প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

মোট প্রশ্ন: ৪০

পৃষ্ঠা এর পরবর্তী

”পলাতক দাসে দাও স্বাধীনতা”- এখানে “দাসে” কোন কারকে কোন বিভক্তি?

.
করণে সপ্তমী
.
কর্মে সপ্তমী
.
অধিকরণে পঞ্চমী
.
সম্প্রদানে সপ্তমী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যাকে স্বত্ব ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যেমন 'পলাতক দাসে দাও স্বাধীনতা' 'অন্ধজনে দেহ আলো'। এখানে 'দাসে' এবং 'অন্ধজনে' সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারক ও বিভক্তিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে-

.
করণ কারক
✓ সঠিক উত্তর
.
কর্ম কারক
.
অপাদান কারক
.
কর্তৃ কারক

ব্যাখ্যা

কর্তা য দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কোন কারক। করণ শব্দটির অর্থ যন্ত্র সহায়ক বা উপায়। যেমন 'নীরা কলম দিয়ে লেখা' এখানে 'কলম' হলো করণ কারক।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস?

.
আজীবন
.
আলুনী
.
আরক্তিম
✓ সঠিক উত্তর
.
আগাছা

ব্যাখ্যা

ঈষৎ রক্তিম = আরক্তিম। এটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত। লজ্জায় মুখ রাঙ্গা হয়েছে এমন ভাব কে আরক্তিম শব্দ দ্বারা প্রকাশ করা হয়।
বিষয়: বাংলাটপিক: অব্যয় পদরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

ক্ষুধিত পাষাণ কোন সমাস?

.
বহুব্রীহি
.
কর্মধারয়
✓ সঠিক উত্তর
.
তৎপুরুষ
.
দ্বন্দ্ব

ব্যাখ্যা

ক্ষুধিত পাষাণ = ক্ষুধিত যে পাষাণ। এটি কর্মধারয় সমাস।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

”শীকর” শব্দের অর্থ কি?

.
শিশির
.
নীহারিকা
.
জলকণা
✓ সঠিক উত্তর
.
পদ্মফুল

ব্যাখ্যা

'শীকর' শব্দের অর্থ বাতাসে বাহিত জলকণা বা পানির বিন্দু।
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

”ইনকিলাব” শব্দের অর্থ কি?

.
বিপ্লব
✓ সঠিক উত্তর
.
চিরজীবী
.
সন্ত্রাস
.
আন্দোলন

ব্যাখ্যা

ইনকিলাব একটি আরবী শব্দ এর অর্থ বিপ্লব, বিদ্রোহ, আন্দোলন। সুতরাং এখানে ক এবং ঘ দুটি সঠিক উত্তর।
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

”চপল” এর বিপরীত শব্দ-

.
স্তব্ধ
.
রাশভারী
.
ঠান্ডা
.
গম্ভীর
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'চপল' শব্দটির অর্থ হলো চঞ্চল । আর 'চপল' এর বিপরীত শব্দ হলো গম্ভীর ।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

”কাকনিদ্রা” শব্দটির অর্থ কি?

.
কাকের নিদ্রার ন্যায়
.
অগভীর সতর্ক নিদ্রা
✓ সঠিক উত্তর
.
অনিষ্ট চিন্তা
.
কপট নিদ্রা

ব্যাখ্যা

কাকনিদ্রা বাগধারাটির অর্থ অগভীর সতর্ক নিদ্রা।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

”নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ--

.
তীরে পৌছোর ঝুঁকি
.
আসন্ন বিপদ
.
সঞ্চয়ের প্রবৃত্তি
✓ সঠিক উত্তর
.
মুমূর্ষু অবস্থা

ব্যাখ্যা

‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটি অর্থ টাকা জমানোর লোভ, অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি । [সূত্র : বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান । ]
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১০

বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ?

.
হাতি/হাতী
✓ সঠিক উত্তর
.
নারি/নারী
.
জাতি/জাতী
.
দাদি/দাদী

ব্যাখ্যা

হাতি, হাতী - [বিশেষ্য পদ] হস্তী, বারণ, কুঞ্জর, (ব্যঙ্গে) অতিশয় স্থূলকায় ব্যক্তি।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১১

কোন বানানটি শুদ্ধ?

.
সংসপ্তক
.
সংশপ্তক
✓ সঠিক উত্তর
.
শংসপ্তক
.
শংশপ্তক

ব্যাখ্যা

শুদ্ধ বানান টি হল 'সংশপ্তক'। এটি একটি তৎসম শব্দ এর অর্থ নির্ভীক জয়লাভে দৃঢ় প্রতিজ্ঞা। যে সৈন্যরা মৃত্যুপণ লড়াই করে পালিয়ে আসে না।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১২

শওকত ওসমানের রচনা কোনটি?

