "gentle" is - - - Rude
বিষয়: ইংরেজিটপিক: Antonymsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
৩২

"Latent" means--

.
Conspicious
.
Concealed
✓ সঠিক উত্তর
.
Evident
.
Visible

ব্যাখ্যা

"Latent" means - - Concealed.
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
৩৩

To cut the crack means-

.

To humilliate

.

To annoy someone

.

To act in a friendly way

.

To stop talking and start

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

To cut the crack means - To act in a friendly way.
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
৩৪

"Milk and water" means--

.
Pure milk and water
.
Dirty milk and water
.
Lifeless, dull
✓ সঠিক উত্তর
.
Colorless things

ব্যাখ্যা

"Milk and water" means - - Lifeless, dull.
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
৩৫

"Arif told us that he had waited an hour" বাক্যটির Direct Speech হবে-

.
Arif said to us, "I waited an hour."
✓ সঠিক উত্তর
.
Arif said to us, "I have been waiting an hour."
.
Arif said to us, I had to wait an hour.
.
Arif told to us, "I had wait an hour."

ব্যাখ্যা

"Arif told us that he had waited an hour" বাক্যটির direct speech হবে - - Arif said to us, "I waited an hour."
বিষয়: ইংরেজিটপিক: Narrations: Direct and Indirectরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
৩৬

"Are you weeping?" He asked her. বাক্যের Indirect Speech হবে-

.
He asked her that she is weeping
.
He asked her if she was weeping
✓ সঠিক উত্তর
.
He asked her that he is weeping
.
None of these

ব্যাখ্যা

"Are you weeping?" he asked her. বাক্যের indirect speech হবে - - He asked her if she was weeping.
বিষয়: ইংরেজিটপিক: Narrations: Direct and Indirectরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
৩৭

"He fantasized --- winning the lottery. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

.
with
.
from
.
after
.
about
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

"He fantasized - - - winning the lottery. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে - about.
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
৩৮

"Now-a-days many villages are lit ----- electricity." বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

.
with
.
by
✓ সঠিক উত্তর
.
from
.
on

ব্যাখ্যা

Before subjective object 'by' is correct.
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
৩৯

What is the synonym of "incredible"?

.
Unlikely
.
Unbelievable
✓ সঠিক উত্তর
.
Unthinkable
.
Unthinking

ব্যাখ্যা

the synonym of "incredible" is - Unbelievable.
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)
৪০

কোন বানানটি শুদ্ধ?

.
Embarrasment
.
Embarrassment
✓ সঠিক উত্তর
.
Embarasment
.
Embarassment

ব্যাখ্যা

Embarrassment বানানটি শুদ্ধ।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(দানিয়ুব-03) (08-11-2013)