৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)

মোট প্রশ্ন: ৮১

পৃষ্ঠা এর পরবর্তী

প্রাচীন পুন্ডুনগরের বর্তমান নাম কি?

.
ময়নামতি
.
মহাস্থানগড়
✓ সঠিক উত্তর
.
শায়েস্তাবাদ
.
সোনারগাঁও

ব্যাখ্যা

মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাচীন ও বর্তমান নামরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)

টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

.
আসাম
.
মেঘালয়
.
মনিপুর
✓ সঠিক উত্তর
.
মিজোরাম

ব্যাখ্যা

টিপাইমুখ বাঁধ, বাংলাদেশ - ভারত সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মিতব্য (২০০৯) একটি বাঁধ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: টিপাইমুখ বাঁধরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)

বিলিরুবিন তৈরি হয়--

.
কিডনিতে
.
যকৃতে
✓ সঠিক উত্তর
.
প্লীহাতে
.
পিত্তথলিতে

ব্যাখ্যা

হিমগ্লোবিনের লৌহযুক্ত প্রস্থেটিক গ্রুপ ভেঙে যে সমস্ত বর্জপদার্থ তৈরি হয় হলুদ পিত্ত রঙ্গক বিলিরুবিন তাদের অন্যতম।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)

Code of Criminal Procedure- এর ১৪৫ ধারার ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য কোনটি?

.
শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ
.
ভূমি বিরোধজনিত দাঙ্গার শায়েস্তা
.
হরতালজনিত শাস্তি ভঙ্গের আশঙ্কা রোধ
.
ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বৃটিশ ভারতের প্রথম ফৌজদারি কার্যবিধি লেজিসলেটিভ কাউন্সিল (ব্রিটিশ পার্লামেন্ট) এর মাধ্যমে প্রণয়ন হয়। ১৮৬১ সালের ফৌজদারি কার্যবিধির ১৮৭২ সালের আরেকটি আইন দ্বারা বাতিল হয় এবং এটা ছিল দ্বিতীয় ফৌজদারি কার্যবিধি । পুনরায় ১৮৭৫ এবং ১৮৭৭ সালে কার্যবিধিতে কিছু সংশােধন করা হয়। অতপর ১৮৮২ সালে আবার ফৌজদারি কার্যবিধি সংশােধন হয়। এইভাবে ১৬টি সংশােধনী পাস হয়। এসকল সংশােধনীকে বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ কার্যবিধি প্রণয়নের জন্য একটি সিলেক্ট কমিটি গঠন করা হয় এবং উক্ত সিলেক্ট কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে ১৮৯৮ সালের ২২শে মার্চ বর্তমান ফৌজদারি কার্যবিধি পাস হয়। ১৯২৩ সালে ফৌজদারি কার্যবিধিতে ব্যাপক পরিবর্তন আনা হয়। বাংলাদেশ ১৯৮২ সালে ফৌজদারি কার্যবিধিতে ব্যাপকভাবে সংশােধন করে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)

কোন অপরাধের বিচারের এখতিয়ার দায়রা আদালতের নাই?

.
ডাকতি
.
হত্যা
.
রাষ্ট্রদ্রোহিতা
✓ সঠিক উত্তর
.
শিশু পাচার
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সুপ্রীম কোর্ট ও আদালতরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)

কোন আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি ( ADR) সংক্রান্ত বিধান নাই?

.
Code of Civil Prodcdure
.
Code of Criminal Procedure
✓ সঠিক উত্তর
.
Family Courts Ordinance
.
অর্থ ঋণ আদালত আইন

ব্যাখ্যা

Code of Criminal Procedure আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি ( ADR) সংক্রান্ত বিধান নাই
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আইন সম্পর্কিত তথ্যরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)

বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?

.
৩.৫
.
৪.২
.
৪.৮
✓ সঠিক উত্তর
.
৫.২

ব্যাখ্যা

বঙ্গবন্ধু সেতু বা - - যমুনা বহুমুখী সেতু বা যমুনা সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বঙ্গবন্ধু সেতু-Bangbandhu Bridgeরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)

সুনামির কারণ--

.
আগ্নেয়গিরির অগ্যুৎপাত
.
ভূমিকম্প
✓ সঠিক উত্তর
.
সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ
.
চন্দের প্রবল আকর্ষণ

ব্যাখ্যা

সুনামি এক প্রকার জলোচ্ছ্বাস,।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জলবায়ু ও আবহাওয়া, দুর্যোগরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)

দেওয়ানী মামলার আরজী বাতিল হবে কোন ক্ষেত্রে?

