প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

মোট প্রশ্ন: ৪০

পৃষ্ঠা এর পরবর্তী

Which of the following is a correct sentence?

.
He was too clever not to miss the point.
.
He was so clever to miss the point.
.
He was too clever to miss the point.
✓ সঠিক উত্তর
.
he was too clever to grasp the point.

ব্যাখ্যা

too - - - - - to অর্থ এতই যে - - - - পারে না। সে এতই চালাক যে পয়েন্টটি মিস করতে পারেনা।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

What is the indirect speech of the sentence: He said, "Good morning sir"?

.
He respectfully wished good morning to the person spoken to
✓ সঠিক উত্তর
.
He respectfully wishes good morning to the person spoken to
.
He respectfully wish good morning to the person spoken to
.
He respectfully wished good morning to the person spoke to

ব্যাখ্যা

reporting verb (said) past tense - এই থাকায় wished হবে এবং যার সাথে কথা বলেছিল বোঝাতে spoken to হবে।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

What is the indirect speech of the sentence: He said, "What a pity!"

.
He said that it was a great pity
.
He exclaimed that it is a great pity
.
Hew exclaimed that it is great pity
.
He exclaimed that it was a great pity
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Exclamatory sentence এ said এর পরিবর্তে exclimed হয় এবং reporting verb (said) past tense এ থাকায় it was হবে।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

What is the passive voice of " Fortune favours the brave"

.
The brave is favoured by fortune.
.
The brave was favoured by fortune.
.
The brave are favoured by fortune.
✓ সঠিক উত্তর
.
The brave were favoured by fortune.

ব্যাখ্যা

মুল sentence টি present indefinite এ আছে। তাই passive voice করার সময় present indefinite রাখতে হবে। The brave plural তাই সাহায্যকারী verb হিসেবে are বসবে।
বিষয়: ইংরেজিটপিক: Voiceরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

"Mishap" Means-

.
Danger
.
Disease
.
Accident
✓ সঠিক উত্তর
.
Theft

ব্যাখ্যা

Mishap শব্দটির অর্থ দুর্ঘটনা। Mishap means is Accident এর অর্থ দুর্ঘটনা।
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

কোনটি শুদ্ধ বানান?

.
Griveance
.
Grievence
.
Grievance
✓ সঠিক উত্তর
.
Greivance

ব্যাখ্যা

বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

Adjective of the word "Ox' is-

.
Cowly
.
Bovine
✓ সঠিক উত্তর
.
Oxen
.
Oxy

ব্যাখ্যা

'Ox' শব্দটির অর্থ ষাঁড়। Ox এর adjective form হবে Bovine - গবাদিপশু সংক্রান্ত।
বিষয়: ইংরেজিটপিক: The Adjectiveরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

Which is the noun of the word "Try"?

.
Trying
.
Triable
.
Trial
✓ সঠিক উত্তর
.
None of them

ব্যাখ্যা

Try শব্দটির অর্থ চেষ্টা করা। এটি হলো verb। Trial শব্দটির অর্থ পরীক্ষা। এটি হলো noun।
বিষয়: ইংরেজিটপিক: The Nounরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)

The correct form of " She found the boy (to cry)"-

.
She found the boy cry.
.
She found the boy crying.
✓ সঠিক উত্তর
.
She found the boy cried.
.
She found the boy crys.

ব্যাখ্যা

simple sentence এ একটি verb (found) এরপরে আরেকটি verb (cry) আসলে তার সাথে ing (crying) যুক্ত হয়।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১০

They count--- your help বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

.
for
.
with
.
upon
✓ সঠিক উত্তর
.
after

ব্যাখ্যা

Count upon - শব্দটির অর্থ নির্ভর করা। Count এরপর preposition (upon) হয়।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১১

"To meet trouble halfway" means--

.

To get nervous

.

To be disappointed

.

To bear up

.

To be puzzled

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'To meet trouble halfway' means To worry, grow anxious, or distress oneself unnecessarily over something that has yet to happen.
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১২

"He has assured me --- safety".

.
of
✓ সঠিক উত্তর
.
with
.
for
.
at

ব্যাখ্যা

Assure of - শব্দটির অর্থ নিশ্চিত করা। Assure এরপর preposition (of) হয়।
বিষয়: ইংরেজিটপিক: Appropriate Prepositionরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৩

What is the meaning of "Soft soap"?

.
To speak ill of others.
.
Flattery for self motives.
✓ সঠিক উত্তর
.
To speak high of others.
.
To recognize others good deed.

ব্যাখ্যা

'Soft soap' শব্দটির অর্থ নিউজ কার্যসাধনে তোষামোদ করা। Flattery for self motives - শব্দটির অর্থ নিজ উদ্দেশ্য গুলোর জন্য চাটুকারিতা।
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৪

The synonym for "Efface" is-

.
Improve
.
Exhaust
.
Rub out
✓ সঠিক উত্তর
.
Cut out

ব্যাখ্যা

Efface শব্দটির অর্থ মুছে ফেলা, নিশ্চিহ্ন করা। Efface শব্দটির synonym rub out.
বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৫

The opposite word of "Sluggish" is---

.
Slow
.
Heavy
.
Dull
.
Animated
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Sluggish - শব্দটির অর্থ নিষ্ক্রিয় মন্থর গতি। এর বিপরীত শব্দ - Animated।
বিষয়: ইংরেজিটপিক: wordsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৬

"Boat leg" Means-

.
Distribute
.
Export
.
Import
.
Smuggle
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Boat Leg এর অর্থ পাচার করা, Smuggle অর্থ পাচার করা। Distribute - বিতরণ করা Export - রপ্তানি করা, Import - আমদানি করা।
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৭

What is the synonym of "jovial"?

.
Jolly
✓ সঠিক উত্তর
.
Happy
.
Gay
.
None of these

ব্যাখ্যা

বিষয়: ইংরেজিটপিক: Synonymsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৮

কোনটি শুদ্ধ বানান?

.
Addulatration
.
Adultration
.
Adultaration
.
Adulteration
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
১৯

Choose the correct sentence?

.
A new cabinet has been sworn in in Dhaka.
✓ সঠিক উত্তর
.
A new cabinet has been sworn in Dhaka.
.
A new cabinet has been sworn by in Dhaka.
.
A new cabinet has sworn in Dhaka.

ব্যাখ্যা

Swear in শব্দটির অর্থ শপথ নেয়া শপথ পাঠ করানো। এছাড়াও স্থানের নামের in পূর্বে বসে।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)
২০

”পলাতক দাসে দাও স্বাধীনতা”- এখানে “দাসে” কোন কারকে কোন বিভক্তি?

.
করণে সপ্তমী
.
কর্মে সপ্তমী
.
অধিকরণে পঞ্চমী
.
সম্প্রদানে সপ্তমী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যাকে স্বত্ব ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যেমন 'পলাতক দাসে দাও স্বাধীনতা' 'অন্ধজনে দেহ আলো'। এখানে 'দাসে' এবং 'অন্ধজনে' সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: কারক ও বিভক্তিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(ভলগা-06) (13-11-2013)