প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)

মোট প্রশ্ন: ৬৩

পৃষ্ঠা এর পরবর্তী

উপসর্গের কাজ কি?

.
শব্দের লক্ষণ দেখানো
.
কোনটিই নয়
.
নতুন শব্দ গঠন করা
✓ সঠিক উত্তর
.
শব্দের বিরতি প্রদর্শন

ব্যাখ্যা

‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)

বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
.
ফোর্ট উইলিয়াম
.
রজনীকান্ত
.
চার্লস উইলকিন্স
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা মুদ্রাক্ষরেরে জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। তিনি ১৭৭৮ সালে হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন। তবে তার নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে পঞ্চানন কর্মকার বাংলা অক্ষর খোদাই করেন।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)

দুটি বাক্যের মধ্যে অর্থের সমন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে?

.
কোলন
.
হাইফেন
.
কমা
.
সেমিকোলন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সেমিকোলন (;) একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট সম্বন্ধ থাকলে বাক্য্যগুলোকে একটু বেশি থামার চিহ্ন দিয়ে ভাগ করতে হয়। এক্ষেত্রে ব্যবহৃত হয় সেমিকোলন।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)

"মুক্তি পেতে ইচ্ছুক" এক কথায় কি বলে?

.
মুমুক্ষু
✓ সঠিক উত্তর
.
মূমূক্ষ
.
মুমূক্ষ
.
মুমুক্ষা

ব্যাখ্যা

মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় হবে মুক্তিকামী বা মুমুক্ষু
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)

নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়-

.
সাবিত্রী
.
সুরবালা
✓ সঠিক উত্তর
.
গফুর
.
ষোড়শী

ব্যাখ্যা

বাংলা সাহিত্যের এক অনন্য নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে বলা হয় বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)

"একেই কি বলে সভ্যতা"- এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?

.
প্রহসন
✓ সঠিক উত্তর
.
মহাকাব্য
.
উপন্যাস
.
কাব্য

ব্যাখ্যা

" একেই কি বলে সভ্যতা? " - এটি মাইকেল মধুসূদন দত্তের প্রহসন। প্রহসন বলতে মুলত একধরনের হাস্যরসাত্মক নাটক বোঝায়। এর উদ্দেশ্য হলো হাস্যরস ও ব্যঙ্গ বিদ্রুপের আড়ালে অতিরঞ্জিত , অসংযত ও অভাবনীয় অবস্থা সৃষ্টির মাধ্যমে দর্শক দের বিনোদন প্রদান করা। প্রদত্ত প্রহসনটিও মাইকেল মধুসূদন দত্তের হাস্যরসাত্মক কাহিনী নিয়ে রচিত।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)

"কি হেতু এসেছ তুমি, কহু বিস্তারিয়া'- হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?

.
প্রসঙ্গ
.
ব্যাপার
.
নিমিত্ত
✓ সঠিক উত্তর
.
প্রার্থনা

ব্যাখ্যা

কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া' 'হেতু' অনুসর্গটি নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়েছে।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)

দেশি শব্দ নয় কোনটি?

.

ঝিঙ্গা

.

ঢিল

.

মুড়কী

.

মাছি

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ঝিঙা দেশি ভাষার শব্দ
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)

"আমার জ্বর জ্বর লাগছে' এটি কোন ধরনের বাক্য?

.

মিশ্র

.

যৌগিক

.

দ্বিরুক্ত

.

সরল

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যেসব বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে, সেগুলো সরল বাক্য। উদাহরণ: জসিম ভাত খায়।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)
১০

সারাংশ কোন পুরুষে লিখতে হয়?

.
মধাম
.
প্রথম
✓ সঠিক উত্তর
.
সবগুলো
.
উত্তম

ব্যাখ্যা

সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়য়। সারাংশ এর ভাষা সহজ ও সাবলীল হওয়া দরকার। বাক্যের বক্তা যে বিশেষ্য বা সর্বনামের দ্বারা বক্তা ও শ্রোতার বাইরে অন্য কাওরে নির্দেশ করে, তাকে প্রথম পুরুষ বলে। প্রথম পুরুষ ব্যবহার করলে বাক্যের গঠন সহজ ও সাবলীল হয়। এই জন্য প্রথম পুরুষ ব্যবহার করা হয়।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)
১১

"আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে" এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে?

