প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)

মোট প্রশ্ন: ৫২

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৪১

একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

.
১০৬
.
২০৬
✓ সঠিক উত্তর
.
৩০৬
.
৪০৬

ব্যাখ্যা

একজন সাধারণ মানুষের দেহে মোট ২০৬ টুকরা হাড় থাকে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অস্থিসন্ধিরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)
৪২

দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান হয়-

.
২১ জুন
✓ সঠিক উত্তর
.
২১ জুলাই
.
২৩ সেপ্টেম্বর
.
২২ ডিসেম্বর

ব্যাখ্যা

দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান হয় - ২১ জুন।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুপ্রবাহরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)
৪৩

শ্বসনে নির্গত হয়-

.

অক্সিজেন

.

নাইট্রোজেন

.

কার্বন ডাই-অক্সাইড

✓ সঠিক উত্তর
.

উপরের সবগুরোই

ব্যাখ্যা

শ্বসনে নির্গত হয় - কার্বন ডাই - অক্সাইড।
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)
৪৪

সালোকসংশ্লেষণ ঘটে না-

.
পাতায়
.
সবুজ কান্ডে
.
শাখা-প্রশাখায়
.
মূলে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সালোকসংশ্লেষণ ঘটে না - মূলে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সালোক সংশ্লেষণরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)
৪৫

নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

.
টিটেনাস
✓ সঠিক উত্তর
.
ইনফ্লুয়েঞ্জা
.
চিকেন পক্স
.
হাম

ব্যাখ্যা

ভাইরাসজনিত রোগ নয় - টিটেনাস।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভাইরাসঘটিত রোগরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)
৪৬

টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে?

.

একোলজি

.

অঙ্কোলজি

✓ সঠিক উত্তর
.

সাইটোলজি

.

টিউমারোলজি

ব্যাখ্যা

টিউমার সংক্রান্ত চর্চাকে অঙ্কোলজি বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)
৪৭

প্রবল জোয়ারের কারণ, এ সময়-

.

চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে

.

পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে

.

সুর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে

✓ সঠিক উত্তর
.

সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে

বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)
৪৮

শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-

.

অডিওমিটার

✓ সঠিক উত্তর
.

অডিওফোন

.

অ্যামিটার

.

অলটিমিটার

ব্যাখ্যা

শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র - অডিওমিটার।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: ভিন্ন অর্থে কাছাকাছি শব্দরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)
৪৯

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ

.
বেশি হয়
.
কম হয়
.
খুব কম হয়
.
একই থাকে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই থাকে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: তাপ ও তাপগতিবিদ্যারেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)
৫০

সাধারণ স্টোরেজ ব্যাটারীতে সিসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-

.
হাইড্রোক্লোরিক এসিড
.
সালফিউরিক এসিড
✓ সঠিক উত্তর
.
নাইট্রিক এসিড
.
এমোনিয়াম ক্লোরাইড
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: জৈব রসায়নরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)
৫১

কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো--

.
ভিটামিন এ
.
ভিটামিন সি
.
ক্যালসিয়াম
.
লৌহ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো - - লৌহ।
বিষয়: সাধারণ বিজ্ঞানরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)
৫২

কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

.
শুশুক
✓ সঠিক উত্তর
.
তিমি
.
হাঙ্গর
.
ডলফিন

ব্যাখ্যা

শুশুক বাতাসে নিঃশ্বাস নেয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্বরেফারেন্স: প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013-(মিসিসিপি-05) (12-11-2013)