রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)

মোট প্রশ্ন: ৭৮

পৃষ্ঠা এর পরবর্তী

সাপের হাসি বেদেয় চেনে। এখানে “বেদেয়” শব্দটির কারক নির্ণয় করুন।

.
কর্মকারক
.
কর্তৃকারক
✓ সঠিক উত্তর
.
করণকারক
.
অপাদান
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)

‘কাক থেকে কাগ’ কোন প্রকার পরিবর্তন?

.
অভিশ্রুতি
.
সমীভবন
.
ঘোষিভবন
✓ সঠিক উত্তর
.
দ্বন্দ্বীভবন
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)

‘কেউ কেটা’ মানে কী?

.
গণ্যমান্য ব্যক্তি
✓ সঠিক উত্তর
.
গণ্যের মান্য
.
মান্যবর
.
মাননীয় জনগণ
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)

কোনটি শুদ্ব বানান?

.
নুনতম
.
ন্যূনতম
✓ সঠিক উত্তর
.
ন্যুনতম
.
নূন্যতম
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)

উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

.
মুখচন্দ্র
.
ক্রোধানল
.
তুষারশুভ্র
✓ সঠিক উত্তর
.
মনমাঝি
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)

কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?

.
গোবিন্দ দাস
.
কায়কোবাদ
.
কাহ্নপা
.
ভুসুকুপা
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: কবিরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)

বাংলা সাহিত্যের আদি কবি কে?

.
কাহ্নপা
.
চেগুণপা
.
লুইপা
✓ সঠিক উত্তর
.
ভুসুকুপা

ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন চর্যাপদ । চর্যাপদে ২৩, মতান্তরে ২৪ জন কবি ছিলেন। চর্যাপদের পদসংখ্যা হলো ৫১ টি । ড. হরপ্রসাদ শাস্ত্রী ১ নং পদের পদকর্তা হিসেবে লুইপার নাম পান। তাই, তার মতে বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। কিন্তু ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি হলো শবরপা।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)

‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?

.
শওকত ওসমান
.
জহির রায়হান
.
শহীদুল্লাহ কায়সার
.
রশীদ করিম
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: উত্তম পুরুষরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)

বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

.
বর্ণ
.
ধ্বনি
.
শব্দ
✓ সঠিক উত্তর
.
চিহ্ন

ব্যাখ্যা

বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)
১০

কোন শব্দটি ‘বন’ শব্দের সমার্থক নয়?

.
মারুত
✓ সঠিক উত্তর
.
বিপিন
.
গহন
.
কান্তার
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)
১১

গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য মূলত-

.
পদাবলি
.
ধামালী
.
প্রেমগীত
.
নাট্যগীতি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

গঠননৈপুণ্যের দিক থেকে শ্রীকৃষ্ণকীর্তনের অধিকাংশ পদই কৃষ্ণ - রাধা - বড়ায়ির সংলাপ। কোনো কোনাে পদ দুজনের উক্তি - প্রত্যুক্তি এবং রাধা বা কৃষ্ণের একান্ত মনোভাব প্রকাশ করে । যেহেতু কথোপকথনে মনোভাবের ঘাত - প্রতিঘাত প্রকাশ পেয়েছে তাই এগুলোকে গানে রচিত নাটকীয় সংলাপ ও বলা যায়। রসগত দিক থেকে সমগ্র কাব্যজুড়ে ধামালি প্রধান হয়ে উঠেছে। ধামালি কথাটির অর্থ রঙ্গরস, পরিহাস বাক্য, কৌতুক। রঙ্গ তামাসার কালে কপট দম্ভ প্রকাশ করে যে সব উক্তি করা হয়, প্রাচীন বাংলা সাহিত্যে তাকে ধামালি বলে। বড়ুচণ্ডীদাস তার বিবরণে লিখেছেন - 'রঙ্গে ধামালি বোলে দেব বনমালী' । শ্রীকৃষ্ণকীর্তন আঙ্গিক বা গঠনগত দিক থেকে নাটগীতি ,প্রকরণে পদাবলি, শোণিত প্রেমগীতি ও রস সঞ্চালনায় ভূমিকা পালন করেছে ধামালি।
বিষয়: বাংলাটপিক: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)
১২

‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

.
ত্যক্ত
.
গ্রাহ্য
.
দৃঢ়
.
গৃঢ়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ব্যক্ত (সংস্কৃত) বিশেষণ পদ, অর্থ প্রকাশ পেয়েছে এমন, প্রকাশিত ম স্পষ্ট প্রকট। গূঢ় (সংস্কৃত) বিশেষণ পদ, অর্থ গুপ্ত, লুক্কায়িত, দুর্বোধ্য ,জটিল। সুতরাং ব্যক্ত এর বিপরীত শব্দ গূঢ়। ত্যক্ত, গ্রাহ্য ও দৃঢ় শব্দের বিপরীত শব্দ যথাক্রমে গৃহীত, অগ্রাহ্য ও শিথিল।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)
১৩

‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ?

.
দেশি
.
বিদেশি
.
তদ্ভব
.
অর্ধ-তৎসম
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত । আর অর্ধ - তৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ : জ্যোছনা, ছেনাদ্দ, গিন্নী , বোষ্টম, কুচ্ছিত - এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী ,বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)
১৪

‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

.
অর্ণব
.
অর্ক
✓ সঠিক উত্তর
.
প্রসূন
.
পল্লব

ব্যাখ্যা

সূর্য শব্দের সমার্থক শব্দ হলো- অর্ক, ভানু, তপন, রবি, দিবাকর, আফতাব, সবিতা, আদিত্য, মিহির। অর্ণব এর সমার্থক শব্দ হলো- সমুদ্র, জলনিধি, সাগর সিন্ধু, বারিধি।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)
১৫

কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?

.
হরপ্রসাদ শাস্ত্রী
.
রামরাম বসু
✓ সঠিক উত্তর
.
দেবেন্দ্রনাথ ঠাকুর
.
অক্ষয়কুমার দত্ত

ব্যাখ্যা

তৎকালীন ইংরেজশাসিত ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কর্তৃক ১৮০০ সালের ৪ মে ফাের্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বিভাগ খোলা হয়। এ কলেজের শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন রামরাম বসু, উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রামরাম বসু রচিত দুটি গ্রন্থ: রাজা প্রতাপাদিত্য চরিত্র', 'লিপিমালা'। উইলিয়াম কেরি রচিত দুটি গ্রন্থ 'কথোপকথন' ও 'ইতিহাসমালা'। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের উল্লেখযোগ্য গ্রন্থ: 'বত্রিশ সিংহাসন', 'হিতোপদেশ', 'রাজাবলি'। অন্যদিকে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদের আবিষ্কারক ড. হরপ্রসাদ শাস্ত্রী। দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। তার আর্থিক সহযোগিতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ সালে 'তত্ত্ববোধিনী' পত্রিকা প্রকশিত হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)
১৬

ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে-

.
চিহ্ন
.
কার
.
ফলা
✓ সঠিক উত্তর
.
ধাতু
বিষয়: বাংলাটপিক: ধ্বনি, বর্ণ ও বাগযন্ত্ররেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)
১৭

কোনটি শুদ্ধ?

.
মুমুর্ষু
.
মূমুর্ষু
.
মুমূর্ষু
✓ সঠিক উত্তর
.
মুমুর্ষূ
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)
১৮

ন, স-

.
ওষ্ঠ্য ব্যঞ্জনবর্ণ
.
দন্ত্য ব্যঞ্জনবর্ণ
.
দন্তমূলীয় ব্যঞ্জনবর্ণ
✓ সঠিক উত্তর
.
কণ্ঠনালীয় ব্যঞ্জনবর্ণ
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষা (ব্যাকরণ)রেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)
১৯

রবীন্দ্রনাথের ‘ক্ষুধিত পাষাণ’ এর একটি চরিত্র-

.
প্রত্যুষ
.
মহিম
.
মেহের আলি
✓ সঠিক উত্তর
.
নবীন মাধব

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প ‘ ক্ষুধিত পাষাণ’ এর চরিত্র মেহের আলি ।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)
২০

রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখা চিহ্নিত কোন ধরনের অব্যয় নির্ণয় করুন?

.
সমুচ্চয়ী
.
অনন্বয়ী
.
সমুচ্চয়ী বিয়োজক
.
সমুচ্চয়ী সংকোচক
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: অব্যয় পদরেফারেন্স: রেলপথ মন্ত্রণালয় ।। কম্পিউটার অপারেটর (12-06-2021)