.

দায়িত্ববোধ

✓ সঠিক উত্তর
.

রাজা হওয়ার ইচ্ছা

.

স্বৈরতন্ত্র

.

রসবোধ

বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)
১২

"বন্ধন" শব্দের সঠিক অক্ষর বিন্যাস নিচের কোনটি?

.

ব+ন+ধ+ন

.

বন্‌+ধন্‌

✓ সঠিক উত্তর
.

ব+ন্ধ+ন

.

বান+ধন

ব্যাখ্যা

বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস = বন্ + ধন্।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)
১৩

"উদাত্ত পৃথিবী” কাব্য গ্রন্থের রচয়িতা কে?

.
সুভাষ মুখোপাধ্যায়
.
সুফিয়া কামাল
✓ সঠিক উত্তর
.
কবি আল মাহমুদ
.
সিকানদার আবু জাফর

ব্যাখ্যা

বেগম সুফিয়া কামাল (২০শে জুন ১৯১১ - ২০শে নভেম্বর ১৯৯৯) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)
১৪

কোনটি সঠিক?

.
মহাশ্মশান (নাটক)
.
সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
.
কাঁদো নদী কাঁদো (কাব্য)
.
বহিপীর (নাটক)
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)
১৫

"হর্ষণ' শব্দের অর্থ কি?

.
দেখা
.
হাসা
.
চাষ করা
.
আনন্দ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

হর্ষণ   ১. /বিশেষ্য পদ/ হর্ষ। ২. /বিশেষণ পদ/ হর্ষজনক, আনন্দদায়ক, শিহরণ, লোমহর্ষণ।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)
১৬

"মৃন্ময়ী" রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?

.
দেনা-পাওনা
.
পোস্টমাস্টার
.
হৈমন্তী
.
সমাপ্তি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের 'সমাপ্তি' ছোটগল্পের নায়িকা 'মৃন্ময়ী' এবং নায়ক' অপূর্বকৃষ্ণ ' । অন্যদিকে তার 'দেনাপাওনা' ছোটগল্পের নায়িকা 'নিরু' পোস্টমাস্টার' গল্পের বালিকা চরিত্র 'রতন' এবং 'মধ্যবর্তিনী ' গল্পের নায়িকা 'হরসুন্দরী' ও 'শৈলবালা' এবং নায়ক 'নিবারণ'।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)
১৭

কোন কবির মাতাও একজন কবি?

.
শামসুর রাহমান
.
জীবনানন্দ দাশ
✓ সঠিক উত্তর
.
আহসান হাবীব
.
বিষ্ণু দে

ব্যাখ্যা

জীবনানন্দ দাশ এর মা কুসুমকুমারী দাশও একজন কবি ছিলেন।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)
১৮

"খাতক" শব্দের বিপরীত শব্দ কোনটি?

.
মহাজন
✓ সঠিক উত্তর
.
চাতক
.
খনা
.
ঘাতক

ব্যাখ্যা

খাতক বিপরীত শব্দ মহাজন
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)
১৯

মুষলধারে বৃষ্টি পড়ছে- এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা?

.
ব্যাতিহার কর্তা
.
মুখ্য কর্তা
✓ সঠিক উত্তর
.
প্রযোজক কর্তা
.
প্রযোজ্য কর্তা

ব্যাখ্যা

যে কর্তা  নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে, সে মুখ্য কর্তা
যেমনঃ অপু গাছ থেকে আম পড়ছে। মুষলধারে বৃষ্টি পড়ছে।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)
২০

"নিমরাজি" শব্দে "নিম" কোন উপসর্গ?

.
তৎসম উপসর্গ
.
বিদেশি উপসগ
✓ সঠিক উত্তর
.
তদ্ভব উপসর্গ
.
বাংলা উপসর্গ

ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি উপসর্গ এর সংখ্যা ১০ টি। যেমন: না,নিম,ফি,বে,ব,দর,কার,বর,বদ,কম। তন্মধ্যে "নিম" একটি।
বিষয়: বাংলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2024 (২য় ধাপ) (02-02-2024)