.
তামাদি বারিত হলে
.
রেস জুডিকাটা বারিত হলে
.
পর্যাপ্ত কোর্ট ফি প্রদত্ত না হলে
✓ সঠিক উত্তর
.
এখতিয়ারবিহীন আদালতে মামলা করা হলে

ব্যাখ্যা

দেওয়ানী মামলার আরজী বাতিল হবে 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জেলা জজ আদালতরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)
১০

'ফৌজদারী মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়'-- এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি?

.
এজাহার দায়ের
.
চার্জশীট দাখিল
.
চার্জ গঠন
.
দন্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সাধারন ভাষায় তামাদি আইনকে বলা হয় শান্তির আইন। তামাদি আইনকে একটি স্বয়ংসম্পূর্ণ আইনও বলা যায়। তামাদি আইন বলতে সেই আইনকে বুঝায়, যে আইনের দ্বারা আদালতে মামলা, আপীল বা অন্য কোন প্রকার দরখাস্ত দায়েরের সময়সীমা নির্ধারণ করা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জেলা জজ আদালতরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)
১১

'এক বিলয়ন' শব্দগুলিকে সংখ্যায় প্রকাশ করতে হলে ১ এর পর কতটি শূণ্য লাগবে?

.
৬টি
.
৭টি
.
৮টি
.
৯টি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১ বিলিয়ন = ১০০০০০০০০০ 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভিন্ন অর্থে কাছাকাছি শব্দরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)
১২

বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?

.
সাঁওতাল
.
গারো
.
চাকমা
✓ সঠিক উত্তর
.
মারমা

ব্যাখ্যা

চাকমারা মঙ্গোলীয় জাতির একটি শাখা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের উপজাতিসমূহরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)
১৩

'গ্রাম আদালত আইন' প্রণীত হয়েছে কোন সনে?

.
১৯৭৬
✓ সঠিক উত্তর
.
১৯৮৫
.
২০০২
.
২০০৬

ব্যাখ্যা

স্হানীয়ভাবে পল্লী অঞ্চলের সাধারণ মানুষের বিচার প্রাপ্তির কথা বিবেচনায় নিয়ে স্বাধীনতাত্তোর বাংলাদেশ ১৯৭৬ সালে প্রণীত হয় গ্রাম আদালত অধ্যাদেশ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: গ্রাম আদালতরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)
১৪

কোন আদালতে মূল মামলা দায়ের করা হয় না?

.
জেলাজজ আদালত
.
অতিরিক্ত জেলাজজ আদালত
✓ সঠিক উত্তর
.
যুগ্ম জেলাজজ আদালত
.
সিনিয়র সহকারী জজ আদালত
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সুপ্রীম কোর্ট ও আদালতরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)
১৫

হাকালুকি হাওর কোন জেলার অংশ?

.
কিশোরগঞ্জ
.
হবিগঞ্জ
.
সিলেট
✓ সঠিক উত্তর
.
পাবনা

ব্যাখ্যা

হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের লেক /হ্রদ/ হাওররেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)
১৬

পৃথিবীর দীর্ঘতম 'কক্সবাজার সমুদ্র সৈকত' এর দৈর্ঘ্য কত কিলোমিটার?

.
১২৫
.
১৪০
.
১৫৫
✓ সঠিক উত্তর
.
১৬১

ব্যাখ্যা

কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের সমুদ্র সৈকতরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)
১৭

মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত?

.
মেহেরপুর
✓ সঠিক উত্তর
.
কুষ্টিয়া
.
চুয়াডাঙ্গা
.
ঢাকা

ব্যাখ্যা

মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুজিবনগর স্মৃতিসৌধরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)
১৮

বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?

.
বিচারপতি আহসানউদ্দিন চৌধুরী
.
বিচারপতি আবু সাইদ চৌধুরী
.
বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ
.
বিচারপতি আবু সাদত মো: সায়েম
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম (৮ জুলাই ১৯১৬ - ৮ জুলাই ১৯৯৭) ছিলেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বিচার বিভাগরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)
১৯

বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কোন তারিখে?

.
৪ঠা নভেম্বর ১৯৭২
✓ সঠিক উত্তর
.
১৬ ই ডিসেম্বর ১৯৭২
.
২৬ শে মার্চ ১৯৭২
.
৪ঠা ডিসেম্বর ১৯৭২

ব্যাখ্যা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধান, সবিধান সম্পর্কীয় তথ্যরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)
২০

যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি?

.
বিল অফ রাইটস
.
এ্যাক্ট অফ সেটেলমেন্ট
.
ম্যাগনাকার্টা
✓ সঠিক উত্তর
.
জুডিকেচার এ্যাক্ট

ব্যাখ্যা

যুক্তরাজ্যের সাংবিধানিক দলিল হলো ম্যাগনাকার্টা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের প্রথমরেফারেন্স: ৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (24-09-2010)