.
উত্তম পুরুষ
.
শেষ রজনীর চাঁদ
.
জননী
✓ সঠিক উত্তর
.
চৌচির

ব্যাখ্যা

শওকত ওসমানের প্রথম উপন্যাস 'জননী'। শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস হলো: ক্রীতদাসের হাসি, বনী - আদম, চৌরসন্ধি, দুই দৈনিক, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য।
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৩

সামাজিক নাটক কোনটি?

.
ডাকঘর
.
সধবার একাদশী
✓ সঠিক উত্তর
.
নূরজাহান
.
রাবন বধ

ব্যাখ্যা

'সধবার একাদশী' একটি সামাজিক নাটক বা প্রহসন। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল। এই সামাজিক বিপর্যয় এর কাহিনী নিয়ে দীনবন্ধু মিত্র ১৮৬৬ সালে রচনা করেন 'সধবার একাদশী' প্রহসনটি। তার আরো দুটি প্রহসন হল জামাই বারিক ও বিয়ে পাগলা বুড়ো।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৪

বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন-

.
কাজী নজরুল ইসলাম
.
আব্দুল করিম সাহিত্য বিশারদ
.
মুহম্মদ শহীদুল্লাহ
.
মোহিতলাল মজুমদার
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা সাহিত্যে প্রথম প্রচুর আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন মোহিতলাল মজুমদার। তারপরে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে আরবি ফারসি শব্দের ব্যবহার করেন।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যের প্রথমরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৫

”গৃহদাহ”উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি?

.
সুরেশ ও অচলা
✓ সঠিক উত্তর
.
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
.
মধুসূদন ও কুমুদিনী
.
গোবিন্দলাল ও রোহিনী

ব্যাখ্যা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রিভুজ প্রেমের চিত্র সম্বলিত উপন্যাস 'গৃহদাহ'। এই উপন্যাসের প্রধান চরিত্র গুলো হলো - সুরেশ অচলা ও মহিম। নগেন্দ্রনাথ ও কোন দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ এবং গোবিন্দলাল ও রোহিনী কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র। মধুসূদন ও কুমুদিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের চরিত্র।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৬

বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-

.
কাজী নজরুল ইসলাম
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
প্যারীচাঁদ মিত্র
✓ সঠিক উত্তর
.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ব্যাখ্যা

বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন প্যারীচাঁদ মিত্র। তিনি বাংলা সাহিত্যে আলালের ঘরের দুলাল নামে প্রথম উপন্যাস রচনা করেন। তিনি এই উপন্যাসে প্রথম চলিত ভাষা প্রয়োগ করেন। কাজী নজরুল ইসলাম প্রথম রণসংগীত এবং বিদ্রোহী কবিতা রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক ছোটগল্পের প্রবর্তক হিসেবে খ্যাত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম সার্থক উপন্যাসের প্রবর্তক হিসেবে খ্যাত।
বিষয়: বাংলাটপিক: পুরুষ বা পক্ষরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৭

বহ্ন্যুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাই-

.
বহ্ন্য + উৎসব
.
বহ্ন্যু + সব
.
বহ্ন্য + উৎসব
.
বহ্নি + উৎসব
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ই - কার কিংবা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' ফলা হয়। য - ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জন এর সাথে লেখা হয়। যেমন বহ্নি + উৎসব = বহ্নু্ৎসব, মসী + আধার = মস্যাধার, প্রতি + এক্ = প্রত্যেক।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৮

নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হল--

.
নৌ + ইক
✓ সঠিক উত্তর
.
নবৌ + ইক
.
নবো + ইক
.
ন + ইক

ব্যাখ্যা

এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন - নৌ + ইক = নাবিক, গো + এষণা = গবেষণা।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৯

সাপের খোলসকে এক কথায় বলা হয়?

.
অজিন
.
নির্মোক
✓ সঠিক উত্তর
.
আঁইস
.
ছলম

ব্যাখ্যা

অজিন বলতে ছাগচর্ম, মৃগচর্ম অথবা বাঘছালকে বোঝায়। আঁইস বলতে মাছের শল্ককে বোঝায়। নির্মোক হচ্ছে সাপের পরিত্যক্ত গাত্র চর্ম।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
২০

খেয়াপার করে যে তাকে বলা হয়--

.
মাঝি
.
ঘাটাল
.
পাটনী
✓ সঠিক উত্তর
.
কর্ণধার

ব্যাখ্যা

মাঝি হচ্ছে নৌচালক, কর্ণধার, নৌকার চালনাকারী। ঘাটাল বলতে এবড়ো থেবড়ো বা অসমতল জায়গাকে বুঝায়। পাটনি হলো খেয়া ঘাটের মাঝি। অপরদিকে কর্ণধার বলতে নৌকার প্রধান মাঝি বা কান্ডারী কে বোঝায়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)